লিমূরী লিপসিতব্য (ত্রি) লিপস-তব্য। লাভাৰ্ছ, লাভ করিবার উপযুক্ত। লিপত্র (ত্রি) লব্ধমিক্ষু লভসন সম্ভাছ । লাভ করিতে ইচ্ছুক, পৰ্যায় গৃ গৰ্দ্ধন, তৃষ্ণক, বুদ্ধ, অভিলাযুক, লোলুপ, লোলুভ। ( হেম ) “উপপ্রদানং লিপ্ত নামেকং হাকর্ষণৌষধম্।” ( কথাসরিৎসা ২৪।১১৯ ) লিঙ্গত (স্ত্রী) লিপ্ত তল-টাপ। লিঞ্চর ভাব বা ধৰ্ম্ম, লাভ করিবার ইচ্ছা । লিপস্য (ত্রি ) পাইতে বাঞ্ছনীয়। যাহা লাভ করিতে স্বত: ইচ্ছা জন্মে । লিবি (স্ত্রী) লিপ-ইন, বাছলকাৎ পস্ত বত্বং । লিপি। ( অমর ) লিবিকর (পুং ) লিবিং করোতীতি কু-(দিবাবিভানিশেতি। প৷ ৩ ৷ ২ ৷৷ ২১ ) ইতি ট। লিপিকর । লিবিষ্কর (পুং) লিবিং করোতাতি কুট, পূযোরাদিত্বাং দ্বিতী য়ায়া অলুক। লিপিকার। ( অমরটকা ভানুদীক্ষিত ) লিবা (স্ত্রী) লিবি কৃদিকারাদিতি ভীষ । লিপি। (শঙ্করা) লিবুজ (স্ত্রী) লতিকা। লিম্প (পুং ) লিম্পতীতি লিম্প-(অমুপসর্গাৎ লিম্পবিন্দেতি । প৷ ৩ ৷ ১ ৷ ১৩৮) ইতি শ। লেপন কৰ্ত্ত । লিম্পট (পুং ) বিড় গ, লম্পট হারাবলী ) লিম্পাক (কী ) নিম্বকবিশেষ, পাতিলেবু। গুণ-সুরভি, স্বাছ, নাত্যম, অন্নরুচিকর, বাতশ্লেষ্মহর, হৃদ্য, ছদিনাশক, ঈষৎ পিত্তবদ্ধক । ( রাজব ) ( পুং ) নিম্বকবৃক্ষ, পাতিলেবুর গাছ। ২ খর। ( শব্দরত্নী” ) লিম্পি ( পুং ) লিপি। লিমূর, বোম্বাই-প্রেসিডেন্সীর গোহেলবাড়প্রাস্তস্থ একটী ক্ষুদ্র সামন্ত রাজ্য। এক্ষণে এই রাজ্য তিন জন অংশীদারের মধ্যে বিভক্ত হইয়াছে। বার্ষিক রাজস্ব ২৫ হাজার টাকা, তন্মধ্যে বড়োদার গাইকোবাড়কে বার্ষিক ৯৩৪ এবং জুনাগড়ের নবাবকে ২৭৮ টাকা রাজকর দিতে হয়। লিম্বরী নগর শোণগড় হইতে ৯ ক্রোশ পশ্চিমোত্তরে অবস্থিত। ভাবনগর গোগুলি রেলপথের ধোরাজী শাখার জানিয়া ঃেসন এই নগর হইতে ১০ মাইল দূরে অবস্থিত। নগরভাগ সমৃদ্ধিসম্পন্ন। লিম্বর, (লিখাচী), বােম্বাই প্রেসিডেন্সীর গুজরাত-বিভাগের ঝালাবীরপ্রান্তস্থ একটি দেশীয় সামন্তরাজ্য। অক্ষা ২২°৩০ ১৫% হইতে ২২:৩৭/১৫′ পূঃ এবং দ্রাঘি” ৭১°৪৪৩০ হইতে ৭১"৫২১৫ পূঃ মধ্য। ভূপরিমাণ ৩৪৪ বর্গমাইল। এখানে সৰ্ব্বসমেত ১ট নগর ও ৪৩টা গ্রাম আছে। vo [ २४२ ]
