পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঙক্ত [ - পীগ ( দেশজ ) পাগড়ী, উষ্ণীয, শিরোবেষ্টন বস্ত্র, তাজ, টুপী। পাগর (পাগল শব্দের অপভ্রংশ ) পাগল। যথা—রতিষদ পাগর নাথুরী নাগর ইত্যাদি। পাগল (পুং ) পা রক্ষণং তস্মাৎ গলতি, আত্মরক্ষণাৎ বিচুতো ভবতীতি গল-আছ। উন্মত্ত, বাতুল ।

  • পাগলায়াঙ্গহীনায় চান্ধায় বধিরায় চ। জড়ায় চৈব মুর্থায় ক্লীবতুল্যায় পাপিনে ॥ ব্ৰহ্মহত্যাং লভেৎ সোহপি যঃ স্বকভাং দদাতি চ ॥”

{ ব্ৰক্ষ্মবৈবৰ্ত্ত প্রকৃতিখণ্ড ১৪ অ” ) পাগলকে ধিনি কল্প সম্প্রদান করেন, তাহার ব্ৰহ্মহত্যার পাতক হয় । উন্মাদরোগগ্রস্ত হইলে তাহাকে পাগল কহে, লান কারণে মানসিক বিকার উপস্থিত হইয়। এই রোগ জন্মে । { এই রোগের বিবরণ উন্মাদ শব্দে দেখ । ] পাগল, বঙ্গদেশে মালদহ জেলার অন্তর্গত একটা নদী। ইহা গঙ্গা হইতে বহির্গত হইয়া ছোট ভাগরণী নামক একটী ছোট শাখার সহিত মিলিত হইয়া ৯৬ মাইল দীর্ঘ একটী দ্বীপ বেষ্টনপূৰ্ব্বক পুনরায় গঙ্গায় পতিত হইয়াছে। বর্ষাকালে পাগলা মদীতে বড় বড় নৌকা চলিতে পারে এবং জমির উপর বালুক ও কর্দম পতিত হওয়ায় উহাতে আশুধান্ত অতি সুনাররূপে জন্মে । পাঞ্জাশ ( দেশজ ) পাংশুবর্ণ। পাঙ্গ। ( দেশজ ) পাংগুলবণ । পাঙ্গালবণ ( দেশল ) পাংশু লবণ । পাঙ্গাশ ( দেশজ ) পাংশুবৰ্ণ । পাঙ্গাশিয়া ( দেশজ ) পাংশুবর্ণযুক্ত । পাঙ্গালী, যশোহর জেলার সৰ্ব্বোত্তরপ্রাস্তুে মাতাভাঙ্গা নদীর একটী শাখা, ইহার অপর নাম কুমার। গ্রীষ্মকালে মাতাতাঙ্গা নদীর সহিত ইহার সংযোগ দূর হইয়া যায়। এই নদীর উৎপত্তি স্থান ক্রমশঃ পুরিয়া আসিতেছে । পাঙত (ত্রি ) পঙক্তে ভবঃ পংক্তি-উৎসাদিত্বাৎ অঞ । 3 পঙক্তিতত্ব ২ দশাক্ষরপাদক ছন্দোভেদযুক্ত । পঙক্তি সংখ্যস্ত্যন্ত অণু। ৩ তৎসংখ্যা অবয়বযুক্ত পশু । ৪ পুরুষ। “পাঙুক্তঃ পুরুষঃ পাঙ্কাঃ পশবঃ ” (তাও ব্রা ২৪২ ) পাণ্ড ক্র্যাখ্যে ছন্দসি পঞ্চসংখ্যা বিদ্যতে তন্ত পঞ্চভিঃ পদৈরূপেতত্বtৎ পুরুযেহপি দ্বেী হস্তে দ্বেী পদে শিরশ্চেতি পঞ্চ ংখ্য। বিদ্যতে পশুস্কপি চত্বারঃ পাদ পুচ্ছশেচতি পঞ্চসংখ্যাস্তি’ ( ভাষ্য ) পঙক্তি ছন্দে ৫টা অক্ষর অাছে, এই পঞ্চ সংখ্যামুসারে পুরুষে দুই হস্ত ও দুই পাদ এবং মন্তক এই পীচ এবং পশু চারিপাদ এবং পুচ্ছ এই পাঁচ আছে বলিয়া পুরুষ ও ১১৫ ] পাচক পশু পাদ্ভূক্ত নামে অভিহিত হইয়াছে। ( ঐত” ত্রা ২১৪,৩২৩ ) ( শতপথ ত্ৰা” ১।