পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশুসমাক্ষায় [ ৯৮ ] পশ্চাত্তাপ পশুমোহনিকা (স্ত্রী) মুহতেংনয়া মুহ লুটু, স্বার্থে কন্‌ টাপি অত ইত্বং, পশুনাং মোহনিকা। কটলতা। কটুবতী। (রাজনি") পশুযজ্ঞ (পুং ) পশুকরণকে যজ্ঞঃ বা পশুনা যজ্ঞঃ । পশুনামক যাগতেদ । পশুদ্রব্য দ্বারা যজ্ঞ করিতে হয় । এই যজ্ঞের বিধান অশ্বিলায়নশ্রেীতস্থত্রে উল্লিখিত হইয়াছে। “ক্ষালনং দর্ডকুৰ্চেণ সৰ্ব্বত্র স্রোতসাং পশোঃ । তুষ্ণীমিচ্ছাক্রমেণ স্তাদ্বপার্থে পার্ণদারুণী ॥” ( কৰ্ম্মপ্র” ) পশুরক্ষি (পুং ) রাখাল, গোপাল। (ঋক্ ৬৪৯১২) পশুরক্ষিঃ পশুপালকঃ’ ( সায়ণ ) পশুরক্ষিন (পুং) পশুরক্ষা অস্ত্যৰ্থে ইনি। পশুপালক, যাহার পশুরক্ষা করে । “তত্রাপরিবৃতং ধান্তং বিহিংস্কাঃ পশবো যদি। ন তত্র প্রণয়েদগুং নৃপতিঃ পশুরক্ষিণা ॥” ( মমু ৮।৯৩৮) পশুরজ্জ্ব (স্ত্রী) পশ্বনামখাদীনাং বন্ধনায় রজ্জ্বঃ। পশুবন্ধনরজ্জ্ব, পৰ্য্যায়—দামণী, বন্ধনী । ( শব্দর” ) পশুরাজ (পুং ) পশুনাং রাজা, ততঃ সমাসাস্ত টহ্ । ( রাজাহঃ সথিভ্য৪ছ। পা ৫।৪৯১ ) সিংহ। পুশুরি, পরিমাণভেদ। 2৫ সের। ( পরিমাণ শব্দ দেখ। ] পশুলম্ব, প্রাচীন জনপদভেদ। পশুবৎ (ত্রি ) পশু ইব, ইবার্থে বতি। পশুতুল্য। পশুবৰ্দ্ধন ( স্ত্রী) পশূনাং বৰ্দ্ধনং ৬তৎ। যজ্ঞে পশুর সংপুষ্টতাবিধায়ক ব্যাপারভেদ । যজ্ঞ কাৰ্য্যে পশু যাহাতে বৃদ্ধি পায়, সেইরূপ ব্যাপার বিশেষের নাম পশুবৰ্দ্ধন । ইহার বিষয় আখলায়ন গৃহস্থত্রে ( ৪৯৯ ) বর্ণিত আছে । পশুবিদ (ত্রি ) পশু সরবরাহকারী। ( অথৰ্ব্ব ১১১৫ ) পশুশীৰ্ব (ক্লী) পশুনাং শীৰ্ষং ৬তৎ। পশুমস্তক । পশুশ্রপণ (কী ) যজ্ঞাদিতে উচ্ছ, পশু রন্ধন। (তৈত্তিীয় সং ৩১।৩।২) পশুষ (ত্রি ) পশুযু সীদতি সদ-ড-ষত্বং । পশু বিষয়ে স্থিত অন্ন, ক্ষীর দধি প্রভৃতি । ( ঋক্ ৫৷৪১৷১ ) পশুষ্ঠ (ত্রি ) পশুধু তিষ্ঠতি স্থা-ক, ততঃ যত্বং । পণ্ড মধ্যে অবস্থিত । ( পঞ্চবিংশব্রা” ১৬৬২৬ ) পশুসখ (পুং ) পশূনাং সখ, ৬তৎ, ততঃ সমাসাস্ত টহু। পশুর সথা। শূদ্রের নামভেদ । ( মহাভারত ভীষ্ম") পশুসনি (ত্রি ) পশুং সনোতি দদাতি সন্‌ ইন্‌। পশুদায়ক। “আত্মসনি প্রজাসনি পশুসনি” ( শুক্লযজু ১৯৪৮) পশুসনি পশুন সনেীতি দদাতীতি’ (মহীধর ) পশুসমান্নায় (পুং ) যজ্ঞাদিতে হস্তব্য পশুর গণনা । ( নিরুক্ত ১২৯৩) ২ বাজসনেয় সংহিতার একটী বিভাগ । পশুসাধন ( ত্রি ) পশুদিগের সাধয়িতা। স্ক্রিয়াং উীপূ। (ঋক্ ৬৫৩৯ ) পশুসাধনী পশুনাং সাধয়িত্রী’ ( সারণ) পশুহরীতকী (স্ত্রী) পশুনাং হরীতকীব, হিতকারিন্থাৎ । অাম্রাতকফল । (ত্রিকা” ) •. পশুহব্য (রী) পশুনাং হবাং। পশুমাংস ।

