বিদ্যানগর यjश इफेक्, त्रांभङ्ग •*** ॐान्न शहैंrऊ बिंबङ्गनशरद्रद्र ইতিহাসে স্পষ্টতর আলোকে দেখিতে পাই । কিন্তু অতি एष: नि:नग्न भंक्षां -नांनातिि१ भांगनविभूथणांश्ा - बिखश्ानं निब्र श्रवह cवाज़्नौघ्र हट्टेब्र! • *क्लिष्ट्रांङ्लि । ५८७७ ज्वास्त्र वित्रञ्जनश्रम्ब्रङ्ग उद्मावाश्वत्रुब डेभन्न মাধবাচার্য বিস্তারণা বিজ্ঞানগর সংস্থাপন করেন। ষেরূপে তাছ इब्रां विनांमश्रीब्र गरशमिड इज़, cन कांश्नैिौ श्रकि अडूऊ f ." বিজয়নগরের শেষ শাসনকর্তা রাঙ্কেশ্বর রায় ১৩৬৫ খৃষ্টাম্বে পরলোকে গমন করেন, ইহার কোনও বংশধর ছিল না । জম্মুকেশ্বরের মৃত্যুর পর বিজয়নগরের রাজসিংহাসন নৃপতিশূন্ত হওয়ায় অতি সত্বরে চতুর্দিকে ঘোরতর অরাজকতা উপস্থিত হয়। সমগ্র দেশে অশাস্তির অনল জুলিয়া উঠে। এই সময়ে দয়াময় শ্ৰীভগবানু দাক্ষিণাত্যে হিন্দুরাজত্বের भूण श्रन्छ। कब्रम्न निमिख श्लूिाणा बिज्राप्द्रग्न ७क क्षछिनव অদ্ভুত উপায় বিধান করেন। জম্মুকেশ্বরের মৃত্যুর পর একৰ সন্ন বইতে না ঘাইতেই ১৩৩৬ খৃষ্টাব্দে মাধবাচাৰ্য্য বিজয়নগরের সিংহাসনে যাদবসন্ততি নামে নুতন রাজবংশ প্রতিষ্ঠিত করেন। এই বংশের আদ্বিপুরুষ--বুক্তরাও । এন্থলে মাধবাচার্য্যের কিঞ্চিৎ বিবরণ উল্লেখ করা প্রয়োজনীয় । মাধবাচাৰ্য্য পরম পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন । কিন্তু দারিদ্র্য দশায় নিস্পিষ্ট হইয়া তিনি ধনলাভার্থ হাম্পিনগরে ভুবনেশ্বরী দেবীর মন্দিরে দুশ্চর তপশ্চর্য্যায় প্রবৃত্ত হন। কিন্তু দেবী তাহার সে প্রার্থন পূর্ণ না করিয়া স্বপ্নযোগে এই আদেশ করেন যে, এজন্মে তাহার এ প্রার্থনা ফলবতী হইবে না, পরজন্মে তিনি ধনলাভ করিবেন। দেবীর স্বপ্নাদেশ জানিতে পারিয়া মাধব তৎক্ষণাৎ হাম্পিনগর পরিত্যাগ করিয়া শৃঙ্কেরী মঠে উপনীত হইয়া তথায় সন্নাস গ্রহণ করেন। অবশেষে তিনি এই মঠে জগদগুরু বিদ্যারণ্য নামে প্রসিদ্ধ হন। মাধবাচাৰ্য্য বিদারণ্য বেদুভাষ্যকার সায়ণের ভ্রাতা—নিজে সৰ্ব্বশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন । [ সবিস্তার বিধরণ “বিদ্যারণ্যস্বামী" শব্দে দ্রষ্টব্য । ] যাহা হউক মাধৰাচাৰ্য্য যখন শুনিলেন, বিজয়নগরের রাজা জমুকেশ্বরের মৃত্যুর পরে সমগ্র দেশে ভীষণ অরাজকতা উপস্থিত হইয়াছে, মুসলমানগণ দাক্ষিণাত্যে স্বীয় প্রভাব বিস্তার করিতে প্রস্তুত হইতেছে, সনাতন হিন্দুধর্মের যথেষ্ট মানি উপস্থিত হইতেছে, মাধব তখন শৃঙ্গেরী মঠের নিভৃত সাধনপীঠ পরিত্যাগ दिगृ;fमगंग्रं করিয়া কক্ষভ্রষ্ট গ্রহের স্থায় তীব্র গতিতে বিশৃঙ্খলাপূর্ণ বিষয়- | ব্যাপারময় বিজয়নগর অভিমুখে ধাবিত হইলেন ;--যে সৰ্ব্বমঙ্গল ভুবনেশ্বরী দেবীর পাদমূল হইতে চিরদিনের নিমিত্ত বিধায় গ্রহণ করির মাধবাচার্য মৃদু দেৱী মঠে উপনীত হইছিলেন, [ a ૧8 ] বিদ্যানগর - _
