পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পর্তুগীজ ভয় ভাঙ্কে তাহাকে স্থলে অবতরণ করিতে নিষেধ করিলেন । তখন ডমৃ য়ার্তে রাজপ্রতিনিধির আদেশ না লইয়া আপনার জাহাজ ছাড়িম্ব দিলেন। অলগার্ড উপকূলে তিনি জাহাজ হইতে অবতরণ করিবা মাত্র পর্তুগাল-রাজপুরুষের হস্তে বন্দী হইলেন। এদিকে ভাঙ্কো-দা-গামার আয়ুষ্কাল ফুরাইয়া সাসিল, যে ভারতাবিষ্কারের জন্য তিনি অতুল যশঃ উপার্জন করিয়াছিলেন, সেই ভারতেই ( কোচিনের সেণ্ট আন্টোনিও নামক খৃষ্টীয় মঠে ) মহা সমারোহে উtহার অস্ত্যেষ্টিক্রিয় সমাধা হইল। তাহার মৃত্যুর পর ডম হনরিকের শাসনভার গ্রহণ করিবার কথা, কিন্তু তিনি গেtয়ায় না থাকায় লোপেী-বাঙ্গ-দা সাম্পয়ে শাসনকর্তৃত্ব গ্রহণ করেন। পরে ডম্ হেনরিক সালিয়া র্তাহার নিকট হইতে শাসনভার গ্রহণ করিলেন । লোপেীবীজ দলবল লইয়া আরবসমুদ্রমুথে চলিলেন। ভাস্কো-দাগামার পুত্র এস্তেবাও-দা-গামা আর কালবিলম্ব না করিয়া লিসবন যাত্রা করিলেন । ইহার অনতিপরে নায়রের কালিকটের পর্তুগীজদুর্গ “আক্রমণ করে। প্রতিশোধ লইবার জন্ত ডম্ হেনরিক্ সামীরাজের অধীন পোননি নগর অধিকার করিতে অগ্রসর হন। উভয় পক্ষে জলে ও স্থলে ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল। শেষে নায়রসৈন্তেরাই পৃষ্ঠপ্রদর্শন করিতে বাধ্য হইল। পর্তুগীজের নগর লুটপাট করিয়া পোড়াইয়া দিল । অতঃপর পর্তুগীজদিগের সহিত কালিকটে আর একটা ঘোরতর যুদ্ধ ঘটে, ছৰ্গরক্ষা সুবিধাজনক নহে বুঝিয়া পর্তুগীজেরা এখন আপনাদের হর্গ ধ্বংস করিয়া এখানকার সমস্ত জিনিস উঠাইয়া লইল । ইহার পর ডমৃ হেনরিক দীউ অধিকার করিবার জন্ত যথেষ্ট আয়োজন করিয়াছিলেন, কিন্তু পথে বর্বর আক্রমণ করিতে গিয়া পরাজিত হইলেন । সুতরাং তাহার উদ্দেশু। সিদ্ধ হইল না । ইহার পর তিনি পীড়িত হইলেন। সেই সঙ্গে ১৫২৬ খৃষ্টাব্দে ২১শে ফেব্রুয়ারী কল্পনুর নগরে তাহার প্রাণবায়ু বহির্গত হইল। তিনি ১৩ মাস মাত্র শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহ করেন । ” লোপে-বাক্স-দ{-সাম্পয়ে । ডম্ হেনরিকের মৃত্যুর পর পেরো-মস্করেনহাস শাসনকর্তা হইবার কথা, কিন্তু এ সময়ে তিনি মলাক্কাদ্বীপে সৈন্ত-পরিচালন করিতেছিলেন, তথায় সংবাদ পাঠাইল্লা তাহাকে অনিতে অনেক সময় চাই । কাজেই লোপে-বাজ-দ্য-সাম্পয়ে শাসনকৰ্ত্ত হইলেন। ডম্ হেন্‌রিক্ ফ্রান্সিস্কো-দা-সাঁকে শাসনভার [ २९ ] •శశికా দিবার কথা