*iॉफैमां আড্ডা। এই সকল স্থানের মধ্যে মারুফগঞ্জের বাজারই সৰ্ব্বাপেক্ষ বৃহৎ । এই প্রদেশস্থ সকল প্রকার তৈলবীজ এই বাজারে আমদানি হইয়া থাকে ; প্রতি বৎসর অনুন ৭২৮২৩৭ মণ এখানে আমদানি হয়। জলপথের সুবিধা থাকায় বেহারের উত্তরভাগ এবং উত্তরপশ্চিম প্রদেশ হইতে বহু পণ্যদ্রব্য মারুফগঞ্জ, কর্ণেলগঞ্জ এবং গুলজারবাগের বাজারে আমদানি ছইয়া থাকে । মনস্বরগঞ্জের বাজার মারুফগঞ্জের বাজার অপেক্ষ বড় ন হইলেও, শাহাবাদ, আর এবং পাটনা জেলার মফঃস্বল হইতে উৎপন্ন শস্তাদি গাড়ী বোঝাই হইয়া এখানে আসিয়া থাকে। কাপড় ও অন্যান্য সামগ্ৰী মিরচাইগঞ্জের চকে আমদানি হইয়া থাকে। পাটনায় প্রধানতঃ কাপাস দ্রব্য, তৈলবীজ, খড়ি, সাজিমাটি, লবণ, চিনি, গম, দাল, চাউল এবং অন্যান্ত শস্তাদি কামদানি হইয়া থাকে। আমদানী শস্তাদি পণ্যদ্রব্যের অধিকাংশই রেল বা নৌকাযোগে অস্তান্ত স্থানে প্রেরিত হয়। অনুনি ৮৬ বিভিন্ন জায়গা হইতে দ্রব্যাদি আমদানি হইয়া পাটনার আড়তে মজুত থাকে, পরে তথা হইতে অন্তর রপ্তানি হইয়া থাকে । পাটনা, মধ্যপ্রদেশের সম্বলপুর জেলার অন্তর্গত একটা ক্ষুদ্র রাজ্য । ইহার উত্তর ও পশ্চিম সীমা বড়সম্বর ও খড়িয়ার সামস্তরাজ্য এবং দক্ষিণে ও পুৰ্ব্বে কালাহান্দি ও শোণপুর রাজ্য। অক্ষা” ২৭° ৫' হইতে ২১° উঃ পর্যন্ত এবং দ্রাঘি” ৮২° ৪৫ হইতে ৮৩° ৪০ পুঃ পৰ্য্যস্ত বিস্তৃত । পরিমাণ ২৩৯৯ বর্গ মাইল - লোকসংখ্যা আড়াই লক্ষের অধিক। এই রাজ্য তরঙ্গায়িত সমতল, মধ্যে মধ্যে পাহাড় ও উত্তরে উচ্চ গিরিমালাবেষ্টিত । সম্বলপুরে যে আঠার গড়জাত ছিল, তন্মধ্যে এই পাটন রাজ্য প্রধান বলিয়া গণ্য হইত। এখানকার মহারাজ মৈনপুরার নিকটবৰ্ত্তী গড় সম্বরের রাজপুত-রাজবংশীয় বলিয়া পরিচয় দিয়া থাকেন । উক্ত রাজবংশের শেষ রাজা হিতাম্বর সিং দিল্লীপতির বিরাগভাজন হইয়া নিহত হন এবং তাহার এক পত্নী এই পাটনায় পলাইয়া আসেন। এখানে তাহার এক পুত্র জন্মে, ইহার নাম রামদেব। তখন এই রাজ্য আটট গড়ে বিভক্ত ছিল, কোলাগড়ের সর্দার রামদেবকে দত্তক গ্রহণ করেন ও পরে তাহাকেই আপন রাজ্য প্রদান করেন। তৎকালে ঐ আট গড়ের প্রত্যেক সামস্ত এক একদিন করিয়া সমস্ত রাজ্য শাসন করিতে পাইতেন। এইরূপে রামদেবের পাল আসিলে তিনি সেই দিন অপর সকল সামন্তকে বিনাশ করি। আট গড় অধিকার ও মহারাজ উপাধি গ্রহণ করিলেন। পরে রামদেব উৎকল-রাজকঙ্কার পাণিগ্রহণ করিয়া আরও শক্তিশালী হইলেন। XI ( $రిల్ష ] | S8 