পর্তুগীজ * - [ २० মালদ্বীপ প্রভৃতি স্থানেও কুঠনিৰ্ম্মাণের ছলে তাহার। দুর্গ নিৰ্ম্মাণ করির ফেলেন। পর্তুগীজদিগকে নৃশংস ডাকাইত ভাবিয়া অধিবাসিগণ কোনরূপ বাধা দেয় নাই । ১৫২৭ খৃষ্টাব্দে ১৩ই ফেব্রুয়ারী, রাজপ্রতিনিধি দিওগো- | লোপেস আদেন ও আরবসমুদ্র-জয়ে অগ্রসর হইলেন, কিন্তু बिर-क्षय कडि&उ श्हेब्रां ऊँशिदक श्ब्रभूरछन्न क्रिक भव्हाहेब्रां আসিতে হইয়াছিল । ষে সময়ে দিওগো-লোপেস আদেন অভিমুখে যাত্রা করেন, সেই সময়ে আদিলশাহের সহিত জিয়নগরাধিপ কৃঞ্চয়াজের यूरु छशिरङझिल । कृषभ्ब्रांण बश्टैगछ णहेग्रा ठिनमांगकांग “রায়চূড়” অবরোধ করেন। কৃষ্ণৌবামূ-ফিগুইরা নামে এক পর্তুগীজ-দুর্গাধ্যক্ষ সসৈন্তে আসিয়া কৃঞ্চয়াজের পক্ষ অবলম্বন করেন ও তাহান্ন সাহায্যে কৃষ্ণরাজ রায়চূড় অধিকার করিলেন। এই সুযোগ গোয়ার পর্তুগীজ সেনাপতি রাই-দি-মেলো ২৫০ অশ্বারোহী ও ৮• • কর্ণাটী পাইক লইয়া গোয়ার নিকটস্থ মুসলমানাধিকৃত কতকগুলি স্থান দখল করিয়া লইলেন। ১৫২১ খৃষ্টাব্দে ৯ই ফেব্রুয়ারী সেকুইরা ৩০০০ পর্তুগীজ এবং ৮০ - মলবারী ও কপাড়ী সৈন্ত লইয়া দীউ আক্রমণ করেন, কিন্তু "এবারও পর্তুগীজের দীউ অধিকার করিতে পারিল না। মৃত আলবুকার্কের ভ্রাতু-পুত্র জর্জ-দি-আলবুকার্ক বণ্টং হইয়৷ মলাক্কাস ( গরম মসলার ) দ্বীপে পর্তুগীজ দুর্গ নিৰ্ম্মণার্থ প্রেরিত হন। তিনি দেখিলেন, স্পেনিয়ার্ডগণ পূৰ্ব্ব হইতেই জালিয়া এখানকার রাজার সহিত সন্ধি করিয়া ফেলিয়াছে । অনেক চেষ্টার পর গুজরাতী ৰণিকদিগের সাহাষ্যে পর্তু,গীজের তীর্ণেত দ্বীপে দুর্গ নিৰ্ম্মাণের আদেশ পাইলেন। এখানে পর্তুগীজ ও স্পেনিয়ার্ডদিগের স্বার্থ লইয়া পর্তুগালরাজ ও স্পেনরাজের মধ্যে বিরোধ উপস্থিত হইয়াছিল । এই সময়ে কোচিনরাজ প্রতিশোধ লইবার জন্ত ৫০• ০০ নয়র-সৈন্ত লইয়া সামরীরাজকে আক্রমণ করিলেন । পৰ্বগীজের সামরীরাজের সহিত সন্ধিসূত্রে আবন্ধ থাকিলেও তলে তলে পর্তুগীজসৈন্য পাঠাইয়া কোচিনরাজের সাহায্য করিতে লাগিলেন। সামরীরাজ এবার নিতান্ত বিপদে পড়িতেন, সন্দেহ নাই । কিন্তু ব্ৰাহ্মণের। তাছার পক্ষ হইলেন ও পর্তুগীজদিগকে আশ্রয় দিয়াছে বলিয়া স্বদেশবাসীকে অভি. সম্পাত করিতে লাগিলেন । র্তাহীদের অতিসম্পাতভয়ে নয়রসৈষ্ঠের। সামীরাজের বিরুদ্ধে কেহ অস্ত্ৰধারণ করিতে চাহিল না । কোচিনরাজ ভগ্নহৃদয়ে নিজ রাজ্যে ফিরিয়া জাসিতে বাধ্য হইলেন। সেকুইরার শাসনকাল ফুরাইল । দেশীয় বণিকেরা সকলেই j