লরেন্স লখনেী নগরে একটী রাজদরবারের অনুষ্ঠান করেন। তাহাতে তথাকার উত্তরপশ্চিম-ভারতবাসী তালুকদার, জমিদার ও অযোধ্যার প্রজাসাধারণ ভারতেশ্বরী ভিক্টোরিয়ার প্রতি সন্মাননা ও ইংরাজ গমর্মেন্টের প্রতি রাজভক্তির চরম নিদর্শন প্রদর্শন করিয়াছিল। এই বৎসরে রুষরাজ সেনাপতিগণ মধ্য এশিয়ার বোখরারাজ্যে ও উজবেকিস্থান প্রদেশে আসিয়া তথাকার আমীরকে আশ্রয় দান করেন । আমীরপুত্র বিদ্রোহী প্রজাবর্গের সহিত মিলিত হইয়া পিতৃসিংহাসন অধিকারে সচেষ্ট ছিলেন। রুসেনার আশ্রয়প্রাপ্তিতে স্বীয় রাজপদ স্বকৃঢ় করিয়া আমীর কৃতজ্ঞতা স্বরূপ রুষদিগকে বোখারায় স্থান দান করিলেন। রুষের আগমনে ভারতের বিপদের কারণ হইবে জানিয়া লর্ড লরেন্স আফগানপতি ও ইংরাজমিত্র দোস্ত মহম্মদের পুত্র শেরআলীকে কাবুল-সিংহাসনে বসাইয়া ইংরাজঞ্জাতির ও রাজ্যের মঙ্গলবিধানে তৎপর হইলেন । শের-আলী রাজ্য হইতে বিতাড়িত হইলেন এবং একজন আফগানরাজপুঙ্গব রুষসেনাদলে মিলিত হইয়া রাজ্যাধিকারে ষড়যন্ত্র করিতে লাগিলেন। এই দারুণ গোলযোগের সময় মহামতি লরেন্স বিশেষ গাম্ভীর্যের সহিত নিরপেক্ষতা অবলম্বন করিয়াছিলেন, তাহার এই foot's atgålfso tailfssot “as masterly inactivity” বলিয়া প্রশংসা করিয়া থাকেন। তিনি ভারতে প্রজার সুখবৃদ্ধির জন্য খাল বিস্তার করিয়া যান। তৎকালে তিনি ভারতের সর্বত্র’খালবিস্তারের (complete canalisazation of India ) ergfr FfHtfāgoTF, f; তাহা বহুবোট টাকা ব্যয়সাধ্য হওয়ায় এবং রাজকোষ হইতে অর্থে সন্ধুলান না হওয়ায় সে প্রস্তাব স্থগিদ হয়। তাহার আদেশে ভারতের গবমেণ্ট স্কুল সমূহে বাইবেল গ্রন্থ পাঠ্যপুস্তকরূপে ব্যবহৃত হইয়াছিল। ১৮৬৯ খৃষ্টাব্দে তিনি ভারতের প্রতিনিধিত্ব ত্যাগ করিয়া ২৭শে মার্চ তারিখে বৃটেনরাজ্যে ফিরিয়া যান। ভারতসাম্রাজ্ঞী Stotto (Baron Lawrence of the Panjab and Grately in the county of Southamton) Néstol go affo মান্তস্থচক উপাধি ও পারিতোধিক প্রদান করেন। ১৮৭৯ খৃষ্টাব্দে তাহার মৃত্যু ঘটে। লরেন্স (সর-হেনরী ) একজন ইংরাজ সেনাপতি। তিনি সিপাহীবিদ্রোহকালে, অযোধ্যার বিদ্রাহিদলের সহিত যুদ্ধ করিয়া বিশেষ বীরত্ব প্রদর্শন করেন। লখনে অবরোধকালে ও চিন্হুতের যুদ্ধে তিনি ইংরাজের স্বার্থরক্ষার জন্ত আত্মোৎসর্গ করিয়াছিলেন। চিন্ধতের যুদ্ধে বিদ্রোহিদল জয়লাভ করিয়া [ ১৬৪ ] ললন্তিকা