বলনবাসনা বলর্তী (স্ত্রী) প্রাসাদোপরি মওলিকা, বলভি। বলতের (ওয়ালটেয়ায় ), মাগ্রাজ প্রেসিডেন্সীর বিজাগাপটিস্থ জেলার অন্তর্গত একটী নগর । অক্ষা" ১৭° ৪৪' উঃ এবং জাখি ৮৩ ২২/৩৬' পূঃ । বৰ্ত্তমান ইংরাজী মানচিত্রে বা ভূগোলে (Waltair ) নামে লিখিত। বঙ্গোপসাগৰোপকুলসমীপে স্থাপিত হওয়ায় এই স্থান বিশেষ স্বাস্থ্যপ্রদ। এখানে সিবিল ও মিলিটারী বিভাগের অনেক যুরোপীয় কৰ্ম্মচারী বাস করিয়া থাকেন। বিশাখপত্তন হইতে এই স্থান তিন মাইল উত্তরে অৱস্থিত এবং উক্ত নগরের যুরোপীয়দিগের বাসভূমিও উপকণ্ঠ বলিয়া পরিগণিত। সমুদ্রপৃষ্ঠ হইতে এই স্থান ২৩• ফিট, উচ্চ এবং গণ্ডশৈলমালায় পরিবৃত। ইষ্টকোই রেলপথ এই নগন্নসন্নিধ্য দিয়া মাত্রাঙ্গাভিমুখে প্রধাবিত হইয়াছে। এই কারণে এখন এখানকার শ্ৰীবৃদ্ধি অনেকাংশে বন্ধিত হইয়াছে। পূৰ্ব্বে এখানে পানীয় জলের বিশেষ অভাব ছিল । এখন তাহ অনেকাংশে দূর হইয়াছে, পরস্তু এখনও ফলমূল ও উৎকৃষ্ট খাস্ত দ্রব্যের অভাব আছে । এখানকার ইংরাজটোলা হইতে বাঙ্গালীটোলা অনেক খারাপ । বলদৰুর, (বনুর), মান্দ্রাজ-প্রেসিডেন্সীর দক্ষিণ আর্কট জেলার বিহুপুরম তালুকের অন্তর্গত একটি গওগ্রাম । পুদিচেরী হইতে ৯ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত। অক্ষা" ১১%৮ ৫০% উঃ এবং দ্রাঘি’ ৭৯° ৪৪' ৩০" পূঃ। ফরাসীগণ পুলিচেরী রাজধানী মুদৃঢ়ীকরণার্থ এই স্থানে প্রথমে দুর্গ স্থাপনপূর্বক সেনাসন্নিবেশ করিয়াছিলেন। ১৭৬০ খৃষ্টাব্দে ইংরাজসেনানী কুট পুলিচের অবরোধকালে তাহ অধিকাৰ করিয়া লন। ১৮৮২ খৃষ্টাব্দের ৩০এ জুন পর্যন্ত স্থলপথগামী পণ্যদ্রব্যের উপর শুল্ক আদায়ের জন্ত এথানে ফরাসীদিগের একটা শুষ্ক কাৰ্য্যালয় ছিল । शलद्विष (१: ) झेऊ { বলন (কী ) গ্রহনক্ষত্রাদির সায়নাংশ zers f5mR (deflec tion), ইহা সাধারণতঃ আয়নবলন নামে প্রসিদ্ধ। ভাস্করাচাৰ্য্য বলনানয়ন সম্বন্ধে লিখিয়াছেন : - "ক্ষিনুকালে বলনং সাধাং তনিকালে বা নবন্ধটিকাস্তাঃ গান্ধা ৯• হতাশ্চন্দ্রগ্রহে রাত্রাদ্ধেন ভক্ত অর্কগ্রহে দিনাৰ্দ্ধেন ফলমংশীঃ স্থাঃ তেষাং ক্রমজ্যাংক্ষজায়া গুণা ছাজোবর ভক্ত লন্ধন্ত চাপং পলোদ্ভবং বলনং জায়তে। প্রাঙনতে সৌম্যং পশ্চিমনতে যাম্যং ” • • • (সিন্ধাস্তশিরোমণি গণিতাধ্যায়) ফুটুবলন ও দূর্বলন সৰে বিশেষ বিবরণ তত্তাশব্দে এবং আরনবলন শব্দে বিষ্কৃতরূপে আলোচিত হইয়াছে। বলনবাসন (স্ত্রী) গ্রহাদির অয়নচ্যুতি প্রতিপান। XVII [ be a বলভীরাজবংশ বলনাশন (পুং ) ১ ৰলধ্বংসক । ২ ইঞ্জ । বলনিসূদন (পুং) ইন্দ্র। *Rio" (#1) of a wrot (degree of deflection ) বলন্তিক ( স্ত্রী) সঙ্গীতশাস্ত্রোক্ত স্বরক্ৰমভেম্ব । বলপুর (কী) বলনামক দানৰেৱ পুৰী। 