লুসাই কাছাড় সীমান্তে জাসিয়া একদল লুসাই স্বাধীন জ্ঞাতিবর্গ কর্তৃক আক্রান্ত হইয়া ধরা নদী অতিক্রমপূর্বক উত্তরদিকে যাইয়া বাস করিতে বাধ্য হয়। ঐ লুসাইদল শাস্তভাব ধারণ করিয়া এখন ইংরাজরাজের প্রজা মধ্যে গণ্য হইয়াছে। ঐ সকল লুসাইগণ অস্কাপি পুরাতন কুকী' নামে অভিহিত। ১৮৬০ খৃষ্টাব্দে তাহারা পুনরায় ত্রিপুর জেলার নামিয়া ১৮৬ জন বাঙ্গালী গ্রামৰাসীকে নিহত করে এবং প্রায় শতাধিক লোককে বন্দী করিয়া লইয়া যায়। ইংরাজ গবমেন্ট এই উপদ্রব-দমনার্থ সময় সময় সিপাহী সেনাদল প্রেরণ করিতেন বটে, কিন্তু পাৰ্ব্বত্যপথ দুরারোহ হওয়ায় ও শক্রদল পৰ্ব্বত গহবরে লুকাইতে অভ্যস্ত থাকায় সিপাহী সেন তাহদের পশ্চাৎ অমুগমন করিয়াও বিশেষ কোন ফলসাধন করিতে श्रंब्रि माहे । সীমান্ত প্রদেশে লুসাই জাতির উপদ্রবের শাস্তিবিধান করিতে না পারিয়া ভারত-গবমেন্ট বিশেষরূপ উৎকণ্ঠিত হইয়া পড়িলেন। ১৮৬৯ খৃষ্টাব্দে তাহাদের বিরুদ্ধে একটী অভিযান প্রেরিত হইলেও কাৰ্য্যতঃ কোন ফল হইল না। পাৰ্ব্বত্য প্রদেশ শত্রুর অগম্য জানিয়া এবং ইংরাজসৈন্ত তাহদের পশ্চাদ্ধাবিত হইয়াও কিছু করিতে পারিতেছে না দেখিয়া, লুসাই দল ক্রমশঃ স্পৰ্দ্ধিত হইয়া উঠিল । ১৮৭১ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে তাহারা বিভিন্ন দলে বিভক্ত হইয়া কাছাড়, শ্ৰীহট্ট ও ত্রিপুর জেলার এবং তদানীন্তন স্বাধীন মণিপুর রাজ্যের নানা গ্রাম আক্রমণ করিল। কাছাড়ে একদল হোলোঙ্গ আলেকজান্তাপুরের চাবাগান লুণ্ঠন করে। উভয়পক্ষের বিরোধে চা-কর ইংরাজ-অধ্যক্ষ নিহত হন এবং তাহার কন্যা মেরি উইঞ্চেষ্টার বন্দিভাবে অপহৃত হন । নশিয়ার খাল থানার প্রহরীদিগের সহিত আর এক লুসাই দলের দুইদিন ধরিয়া যুদ্ধ হয়। অবশেষে রণজয়ী হইয়া লুসাইগণ ধনরত্ন, বন্দুক, কামান ও বহুসংখ্যক কুলীকে বন্দিরূপে লইয়া প্রস্থান করে । এই সংবাদ পাইয়া ভারত-প্রতিনিধি লর্ড মেও বিশেষ উত্তেজিত হইয় পড়েন। তিনি লুলাই-উপদ্রব হইতে ইংরাজসীমাস্তপ্রদেশ নিষ্কণ্টক করিবার অভিপ্রায়ে যুদ্ধযাত্রার আয়োজন করেন। তদনুসারে প্রধান সেনাপতি লর্ড নেপিয়ারের অধীনে একটা ক্ষুদ্র সেনাদল গঠিত হয়, তাহাতে ইদল গোখ1, দুইদল পঞ্জাবী ও সুইদল বঙ্গদেশীয় পদাতিক সৈন্ত, ইদল থনক ও একদল পৰ্ব্বতত্তেী পেশাবরী সৈন্য সজ্জিত হইল । জেনারল বুচিয়ার কাছাড়পথে এবং জেনারল ব্ৰাটসলে চট্টগ্রাম পথে উক্ত বাহিনী দুইভাগে লইয়া অগ্রসর হইলেন। কাছাড়সেনাদল উক্ত বর্ষের নবেম্বর মাসে শিলচর হইতে অগ্রসর হইয় XVII [ ২৯৩ ] ፃ 8 লুসাই তিপাই-মুখ নামক স্থানে লুসাই পৰ্ব্বতে প্রবেশ করিল। তাহার ১১• মাইল