পারস্ত - T ~ মেম্ননের মৃত্যুর পর আলেক্সান্দর এসিয়৷ মাইনরের অন্তর্গত প্রধান প্রধান স্থান সকল হস্তগত করিয়া পারস্যদেশাভিমুখে অগ্রসর হইতে আরম্ভ করেন। সিলুকিয়ার সৰ্ব্বপ্রান্তভাগে দরীয়ুস স্বয়ং বহুসৈন্ত সমভিব্যাহারে আসিয়া উপস্থিত হন। এই স্থানে উভয় পক্ষের সংগ্রামে পারসিকের সম্পূর্ণরূপে পরাজিত হয় (৩৩৩ খৃঃ পূঃ ) । আলেক্সানার যেরূপ সাহসী তদনুরূপ সতর্ক ছিলেন। সংগ্রামে জয়লাভের পর প্রথমে দরায়ুসের অনুসরণ না করিয়া পারসিকের পুনরায় সমুদ্রপথে র্তাহীকে ব্যতিব্যস্ত করিতে না পারে,এইজন্স ফিনিকীয় উপকুল অধিকারপূর্বক পারসিকদিগের রণতরিপ্রাপ্তির পথ বন্ধ করেন। পারসিকদিগের অধীনস্থ সাইপ্রাসের রণতরি সকল স্বদেশে ফিরিয়া যায় ও আলেক্সান্দরের বণ্ডত স্বীকার করে। টায়র, গাজা প্রভৃতিস্থান বস্থ দিবস অবরোধের পর আলেক্সান্দরের হস্তগত হয়। ইজিপ্টের অধিবাসীরা পারসিকদিগের অত্যন্ত বিদ্বেষী ছিল, এখন আলেক্সান্দরের আগমনে তাহারা সহৰ্ষে তাহার পক্ষ অবলম্বন করিয়া পায়সিকদিগের হস্ত হইতে মুক্তিলাভ করে। আলেক্সান্দর এইরূপে বিস্তৃত রাজ্য লাভ করিয়া ৩৩১ খৃঃ পূঃ সিরীয় ও মেসোপটেমিয়ার মধ্য দিয়া আসিরীয়ায় উপনীত হন এবং এখানে সসৈন্ত দরায়ুসের সহিত র্তাহার সাক্ষাৎ হয়। গৌগামেলা নামক স্থানে যে সংগ্রাম হয়, তাহাতে দরায়ুস্ সম্পূর্ণরূপে পরাজিত হইয়া মিদীয়ায় পলায়ন করিতে বাধ্য হন। এই যুদ্ধে প্রাচীন পারস্তরাজ্যের অবসান হইল। যুদ্ধে জয়লাভের পর বাবিলন ও মুসা আলেক্সান্দরের হস্তগত হয়। তৎপরে তিনি সৰ্ব্বপ্রকার প্রতিবন্ধক অতিক্রম করিয়া পারস্তদেশে প্রবেশ, পার্সিপোলিস্ লুণ্ঠন ও রাজপ্রাসাদ ভস্মসাৎ করেন। দরাযুস্থ আলেক্সান্দরকে তাহার অনুসরণ করিতে দেখিয়া পূৰ্ব্বদিকে পলায়ন করিতে আরম্ভ করেন। তাহার সহিত প্রভূত দৈন্ত ছিল ; কিন্তু তাহার প্রতি গ্ৰীকসৈন্যেরা এই সময়ে যেরূপ প্রভুভক্তি ও অনুরাগ প্রদর্শন করে, তাহা বিশেষ প্রশংসনীয়। দরায়ুস পরিশেষে বত্তিয়ার শাসনকর্তা বেসাযের হস্তে পতিত হন এবং বেসাস ৩৩০ খৃঃ পূঃ আলেক্সান্দরকে নিকটবৰ্ত্ত দেখিয়া দরীয়ুসকে নিহত করেন । দরায়ুসের মৃত্যুর পর বেসাস ৪র্থ অৰ্তক্ষত্র নাম ধারণপূর্বক আপনাকে পারস্তদেশের রাজা বলিয়া ঘোষণা করিলেন এবং পারসিকেরা তাহার সাহায্যাৰ্থ অগ্রসর হইল। আলেক্সান্দর বহু প্রয়াসে তঁহাকে ধৃত ও নিহত করিয়াছিলেন । আলেক্সান্দর ভারতবর্ষ হইতে প্রত্যাগমনকালে বাৰ্য্যাৰ (Barynxes) নামে এক