বঙ্গদেশ (ইংরাজ-শাসন ) সময়ে ১৮৯০ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে রুধিয়ার সম্রাটের জ্যেষ্ঠপুত্র দেশভ্রমণ উপলক্ষে ভারতবর্ষে উপস্থিত হন। মণিপুর রাজ্যে সুশৃঙ্খলা অনুসারে রাজকাৰ্য্য নিৰ্ব্বাহ না হওয়ায় ভারতগবর্ণমেণ্ট তদ্বিষয়ে হস্তক্ষেপ করিতে বাধ্য হন। তদুপলক্ষে প্রেরিত ইংরাজ কৰ্ম্মচারিগণ নিহত হইলে একদল ইংরাজসৈন্ত মণিপুর অধিকারপূর্বক অপরাধিগণকে ধৃত করে। বিচারে অপরাধিগণের সমুচিত দণ্ডবিধান হয় ( ১৮৯১ খৃ: ) । যুবরাজ টকেন্দ্রজিৎ ইংরাজরান্সের বিচারে প্রাণ হারান। [মণিপুর দেখ] লর্ড এলগিন ২৪এ জানুয়ারি ১৮৯৪ খৃষ্টাব্দে ভারতবর্ষের রাঞ্জ প্রতিনিধি ও গবর্ণর জেনেরল হন। র্তাহার শাসনকালে “ডায়মও জুবিলি" উৎসব মহাসমারোহে নিম্পন্ন হইয়াছিল। s-------- ১৮৯৯ খৃষ্টাব্দে এলগিন প্রত্যাগত হইলে লর্ড কার্জন অব । কেডলষ্টোন ভারত-প্রতিনিধি হইয়া আগমন করেন। তাহার শাসনকালে মিউনিসিপালিট ও শিক্ষাবিষয়ক নানা রাজনৈতিক কার্য্যের সংস্কার সাধিত হইয়াছিল। তাহার শাসনকালে ১৮৯৯ খৃষ্টাব্দের ২১এ জানুয়ারী ভারতেশ্বরী ভিক্টোরিয়ার মৃত্যু ঘটে। তাহার জ্যেষ্ঠপুত্র ৭ম এডওয়ার্ডের রাজ্যভিষেক উপলক্ষে দিল্লীতে দরবার হয়। এই সময়ে বাঙ্গালায়ও বিশেষ ধূমপাম ইষ্টগ্রাহিম । তাহার অবকাশ সময়ে মান্দ্রাজের গবর্ণর লর্ড আম্পথিল কাৰ্য্য করেন। তিনি পূৰ্ব্ববঙ্গের কতকগুলি জেলা আসাম প্রদেশের সহিত যোগ করিয়া বঙ্গরাজ্যকে দ্বিখণ্ডিত করেন। ইহাতে বাঙ্গালার রাজনৈতিক ভিত্তি অনেকাংশে সুদৃঢ় হইছে, সন্দেহ নাই। ভারতের উত্তরপূৰ্ব্বসীমান্ত রক্ষা এবং বঙ্গ ও ব্রহ্মের মধ্যবর্তী বনাকীর্ণ পাৰ্ব্বত্যপ্রদেশে ইংরাজশাসন প্রতিষ্ঠাই এই জটিল তত্ত্বের গৃঢ় উদ্দেশু। এই সময়ে সামরিক বিভাগের সংস্কার লইয়া জঙ্গী লাট লর্ড কিচনার বাহাদুরের সহিত তাহার বিরোধ উপস্থিত হয়। তাহাতে তিনি ভারত-সচিবের নিকট কৰ্ম্মত্যাগ পত্র প্রেরণ করেন। তাহার পদত্যাগ পত্র সাধারণে গৃহীত ও অনুদত হইলেও তিনি ভারতবর্ষ ত্যাগ করিতে পারেন नॉरें । ইংলণ্ডালীশ্বর ৭ম এডওয়ার্ডের অনুমতানুসারে তিনি যুবরাজ প্রিন্স অব ওয়েলকে অভিনন্দন দিবার জন্ত ভারতে থাকিতে বাধ্য হন। ১৯০৫ খৃষ্টাব্দের ৯ই ডিসেম্বর যুবরাজ বোম্বাই সহরে পদার্পণ করেন। ১৭ই তারিখে লর্ড মিটাে ভারতে উপনীত হইলে তিনি তাহার হস্তে ভারত-সাম্রাজ্যের কার্য্যভার দিয়া ১৮ই ডিসেম্বর ইংলণ্ড-যাত্রা করেন । লর্ড মিন্টোর সময়ে ২৪এ ডিসেম্বর যুবরাজ বাঙ্গালায় আসেন। কলিকাতায় প্তাহার শুভাগমনে যথেষ্ট আনন্দোৎসব হইয়াছিল। কলিকাতা ময়দানে