বৰ্দ্ধনকোট ভূলিতেন না । তবে দেওয়ানী কথাটা কিরূপে জালিল ? দিনাজপুরের ইতিহাস হইতে আমরা জানিতে পারি যে, দিনাজপুরপতি বিষ্ণুদত্ত হইতে বর্তমান মহারাজ গিরিজানাথ ১১শ পুরুষ । বৰ্ত্তমান মহারাজের উদ্ধতন ৬ষ্ঠ পুরুষ রাজা রামনাথ মবায়ু মুর্শিদকুলীর সমসাময়িক। রামনাথের পিতা হরিরাম পৰ্ব্বতন দিনাজপুরপতি শ্ৰীমন্ত দত্তের কন্যার পাণিগ্রহণ করেন। হরিরাম রায় ইরোক্ৰপুর বা বৰ্দ্ধনকূটরাজের দেওয়ান ছিলেন। এই হরিরামের পুত্র শুকদেব রায় মাতামহের উত্তরাধিকারসূত্রে দিনাজপুররাজ্য লাভ করেন। [ দিনাজপুর শব্দ দেখ। ] ১৬৭৭ খৃষ্টাব্দে শুকদেব রায় পরলোক গমন করেন। এরূপ স্থলে তাহার পিতা বৰ্দ্ধনকূটর দেওয়ান হরিরাম রায় রাজ ভগবানের সমসাময়িক হইতেছেন। ইরোকৃপুরের সাত আনা ংশ হরিরামেৰ বংশ অধিকার করিয়া বসেন, এই করণেই বোধ হয় দেওয়ান কর্তৃক বৰ্দ্ধনকুটার J• আন গ্রহণের প্রবাদ প্রচ লিত হইয়াছে। প্রকৃত প্রস্তাৰে আৰ্য্যাবরের পূর্বপুরুষগণ । সুপ্রাচীন বৰ্দ্ধনকুটীর রাজবংশের আত্মীয় মগুলাধিপ বা সামন্তরাজ বলিয়া গণ্য ছিলেন, তজ্জন্ত তাহাদের বংশতালিকায় তাহারা বাঞ্জ উপাধিতে ভূষিত হইয়াছেন। মু প্রাচীন বৰ্দ্ধনকুট-রাজবংশের প্রতাপস্থৰ্য্য অস্তমিত হইবার কালে তঁহারই আত্মীয় আর্যাবরমণ্ডল বন্ধনকুট রাজবাটীর নিকট রামপুর নামক স্থানে আসিয়া বাস করেন। বৰ্দ্ধনকুটার । পূৰ্ব্বতন রাজা ভগবানের মৃত্যু হইলে আর্য্যাবরের পুত্র ভগবান । মুসলমান রাজসরকারে নিজ নাম পত্তন করিয়া বৰ্দ্ধনকূট রাজ্য । অধিকার করির বসিলেন । এ সময়ে পূৰ্ব্বতন রাজমন্ত্রী হরিরাম রায় জীবিত ছিলেন, তিনি ভগবানের অন্যায় কার্য্যে যথেষ্ট বাধা দান করেন । এই বিবাদের সময় রাজা মানসিংহ বাঙ্গালায় আসেন । তিনি উভয় পক্ষের গোলযোগ মিটাঠয়া রাজা ভগবানকে V • আন এবং দেওয়ান হরিরামকে ga আনা ভাগ করিয়া দিয়া যান । হরিরামের পুত্র রাজা শুকদেব রায়ের সময় | J• আনা অংশ দিনাজপুর রাজ্যের অন্তভূক্ত হয় । রাজা ভগবানের বহুকীৰ্ত্তি বৰ্দ্ধনকূট ও নিকটবৰ্ত্তী রামপুর প্রভৃতি স্বাঙ্গ দৃষ্ট হয়। তাহার পুত্র কুমুদানন্দন। কুমুদানন্দন অল্পকাল রাজত্ব করিয়া পরলোক গমন করেন। এই সময় তৎপুত্র বলুনাথ নাবালক। মধুসিংহ নামে এক জমিদার তাহার জমি । দারীর L% আন অংশ দখল করিয়া বসেন। এই সময় শাহমুজা । বাঙ্গালার নবাব। রাজা রঘুনাথ আপনাৰ পৈতৃক সম্পত্তি উদ্ধার করিবার জন্ত বাদশাহ আরঙ্গজেবের নিকট প্রার্থনা জানাইলেন। তদনুসারে ১১ই জুলুস অরঙ্গজেব মধুসিংহকে উচ্ছেদ করিয়া রাজা রঘুনাথকে উপযুক্ত সনদ প্রদান করেন। গুড লাড । XVII [ ७२¢ } বৰ্বনকোট সাহেব সেই ফরমাণ বৰ্দ্ধনকূটর রাজবাটীতে দেখিয়া ছিলেন। রাঙ্গ রঘুনাথের পুত্ৰ মনোহরের সময়েও এই বংশের যথেষ্ট শ্ৰীবৃদ্ধি হইয়াছিল। এই সময়ে কুওঁ, সেরপুর, পলাশী প্রভৃতি পরগণা বৰ্দ্ধনকূট রাজ্যের অধিকারভুক্ত ছিল। রাজা মনোহর অয়দিন রাজ্যভোগ করিয়া পরলোক গমন করিলে তৎপুত্র হরিনাথ পৈতৃক অধিকার লাভ করেন। বাদশাহ অরঙ্গজেব র্তাহার ১৭শ বর্ষে ( ১৬৭৫ খৃষ্টাব্দে ) এক ফরমাণ দিয়া হরিনাথকে ইদরাকৃপুরের রাজা বলিয়া স্বীকার করেন । রাজা হরিনাথের পুত্র বিশ্বনাথ। বিশ্বনাথের পুত্র গিরিপালী, তৎপুত্র শিবনাথ। এই শিবনাথের সহিত ইদ্রাকৃপুর জমিদাবীব নূতন বন্দোবস্ত হয়। গিরিধারী উচ্চ বারেন্দ্র কুলীনকার পাণি, গ্রহণ করিয়া বারেন্দ্রকায়স্থ-সমাজে বিশেষ সন্মানিত হন । শিব নাথের পুত্র গৌৰীনাথ কোম্পানীর আমলের রাজা বলিয়া থাত । এই সময় ইদ্রাকপুর জমিদাবীর অন্তর্গত চাকল ঘোড়াঘাটেল মধ্যে ইদ্রাকৃপুর, ইসলামপুর, আলীগঞ্জ, ৰঞ্জিতপুর, বহিল ঘোড়াঘাট, গাউতনন, পলাশী, মুক্তাবপুর, বিন্দী, বেলঘাট, ভিয়েনকুও, সেরপুর, কানবালা, সেরপুর নওয়াবাদ প্রভৃতি পৰগণা ছিল । দশশালা বন্দোবস্তের সময় বৰ্দ্ধনকুটৰাজ্যের আয়তন অনেক কমিয়া আসে ; এই সময়ে ইরোকৃপুৱ-রাজেণ অধীনে ৬৯টি পরগণা এবং তাহার ১৬-১৯৬২ টাকা বাঞ্জস্ব নিৰ্দ্ধারিত ছিল। দশশালা বন্দোবস্তের সময় যে ৬৯ট পরগণা ছিল, তাহাও একে একে নিলাম হইয়া অধিকাংশই পরহস্তগত হয়। এমন কি, অরদিন মধ্যেই ইরাকপুর জমিদারীর নাম পৰ্য্যন্ত মানচিত্র হইতে উঠিয়া যায়। গৌরীনাথের জ্যেষ্ঠপুত্র রাজা গোকুলনাথ এবং মধ্যমপুত্র রাজা গৌরকিশোর, গৌরকিশোবের পুত্রসন্তান হয় মাঠ । তাহার দত্তকপুত্রের নাম খামকিশোর, এই গুমকিশোরের পুত্র কুমার চক্সকিশোর এপন বর্তমান । এক সময়ে সুবিস্তীর্ণ বৰ্দ্ধনকুটরাজ্য যাহাদের অধিকারে ছিল, যাহাদিগকে লক্ষাধিক মুদ্র রাজস্ব দিতে হইত, এখন তাহাদিগের অবস্থা অতি শোচনীয়, ২• • টাকার অধিক রাজস্ব দিতে হয় না। বন্ধনগড়, বোম্বাই প্রদেশে সাতার জেলার स्रक्षुष्ठि ५ढौि গিরিদুর্গ। কোরেগা ও থটাও উপবিভাগের সীমার ব্যবধানে মহাদেব শৈলমালার একটা শাখার উপর ; সাতার সহর হইতে ১৯ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত । খটাও বা পূৰ্ব্বদিক দিয়া একটা কুঞ্জ দিয়া ঐ গড়ে উঠতে হয়। ইহার পার্শ্ব দিয়া সাতারী-পুরন্দর রাস্ত গিয়াছে। এই রাস্তার দুই শত গজ দূরে দুইট প্রাচীন সরোবর আছে। নবজিত রাজ্যের পূর্বসীমা রক্ষা করিবার জষ্ঠ ১৭৬৩ খৃষ্টাব্দে > * *
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।