८लईशां [ ২৯৬ ] লেখক ৩ পিপীলিকা । লুতাতন্তু (স্ত্রী) সুতায়াস্তম্ভ। লুতার তত্ত্ব, মাকড়সার জাল। লুতামর্কটক (পুং ) ১ বানরশ্রেণীভেদ। ২ ཨཤ་ན་ཀི༔ ། যুঁথিকাপুষ্প, পুত্রী। | লুতারি (পুং) লতায় অরিং। ইফেনী কুপ। ( রাজনি" ) লুতিক (স্ত্রী) তৈব স্বার্থে কন্ টাপি অত ইং। মৰ্কটক । ( শব্দরত্না” ) | লুন (লি) ব্যুতে ক্ষেতি লুক্ত (স্বভিা। প৮২৪৪) ভিন্ন। । "তন্তীঃ সখীভ্যাং প্ৰণিপাতপূৰ্ব্বং স্বহস্তলুনঃ শিশিরাত্যয়ন্ত ।” ( কুমার ৩ । ৬১ ) লুনক (পুং লুন এব স্বার্থে কন । ১ ভেদিত । ২ পশু। (মেদিনী) লুনি (স্ত্রী) লুক্তিন ( ঋকারখাদিত্যরক্তিষ্ঠিবস্তুবতীতি বক্তব্যং। পা ৮। ২ + ৭৪ ) ইত্যস্ত বাৰ্ত্তিকোত্তা তত নঃ । ১ ছেদ । २ ईौश् ि। লুনী, লুন শার্থ। (ৰোপদেব ৩। ৬১ স্বত্রে এই পদ সাধিয়াছেন । লুম (রা) ব্যুতে ইতি লু-বাছলকাৎ মক। লাঙ্গল। ( অমর ) । লুমবিষ (পুং) লুমে লাঙ্গলে বিষমত। বৃশ্চিকাদি। (হেম) লুয়মানযবস (অব্য” ) লুষ, ১ বধ। ২ স্তের। চুয়াদি পরহ্মৈ সক সেট। লক্ট্র লুয়তি। লুঙ, অলুলুৎ। দুহস্থদত্ত (পুং ) বৌদ্ধভেদ । লে ( দেশজ ) কুকুরকে ডাকিয়া কোন দ্রব্যাদি দেখাইয়া দিবার সময় এই শব্দ ব্যবহৃত হয়। “তু তু লে" এই শব্দে লওঁ বা গ্রহণকর বুঝায়। লেই (দেশজ ) তরল দ্রব্যবিশেষ, তুলট কাগজ প্রভৃতি প্রস্তুত করিবার জন্ত তেঁতুলের বীজের লেই প্রস্তুত করিয়া তাহাতে মাথাইতে হয়। ময়দা গুলিয়। অগ্নির উত্তাপে সিদ্ধ করিলে যে তরল পদার্থ উৎপন্ন হয়, তাহাকেও সেই কহে। লেইয়া, পঞ্জাব প্রদেশের দেরা ইসমাইল খান জেলার অন্তর্গত একটা তহসীল। অক্ষা • ৩০°৩৫ ৪৫% হইতে ৩১°২৫' উঃ এবং দ্রাঘি• ৭০°৪৯′ হইতে ৭১%২৩০% পুঃ মধ্যে। ভূপরিমাণ ১৪২৮ বর্গমাইল । এই স্থান বালুকাময় উষর ভূমিপূর্ণ। সিন্ধু-প্রবাহিত প্রদেশাংশ প্রায়ই তৃণবহুল। এই উচ্চ ভূমিতে গোচারণ ভিন্ন অপর কোনরূপ কৃষিকাৰ্য্য সম্পাদিত হয় না । ৰাণুকাময় “থল” ভূমিতে কূপখনন করিয়া স্থানে স্থানে চাসের বন্দোবস্ত হইয়াছে। তদপেক্ষ নিম্ন “কাচি” বা সিন্ধুসৈকতবৰ্ত্তী পলিময় ভূমিভাগে অধিক পরিমাণে চাস হয় বটে, কিন্তু সিন্ধুনদীর বন্ত আসিয়া ঐ সকল স্থান প্লাবিত না করিলে প্রচুর ফসল উৎপন্ন হয় না। এই বিভাগে প্রচুর মুঙ্গবাস জন্মিয় থাকে। ২ উক্ত জেলার একটী নগর