তাহার অভ্যর্থনা ও অভিনন্দনার্থ একটা t 8७७ ] বঙ্গদেশ (ইংরাজ-শাসন ) দরবার আহত হয়। ঐ সময়ে ছোটলাট বাহাদুরের বেলভেডিয়ার প্রাসাদে বঙ্গীয় হিন্দু মহিলারা যুবরাজপত্নীকে বরণ করিয়াছিলেন। ১৯০৫ খৃষ্টাব্দের অক্টোবর মাসে বঙ্গরাজ্য প্রকৃত প্রস্তাবে দ্বিভাগে বিভক্ত হয়। ফুলার সাহেব তথাকার ছোটলাট হন। বঙ্গবাসী এই সমূহ বিপদের দিনে ইংরাজ বণিক্দিগের বাণিজ্য পথ রোধ করিতে বাঙ্গালীয় “স্বদেশী” বিস্তার করিতে চেষ্টা পান । তাহারা স্বদেশী বাণিজ্যরক্ষার জন্ত বঙ্গমাতার পাদপদ্মে শরণ লন এবং বঙ্কিমচন্দ্রের সেই দিগন্ত বিস্ফারিত "বন্দে মাতরম্” মহামস্ত্রে দীক্ষিত হইয়া জাতীয় ব্রত উদযাপনে যত্নবান হন। এই বন্দে মাতরম্ মন্ত্রে অচিরে একটী বিদ্রোহের আশঙ্কা জানিয়া ইংরাজ রাজকৰ্ম্মচারিগণ সশঙ্কিত হইয় উঠেন। র্তাহারা চারি দিকেই “বন্দে মাতরম্ স্রোত প্রতিরোধ করিবার জন্য সাকুলার জারি করিলেন। দরিদ্র বাঙ্গালীপ্রজার উপর রাজপুরুষদিগের হস্তে অল্পবিস্তর অত্যাচারও চলিতে লাগিল। বরিশালেই মাত্রা কিছু অধিক দাড়াইল । তথাকার রাজকৰ্ম্মচারিগণের মস্তক “বন্দে মাতরম্ ধ্বনিত বিদূর্ণিত হইল। তাছার বাঙ্গালীর ঔদ্ধত্য দমনের জন্ত তথায় গোর্থ সেনাদল লক্ষণব ব্যবস্থা করিলেন। অবশেষে ১৯০৬ খৃষ্টাব্দে বেঙ্গল প্রভিন্সিয়াল কনফারেন্সের সময় রাজা-প্রজাবিদ্বেধের চূড়ান্ত হইয়া গেল। বঙ্গের বক্তা সুবেল্লমাথ বন্দ্যোপাধ্যায় রাজপুরুষদিগের প্রকোপে অর্থদণ্ডে দণ্ডিত হইলেন । প্রজমহলে আরও অশাস্তি অনুভূত হইতে লাগিল, তখন রাজ্যে শান্তিবিধানের জন্ত পূৰ্ব্ববঙ্গের ছোটলটি বাহাদুর স্বীয় আদেশ প্রত্যাহার করিলেন । কিন্তু বাঙ্গালীয় এই সময়ে “স্বদেশী আন্দোলন” পূর্ণরূপে জাগিয়া উঠিল। " বাঙ্গলের ফোর্ট-উইলিয়ম দুর্গের সূবর্ণরগণ । म{भ कुंभृj{{छ পদত্যাগ ওয়ারেন হেষ্টিংস ०११8 अछे २०, २१४4 6य ४, সব জন মাকফার্শন ১৭৮৫ ফেব্রু ৮, ১৭৮৬ সেপ্ট ১২, লর্ড কর্ণওয়ালিস্ ১৭৮৬ সেপ্ট ১২ ১৭৯৩ অক্ট ১৭, সর জন সেরি ১৭৯৩ অক্ট ২৮, ১৭৯৮ মার্চ ১২, সর আলফ্রেড ক্লার্ক ১৭৯৮ মার্চ ১৭, ১৭৯৮ মে ১৭, মারকুইস্ ওয়েলসলি ১৭৯৮ মে ১৮, هك ة تي » هي لا লর্ড কর্ণওয়ালিস ১৮০৫ ৩০ জুলাই সর জর্জ বালে । « 33 ۰۹ جالا ره د 3ټه ه ه ياt 9لا লর্ড মিণ্টে৷ ১৮০৭ জুলাই ৩১, ১৮১৩ অষ্ট ৪, মারকুইস অব হেষ্টিংস ১৮১৩ অক্ট ৪, ১৮২৩ জায় ৯, মিঃ জন আদম ১৮২৩ জামু ১৩, ১৮২৩ আগ ১, লর্ড আমহাষ্ট ১৮২৩ আগ ১, ১৮২৮ মার্চ ১০, মি: বাটারওয়ার্থ বেলি ১৮২৮ মার্চ ১৩, ১৮২৮ জুলা ৪,
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।