লোড় লোচনহিতা (স্ত্রী) লোচনাভ্যাং হিতা। তুর্থাঙ্গন। লোচনা (স্ত্রী) লোচতে পর্যালোচয়তীতি লোচ-লু-টাপ । রোচনা, বুদ্ধশক্তিভেদ । ( হেম ) লোচনাময় (পুং ) লোচনায়ারাময়ঃ । চক্ষ রোগবিশেষ, পৰ্যায় অভিমন্থ। (ত্রিকা) চক্ষুরোগ শস্ব দেখ ] লোচনী ( স্ত্রী) লোচ্যতেইসে লোচ-লুট, জীপ মহাশ্রাবণিক, চলিত মুণ্ডিরী । ( রাজনি” ) লোচনোংস (ক্লী) নগরভেদ । ( রাজতর ৪ । ৬৭২) ইহার অপর নাম লবণোৎস । লোচমৰ্কট (পুং ) লোচমস্তক। (অমরটীকায় স্বামী) লোচমস্তক (পুং ) লোচং দৃশুং মস্তকং ময়ূরশিখেব যন্ত । ময়ুরশিখৌষধ, চলিত রুদ্রজটা, কাহারও কাহার মতে ক্ষেত্রযমানী। পৰ্যায় খরাখা, কারবী, দীপ, ময়ুর, লোচমৰ্কট । ( অমর ) ২ অজমোদ । ( ভাবপ্র ) লোচিক (স্ত্রী) খাদ্যদ্রব্যবিশেষ, লুচি, দধি ও ঘৃত দ্বারা মতি এবং উষ্ণোদকের সহিত দলিত ও মণ্ডলা করে নিৰ্ম্মিত ঘৃতদ্বারা ভৃষ্টসমিত । ( পাকরাজেশ্বর ) - লোট, উন্মাদ। ভূদি পরস্মৈ অক, সেট, লট, লোটতি। লুঙ, অলোটৎ। শিচ লোটয়তি। লুপ্ত অলুলোটৎ । লোট, পাণিমুক্ত বিভক্তিভেদ। লোটের বিভক্তি যথা–তুপ, তাম, অস্তু। হি তং ত। আনি আব আম। তাং আতাং অন্তাং । স্ব আথাং ধ্বং। ঐপ অবহৈপ আমহৈপ। এই ১৮টা বিভক্তি, ইহার পূৰ্ব্বোক্ত ৯টা পরীষ্মপদ এবং শেষোক্ত ৯ট আত্মনেপদ। ঐ সকল বিভক্তি প্রথমপুরুষ, মধ্যমপুরুষ ও উত্তম পুরুষভেদে তিন প্রকার। অনুজ্ঞা ও আশীৰ্ব্বাদার্থে লোট, প্রয়োগ হয় । [ ধাতুশব্দ দেখ ] লোটন ( ক্লী) ইতস্ততঃ চালন । ধূলায় লুষ্ঠিত হওন। লেটিনপায়র ( দেশজ ) পারাবতভেদ, ইহাদের মাথা নাড়িয়া মাটিতে ছাড়িয়া দিলে পুনঃ পুনঃ ডিগ্ৰবাজী থাইতে থাকে। লোট (স্ত্রী) চুকাপালং শাক। লোট ( দেশজ ) ১ গড়াগড়ি। ( হিন্দী) ২ ঘটি, জলপানপত্র। লোটান (দেশজ ) ১ বলপূৰ্ব্বক লুণ্ঠত করান। ২ লুণ্ঠন। লোটা ( দেশজ ) ক্ষুদ্রকাষ্ঠ গোলক, ক্রীড়াসামগ্রী। লোটিক ( স্ত্রী) চুকাপালংশাক। লোটুল (পুং) গোটতীতি গোট বাহকাং উলচ, । অভি লোটক। (সংক্ষিপ্তসার উণা” ) লোঠক, দুইজন কবি। ১ ঈশ্বরের পুত্র। ২ জয়মাধবের পুত্র। লোড়, উন্মান। ভূদি পরশ্বৈ" অক সেট, লট, লোড়তি । লণ্ড, অলোড়ৎ। শিচ লোড়য়তি। লুঙ, অলুলোড়ং। [ ৩১২ ] লোণার লোড়ন (ল্পী) ইতস্ততঃ চালন, চালা, লোটা। (মাধবনি" ) লোড়া (দেশজ ) ১ প্রস্তরখণ্ড। ' লোড়ী (cris ) qorrs" ( Phyllanthus longifolius) লোণক (রী) লবণ। (বৈস্তুকনি ) লোণতৃণ (ক্লী) লোণং লবণরসযুক্তং তৃণং। লবণতৃণ। (রাজনি) লোণ (স্ত্রী) লবণমন্ত্যন্ত ইতি অচ-টাপ । পৃষোদরাস্থিাৎ সাধু। ১ ক্ষুদ্রান্ত্রিকা । “লোণ লোণী তু কথিত বৃহল্লোণী তু ঘোটক৷ ” (ভাবপ্র ) ২ চাঙ্গেরী, আমরুলশাক। লেণিকাদ্বয়, ছোটলুণী ও বড়লুণী । ( রাজনি” ) লোণ ( দেশজ ) লবণাক্ত লবণযুক্ত। Casteffet ( GT-R ) :oft-R (Solanum pubescens) লোণামাছ ( দেশজ ) ১ লোণজিলে যে মাছ জন্মে, তাহাকে লোণামাছ কহে । ২ ইলিশাদি মৎস্ত। লবণ মধ্যে জরাইয়ু যে মৎস্ত রক্ষিত হয়, তাহাকেই সাধারণতঃ লোণামাছ বলিয়া থাকে । লোণামা (স্ত্রী) ক্ষুদ্রামিকা, খুদেলুনী । ( রাজনি" ) লোণার ( ক্লী ) লবণং ঋচ্ছতীতি লবণ-ধ্ব-অণ, পৃষোদরাদিত্বাং সাধু । ক্ষরবিশেষ, পৰ্যায় লবণোথ, লবণাকরজ, লবণমদ, জলজ, লবণক্ষার, লবণ। গুণ—অত্যুঞ্চ তীক্ষ, পিত্তবৃদ্ধিকারক, ঈষপ্লবণ ও বাতগুল্মাদিশুলনাশক। ( রাজনি" ) লোণার, মধ্যভারতের বেরার বিভাগের বুলদানা জেলার অন্ত র্গত একটা নগর। অক্ষা” ১৯%৮৫০% উ” এবং দ্রাঘি ৭৬ ৩৩ পূঃ। এখানকার অধিবাসিগণের মধ্যে ব্রাহ্মণের সংখ্যাই অধিক । এই স্থান অতি প্রাচীন । পৰ্ব্বতের ক্রমনিম্নোচ্চ পাদমূলে অবস্থিত। এখানে লোণার নামক মণি-জলপূর্ণ একটা হ্রদ আছে । কিংবদন্তী আছে যে, ঐ হ্রদগর্ভে দানবপ্রেষ্ঠ লবণাসুর বাস করিত। গোলোকবিহারী বিষ্ণু সুন্দর বালকের রূপ ধরিয়া ধরায় অবতীর্ণ হন। বালকের মোহনরূপে মুগ্ধ হইয়া লবণাকুরের ভগিনীদ্বয় তাহার প্রণয়ে আকৃষ্ট হইয়াছিল। পরে বিষ্ণুর মোহজালে জড়িত হইয়া, তাহারা বিষ্ণুর নিকট ভ্রাতার নিভৃত নিকেতনের সন্ধান বলিয়া দেয়। তখন বিষ্ণু পাদস্পর্শে সেই গুপ্ত বাসভবনের আবরণ প্রস্তর উন্মোচন করিয়া ভূতলে প্রবেশপুৰ্ব্বক গৃহমধ্যে নিদ্রিত লবণামুরকে নিহত করেন। বিষ্ণু কর্তৃক লবণামুর নিহত হইলে সেই ভূগর্ভেই তাহার সমাধি হয় এবং তাহার রক্তে ঐ গর্ব পূর্ণ হইয়া উঠে। এখনও স্থানীয় লোকে লোণার হ্রদের লবণাক্ত জলকে লবণাস্করের রক্ত এবং বিষ্ণুপাদম্পর্শে পবিত্র বলিয়া জ্ঞান | |
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।