馨 বলভি ভিী] (স্ত্রী) বলভি-কৃদিকারাদিতি বা ভীষ, বড়ী । ১ গৃহের কাঠাম। ই ছাদের উপরিস্থ গৃহ । ৩ গুহচুড়া। ঃ ছাদ । “হম্ম্যপ্রাসাদবলভাৰম্বিষ্যন সোংশ্রমল্লিশি।” ( भःथॉन३ि९माँ० ४ १ ४२ ) ৪ পুীবিশেষ । [ বলভীরাজবংশ দেখ। ] °कायाभिश१ विश्डि३ भग्न दीउ|१ ঐধরসেননরেন্দ্রপালিতায়াং । কীৰ্ত্তিরতো ভবতা পন্ত তন্ত ক্ষেমকর: ক্ষিতিপো যতঃ প্রজানাম্।।” ( ভটি ২৩৩৫ ) বলভীরাজবংশ, স্বরাষ্ট্রের একট সুপ্রাচীন রাজবংশ। মুরাষ্ট্রের ( বর্তমান কাঠিয়াবাড়ের ) অন্তর্গত, ভাওনগরের ১৮ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত। বর্তমান বলা নামক স্থান পূর্কে বলতী নামে খ্যাত ছিল। প্রাচীন বলভীরাজধানীর ধ্বংসাবশেষ উক্ত বল নামক স্থানে ৰিদ্যমান। এখানকার প্রাচীন নরপতিবংশই “বলভীরাজবংশ” বলিয়া ইতিহাসে পরিচিত । খৃষ্টীয় ৫ম শতাৰো ভটার্ক নামে এক সেনাপতির অভু্যদয় হয়। তিনি মৈত্রক বা মিত্রবংশীয় ছিলেন। ভটার্ক সম্ভবতঃ সুরাষ্ট্রের শক-নরপতিগণের কোন সেনাপতির বংশধর । বলভীরাজগণের বহু শিলালিপি ও তাম্রশাসন হইতেও জানা যায় যে, ভটার্কের মত র্তাহার জ্যেষ্ঠ পুত্র ১ম ধরসেনও “সেনাপতি” উপাধিতে ভূষিত ছিলেন। পাশ্চাত্য ঐতিহাসিকগণ ইহাদিগকে বৈদেশিক বলিয়াই মনে কবেন । আমাদেরও মনে হয় যে, ভট্টার্কও এক জন শাকদ্বীপীয় ক্ষত্ৰিয়বংশসস্থত ছিলেন। অতি পূৰ্ব্বকালে যে সকল শাকদ্বীপী ভারতে আসিয়াছিলেন, র্তাহারা মিত্রনামক স্বৰ্য্যোপাসক ছিলেন, এই কারণ অনেকেই মৈত্রক বা মিহির উপাধি ধাবণ করিতেন। শেষে তাহাই বংশোপাধিরূপে গণ্য হয়,-ভটার্কও ঐরূপ কোন মৈত্রক-ভূলোৎপন্ন, তাহার বংশধরগণও “মৈত্রক" বলিয়া পরিচিত। এই বংশের বহু তাম্রশাসন পাওয়া গিয়াছে, তাহা হইতে বংশলতা বাহির হইয়াছে। (পর পৃষ্ঠায় প্রদত্ত হইল ) সেনাপতি ভটার্ক এই বংশের বীজপুরুষ হইলেও তাহার ৩ পুত্র প্রথম ধ্রুবসেনই প্রকৃতপ্রস্তাবে “পঞ্চমহাশন্স"যুক্ত রাজোপাধি গ্রহণ করেন এবং এই বংশীয় রাজগণের যে সকল তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, তন্মধ্যে ঐ জবসেনের عين--- تتبعض يضيف 为惨懿
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।