- তিনি সৰ্ব্ব প্রথমে মামিন মগয়ে, সেই ভূৱনেশ্বরীর মন্দিরে
আসিয়া প্রণত হইয় পড়িলেন। দেশরক্ষার জন্তু সৰ্ব্বত্যাগী সন্ন্যাসী আজ নিজের মোক্ষলাখন ভ্যাগ করিয়া দায়ের চরণে । আত্মসমৰ্পণ করিলেন । দণ্ডের পর জও চলিয়া গেল, গ্রহরের পর গ্ৰন্থর চলিয়া গেল, ঐৰিদ্ৰ্যায়ণ্য স্বামী দেরীর চরণপ্রান্ত হইতে মন্তকোত্তোলন করিলেন না, অবশেষে দয়ামী বিস্তারণ্যের পুরোভাগে চিন্ময়ীভাবে দেখা দিয়া বলিলেন, “বিদ্যায়ণ ভূমি ধনের নিমিত্ত আমার নিকট প্লোর্থনা করিয়াছিলে, এখন তোমার বাসনা পূর্ণ হইৰে। তুমি যখন মাধবাচাৰ্য্য ছিলে, তখন তোমার ধনের বর প্রদান করি নাই, কিন্তু তোমার এখন পুনর্জন্ম হইস্থাছে—তুমি এখন বিদ্যারণ্য স্বামী সৰ্ব্বত্যাগী সন্ন্যাসী—এখন তোমার এই অভিনব জীবনে সেই এtখন পূর্ণ হইল। তোমাস্বারা এখন বিজয়নগর ক্রমশঃ ঐসম্পন্ন হইবে।” বিদ্যারণ্য স্বামী মস্তকোত্তোলন করিলেন, এইদিন হইতেই তিনি বিশাল বিজয়নগরের ভার স্বীয় স্বন্ধে গ্রহণ করিলেন। নিষ্কাম সন্ন্যাসী বিষয়ে পুর্ণরূপে বিগতস্পৃহ হইয়াও সাম্রাজ্যের হিতবিধানে নিষ্কামভাবে জীবন সমর্পণ করিলেন। ১৩৩৮ খৃষ্টাব্দে এই সৰ্ব্বত্যাগী সন্ন্যাসীর পবিত্রতম নামেই ধ্বংসাবশেষ বিজয়নগরে অতীব সমৃদ্ধিশালী বিদ্যানগর প্রতিষ্ঠিত হইল । বিদ্যারণ্য স্বামী বিদ্যানগর স্থাপন করিয়া দশবৎসরকাল রাজ্যশাসন করেন। অতঃপর তিনি সঙ্গম-রাজবংশকে সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়া নিজে মন্ত্রীর কাৰ্য্যে ব্ৰতী হন। যদিও বিদ্যারণ্য স্বামী দশবৎসরকাল স্বয়ং বিদ্যানগর শাসন করেন, তথাপি তিনি রাজা বা মহারাজ নামে অভিহিত হন নাই। সঙ্গমরাজ প্রথম হরিহর নবস্থাপিত বিদ্যানগরের প্রথম রাজা । হরিহরের চরিট সহোদর ছিলেন , উহাদের নাম-কম্প, বুরু, মারপ্প ও মুদল্প। এই ভ্রাতৃগণও সকলেই সমরপটু ও অতি বিশ্বাসী ছিলেন । হরিহর ই হাদিগের উপর রাজ্যের দায়িত্বপূর্ণ কাৰ্য্য ভার অর্পণ করিয়াছিলেন। ইহাতে একদিকে রাজকাৰ্য্যের যেমন সুশৃঙ্খলা ও সুবন্দোবস্ত হইল, অপরদিকে র্তাহার ভ্রাতৃগণও রাজ্যের সকল অবস্থা জানিবার সুবিধা প্রাপ্ত হইলেন। বিদ্যানগরের ইতিহাসে প্রথম বুন্ধের নাম চিরপ্রসিদ্ধ ! সমরবিদ্যায় বুঙ্কের অসাধারণ পাণ্ডিত্য ছিল। ইনি সময়বিভাগের প্রধানতম কৰ্ম্মচারী পদে নিযুক্ত হইলেন । কড়াপা ও নেহুর অঞ্চলে কম্প বন্দোবস্ত ও জমীজমা বৃদ্ধির কার্যাভার প্রাপ্ত হইলেন। মারঞ্চ কদম্বরাজাদের প্রদেশগুলি করায়ত্ত করিয়া মহিমুরের পশ্চিমস্থ চন্দ্রগিড়ি অঞ্চলে অবস্থান করিয়া উক্ত প্রদেশ শাসন করিতে লাগিলেন। হরিহরের একটা পুত্র সন্তান জন্সিয়াছিল, উছার নাম সোমন। কিন্তু হরিহরের