পারস্য [ २७२ ] পারস্ত তাহার সাহায্যাৰ্থ প্রেরিত হন ; কিন্তু তাকোর পুত্র পিতার বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় তাকে পারসিকদিগের সহিত মিলিত হন। এই সময় পারসিকেরা সবিশেষ চেষ্টা করিলে বিদ্রোহ দমন করিতে পারিত ; কিন্তু এইরূপ চতুর্দিকে বিদ্রোহের সময় অতক্ষত্র ( ৩৫৮ খৃঃ পূঃ অব্দে ) মানবলীল সম্বরণ করেন । তাহার মৃত্যুর পর ওকাস্ অন্যান্য ভ্রাতৃগণকে নিহত করিয়া অৰ্তক্ষত্ৰ ( Artaxerxes ) নাম ধারণপূর্বক সিংহাসনে অধিরোহণ করেন । ৩য় অতক্ষত্র । ইহার রাজত্বের প্রথমাংশ বিদ্রোহ দমনেই পৰ্য্যবসিত হয় । এই সময়ে পারস্তরাজ্যের অবস্থা বড়ই শোচনীয় হইয় উঠে। ফ্রাইগীয়ার শাসনকর্তী অৰ্ত্তবাজু (Artabazus) আপেনীয়দিগের সাহায্যে বিদ্রোহী হইয় রাজসৈন্তদিগকে পরাভূত করেন। কিন্তু পারস্তাধিপের ভয়ে আথেনীয়গণ সাহায্য প্রদানে বিরত হইল । ৩৫০ খৃঃ পূঃ অব্দে অর্তবাজু মাকিদনের রাজ ফিলিপের আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হন । অবশেষে তাহার ভ্রাতা মেণ্টরের অনুরোধে অৰ্তক্ষত্র তাহাকে ক্ষমা করেন। তখন মিসরে গোলযোগ মিটে নাই । বহুকাল হইতে ফিনিকীয়গণ পারস্তের অমুকুল ছিল, কিন্তু ৩৫৩ খৃঃ অবো ফিনিকিয়া ও সাইপ্রাস দ্বীপের অধিবাসীরা বিদ্রোহী হইয়া মিসরে মিলিত হইল। এই সময় জুদিয়ায় ও বিদ্রোহ দেখা দিল । অতক্ষত্র প্রায় দশ সহস্ৰ বেতনভোগী গ্ৰীকসৈন্য লইয়। রণক্ষেত্রে অবতীর্ণ হইলে টেনিস ও মেন্টর উtহার সহিত সন্ধি স্থাপন করিলেন । এই সময় হইতে মেণ্টর পারস্তরাজের বিশেষ সাহায্য করিতে থাকেন। তাহারই বুদ্ধিকৌশলে মিসরের সেনানীবৰ্গের মধ্যে কলহ উপস্থিত হওয়ায় মিসরের লোকেরা দুৰ্ব্বল হইয়া পড়ে এবং অল্পকাল মধ্যেই পারস্তের অধীনতাপাশে আবদ্ধ হয় । ইজিপ্ট বশীভূত হইলে পর অতক্ষত্র পুরস্কার স্বরূপ মেণ্টরকে এসিয়া-মাইনরের পশ্চিমভাগের শাসনকর্তৃত্ব প্রদান করিলেন । ৩৫০ খৃঃ পূৰ্ব্বাদে মাকিদনপতি ফিলিপ গ্রীস্ জয়ের সংকল্প করেন এবং পারসিকেরা কোন প্রকারে তাহার বিপক্ষতচরণ না করেন, তজ্জন্ত পারস্তরাজের নিকট দূত পাঠান। পারস্তৰাজ তাছার অমুরোধে কিছুকাল নিরপক্ষ থাকিয়া অবশেষে ৩৪ খৃঃ পূৰ্ব্বাবে আথেনীয়দিগকে সাহায্য করিতে থাকেন । আথেনীয়ের পারসিকদিগের সহিত একত্র হইয়া ফিলিপের হস্ত হইতে পেরিন্থ নগর উদ্ধার করে ; কিন্তু ৩৩৮ খৃঃ পূৰ্ব্বাবে জ্বাস্থার চিরোণিয়ার সংগ্রামে উপস্থিত হইতে ন পারায় ফিলিপ বিজয়ী প্রাপ্ত হন । এই দারুণসময়ে বাগোয়া নামে এক দুবৃত্তের