১।২।১৬ ) - পাঙক্তত (স্ত্রী ) শ্ৰাদ্ধকালে এক পঙক্তিতে আহার করিবার অধিকার । 線 পাঙক্তেয় (ত্রি) ১ পঙক্তিস্থিত, যাহার একপঙক্তিতে থাকে, তাহাদিগকে পাণ্ডুক্তেয় কহে । ২ এক পংক্তিতে ভোজনাৰ্ছ । “অৰ্থ সংশপ্তকাংস্ত্যক্ত পাণ্ডবে দ্রোণিমভাগাং। অপাঙুক্তেয়ানিব ত্যক্ত দাতা পাণ্ডুক্তেরমর্থিনম্।” ( ૭tષ્ઠિ કાષ્ઠછ• ) পাঙত্ত্য (ত্রি) পাঙক্তেয়, এক পঙক্তিতে ভোজনাৰ্ছ । পাঙক্ত (পুং ) মুম্বকজাতিবিশেষ । “আখুনা লভতেহস্তরিক্ষায় পাণ্ডস্থান দিবে” ( শুক্লাজু ২৪। ২৬) “পাঙ্কান্‌ মুম্বকজাতিবিশেষানু (বেদদীপ ) পাঙ্গোলী, ( Pangolin ) একপ্রকার জন্তু । মলয় ভাষার Fifi "it'("it' (Pangulang ) ( Manis pentedactyla ), হিন্দি বজর্কীট, সংস্কৃত বজকীট। এইরূপ প্রথিত আছে যে, ইহারা মুত্তিক হইতে স্বর্ণ উত্তোলন করিত এবং ইহাদিগকে Gold-digging ant «fTe , fèûtzrtvtrri* (Herodotus) গ্রন্থে উল্লেখ আছে যে, এই জীব পারস্তদেশের রাজার নিকট ছিল। ইহার আকার কুকুরের অপেক্ষ ছোট ; কিন্তু খেকশিয়ালের অপেক্ষা বৃহৎ এবং বিড়ালের স্তায় শব্দ করে । বাঙ্গালা প্রদেশের সিংহভূম জেলায় এই জন্তু দৃষ্ট হয়। পাচক (ক্লী) পচতীতি পচ-খুল পিত্ত্বরসেন ভুক্তদ্রব্যপচনা দস্ত তথাত্বং । পিত্তবিশেষ । “পাচকং ভ্রাজকঞ্চৈব রঞ্জকালোচকে তথা । সাধকঞ্চৈব পঞ্চেতি পিত্তনামান্তমুক্ৰমাৎ ॥” (শব্দচ" ) পিত্ত পাচক, ভ্রাজক, রঞ্জক, লোচক ও সাধক এই পাঁচটা নামে অভিহিত হয়। যাহা দ্বারা ভুক্তাল্প পরিপাক হয় তাহাকে পাচক কহে। ভাবপ্রকাশে লিখিত আছে—পাচকপিত্ত ভুক্তান্ন পরিপাক করে এবং শেষাগ্নি বল বৃদ্ধি ও রসমূত্রপুরীষ বিরেচন করিয়া থাকে । “পাচকং পচতে ভুক্তং শেষাগ্নিবলবৰ্দ্ধনং। রসমুত্রপুরীষাণি বিরেচয়তি নিত্যশঃ ॥” (তাবপ্র ) [ বিশেষ বিবরণ পিণ্ড দেখ। ] (পুং ) পচতীতি পচ-খুল। ২ অগ্নি। ( হলায়ুধ । ) মুশ্রীতে লিখিত কাছে, দেহস্থিত যে পিত্ত, তাহাই অগ্নিপদবাচ্য । দেহে পিত্ত ভিন্ন অন্ত কোন প্রকার অগ্নির উপলব্ধি ছয় না। দহন ও পরিপাক বিষয়ে পিত্তই অধিষ্ঠিত থাকিয়৷ অগ্নির স্থায় কাৰ্য্য করে। ইহাকেই অস্তরঙ্গি কহে। কারণ