পৰ্য্যন্ত বনভাগে অগ্রসর হইয়া লুসাই জাতিকে পুনঃ পুনঃ যুদ্ধে বিপৰ্য্যস্ত করিয়া ফেলে । চট্টগ্রামের বাহিনীও ঐরূপে ৮৩ মাইল অগ্রসর হইয়া - লুসাই সর্দারদিগকে বশে আনয়ন করিয়াছিল। লুসাই সর্দারগণ ইংরাজের আনুগত্য স্বীকার করিলে, সেনাবিভাগের জরিপকারিগণ প্রায় ৩••• বর্গমাইল স্থান ত্রিকোণমিতি প্রথায় অবধারিত করিয়া লইয়াছিলেন, এই সময় হইতে চট্টগ্রাম ও কাছাড়ের সংযোগ পথ পরিষ্কৃত হয় । চাকর-কন্তু মেরি উইঞ্চেষ্টার ও প্রায় শতাধিক ইংরাজপ্রজা বন্ধনদশা হইতে মুক্তি প্রাপ্ত হয়। এই যুদ্ধে ইংরাজপক্ষে বিশেষ ক্ষতি হয় ; পৰ্ব্বতে অবস্থান কালে কুসংখ্যক সৈন্য বিস্তুচিকারোগে আক্রান্ত হইয়া প্রাণত্যাগ করে। এই যুদ্ধের পর হইতে লুসাই জাতি শান্তড়াব ধারণ করিয়াছে । তদবধি তাহারা সমতল ক্ষেত্রবাসী জনগণের সহিত নিৰ্ব্বিরোধে বাণিজ্য চালাইয়া আসিতেছে । এই বাণিজ্যবিস্তার ব্যপদেশে তিপাই-মুখ, লুসাইহাট ও ঝানুয়াচার নামকস্থানে তিনট প্রসিদ্ধ হাট স্থাপিত হইয়াছে। ঐ তিনটী নগরই পৰ্ব্বতগাত্রবাহী এক একটী নদীতটে অবস্থিত। ঐরূপে চট্টগ্রামসীমান্তেও দেমাগিরি, কসলঙ্গ ও রাঙ্গামাট নামক স্থানে বাজার খোলা হইয়াছে। লুসাই সর্দারগণের সহিত এক্ষণে সন্তাবের সহিত বাণিজ্যকাৰ্য্য পরিচালিত হইতেছে । ১৮৮৩ খৃষ্টাব্দে চট্টগ্রামের পাৰ্ব্বত্য সীমান্তে লুসাইদল রাঙ্গামাট নদীতে সিপাহীদিগের দুইখানি নৌকা আক্রমণ করে। একজন সিপাহী আহত ও একজন নিহত হয় । তাহারা নৌকাস্থিত অর্থ ও বস্ত্ৰাধি লইয়া পলায়ন করে। লুসাইজাতি তাহাদের চিরশত্রু হোলোঙ্গ জাতির উপর ইংরাজরাজের বিদ্বেষদৃষ্টি আকর্ষণাভিপ্রায়ে সেন্দুঞ্জাতিকে এই অত্যাচার করিতে উত্তেজিত করিয়াছিল বলিয়াই অনেকের ধারণা। ইংরাজরাজ গোপনে এই সংবাদ জানিতে পারিয়াও তাহাঁতে বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই । এই বিরোধী জাতি হইতে অব্যাহতি লাভের আশয় র্তাহারা কেবল সীমান্তস্থিত থানার বলবৃদ্ধি করিয়া এবং ইংরাজপক্ষীয় গ্রামবাসীদিগকে বন্দুক ও বারুদ দান করিয়া আত্মরক্ষার উপায় নির্দেশ করিয়া দিয়াছিলেন । ১৮৮৪ খৃষ্টাব্দে জানুয়ারী মাসে চট্টগ্রাম পাৰ্ব্বত্য প্রদেশের ডেপুটী কমিশনার রাঙ্গামাটতে একটা দরবার ও মেলার অনুষ্ঠান করেন। তাহাতে প্রায় সকল লুসাই সর্দারই সমাগত হইয়াছিলেন, কেবল দুইজন মাত্র প্রধান হেউলোঙ্গ সর্দার উপস্থিত হয় নাই। উক্তবর্ষে আসাম ও চট্টগ্রাম-সীমান্তে লুসাইদিগের পুনরাক্রমণের গুজব উঠে, কিন্তু তাহারা আর উপদ্রব করিতে সাহসী হয় নাই। কুকিশৰ দেখ ]
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।