লগ্ন [ १8> ] o লগ্ন বিশিষ্ট, ক্র,রচেষ্টাতি, ইজিয়াসক্ত, ক্রোধী, মদ্যমাংসপ্রিয়, চঞ্চল, বিকলাঙ্গ, মলিন, উজর বা দস্তুরোগী ও অর্গাদি গুরোগী হইয়া থাকে। . লরে বিশেষতঃ মিথুন ও কণ্ঠালগ্নে বুধ অবস্থিতি করিলে জাতব্যক্তি মেধাবী, প্রিয়ংবদ, সুচতুর, মিষ্টভাষী, বন্ধুবর্গের হিতকারী, কৌতুকী, ধনী, সৰক্ত, বণিক বা শাস্ত্রবেত্ত হয়। কিন্তু লগ্নস্থ বুধ শনি বা মঙ্গলের দ্বারা দৃষ্ট হইলে জাতক, বাচাল, মিথ্যাৰাণী, মনামতিসম্পন্ন, শঠ, অবিশ্বাসী, প্রবঞ্চক, কপটন্ধদয়, চোর বা উন্মাদ হয়। মকর ভিন্ন অল্প কোন লাখ বৃহস্পত্তি অবস্থিতি করিলে জুতিক বুদ্ধিমান, স্বধৰ্ম্মাদুরত, বিবিধ শাস্ত্রজ্ঞানসম্পন্ন, সম্পদেষ্ট, লোকপূজ্য, রাজসন্মানিত, ভাগ্যবান ও ঐশ্বৰ্য্যশালী হয়। লগে শুক্ৰ থাকিলে জাতক বিলাসী, গুণবান, সুন্দরী স্ত্রী অথবা বহু ললনাযুক্ত, শিয়শাস্ত্রবিশারদ, সঙ্গীত ও কাব্যশাস্ত্রপ্রিয়, সঙ্গালাপী ও প্রফুল্লচিত্ত হয়। যদি তুলা লগ্ন হয় এবং তাহাতে শুক্র থাকে, আর কুম্ভরাশিতে বৃহস্পতি থাকে, তাহা হইলে পুরুষ সুন্দর এবং তাহার স্ত্রীগণ সৰ্ব্বাঙ্গমুন্দরী হয়। কিন্তু লগ্নগত শুক্র পাপযুক্ত বা তৎকর্তৃক দৃষ্ট হইলে মানব নীচসঙ্গপ্রিয়, নীচামোদরত, অপব্যয়ী, ক্রীড়াসক্ত ও পরস্ত্রীরত হয়। যদি তুলা, ধৰ্ম্ম, কুম্ভ বা মীনরাশি লয় হয়, আর লগ্নে শনি থাকে, তাহা হইলে জাতক দীর্ঘায়ুঃ, ঐশ্বৰ্য্যশালী ও বহু লোকপ্রতিপালক হয়। মতান্তরে বৃষ, মিথুন বা কন্যালগ্নে শনি থাকিলে উক্ত প্রকার ফল হইয়া থাকে। ঐ শনির সপ্তমে বৃহস্পতি থাকিলে মানব পরম ঐশ্বৰ্য্যশালী হয়। কিন্তু লগ্নগত শনি অন্ত রাশিতে থাকিলে মানব কান্তিহীন, অশোভন, দম্ভযুক্ত, সৰ্ব্বদা ব্যাধিপীড়িত, নীচাশয় ও মুখবিহীন হয়। মেষ হইতে কস্তা পৰ্য্যস্ত এই ৬ রাশির মধ্যে কোন রাশি লগু হইলে এবং রাহু তথায় থাকিলে মানব অন্ত গ্রহরিাষ্ট হইতে মুক্তি লাভ করে, ইটার বিপরীত হইলে রাহু অশুভফলপ্রদ হয়। কেতু লগ্নে থাকিলে লগ্নাধীন ফল হ্রাস হইয়া থাকে । লগ্নস্থিত গ্রহ যেরূপ ফলপ্রদ হয়, তদ্রুপ লাধিপতি দ্বারাও ফল নির্ণয় করা যায় । লগ্নাধিপক্ষল-লগ্নাধিপতি লগ্নে অবস্থিতি করিলে জাতক ভাগ্যবান, রিপুজয়ী, বহু পরিজনযুক্ত ও স্বীয় বন্ধবর্গের শ্রেষ্ঠ হয়। লগ্নাধিপ দ্বিতীয় স্থানে থাকিলে মনুষ্য স্বীয় যত্ন ও পরিশ্রম দ্বারা ধনোপার্জন করে । লগ্নাধিপ তৃতীয় স্থানে থাকিলে জাতক দাম্ভিক, অভিমানী, ভ্রাতা, জ্ঞাতি বা প্রতিবাসীর বখতাপন্ন এবং ভ্রমণরত হইয় থাকে। চতুর্থ স্থানে থাকিলে জাতক পিতৃन°खि, उखम दांश्न, लेखव बांनशन ७ फूमिणांख् क्रब ७वर XVII
