পারস্য [ २७8 ] পারস্য সক্ত হইয়া উঠেন। অশেষবিধ শারীরিক অত্যাচারে এবং অশ্বাস্থ্যজনক বাবিলননগরে বাস করায় ৩২৩ খৃঃ পূঃ জুন মাসে তিনি জরয়োগে আক্রান্ত ও তাহাতেই পঞ্চস্থ প্রাপ্ত হন। পারসিক ও ঐকদিগকে একজাতিভুক্ত করিবার ইচ্ছ। আলেকসান্দরের হৃদয়ে অত্যন্ত প্রবল ছিল, এই জন্য তিনি বহুবিধ উপায় অবলম্বন করিয়াছিলেন, কিন্তু কিছুতেই কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। র্তাহার সেনাপতি ও মন্ত্রিবর্গ এ বিষয়ের পক্ষপাতী ছিলেন না, এই জন্য র্তাহারা আলেক্সানরের এতি অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিলেন । মাকিদনবাসিগণ পারসিকদিগের অপেক্ষ যে অধিকসংখ্য ছিলেন তাহা নছে ? তাহাঁদের সংখ্যা অল্প ছিল এবং পারসিকদিগের সংস্পর্শে র্তাহারা বিলাসী হইয়া উঠিতে লাগিল। আলেক্সান্দর পারসিকদিগের আচার ব্যবহারে এরূপ অমুরাগী হইয়া উঠিয়৷ ছিলেন যে, তিনি পারসিক পরিচ্ছদধারণ ও পারসিকভাষায় কথোপকথন করিতেন। পারসিক সেনাপতির আলেক্সান্দরের অভিসন্ধি বুঝিতে পায়িয় তাহার প্রতি বীতশ্রদ্ধ হইয় উঠে, এবং স্থানে স্থানে তাহার জাঙ্গাপালনে অসম্মতি প্রকাশ ও তাছার প্রতি অবজ্ঞাপ্রদর্শন প্রভৃতি বিদ্রোহ চিহ্ন লক্ষিত হইতে থাকে। আলেক্সানার তাহার সেনানীগণের এইরূপ ব্যবহারে নিতান্ত ক্ষুব্ধ ও মৰ্ম্মাহত হইয়াছিলেন। সেই মহাবীর নিঃসস্তানঅবস্থায় প্রাণত্যাগ করেন। র্তাহীর মৃত্যুর পর পারস্তে ৪২ বর্ষব্যাপী ঘোরতর অস্তবিদ্রোহ উপস্থিত হয় । এসিয়ামহাদেশে গ্ৰীক শাসনকর্তায় সকলেই ক্রমে ক্রমে স্বাধীনতা অবলম্বন করিয়া পরস্পর যুদ্ধে প্রবৃত্ত হইলেন। বাবিলনের শাসনকর্তা সেলুক অবশেষে সকলকে যুদ্ধে পরাজিত করিয়া একাধিপত্য লাভ করেন। আলেক্সান্দর সিন্ধুনদী পৰ্য্যস্ত আপন অধিকারভুক্ত করিয়া তথায় একদল গ্ৰীক সৈন্ত রাখিয়া যান। কিন্তু আলেক্সান্দরের মৃত্যুর পর যে অন্তর্বিপ্লব উপস্থিত হয়, সেই সময়ে হিন্দুর গ্ৰীকসৈন্যদিগকে নিহত করিয়া মৌর্য্যবংশীয় রাজার অধীনতা স্বীকার করে। সেলুকস মৌর্য্যরাজের সহিত যুদ্ধ করিবার জন্ত সিন্ধুনদী উত্তীর্ণ হন, কিন্তু মগধরাজের সহিত র্তাহার সন্ধি স্থাপিত হয়। এই সন্ধি অনুসারে সেলুকস • • • রণহস্তী ও মৌর্য্যরাজ সিন্ধুনদীর নিকটবর্তী গ্রীকরাজ্য প্রাপ্ত হন। উভয়েই বিপদের সময় পরম্পরের সাহায্য করিবেন বলিয়া অঙ্গীকার করেন। সেলুকস অাপন রাজ্য ৭২ ভাগে বিভক্ত ও প্রত্যেকভাগে একজন ক্ষত্রপ বা শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি তাইগ্রিস Tr- - T নদীতীরে সেলুকিয়া নামে রাজধানী স্থাপন করেন । কিন্তু গ্ৰীসে যুদ্ধ উপস্থিত হওয়ায় সিরীয়ার অন্তর্গত অস্তিওক ( Autioch ) নগরেই রাজধানী উঠাইয়া আমিতে বাধ্য হন। এই স্থানে অল্পকাল রাজত্বের পর তিনি ২৮• খৃঃ পূঃ অস্বে নিহত হন। sifa &* (Antiochus) rv •—ae» ९: *ः । অস্তিওক সেলুকসের স্তায় রাজালোলুপ ছিলেন না। তিনি এসিয়াস্থ সমুদয় গ্রীকরাজ্য তিনভাগে বিভক্ত করিয়া তাহার একাংশ লইয়া রাজ্য করিতে থাকেন। তিনি অনেক নগর নিৰ্ম্মাণ, গ্রীক উপনিবেশ স্থাপন এবং মিদীয়ায় প্রায় ১৭২ মাইল দীর্ঘ প্রাচীর প্রস্তুত করান। তাহার জ্যেষ্ঠপুত্র পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করায় তিনি স্বহস্তে তাহার মস্তক ছেদন করেন। ২৬১ খৃঃ পূঃ, অস্তিওকের মৃত্যু হইলে পর তাহার দ্বিতীয়পুত্র অস্তিওক নাম ধারণপূর্বক সিংহাসনে অধিরোহণ করেন । ভারতবর্ষে এই সময়কার খোদিতলিপিতে অস্তি ওকের নাম দেখিতে পাওয়া যায়। সেলুকস ( জলেীকস ) মৌর্য্যরাজের সহিত বন্ধুত্ব সংস্থাপন করিয়া তাহীর সভায় মেগস্থিনিস নামে একজন দূত রাখিয়া যান। মৌর্য্যরাজের মৃত্যুর পর তত্ত্বংশীয় রাজাদিগের সহিত গ্ৰীকসম্রাট্রদিগের সমভাবে বন্ধুত্ব ছিল এবং তাহারা পরস্পরের নিকট সৰ্ব্বদা দূত প্রেরণ করিতেন। অশোক বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত হইয়া যে সময়ে আপনার অহিংসাধৰ্ম্ম প্রচার করিতে আরম্ভ করেন, সেই সময়ে অস্তিওক তাহার কাৰ্য্যে বিশেষ সহানুভূতি প্রকাশ করেন।
- *swer (Antiochus II) vs—row < q: ,
২য় অস্তিওক অতিশয় সুরাসক্ত, ভীরু ও আপন বন্ধুবর্গের সহিত সৰ্ব্বদা আমোদে সময় অতিবাহিত করিতেন । র্তাহার রাজত্বের প্রথমভাগে ইরাণের উত্তরপশ্চিমভাগ রাজ্য হইতে বিচ্ছিন্ন হইয়া যায়, এবং বক্তিয়ার ( বালিকের ) শাসনকর্তা স্বাধীনতা অবলম্বন করেন । ইহার অল্পকাল পরেই পার্থিবগণ বিদ্রোহী হইয়াছিল। পার্থিবগণ ( Parthians ) ভ্রমণশীল জাতি এবং পশুচারণ দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিত । অসকেশ এবং তিরিদাত (Tiridates) নামে দুই ভ্রাত বঙ্কিয়ার ওকাস্ নদীতীরে পশুচারণ করিতেন। একদা এই প্রদেশের শাসনকৰ্ত্ত কনিষ্ঠ ভ্রাতাকে অপমান করায় তাহারা বিদ্রোহী হয়, এবং শাসনকর্তাকে নিহত করিয়া অভ্যর্সকেশকে আপনাদিগের রাজা বলিয়া ঘোষণা করেন। (২৫০ খৃঃ পূঃ) এই বিদ্রোহদমনের আর সুযোগ উপস্থিত হয় নাই।