বীরদৰ্পে রেসিডেন্সী আক্রমণ করে। তাহাদের একটী গোল হেনী লরেন্সের কক্ষমধ্যে প্রবিষ্ট হয়। তাহার আঘাতে , ৪ঠা জুলাই তাহার মৃত্যু ঘটে। লর্ড (ইংরাজী ) ১ ধনাঢ্য ব্যক্তির সম্মানসূচক উপাধি। ২ মহাপ্রভু, খৃষ্টধৰ্ম্মপ্রবর্তক যীশুখৃষ্ট ইনি Lord, the saviour অর্থাৎ মহাপ্রভু ও পরিত্রাতা বলিয়া খৃষ্ঠানসমাজে পূজিত। ৩ পরমপিতা পরমেশ্বর। লর্ড গাফ, একজন ইংরাজসেনাপতি। গোফখে। ] লর্ড লেক, একজন ইংরাজসেনাপতি লেক দেখ। ] লর্ব, গতি। ভদি পরহ্মৈ সক সেট, লট, লৰ্ব্বতি। লুঙ, অলবৎ। লিট, ললর্ক। লুট লৰ্ব্বিত । লল, ঈঙ্গা। অদন্তচুরাদি উভয় সক” সেট, লট, ললমৃতি, লালয়তি-তে । ললজিহব (পুং) ললন্তী জিহ্বা যন্ত । ১ উত্ন । ২ কুকুর। (ত্ৰি ) ৩ হিংস্র। ( মেদিনী ) ৪ চলদূরসনাযুক্ত। “তাবচ্চ প্রকটভূয় ভগবান ভৈরবীকৃতিঃ । উদ্ধৃতাসিল লজিহব; কৃত্ব হস্কারমভাধাৎ ॥”(কথাসরিৎ ১০৬১২৭) ললং (ত্রি ) লড় শতু ডস্ত ল। ১ বিলাসযুক্ত। ২ উন্মস্থবিশিষ্ট । ৩ জিহবাক্রিয়াবিশিষ্ট । ৪ ভক্ষণবিশিষ্ট । ৫ উৎক্ষেপবিশিষ্ট । ললদন্তু (পুং) ললং চলদস্থ যত্র। ১ লিম্পক । (জটাধর ) ললন (ক্লী) লল-লুটি । ১ কেলি । (হেম) ২চালন। (নাগোজীভট্ট) “দ্বীপিচৰ্ম্মপরিধান শুষ্কমাংসাতিভৈরব । অতিবিস্তারবদন জিহ্বা ললনভীষণ ॥” ( দেবীমাহাত্ম্য ) (পুং ) লল্যতে ঈপ্যতে ইতি লল-কৰ্ম্মণি লুট । ৩ বাল । ৪ সাল। ৫ প্রিয়াল । ( রাজনি• ) ললনা (স্ত্রী) ললয়তি ট্রপতি কামান লল-লুটি-টপ্। কামিনী। “রতিলুলিতললিতললন ক্লমজললববাহিন মুহুর্যত্র । শ্লথকেশকুসুমপরিমলবাসিতদেহ বহুস্তানিলা ॥” (কলাবি• ১৫) ২ নারীভেদ। ৩ জিহবা । ( মেদিনী ) ৪ ছন্দোভেদ ' এই ছন্দের ২, ৩, ৭, ৮, ১০, ১১ অক্ষর গুরু, তদ্ভিন্ন বর্ণ লঘু, । এই ছন্দের প্রতি চরণে ১২টা করিয়া অক্ষর আছে। ৫ অন্ত প্রকার ছন্দোভেদ, এই ছন্দের প্রতি চরণে ১২টা করিয়া অক্ষর আছে, তন্মধ্যে ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ বৰ্ণ গুরু, তদ্ভিন্ন লঘু। ৬ গাথাভেদ । ললনাপ্রিয় ( স্ত্রী ) ললনানাং প্ৰিয়ং । ১ জীবের । ( রাজনি• ) ( পুং ) ২ কদম্ব । ৩ কামিনীবল্লভ, স্ত্রীদিগের প্রিয় । ললনিকা (স্ত্রী) ললনা । ললন্তিক (স্ত্রী) ললস্তোব স্বার্থে কন্। ১ নাভিলম্বকষ্টিকাদি, সংস্কৃত পৰ্য্যার লম্বন, নাভিলম্বিতহার। ২ গোধা । (শৰমাল)
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।