T পারস্য
- cnr** ( Seleucns II ) vev-«A& ຈຸ: :: : | ২য় অস্তিওকের মৃত্যুর পর সিংহাসন লইয়। তাহার পুত্রদিগের | মধ্যে বিবাদ উপস্থিত হয় । কালিনিকাসের ( Callinicus ) প্ররোচনায় ইজিপ্টের রাজা বক্তিয় পর্যস্ত লুণ্ঠন করেন। ২য় সেলুকাস ( জলেীক ) পিতার সিংহাসন লাভ করিয়া ভ্রাতার সহিত যুদ্ধে প্রবৃত্ত হন, এবং ২৪২ খৃঃ পূৰ্ব্বাবে অন্ধ্যরা নামক স্থানে যে যুদ্ধ হয়, তাহাতে সেলুকস পরাভূত এবং নিহত হইয়াছেন সকলে বিবেচনা করে। এই সংবাদ শ্রবণে পার্থিবের রাজ। তিরিদাত (Tiridates) সসৈন্যে গ্রীক রাজ্যে প্রবেশ করিয়া অভ্যাঞ্জোগোরসকে নিহত ও র্তাহার অধীনস্থ প্রদেশ অধিকার করেন। সেলুকস স্বীয় ভ্রাতা ও ইজিপ্টের রাজার সহিত সন্ধি স্থাপন করিয়৷ ২৩৮ খৃঃ পুঃ অব্দে তিরিদাতের বিরুদ্ধে যুদ্ধ ধাত্রা করেন ; কিন্তু এই যুদ্ধে তাহার । নিকট সম্পূর্ণরূপে পরাভূত হন। কিন্তু এই সময়ে অস্তিওক . নগরে বিদ্রোহ উপস্থিত হওয়ায় তিনি প্রত্যাগমন করিতে বাধ্য হন এবং পার্থিবদিগের নিকট অবমাননার প্রতিশোধ আর লইতে পারেন নাই ।
২য় সেলুকসের মৃত্যুর পর তাহার পুত্র সোতার ৩য় সেলুকস উপাধি গ্রহণপূর্বক সিংহাসনে আরোহণ করেন (২২৬-২২৩ খৃঃ পূঃ ) ; কিন্তু তাহার অল্প বয়সে মৃত্যু হওয়ায় মাগনাস ৩য় অস্তিওক নাম লইয়। র্তাহার স্থলে অভিষিক্ত হইলেন । <m vifas* ( Antiochus III) <<>-sva * : * i ৩য় অস্তিওক পুৰ্ব্বে বাবিলনের শাসনকর্তৃপদে অধিষ্ঠিত ছিলেন। এখন তাহীকে সিংহাসনে সমাসীন দেখিয়া মিদীয়ার শাসনকর্তা মোলন তাহার ভ্রাতা সিকন্দরের সহযোগে রাজসেনাপতিকে পরাজয়পুৰ্ব্বক সেলুকিয়া অধিকার ও রাজোপাধি গ্রহণ করেন। বাবিলন ও সমুদয় মুসিয়ানা প্রদেশ, পরপোটমিয়া, মেসোপটমিয়া প্রভৃতি স্থান সত্বরই তাহার হস্তগত হইল। অস্তিওক শত্রুদিগকে এইরূপে জয়লাভ করিতে দেখিয়া স্বয়ং তায়গ্ৰীস নদী পার হইয়া মোলনের পলায়নের পথ অবরোধ করিলেন। মেলিন বাধ্য হইয়া যুদ্ধে প্রবৃত্ত হন এবং অবশেষে সম্পূর্ণরূপে পরাজিত ও নিহত হন ( ২২• খৃঃ পূঃ ) । এই যুদ্ধের পল্প ৩য় অস্তিওক সেলুকিয়ায় গমনপূর্বক তথায় রাজ্যশাসনের সুবন্দোবস্ত করিয়া স্বীয় রাজধানীতে প্রত্যাগমন করেন । অস্তিওকের ভগিনী আর্মেণিয়ার অধিপতির পত্নী ছিলেন। আর্মেণিয়াপতি পত্নীর যড়যন্ত্রে নিহত হন । অস্তিওক আৰ্ম্মেশিয়ার গিয়া সমুদয় বিবাদ নিম্পত্তি করেন ও পরে বহুসংখ্যক [ રડતા j সৈন্ত লইয়া পার্থিবরাজ্যে প্রবিষ্ট হন। যুদ্ধে পার্থিবগণ XI も2 ° পারস্য