  • নবেনানচ্চিতা হস্ত পশুহবোন চtশ্নয়ঃ । প্রাণীনেবাত্ত মিচ্ছস্তি নবান্নামিষগৰ্দ্ধিনঃ ॥” ( মন্থ ৪।২৮) পশ্চা ( অব্য) পশ্চাৎ বেদে পৃষোদরাদিত্বাৎসাধু । ১ পশ্চাৎ । ( ঋক্ ১৷১৩৩৫ ) বৈদিক প্রয়োগেই এইরূপ পদ সিদ্ধ হইয়া থাকে। আর্ষ প্রয়োগে কোন কোন স্থলে অপর শঙ্গ স্থানে পশ্চাদেশ হয়। যথা—

“কৈলাশো হিমবাংশ্চৈব দক্ষিণেন মহাচলে । পুৰ্ব্বপশ্চায়তাবেতে ।” ( মার্কণ্ডেয়পুং ৫৪।২৪ ) পশ্চাচ্চর (ত্রি ) পশ্চাৎগমনকারী। পশ্চাচ্ছ মণ (পুং) বৌদ্ধ ভিক্ষুভেদ । বৌদ্ধমতে পুরোহিতগণের পশ্চাদগাৰ্মা অপর পুরোহিত, যাহারা ধৰ্ম্মকৰ্ম্মে নিরত ব্যক্তিবৃন্দকে দেখিতে গমন করে । ( দিব্যাবদান ১৫৪৷১৭ ) পশ্চাৎ ( অব্য ) অপরস্মিন অপরস্মাৎ অপরো বা বসতি আগতে রমণীয়ং বা, ইতি অপরস্ত পশ্চভাব আতিশ্চ প্রত্যয়েহস্তীতেবিষয়ে ( পশ্চাৎ । প। ৫।৩।৩২ ) ১ প্রতীচী । ২ প্রমাদি অর্থবৃত্তির অপর শব্দের অর্থ। ৩ চরম, শেষ । “প্রতাপোহগ্রে ততঃ শব্দঃ পরাগস্তদনস্তরম্ । যীে পশ্চাদ্রথানীতি চতুস্কন্ধেব সা চমু ॥” (রঘু ৪৩- ) ৪ অধিকার । ( মেদিনী ) পশ্চাৎকৰ্ণ (ত্রি) কর্ণের বহির্ভাগ বা পৃষ্ঠদেশ । (শত" ব্রা" ৩৷৮১৷১৫ ) পশ্চাৎকৰ্ম্মন (রা) ১ বৈাকোক বলবৰ্ণাগ্নিকার্য, যাহাতে বল, বর্ণ ও অগ্নি বৃদ্ধি হয়, এইরূপ কার্য । ২ পেয়াদি অল্পের সংসর্জন। ৩ নিবৃত্তা তঙ্কের অমুবন্ধোপচরণের নিমিত্ত যাহা যাহ। করা যায়, তাহীকে পশ্চাৎকৰ্ম্ম কহে । সুশ্রীতে লিখিত আছে, কৰ্ম্ম তিন প্রকার পূর্বকৰ্ম্ম, প্রধানকৰ্ম্ম এবং পশ্চাৎকৰ্ম্ম । রোগের শেষে এই পশ্চাৎ কৰ্ম্মের অনুষ্ঠান করিতে হয় এবং এই পশ্চাৎকৰ্ম্মের বিষয় প্রতি রোগোপদেশস্থলেই কথিত হইয়াছে । ( সুশ্রুত সূত্রস্থা ৫ অ” ) পশ্চাতাৎ, পশ্চাৎ পৃষ্ঠদেশঃ। পশ্চিমে স্থিত। (ঋক ১।২।১৪) পশ্চাতাৎ পশ্চিমতঃ স্থিতঃ’ ( প্ৰায়ণ ) পশ্চাৎকাল (পুং ) পরবর্তী কাল । পশ্চাত্তর (ত্রি ) পশ্চাৎসম্বন্ধীয়। (অশ্বি" শ্রেীত" ৮১৩) পশ্চাত্তাপ (পুং) পশ্চাৎ অগ্রতোহকার্য্যে কৃতে চরমে তাপ ।