সেই ব্যক্তি প্রায় কৃষিকার্য্যে সফলকাম হয়। লাধিপ পঞ্চয় স্থানে থাকিলে মানৰ সন্ততিযুক্ত, ক্রীড়াসক্ত, অলস, বিলামপ্রিয়, কল্পনাশক্তিবিশিষ্ট ও বুদ্ধিমান হয়। লাধিপ ষষ্ঠে থাকিলে তদত্ত পীড়া, শক্রবৃদ্ধি বা বধ-বন্ধন হয়, কিন্তু শুভগ্রহকৃষ্ট হইলে মাতুল বা পিতৃব্যার উপকৃত হইবার সম্ভাবন । লাধিপ সপ্তম স্থানে থাকিলে যৌবনাবস্থায় একাধিক স্ত্রীলাভ, বাসস্থানের পরিবর্তন, বিদেশ যাত্রা ও শক্রবৃদ্ধি হয় এবং জাতক প্রায় নিজ বুদ্ধিদোষে স্বীয় অনিষ্ট সাধন করে এৰং কোন ব্যৰসা দ্বারা তাহার ধন ও প্রতিপত্তিলাভ হয়। লাধিপ অষ্টম স্থানে থাকিলে মানব রুগ্ন, অল্পায়ু, শোকাওঁ, ভয়ার্জ ও সৰ্ব্বদা বিপদাপন্ন হয়। কিন্তু লাধিপতি শুভ ও বলবান হইলে স্ত্রীধন বা কোন সম্পত্তি লাভ হইয়া থাকে। লাধিপ নবম স্থানে থাকিলে জাতক ভাগ্যবান, বিজ্ঞান, শাস্ত্রামুরাগী, ধাৰ্ম্মিক বা পোতবণিক্ হয়। লাধিপ দশম স্থানে থাকিলে মান্ত, উচ্চপদ, কাৰ্য্যসফলতা ও কোন সমাজের প্রাধান্ত লাভ হয়। লাধিপ একাদশ স্থানে থাকিলে বহু মিত্র, প্রচুর অর্থাগম, উৎসাহ, বৃদ্ধি ও উত্তম বাহন হয় । লাধিপতি দ্বাদশ স্থানে থাকিলে দুর্ভাবনা, ৰন্ধনতয়, ঋণ, নিৰ্ব্বাসন, ক্ষীণদেহ, শোক ও গুরু শত্রু হয় । দ্বিতীয়পতি লগ্নে থাকিলে মনুষ্য ধনী ও সৌভাগ্যশালী হয়। তৃতীয়াধিপতি লগ্নে থাকিলে বহু ভ্রমণ ও বাসস্থানের পরিবর্তন ঘটে এবং জাতক পরিজন বেষ্টিত, কুলশ্রেষ্ঠ ও পরাক্রমশালী হয় । চতুর্থাধিপতি লগ্নে থাকিলে বন্ধুবাহন ও স্থাবর সম্পত্তি লাভ হয়। পঞ্চমাধিপতি লগ্নে থাকিলে জাতক বুদ্ধিমান, বিদ্যানুরাগী, পুত্রবান, বিলাসপ্রিয়, প্রফুল্লচিত্ত ও স্বীয়বংশের ভূষণ স্বরূপ হয়। যষ্ঠাধিপতি লগ্নে থাকিলে মানব ক্লেশযুক্ত, শক্রদ্বারা পীড়িত, অন্নায়ু, কিংবা ষষ্ঠাধিপতি গ্রহদত্ত পীড়াদ্বারা সৰ্ব্বদা অসুস্থ হয়। সপ্তমাধিপতি লগে থাকিলে অল্পবয়সে বিবাহ, বাণিজ্যকুশল ও বিদেশ যাত্রা হয়। অষ্টমাধিপতি লগ্নে থাকিলে বিপদ, শোক, অল্পায়ু, বা সেই গ্রহামুযায়ী দীর্ঘস্থায়ী পীড়া হয়। নবমাধিপতি লগ্নে থাকিলে জাতক ভাগ্যবান, বুদ্ধিমান, ধৰ্ম্মপরায়ণ, বিদ্যা বা বাণিজ্যদ্বারা ধনী ও বহুভ্রমণশীল হয়। দশমাধিপতি লগ্নে থাকিলে মানব ক্ষমতাশালী, গণ্য মান্ত ও কীৰ্ত্তিশালী হয়। একাদশাধিপতি লগ্নে থাকিলে প্রচুরপরিমাণ আয়, বহুমিত্র ও পদে পদে উৎসাহ বৃদ্ধি হয়। দ্বাদশাধিপতি লগ্নে থাকিলে অপব্যয়ী, সতত বিপদপন্ন ও অল্পায়ু হয়। ● লগ্ন ও লগ্নপতি শুভগ্রহ দ্বারা বেষ্টিত ༈་རྫོང་ཁ་བདི་རྙིང་། সৌভাগ্যশালী ও যশস্বী হয়। এইরূপ প্রণালীতে লগ্নের ফল বিচার করিতে হয় । ( দীপিকা, জাতককো ইত্যাদি ) (পুং ) লগ-ক নিপাতলাং সাধু, যা লসঞ্জ-ক্ত তস্য নত্বং ।