সম্পূর্ণরূপে পরাজিত ও তাহার অধীনতা স্বীকার করিতে বtধ্য ছইল । পার্থিবদিগের যুদ্ধ শেষ হইলে অস্তিওক বক্রিয়tয়tজ্যাপহীরক ইউথ্যদেমাসের (Euthydamus) সহিত সময়ে প্রবৃত্ত হন, এবং ছয় বর্ষব্যাপী সংগ্রামের পর সন্ধি হয় । সন্ধি অনুসারে অস্তিওক ইউথ্যদেমাসকে বক্তিয়ার রাজা বলিয়। স্বীকার করেন এবং তাছার পুত্রের সহিত স্বীয় কন্যার বিবাহ দেন। বক্তিয়ারাজ ইহার পরিবর্ষে আপনার সমুদয় য়ণহস্তী, সৈন্যদিগের রসদ ও কিছু অর্থ দিতে বাধ্য হন । এতদ্ভিন্ন বিপদের সময় পরস্পরে সাহায্য করিতেও সম্মত হন । এই সন্ধির পর অস্তিওক কাবুলে গমন করেন এবং তথা হইতে ভারতবর্ষীয় রাজা সুভগসেনের সহিত বন্ধুত্ব স্থাপন ও র্তাহার নিকট ১৫• রণহস্তী উপহার লইয়। স্বদেশে প্রত্যাগমন করেন। অস্তি ওক জীবনের শেষভাগে রোমকদিগের সহিত যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হন ও বহু অর্থ প্রদান করিতে বাধ্য হন। অর্থসংগ্রহমানসে তিনি মুসায় আসিয়া বেলদেবের মন্দির লুণ্ঠন করেন। এই স্থানের অধিবাসীরা তাহার এই কাৰ্য্যদর্শনে ক্রোধেtষ্মত্ত হইয় তাহাকে আক্রমণ ও নিহত यटङ्ग ( ४४१ श्रृंइ श्रृंः ) । srí ç×:13rq ( Seleucus Philopator IW ) i অন্তিওকের মৃত্যুর পর ৪র্থ সেলুকস ১৮৭ খৃঃ পূঃ হইতে ১৭৫ খৃঃ পূঃ পৰ্য্যস্ত রাজত্ব করেন । ইহার মৃত্যুর পর ৪র্থ অন্তিওক (Epiphanes) সিংহাসনে অধিরোহণপূর্বক প্রজাবর্গের হিতসাধনে কৃতসংকল্প হন ; কিন্তু রাজকোষ অর্থশুপ্ত হওয়ায় তিনি আৰ্ম্মেণিয়ায় প্রবেশপুৰ্ব্বক তথাকার শাসনকৰ্ত্তাকে বন্দী করেন । তৎপরে অনেক দেবমন্দির লুণ্ঠন ও প্রচুর অর্থ সংগ্ৰহ করিয়া স্বদেশে প্রত্যাগত হন । এইরূপ ধৰ্ম্মবিরুদ্ধকার্য্যে সকলে অসন্তুষ্ট ও বিদ্রোহী হয়। এই বিদ্রোহদমনের পূৰ্ব্বে ৪র্থ অস্তিওক প্রাণত্যাগ করেন ( ১৮৪ খৃঃ পুঃ ) । তাহার অপ্রাপ্তবয়স্ক পুত্র ইউপেতর ৫ম অস্তিওক নাম লইয়। সিংহাসনে অধিরোহণ করেন ; কিন্তু তিনি দুই বৎসর পরে দেমিতার সোতারের হস্তে নিহত হন। ofrets ontsta (Demitrius Sotor) **********' দেমিতার রাজপদে প্রতিষ্ঠিত হইলে রোমকদিগের সহিত র্তাহার বিবাদ উপস্থিত হয়। রোমকের যুদ্ধে উপযুপিরি জয়লাভ ও চতুর্দিকে তাহার শত্রুবৰ্গকে উত্তেজিত করায় দেমিতার বলহীন হইয় পড়েন। মিীয়ার শাসনকৰ্ত্ত। এই গেলে আপন ক্ষমত্তা-বৃদ্ধির প্রয়ালী হইয়া রোমনগরে গমন করেন এবং তথায় ১৬১ খৃঃ পূঃ অঙ্গে রাজা হন। তৎপরে তিনি "আৰ্ম্মেণিয়ার শাসনকৰ্ত্তার সহিত সন্ধিস্থাপন