এবং উপবিভাগের বিচার সদর। সিন্ধুনদের প্রাচীন খাতের বামকুলে অবস্থিত নদীর গতি পরিবর্তন হওয়ায় এক্ষণে বর্তমান নদীগর্ত এই নগরের কতক পশ্চিমে প্রবাহিত হইতেছে। অক্ষা ৩০°৫৭/৩৯%উঃ এবং দ্রাঘি• ৭•••৮২০% পূঃ মধ্যে । মিউনিসিপালিট থাকায় নগরের প্রাচীন সৌন্দর্য্যের বিশেষ হানি হয় নাই, বরং উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি সাধিত হইতেছে। খৃষ্টীয় ১৬শ শতাকে দেরাগাজী খার প্রসিদ্ধ মীরহাণীবংশীয় বলুচজাতীয় সর্দার কমাল খা সম্ভবতঃ এই নগরের প্রতিষ্ঠা করেন । র্তাহার বংশধরগণ প্রায় দ্বিশতাব্দকাল এই নগরের চতুষ্পার্শ্ববৰ্ত্তী স্থানে শাসন বিস্তার করিয়াছিলেন। এই স্থানই তখন র্তাহীদের রাজধানীরূপে পরিগণিত ছিল। পরে সিন্ধু প্রদেশের কলহোর্যবংশীয় রাজগণ কর্তৃক তাহার স্বাধিকারচ্যুত হন । ১৭৯২ খৃষ্টাব্দে মহম্মদ খাঁ সদোজৈ মানখেরায় রাজপাট পরিবর্তন করেন। শিখ-শাসনাধিকারে এই নগরে চতুষ্পার্শ্ববর্তী ভূভাগের শাসনকেন্দ্র প্রতিষ্ঠিত হইয়াছিল। ১৮৪৯ খৃষ্টারে ইংরাজরাজ এই নগর অধিকার করিয়া এখানে লেইয়া জেলার বিচারসদর স্থাপন করিয়াছিলেন। তদনন্তর ১৮৬১ খৃষ্টাবে সেই জেলা ভাঙ্গিয়া ভঙ্কর সহ লেইয়া তহলীল দেরাইসমাইল থার অন্তভুক্তি হইয়াছে। আফগানস্থানের সহিত এই প্রদেশের যাবতীয় বাণিজ্য এই নগর হইতেই পরিচালিত হইয়া থাকে। লেওড়া (হিন্দী ) শিশ্ন। লেংট ( দেশজ ) বস্ত্রশূন্ত, উলঙ্গ । লেংটা ( দেশজ ) ১ বস্ত্রশূন্ত । ২ ইন্দুর ভেদ, নেংটে ইন্দুর। লেংটাসন্ন্যাসী ( দেশজ ) দিগম্বর সঞ্চসি-সম্প্রদায়। লেক (পুং ) আদিত্যভেদ। লেকড়া (দেশজ ) বস্ত্রের টুকরা। লেকুঞ্চিক (পুং ) বৌদ্ধভেদ। লেঙ্গ যুত, আসাম প্রদেশের জয়ন্তীশৈলগ্রান্ত ও নওগার সীমান্তস্থিত একটী গওগ্রাম। ঐ স্থানে একটা হাট আছে। তথায় পৰ্ব্বতবাসী মুখ সেনতেঙ্গ জাতি পৰ্ব্বতঞ্জাত দ্রব্যাদি বিক্রয় করিতে আসে । লেখ (পুং ) লিথ্যতে ইতি লিখ-ঘঞ, ১ দেব। ২ লেখ্য লিপি। "ব্রজস্তি বিদ্যাধরমুন্দরীণামনঙ্গলেশ্বক্রিয়োপযোগস্থ।”(কুমারস’১৭) লেখক (পুং ) লিখতীতি লিখ-মূল লেখনকর্ত, যিনি লিখিয়া থাকেন। পর্য্যায়—লিপিকর, অক্ষরচন, অক্ষরচুন্টু, বোলক, করক, সমীপণ্য, করপ্রণী, বর্ণী। (জটাধর )
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।