পর্তুগীজ ऊंशब्र भोगत्म बिब्रङ श्हेब्राष्णिन । •र्ड शैजभानमक6ाङ्ग इज़ि लड़ेब्रा ठाशांब्री ८भउिगमूह जूब्रट्नरल भांठादेष्ठ थॉकिरणe সেই ছাড়ে বিশেষ কাজ হইত না। জপর পর্তুগীজ কাপ্তেন স্থবিধ পাইলেই উহাদের মাল লুটিয়া লইত । এই কারণ কজলুর প্রভৃতি নানাস্থান হইতে পর্ভ গালরাজের নিকট অভিযোগ উপস্থিত হইল । পৰ্ত্ত গালরাজ সেকুইরার উপর अगरुडे शहेम्न छम झब्रां८6-नेि-cभनिन्छतुष्क भागमङांद्र जहेरङ ו הףסלזלז• छभ्। धूम्रोएउँ खि cबमिप्छन् । ১৫২২ খৃষ্টাব্দে ২২এ জানুয়ারী, মেনিজেস শাসনভার গ্রহণ করেন । এই সময় হরমুজীপে মহাগোলযোগ ঘটিয়াছিল । পর্ভ গীজ কৰ্ম্মচারীদিগের ছৰ্যবহারে দ্বীপের সমস্ত মুসলমান একত্র হইয় পর্ত গীজদিগকে আক্রমণ করিয়াছিল। ডম্ দুয়ার্ভে প্রথম কএকদল সেন পাঠাইলেন, পরে নিজে গিয়া হরমুজে সম্পূর্ণ পর্তুগীজ আধিপত্য স্থাপন করিলেন । এবার হরমুজের সমস্ত মুসলমান অধিবাসী নিরস্ত্র ছইল, এখন তথাকার মুসলমানরাজের কএকজন শরীররক্ষক ভিন্ন আয় কাহারও অক্সধারণের অধিকার রহিল নী। ঠিক এই সময়ে আদিল শাহ গোয়ার নিকটবর্তী তাহার পূৰ্ব্বাধিকৃত স্থানগুলি পৰ্ত্ত গীজদিগকে পরাজয় করিয়া পুনরুদ্ধার করিলেন । - এই সময়ে চট্টগ্রামের নিকটবর্তী বঙ্গোপসাগরে পর্তুগীজ দমুদিগের উৎপাত আরম্ভ হইয়াছিল । বহু অপরাধী ও নীচ শ্রেণীর পর্তুগীজ পর্তুগীজশাসন এড়াইয়া দূরদেশে পলাইয় আসে, সেই সকল বৃত্ত ক্ষুদ্র ক্ষুত্র দলে বিতক হইয়া সমুদ্র মধ্যে দমাবৃত্তির দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিত। ভারতের পশ্চিম সমুদ্রে পর্ভ গীজ শাসনকর্তার লোক জন থাকায় তাহাদের দস্বাকৃত্তির বিশেষ সুবিধা হইত না । কাজেই তাহার বঙ্গোপসাগরে আপনাদের উপযুক্ত আবাস মনোনীত করিয়াছিল । এই সময়ে সুমাত্রার্থীপে জীচিন ও পেদিরের রাজার ঘোরতর যুদ্ধ চলিতেছিল । পেদিরের রাজা পদ্মক্ষায় পলাইয়। আসিয়া পর্তুগীজ-দুর্গাধ্যক্ষের আশ্রয় লন। দুর্গাধ্যক্ষ পেদিররাজের সাহায্য করার অচিনরাজ বহু বল লইয়া পক্ষত্মা আক্রমণ করিল। দুর্গাধ্যক্ষ ডম্ আণ্ডি, সাহায্যের জন্ত চট্টগ্রামে লোক পাঠাইলেন। চট্টগ্রাম হইতে সাহায্যাৰ্থ কএকখানি জাহাজ প্রেরিত হইল, কিন্তু পথিমধ্যে পর্ব গীজ জলদস্বাগণ সেই সমস্ত লুটিয়া লয় ও জাহাজের অপর সৈনিকের তাঁহাদের দলে মিশিয়া ৰায়। এইরূপে পর্ব গীজ দস্থার সংখ্যা ক্রমেই বৃদ্ধি হইতেছিল।
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।