পরিশব * [ २¢२ ] পারসী “তস্মান্ন্যায়াগতৈরর্থৈ ধৰ্ম্মং যেবেত পণ্ডিতঃ । ধৰ্ম্ম একো মনুষ্যাণাং সহায়ঃ পারলৌকিকঃ ॥” (ט נוצל לופיל "תfס ) পারস্বত (পুং ) পারাবত। ( দ্বিরূপকোষ ) পারবশ্য (ক্লী) পরবশত ভাব যাঞ, । পারতা। (ত্রিকা") পরিবার (পরবার) জাতিভেদ । [ তিন্নেবেলী দেখ । ] পারশগড়, বোম্বাই প্রেসিডেন্সির বেলগাঁও জেলার একটা মহকুম। উক্ত জেলার দক্ষিণপূৰ্ব্বকোণে অবস্থিত। উত্তর হইতে দক্ষিণপূর্ব পর্যন্ত একট ক্ষুদ্র পাহাড়ের দ্বারা এই স্থান প্রায় সমদ্বিখণ্ডে বিভক্ত। মালপ্রভানদী এই মহকুমার ঠিক মধ্যস্থল দিয়া প্রবাহিত হইয়াছে। গ্রীষ্মকালের পূৰ্ব্বেই এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র নদীগুলি শুষ্ক হইয়া যায় এবং পুষ্করিণীও অস্বাস্থ্যকর হইয় উঠে । এই স্থানের উত্তর ও পূৰ্ব্বদিকে । বৃষ্টিপাত অল্প হইলেও দক্ষিণ ও পশ্চিমদিকে সহাদ্রি পৰ্ব্বতের নিকটবর্তী প্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সৌনক্তি গ্রাম এই মহকুমার সদর । এখানে একটা দেওয়ানি, ৩টী ফৌজদারী আদালত এবং সমগ্ৰ মহকুমায় ৭ট থানা আছে। পরশনাথ, (পার্শ্বনাথ) বাঙ্গালার হাজারিবাগজেলার পূৰ্ব্বে • মানভূম জেলার নিকটবর্তী একটা পাহাড়। ইহা জৈনদিগের তীর্থস্থান। অক্ষা” ২৩°৫৭৩৫ উঃ, ও দ্রাখি ৮৬- ১৯ ৩০% পুঃ । সমুদ্রগর্ভ হইতে ৪৪৮৮ ফিট উচ্চ। এই পাহাড় দেখিতে অতি সুন্দর। র্যাহারা ইহা দর্শন করিয়াছেন, তাছার সকলেই ইহার সৌন্দর্ঘ্যে মুগ্ধ হইয়াছেন। পূর্বে ইহা বনজঙ্গলে আবৃত ছিল। কিন্তু এখন ইহার উপরিভাগে যাইবার সুন্দর পথ হইয়াছে। ইছার শিখরদেশকে জৈনগণ সমেতশিখর” বলে। এই পাহাড় ইষ্টইণ্ডিয়ান রেলওয়ের গিরিডি ষ্টেশন হইতে ১৮মাইল দূরে। ষ্টেশন হইতে এখানে যাইবার জন্ত পাকা রাস্ত আছে। ১৮৫৮ খৃষ্টাব্দে ইহা যুরোপীয় সৈনিকগণের স্বাস্থ্যাবাস বলিয়া মনোনীত হয় এবং এই বৎসরেই বাসোপযোগী গৃহাদি নিৰ্ম্মিত হয়, কিন্তু জল প্রচুরপরিমাণে সরবরাহ না হওয়ায় এবং অঙ্গসঞ্চালনের উপযুক্ত যথেষ্ট স্থান না থাকায় ১৮৬৮ খৃষ্টাব্দে ইহা পরিত্যক্ত হইল। পূৰ্ব্বে যেখানে সৈনিক কৰ্ম্মচারিগণের আবাসগৃহ ছিল, এখন তাহাই ডাকবাঙ্গাল হইয়াছে। এখানে প্রতিবৎসর প্রায় দশ হাজার তীর্থযাত্ৰী গমন করে । এখানে সময়ে সময়ে অনেক নুতন জৈনমন্দির নিৰ্ম্মিত হইয়াছে। কলিকাতা হইতে যাতায়াতের একটু সুবিধা হইলে এই স্থানে অনেকেই বায়ুপরিবর্তনের জন্য গমন করিতে পরিবে । পাশ্বনাথ দেখ। ] পরশষ (পুং স্ত্রী) সঙ্কীর্ণজাতিভেদ। “যং ব্রাহ্মণস্তু শূদ্রায়াং কামাছৎপাদয়েং মুতম্। স পারয়েল্লেব শবস্তস্মাৎ পরিশবঃ স্কৃতঃ ॥” ( মমু ৯/১৭৮) ব্ৰাহ্মণ কামবশতঃ শূদ্রাতে যে পুত্র উৎপন্ন করেন, তাহারাই পরিশব নামে অভিহিত হয়। পার বা শ্রাদ্ধাদি কার্য্যে পায়গ হইলেও তথাপি শব অর্থাৎ মৃত্যুতুল্য, শ্ৰাদ্ধাদি কোন কার্য্যে পারগ হয় না, এই জন্ত পারশধ নামে খ্যাত হুইয়াছে। যাজ্ঞবল্ক্যসংহিতায় এইরূপ লিখিত আছে, ব্ৰাহ্মণের ঔরসে শূদ্রার গর্ভে যে জাতি হয়, তাহারা নিষাদ বা পারশব নামে অভিহিত । ( যtঙ্কবন্ধ্য ১৯১ ) ২ পরস্ত্রীতনয়। ৩ লৌহ । ( মেদিনী ) (ত্রি ) পরশবে ইদং অণ। ৪ পরশুসম্বন্ধীয় শস্ত্র। পরস্ত্রীতনয়ে শস্ত্রে ৰিজাশুদ্রাসুতেহপি চ । ( মেদিনী ) ৫ দেশভেদ । বৃহৎসংহিতায় এই দেশের উল্লেখ আছে । (বৃহৎসং ১৫ অ’ ) পরিশবন্ত গোত্রাপত্যং অঞ, ৬ তদেগাত্রাপত্য । পারশবায়ন (পুং ) পরিশবন্ত গোত্রাপত্যং যুবাদি অঞ, ততে। ফঞ । ( পা ৪।১।১০০ ) পরিশবের যুবা গৌত্রাপত্য । পারশীক (পুং) পারসীক পৃষোদরাস্থিাৎ সাধু। পারসীক । (অমরটীকা রমানাথ ) দেশভেদ। পরশ্বধ (পুং ) পরশ্বধেন যুধ্যতেইসে পরশ্বধঃ প্রহরণমন্তেতি বা পল্পশ্বধ-অণ, । পরশুধারী, কুঠারধারী। পারশ্বধিক (পুং) পরশ্বধঃ প্রহরণমস্ত (পরশ্বধাঠঠুঞ চ। প। ৪।৪৫৮) পরশুছেতিক, কুঠারধারী। পৰ্য্যায়—পারখধ, পারখধtয়ুধ । ( হেম ) পরিশ্বয় ( ক্লা ) সুবর্ণ। (বৈদ্যকনি” ) পারসিক (পুং ) পারসীক পৃষোদরাদি সাধু । পারলীক । ( শব্দর" ) [ পারসী দেখ। ] পারসী, পারস্তের এক আদিম অধিবাসী। ইহাদের বর্তমান প্রধান বাসস্থান গুজরাট ও বোম্বাই। পারস্ত রাজ্যের পরিস ( Persis ) নামক স্থানে ইহাদের বাস ছিল বলিয়া ইহার পারসী নামে বিখ্যাত। অরক্ষেস নদীতীরে যে আর্য্যগণ বাস করিতেন, তাহাদিগের একভাগ পূৰ্ব্বদিকে ভারতবর্ষে আগমন করেন, অন্তভাগ পশ্চিমদিকে গমন করেন। পশ্চিমদিকে যাহার গমন করিয়াছিলেন, পারসীরা তাহাদেরই বংশোভূত। আনুমানিক ৭২ খৃষ্টাব্দে আরবেরা পারস্ত জয় করিলে পারসীকদিগের অনেকেই মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করেন। যাহারা র্তাহীদের প্রাচীন জয়ন্ত্রণুধৰ্ম্ম পরিত্যাগ করিয়া মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিতে অস্বীকার করিয়াছিলেন, তাহারা পায়স্ত হইতে পলায়ন করিয়া প্রথমে খোরাসান প্রদেশে বাস করেন।
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।