ৰলিয়াছিলেন, কিন্তু কেহ তাছার আদেশপত্র ৰাহির করিতে না পারায় দা-সার অদৃষ্ট ফিরিল না। লোপো-বীজ গোয়ায় আসিলে ফ্রান্সিস্কো-দা-rা তাহাকে শাসনকৰ্ত্ত বলিয়া স্বীকার কল্পিলেন মা । শেখে গোয়ার মন্ত্রিসভা লোপে-বাজকেই শাসনকর্তা বলিয়া গ্রহণ করিলেন। লোপে। এই উচ্চপদ লাভ করিয়াই মলাক্কাদ্বীপে পেরোমস্করেনহাস্কে সংবাধ পাঠাইলেন। তৎপরে হরমুজ, চেউল প্রভৃতি স্থানে গিয়া পর্তুগীজ-কৰ্ম্মচারীদিগের গোলযোগ মিটাইয়া আরবসমুদ্রে যাত্রা করিলেন। এদিকে মস্করেনহাস মলাকায় ডম হেনরিকের মৃত্যু-সংবাদ পাইয়া আপনি গবর্ণর ( শাসনকৰ্ত্ত ) হইলেন ও ইচ্ছামত লোক নিযুক্ত করিতে লাগিলেন। এই সময় মলাক্কাস দ্বীপে বিষম গোলযোগ চলিতেছিল। পর্তুগীজদিগের মধ্যেই দুইটা দল হইয়া পড়িয়াছিল, একদল তিদোর-রাজের সহিত সন্ধি করিতে প্রস্তুত ও অার একদল র্তাহার বিপক্ষে যুদ্ধ করিতে অগ্রসর । সন্ধির পরও, যে সময় দ্বীপবাসী সম্রাম্ভ ব্যক্তিগণ রাজার অস্ত্যেষ্টিক্রিয়ায় বাস্ত ছিলেন, সেই সময় একদল পর্তুগীজ গিয় তাহাদিগকে আক্রমণ করিল। পর্তুগীজদিগের এই বিশ্বাসঘাতকতার নিকটবর্তী দ্বীপবাসী সকলেই পর্তুগীজদিগের উপর নিতাস্ত জসস্তুষ্ট হইলেন । এদিকে স্পানিয়ার্ডগণ আসিয়া দ্বীপবাসীদিগের সহিত মিলিত হইয়া পর্তুগীজদিগকে তাড়াইয়া দিল । ১৫২৭ খৃষ্টাব্দে ফেব্রুয়ারী মাসের শেষ দিন মস্করেনূহাস শাসনভার গ্রহণ করিবার জগু কোচিনে নামিলেন । কোচিনের কাপ্তেন ও কোষাধ্যক্ষ অফিক্ষো-মিক্সিয়া তাহাকে অবিলম্বে জাহাজে উঠতে আদেশ করিলেন। তাহার তীক্ষাস্ত্রমুখে মঙ্করেনহাসের কএকজন অস্থচর আহত হইল। তখন মস্করেনহাস্ বিক্ষিত ও দুঃখিত হইয়া গোরায় আসিলেন। এখানে কোথায় তাহীকে প্রধান শাসনকৰ্ত্ত বলিয়া সকলে অভ্যর্থন করিবে, না তিনি বন্দী হইয়া কল্পনুর-ফুর্গে প্রেরিত হইলেন । লোপে-বাজের এই অন্যায় কার্ধ্যে অধিকাংশ পর্তুগীজ তাহার উপর বিরক্ত হইল। কল্পনূরের দুর্গাধিপতি মস্করেনহাসকে ছাড়িয়া দিলেন, চেউলের গবর্ণর কৃষ্ট্রোবাম্-দা-সুজা ও ভারতসমুদ্রের প্রধান পোতাধ্যক্ষ আন্টোনিও-দা-মিরান্দা মস্করেনহাসের পক্ষ লইলেন। পর্তুগীজদিগের মধ্যে দুই পক্ষের গোলযোগে শাসনকার্য বন্ধ রহিল। শেষে সালিসীর উপর ভার হইলে, তাহার লোপেী-বাঙ্গকেই প্রকৃত শাসনকৰ্ত্ত বলিয়। মনোনীত করিলেন। অগত্য মস্করেনূহাস লিসবনযাত্রা করিলেন। এখন লোপেী-বাঙ্গ নানাস্থান জয় ও নানাস্থানে দুর্গ