বৰ্দ্ধমান করেন। অচিরকাল মধ্যেই তিনি (১৮৩৩ খুঃ ৩০ আগষ্ট গবর্ণর | জেনারেল বাহাত্বরের নিকট হইতে মহারাজাধিরাজ খেতাব । ও গেলাত পাইলেন । তাহার নাবালকাবস্থায় তদীয় মাত! মহারাণী কমলকুমারী ও পরাণচন্দ কপুরই তদীয় অভিভাবক । স্বরূপ রাজকাৰ্য্য পর্য্যবেক্ষণ করিতেন । ১৮২৯ খৃ: ৮ই ফেব্রুয়ারি তারিখে মহতাবচনা প্রথম দার পরিগ্রহ করেন । তদীয় গর্ভে রাজকুমারী শ্ৰীমতী ধনদেী দেবী জন্ম গ্রহণ করেন । দুঃখের বিষয় যে, কুমারীর জন্মের ৭ দিন পরেই মহারাণী পরলোক গমন করেন, শৈশবে মাতৃহীন রাজকুমারী বিবাহের অত্যন্ত্রকাল পরেই বিধবা হয়েন। সন ১২৯২ সালের ২রা আষাঢ় তারিখে রাজকুমারী লালা অবনীনাথ মেহের বাবুকে দত্তক পুত্র গ্রহণ করেন। ১৮৪৪ খৃঃ ২৪ জুন তাবিধে মহতাবচন বাহাদুর শ্ৰীমতী নারায়ণকুমারী দেবীর পাণিগ্রহণ করেন। মহারাণীর গর্ভে সন্তানাদি না হওয়ায় ১৮৬৬ খৃঃ ১৯ মার্চ তারিখে মহারাজের গুলিক ৮লাল বংশগোপাল চনা বাবুর জ্যেষ্ঠ পুত্রকে দত্তকপুত্র গ্রহণ করিয়া কুমার আফতাব, চন্দ মহতাব বাহাদুর নামকরণ করেন । ১৮৩৯ খৃঃ মহারাজ পুনরায় গবর্ণর জেনাবেল বাহাদুরের নিকট হইতে খেলাত প্রাপ্ত হইয়াছিলেন। ১৮৫৫ খৃঃ সাঁওতাল বিদ্রোহের সময় এবং ১৮৫৭ খৃ: সিপাহী বিদ্রোহের সময় মহাবাজ বিবিধ প্রকারে গবর্ণমেণ্টের বিস্তব উপকার করেন। তজ্জন্ত তিনি গবৰ্ণমেণ্ট হইতে ভূরি ভূবি ধন্যবাদ প্রাপ্ত হইয়াছিলেন । মহতাব চনা ভারতবর্ষের ব্যবস্থাপক সভার সদস্যপদ লাভ করেন, এতদ্দেশীয়গণের মধ্যে তিনিই সৰ্ব্ব প্রথমে উক্ত পদপ্রাপ্ত হইয়াছিলেন । উক্ত পদের আবগুকীয় ব্যয় নিৰ্ব্বাহের জন্য গবর্ণমেণ্ট হইতে প্রতি বৎসরে ১০ সহস্র টাকা দিবাব নিয়ম মাছে, মহাবাজ তিন বৎসর উক্ত পদে সমাসীন থাকিয় এক কালে ৩০ সহস্র টাকা প্রাপ্ত হয়েন । উক্ত সমস্ত টাকাই তিনি আলিপুরন্থ পশুশালানিৰ্ম্মাণার্থে প্রদান করেন । ১৮৬৬ খৃঃ অস্ট্রে ভীষণ তুর্ভিক্ষের সময়ে মহারাজের অসাধারণ বদান্তত দৃষ্টে ভারতবর্ষের তদানীন্তন গবর্ণর জেনারেল সার জন লরেন্স বাহাদুর মহারাজকে স্বহস্তে একখানি পত্র লিথিয় বিস্তর ধন্যবাদ প্রদান করেন । ১৮৬৮ খৃঃ মহারাজ বংশামুক্রমে মহাNRJ Matālā otafo (A luour and supporters) {to: করিবার ক্ষমতা প্রাপ্ত হয়েন । ১৮৬৯ খৃঃ বৰ্দ্ধমান প্রদেশে ভয়ঙ্কর ম্যালেরিয়ায় মহামারীর প্রাদুর্ভাব হইলে, তৎপ্রতীকারার্থে বেঙ্গল গবৰ্ণমেণ্টের হস্তে ১৮৬৪ খৃ: [ ৬৩৪ ] বৰ্দ্ধমান বদ্ধমানপতি এককালে ৫ • সহস্র টাকা প্রদান করিয়া গৰণমেণ্টের নিকট বিস্তর ধষ্ঠবাদ প্রাপ্ত হয়েন । ১৮৭ খৃঃ মহামান্ত সম্রাঞ্জীপুত্র ডিউক অব এডিনবরা বৰ্দ্ধমানস্থ রাজভবনে শুভা গমন করিয়া বৰ্দ্ধমানপতিকে সম্মানিত করিয়াছিলেন । ১৮৭৪ খৃঃ ভীষণ দুর্ভিক্ষের সময় মহারাজ নিজ ব্যয়ে চুঁচুড়, কালনা ও বদ্ধমানের স্থানে স্থানে অন্নসত্র করিয়া অসংখ্য দীনহীনের জীবন রক্ষা করিয়াছিলেন, বঙ্গের তৎকালীন লেফটেনেন্ট গবর্ণর সার জর্জ ক্যাম্বেল বাহাদুর স্বয়ং ঐ সকল অন্নসত্র দর্শন করিয়া বৰ্দ্ধমানরাজের ঈদৃশ বদান্ততার জন্ত ভূয়সী প্রশংসা করিয়া স্বহস্তে একখানি পত্র লিখিয়াছিলেন। ১৮৭৭ খৃঃ মাঞ্জাজ প্রদেশে ফুর্ভিক্ষের জন্ত তিনি ১০ সহস্র টাকা প্রদান করেন । ১৮৭৭ খৃঃ দিল্লী দরবার হইতে বৰ্দ্ধমানপতি His Highness খেতাব এবং আজীবন সম্মানস্বরূপ ১৩টা তোপ লাভ করেন। ১৮৭৮ খুঃ বৰ্দ্ধমানপতি ভারতসম্রাঞ্জীর একটা প্রস্তরময়ী প্রতিমূৰ্ত্তি কলিকাতায় মিউজিয়মে স্থাপন করেন । বৰ্দ্ধমান ও কালনার অবৈতনিক বিদ্যালয়, দাতব্য চিকিৎসা লয়, বালিকা-বিদ্যালয় প্রভৃতি বহুতর দেশহিতকর কীৰ্ত্তি স্থাপন করিয়া মহতাবচন্দ বাহাদুর এতদেশীয় জনগণের নিকট চিরস্মরণীয় হইয়াছেন। তদ্ভিন্ন তাহার নূতন ক্রীত বিশাল জমিদারী উড়িষ্যা প্রদেশস্থ কেল্লা কুজঙ্গ ও মেদিনীপুর জেলায় সুজামুঠা পরগণায় ২ট অবৈতনিক বিদ্যালয় ও ২ট দাতব্য চিকিৎসালয় স্থাপন করিয়া গিয়াছেন । সন ১২৬৫ সালে তিনি মহর্ষি বাল্মীকিকৃত মূল ও সরল ব্যাখ্য' সহ রামায়ণ এবং মহর্ষি বেদব্যাসকৃত মূল ও ব্যাখ্যাসহ মহাভারত মুদ্রিত করিয়া সাধারণে বিতরণ করিতে আরম্ভ করেন, কিন্তু দুঃখের বিষয়, আরব্ধ কাৰ্য্য সম্পূর্ণ হইবার পূৰ্ব্বেই তিনি পরলোক গমন করেন। সন ১৮৭৯ খৃঃ ২৬এ অক্টোবর ৫৯ বৎসর বয়ঃক্রমকালে, ভাগলপুর নগরে তাহার মৃত্যু হয়। উনবিংশতি বৎসর বয়ঃক্রমকালে মহারাজাধিরাজ আফতাব মহতাব বাহাদুর বদ্ধমান রাজসিংহাসন প্রাপ্ত হয়ূেন ; তৎকালে তিনি পূৰ্ণবয়স্ক না থাকায়, বৰ্দ্ধমানরাজ্য কোর্ট অব ওয়ার্ডেব অধীন হইবার প্রস্তাব হয়, কিন্তু মহারাজ মহতাবচন্দ বাহাদুরেব রাজকাৰ্য্যপ্রণালী এতই সুন্দর ও স্ববন্দোবস্তের সহিত সম্পাদিত হইতেছিল, তাহার নিকট সুশিক্ষিত তদীয় ভ্রাতু-পুত্র তৎকালীন দেওয়ান-ই-রাজ বনবিহারী কপুর সাহেব এরূপ যোগ্যতার সহিত রাজকাৰ্য্য পরিচালনা করিতেছিলেন যে, বঙ্গেশ্বর সার আস্লি এডেন বাহাদুর, বৰ্দ্ধমানরাজ্য অন্নকালের জন্ত কোর্টঅব ওয়ার্ডের অধীন না করিয়া যেরূপ ভাবে পরিচালিত হইতেছে, তদ্রুপই রাথিবীর অনুমতি প্রদান করেন ।
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।