পাটনী রামদেবের অধস্তম ১০ম পুরুষে বৈঞ্জলদেব জন্মগ্রহণ করেন। ইনি নিজে বিদ্বানু ও পণ্ডিতগণের বিশেষ সমাদর করিতেন । ইনি কয়েক খানি সংস্কৃত গ্রন্থ রচনা করিয়! আপনার বিদ্যাবত্তা প্রকাশ করিয়াছেন। ইহার সময় প্রাটন রাজ্যও বহু বিস্তৃত হইয়াছিল ; উত্তরে ফুলঝর ও সারঙ্গগড়, পূৰ্ব্বে গাঙ্গপুর, বামড়া ও বিশ্রানবগড় এবং পশ্চিমে খরিয়ার রাজ্য এমন কি মহানদীর বামকুলবর্তী ভূভাগ, ৱাইরাখোল ও রতনপুর পৰ্য্যস্ত পাটনা রাজ্যের অন্তর্গত হইয়াছিল । ফুলঝরে দুর্ভেদ্য দুর্গ নিৰ্ম্মিত হয় । বৈজলের পৌত্র রাজা নরসিংহ দেব তাহার অধিকারভুক্ত ওজনদীর উত্তরফুলবৰ্ত্তী সমস্ত রাজ্য কনিষ্ঠ বলরাম দেবকে প্রদান করেন। এই বলরামদেৰই সম্বলপুর নগর স্থাপন করেন। পরে নানাস্থান ইহার অধিকারভুক্ত হওয়ায় ক্রমে সম্বলপুরই সৰ্ব্বপ্রধান গড়জাত বলিয়া গণ্য হুইল । এই সময় হইতে পাটনার অধঃপতনের স্বত্রপাত। নরসিংহ দেবের পর কএক পুরুষ পৰ্য্যস্ত অপর গড়ের সর্দারের পাটনারাজের প্রাধান্ত স্বীকার করিতেন । ক্রমে অপর সকল গড়জাত অপেক্ষা পাটনা নিতান্ত হতশ্ৰী হইয়া পড়িয়াছে । এখানে ধান্ত, কলাই, সরিষা, ইক্ষু ও কার্পাস জন্মে। পাটনা সহরের চারি পাশ্বে প্রায় ৩৯ মাইল বিস্তৃত বন আছে, এই' বনে শাল, পিয়াশাল, আবুলুস, শিশু প্রভৃতি বৃক্ষ জন্মে। এই বনে বৃহৎকায় ব্যাঘ, ভল্লুক, তরক্ষু মহিষ প্রভৃতি যথেষ্ট আছে । ১৮৭১ খৃষ্টাব্দে পাটনারাজের মৃত্যু হইলে বৃটিশ গবমেন্ট র্তাহীর নাবালক পুত্রের অভিভাবক নিযুক্ত হন। বৃটিশ গবর্মেণ্টের যত্নে এই রাজ্যের অনেক উন্নতি হইয়াছে । এখন পাটনারাজ সাবালক হইয়া রাজ্যভার গ্রহণ করিয়াছেন । ২ উক্ত করদরাজ্যের প্রধান নগর ও রাজধানী । এখানে ছুই হাজারের অধিক লোকের বাস । পাটনা খাল, ( Patna canal) গয়া জেলার অন্তর্গত একটা খাল। বরুণ গ্রামের ৪ মাইল দূরে শোধনদের বাধ (Anicut ) যেখানে পূর্ব ও পশ্চিম খালকে বিভিন্ন করিয়াছে, তথার পূৰ্ব্বখাল ( Eastern capal ) হইতে পাটনা-খাল বাহির হইয়াছে । ইহার দৈর্ঘ্য প্রায় ৭৯ মাইল । পাটনাই ( দেশজ ) যে সকল দ্রব্য পাটনায় হয়। পাটনা মল্লিক, একপ্রকার মল্লিকা । [ মঞ্জিকা দেখ। ] পাটনী ( দেশজ ) ১ পারাবারের নাবিক, যাহার। নদী পার করিয়া দেয় । ২ পূৰ্ব্ববঙ্গবাসী এক নিম্নজাতি। স্থানভেদে ইহায়t পাটুনী, পাটনী বা ডোমপাটনী নামে খ্যাত। নৌকাচালন,
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।