হস্তে অৰ্তক্ষত্র জীবন ৰিসৰ্জন করেন। অভক্ষত্র নিহত হইবার পর বাগেtয় তাহার কনিষ্ঠপুত্র আরিস্কে রাজপদে প্রতিষ্ঠিত করেন ; কিন্তু আরিস পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের চেষ্টা করায় আপনি সপরিবারে বাগোয়ার হস্তে নিহত হন। বাগোয় আপন ক্ষমতা অক্ষুণ্ণ রাখিবার জন্ত রাজবংশোদ্ভূত কোন দূরসম্পৰ্কীয়কে ৩য় দারয়যুশ নাম দিল্লী রাজা করিলেন । •τ ττατα* (Darius III) . ৩য় দরীয়ুস রাজপদে প্রতিষ্ঠিত হইয়া সৰ্ব্বপ্রথমে বাগোয়াকে নিহত করেন। ৩য় অতক্ষত্রের রাজত্বকালে ইনি কাজুসীয়দিগের সহিত যুদ্ধে যথেষ্ট ৰীরত্বপ্রকাশ করায় পুরস্কার স্বরূপ আর্মেণিয়ার শাসন কর্তৃত্ব প্রাপ্ত হন ; কিন্তু ইছার পর তিনি যুদ্ধে ভীরুতা, বুদ্ধিহীনতা ও রাজকাৰ্য্যে অক্ষমতা প্রদর্শন করেন। তাহারই দোষে যে পারস্যরাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তদ্বিষয়ে সন্দেহ নাই । পারসিকের ফিলিপের সহিত যুদ্ধে আথেনীয়দিগের সাহায্য করায় ৩৩৬ খৃঃ পূৰ্ব্বে ফিলিপ পারসিকদিগের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করেন এবং তাছারা এই যুদ্ধে জয়লাভ করে ; কিন্তু এই সময়ে ফিলিপ, শক্রহস্তে নিহত হওয়ায় গ্রীকের। স্বদেশে ফিরিতে বাধ্য হয়। ফিলিপের মৃত্যুর পর আলেক্সান্দর সর্বপ্রথমে গ্রীকের সর্বত্র শান্তিসংস্থাপনপূর্শক ৩৩৪ খৃঃ পূঃ অব্দে দিগ্বিজয়মানসে এসিয়াভিমুখে যাত্র করেন। সৰ্ব্বপ্রথমে তিনি গ্রাণিকাস নদীতীরে পারসিকসৈন্ত সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়া সার্দিস অধিকার করেন। শীতঋতুর প্রারস্তে পাম্ফিলিয়া পৰ্য্যস্ত সমুদ্রতীরবর্তী স্থান তাছার অধিকারভুক্ত হয়। আলেক্সান্দর যে সময়ে এইরূপ জয়লাভ করিতেছিলেন, সেই সময়ে তাহার বিপক্ষে এক প্রবলশত্রু উপস্থিত হয়। রোড়ষ্ট্ৰীপবাসী মেমনন ওণিৰাসের যুদ্ধে উপস্থিত ছিলেন । তিনি এখন আলেকসান্দরের পশ্চাদভাগ আক্রমণ করায় তিনি গ্রীসে প্রত্যাবৃত্ত হইতে বাধ্য হইলেন এবং যেমন তাছার অধীনস্থ পারসিক-রণতরির সাহায্যে কতিপয় প্রধান দ্বীপ অধিকার করেন। গ্রীসে সহস্ৰ সহস্র বীরপুরুষ স্বদেশের স্বাধীনতালাভে সমুৎসুক হইয়া মেম্ননের আগমন প্রতীক্ষা করিতেছিলেন, এমন সময়ে আলেক্সান্দরের সৌভাগ্যক্রমে মেম্ননের সহসা মৃত্যু হয় । মেম্ননের মৃত্যুর পর পারসিক রণতরিসমূহের অধিনায়কত্ব স্বর্ণাবাজুর উপর অপিত হয় ; কিন্তু তিনি মেম্ননের প্রণালী অনুসারে কার্য করিতে অক্ষম হওয়ায় পারস্তরাজ্যরক্ষার আশা বিলুপ্ত হইল।
- TTET