লিস্কু এই স্থান স্বভাবতঃই সমতল। বালুকাময় ভূমিভাগে চাসবাসের বিশেষ সুবিধা হয় না । স্থানে স্থানে কৃষ্ণ ও লালবর্ণ মৃত্তিক দৃষ্ট হয়। ঐ স্থানে তুল এবং অন্তান্ত নানাজাতীয় শস্ত উৎপন্ন হইয়া থাকে। এখানে ভোগবতী নামে একটী ক্ষুদ্র নদী প্রবাহিত, গ্রীষ্মকালে উহার জল লবণাক্ত হয়। সময় সময় নদীতে বন্ত আসিয়া স্থানীয় শস্ত্যাদির বিশেষ ক্ষতি করে। এথানকার সামন্তরাজ অর্থের পরিবর্তে শস্ত্যাদি দ্বারাও রাজকর গ্রহণ করিয়া থাকেন । এই স্থান উষ্ণপ্রধান হইলেও বিশেষ স্বাস্থ্যপ্রদ। লিম্রী নগরে এক প্রকার মোট কার্পাস বস্ত্র প্রস্তুত হয়। ভাবনগর-গোগুলি রেলপথ বিস্তৃত হইবার পূর্বে এখানকার উৎপন্ন দ্রব্যাদি ধোলেরা বন্দর হইতে বিভিন্ন স্থানে প্রেরিত হইত। লিম্বী রাজ্য কাঠিয়াবাড় বিভাগের মধ্যে দ্বিতীয় শ্রেণীর সামস্তরাজ্য বলিয়া গণ্য। এখানকার সর্দার ইংরাঞ্জ-গবমেন্টের সহিত ১৮০৭ খৃষ্টাব্দের সন্ধিস্থত্রে আবদ্ধ । জ্যেষ্ঠ পুত্রই রাজসিংহাসনের অধিকারী, কিন্তু দত্তক গ্রহণের জন্ত র্তাহার কোন সনন্দ পান নাই। ঠাকুর সাহেব যশোবন্ত সিংহজী ফতেসিংহজী ঝালবংশীয় রাজপুত । ইনি রাজকোটের রাজকুমারকলেজে শিক্ষাপ্রাপ্ত হন। ১৮৭৬ খৃষ্টাব্দে বয়ঃপ্রাপ্ত হইয়া ইনি শাসনশক্তি লাভ করিয়াছিলেন । পলিটিকাল এজেণ্টের বিন পরামর্শে ইনি স্বীয় অপরাধী প্রজাবৃন্দকে প্রাণদণ্ডে দণ্ডিত করিতে পারেন । রাজার বার্ষিক রাজস্ব ২২১৩৭০ টাকা। তন্মধ্যে ৪৫৫৩৩\ টাকা ইংরাজরাজকে ও জুনাগড়ের নবাবকে কর দিতে হয়। রাজা পণ্য দ্রব্যের উপর কোনরূপ কর গ্রহণ করেন না। তাহার উৎসাহে এখানে ১৭টা বিদ্যালয় স্থাপিত হইয়াছে। ২ উক্ত সামন্ত রাজ্যের প্রধান নগর। ভোগবতী নদীর উত্তর কুলে অবস্থিত। অক্ষা ২২°৩৪ উৎ এবং দ্রাঘি• ৭১৩৫৩ পুঃ । এই নগর পূৰ্ব্বে ধনজনপূর্ণ ও সমৃদ্ধিসম্পন্ন ছিল। এখান কার প্রাচীন দুর্গাদি এক্ষণে ভগ্নাবস্থায় নিপতিত। লিম্বভট (পুং ) একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত। পুর্ণানন্দ প্রবন্ধ প্রণেতা নারায়ণের পিতা। লিম্ব, নেপাল ও সিকিমের সীমাস্তবাসী জাতিবিশেষ। পাৰ্বত কিরাত জাতির একটী শাখা বলিয়া গণ্য। বৌদ্ধধৰ্ম্মাবলম্বী হইলেও ইহার অনেকাংশে ব্রহ্মণ্যধৰ্ম্মসেবী। ইহার দৃঢ়কায়, বলিষ্ঠ ও কৰ্ম্মঠ ; গো, শূকর ও পালিত পশুপক্ষিরক্ষা এবং পাৰ্ব্বত্য ভূমে শস্তাদি উৎপাদন ভিন্ন ইহার অন্ত কোন কাৰ্য্যই করে না । অধিকাংশ সময়ই ইহার আলস্তে দিনপাত করিয়া থাকে। ছেচ বঁাশের বেড়ার উপর বন আদা ও এলাচী গাছের পাতা দিয়া ইহারা আপনাপন বাসগৃহ নিৰ্ম্মাণ করে। 蔷