ব্যক্তি রাজা উপাধি গ্রহণ করেন। } s ર૭૭ J পারস্য মিীয়ার শাসনকর্তা তাহাকে ধৃত করিয়া আলেক্সান্দরের সন্মুখে আনয়ন করে। আলেক্সান্দরের আদেশে তাহার প্রাণদণ্ড হয়। এই ঘটনার পর পারগুদেশে গ্রীক শাসনকাল अiद्भव श्रॆष्ण । so গ্রীক শাসন । গৌগামেলার সংগ্রামের পর আলেক্সাশয় আপনাকে এসিয়ার সম্রাট বলিয়। ঘোষণা করেন (৩৩১ খৃঃ পূঃ )। তৎপরে পার্সিপোলিলে রাজপ্রাসাদ ভস্মসাৎ ও বেসাস নিহত হইলে পারসীকের চিরকালের জন্তু আপনাদিগের স্বাধীনত। লোপ হইয়াছে বুঝিতে পারে। ( আলেক্সানার দেখ । ] আলেক্সান্দর তাহার এই বহুবিস্তৃতরাজ্য মুশাসিত রাখিবার জন্ত বহু নগর সংস্থাপন করিয়া প্রত্যেক নগয়ে গ্ৰীকসৈন্ত রাখিয় দেন। বাবিলন নগরে তাহার রাজধানী হইল । ভবিষ্যতে কোন প্রকার গোলম্বোগ উপস্থিত না হয়, এই জম্ভ তিনি সমুদয় রাজ্য চতুর্দশভাগে বিভক্ত করিয়া প্রত্যেকভাগে একজন শাসনকৰ্ত্ত নিযুক্ত করেন । এই শাসনকর্তৃপদ গ্রীক এবং পারসিক উভয় জাতীয় লোকই প্রাপ্ত হইয়াছিল । শাসনকর্তৃগণের আপন প্রদেশস্থ সৈনিকগণের উপর কোনু প্রকার ক্ষমতা ছিল না । দেশশাসনের ভার মাত্র তাহীদের উপর গুস্ত ছিল । তাহারা ইচ্ছাক্রমে বৈদিশিক সৈন্তনিয়োগ, স্বনামে মুদ্রাপ্রচলনপ্রভৃতি কাৰ্য্য করিতে পারিতেন না । প্রত্যেককে নির্দিষ্ট হারে রাজস্ব দিতে হইত। আলেক্সান্দর রাজস্বসম্বন্ধে এরূপ সুন্দর নিয়ম প্রচলিত করেন যে, মৃত্যুর সময় তাহার কোষাগারে ১ ১২৮৯৫১৫• টাকা মজুত ছিল। মাকিদনীর আপনরাজ্য চিরস্থায়ী করিবার জন্য গ্ৰীক ও পারসিকদিগের মধ্যে জাতিগত প্রম্ভেদ উঠাইয়া দিয়া যাহাতে তাহার একজাতি বলিয়া গণ্য হইতে পারে, তাহার প্রতি সবি শেষ চেষ্টা করেন । এই জন্ত তিনি ৩• • • • পারসিকলৈষ্ঠ গ্ৰীকপ্রথানুসারে যুদ্ধবিদ্যার সুশিক্ষিত করেন । ইহারা গ্ৰীক সৈন্তদিগের সমান মান প্রাপ্ত হইত এবং এই উভয়ঞ্জাতির মধ্যে যাহাতে কোন প্রকার বিদ্বেষ ভাব না থাকে, তজ্জন্য গ্রীক ও পারসিকদিগের মধ্যে বিবাহপ্রথা প্রচলন এবং এই বিষয়ে উৎসাহ দিবার জন্য স্বয়ং তিন জন পারসি করমণীর পাণিগ্রহণ করেন । মিসরের প্রথানুসারে আলেক্সান্দর আপনাকে আমন-জুপিতারের পুত্র ও প্রজাবর্গের উপাস্ত বলিয়া প্রচার করিলে, অনেকে তাহাই স্বীকার করিতে বাধ্য হইল বটে, কিন্তু জরথুস্ত্র ও আর্য্যধৰ্ম্মাবলম্বী লোকের। ইহাতে ঘোরতর বিদ্রোহী হইয় উঠে । পারস্তজয়ের পর আলেক্সান্দর অত্যন্তবিলাসী এবং স্বরা
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।