পারস্য - - - চেষ্টা করিতেছিলেন, এরূপ সময়ে তাহার রাজ্যের পূৰ্ব্বাংশে ঘোরতর বিপদ উপস্থিত হয়। তিনি পূৰ্ব্বে অর্থবিনিময়ে শকদিগের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু শকের যুদ্ধাবসানে উপস্থিত হওয়ায় আপন প্রতিজ্ঞাপালনে অস্বীকৃত হন। তাহাতে শকেরা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া রাজ্যলুণ্ঠন করিতে আরম্ভ করে। শকদিগের সহিত যুদ্ধে ফ্রবতি সম্পূর্ণরূপে পরাজিত ও নিহত হন । yq stäxira ( Artabanus I ) 1 ফ্রবতির মৃত্যুর পর মর্তবান রাজত্ব প্রাপ্ত হন। কেহ কেহ বলেন, শকের জয়লাভে সস্তুষ্ট হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করে। কাহারও মতে অর্তাধীন তাহাদিগকে প্রতিবৎসর কর দিতে অঙ্গীকার করেন। ইহার রাজত্বকালে সিলুকিয়ার অধিবাসীরা অত্যন্ত উৎপীড়িত হইয়া রাজাপহারক ইউথিমেরাকে অতি নিষ্ঠুরভাবে হত্যা করে। অর্তবান হত্যাকারীদিগের চক্ষু উৎপাটিত করিবার ভীতি প্রদর্শন করেন, কিন্তু তোকারি জাতির সহিত যুদ্ধে নিহত হওয়ায় আপন ইচ্ছ। পুর্ণ করিতে পারেন নাই । তাহীর পুত্র ২য় মিত্ৰদণত। sg fwgwts ( Mithradates II ) ২য় মিত্ৰদাত পার্থিবসাম্রাজ্য পূর্কের ন্যায় উন্নত অবস্থায় জানয়ন করেন । কথিত আছে, তিনি অতি সাহসের সহিত পাশ্ববৰ্ত্ত নরপতিদিগকে পরাজিত ও ইউফ্রেটিস নদী পৰ্য্যন্ত স্বরাজ্য বিস্তার করেন। মেসোপটমিয়া পার্থিবরাজ্যভুক্ত হওয়ায় রোমকদিগের সহিত র্তাহাদিগের সর্বপ্রথম সংস্রব হয় এবং ৯২ খৃঃ পূঃ, স্বল্লা (Sulla ) যখন কপাদোকিয়ায় আগমন করেন, সেই সময়ে বন্ধুত্ব স্থাপন জন্য মিত্রদাতের দূত তাহার সমীপে উপস্থিত হয়। মিত্ৰদাত এই সময়ে কন্মাগিনের রাণীর সহিত যুদ্ধে ব্যাপৃত ছিলেন । বোধ হয় রোমকের শত্রুদিগকে কোন প্রকার সাহায্য না করেন, এই আশয়ে দূত প্রেরিত হইয়াছিল। s g «{<xta ( Artabnnue FI ) t মিত্রদাতের মৃত্যুর পর ২য় অতবান সিংহাসন লাভ করেন। এই সময়ে আৰ্ম্মেণিয়ার রাজা সম্রাট উপাধি ধারণ করেন এবং তিনি এত প্রতাপশালী হইয়া উঠিয়াছিলেন যে, অতবান তাহার সহিত সন্ধি করিতে বাধ্য হন । ইহার কিয়ৎকাল পরে পাৰ্ণিবরাজ্য অস্তবিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণে এক কালীন ভগ্ন হইয়া পড়ে। অবশেষে ৭৭ খৃঃ পূঃ অসাকদ সিনাক্রক (Arsacid Sinatruces) অশতিবৎসর বয়সে সিংহাসন গ্ৰহণপুৰ্ব্বক ৭ বৎসর মাত্র রাজত্ব করেন। [ २७१ ] পারস্য وسیع بع שהברית •■, &*f* ( Phraaten III ) , এসিয়ায় রেমিকসেনাপতি লুকুলাসের (Luculus) আগমনের কিছু পুৰ্ব্বে ফ্রবতি রাজ্যভার প্রাপ্ত হন। ৬৯ খৃঃ পুং, মিত্ৰদাত এবং তায়গ্রেনিস উভয়ে রোমকদিগের বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করেন, কিন্তু তিনি সাহায্যদানে অস্বীকৃত হন । কিছুকাল নিরপেক্ষভাবে থাকিয় অবশেষে পম্পিয় অনুরোধে আৰ্ম্মেণিয়া আক্রমণে উদ্যত হন । আৰ্ম্মেণিয়াধিপতির পুত্র পিতার সহিত বিবাদ করিয়৷ পার্থিবদেশে আশ্রয় ওহণ করেন এবং তথায় ফ্রবৃতির কষ্টার সহিত তাহার বিবাহ হয় । পুত্রের আগমনে পিতা পাৰ্ব্বত্যপ্রদেশে পলায়ন করেন, কিন্তু এই সময়ে ফ্রবতি স্বদেশে প্রত্যাবর্তন করায় তীয়গ্রেনিস র্তাহার পুত্রকে সম্পূর্ণরূপে পরাজয় করেন । কিন্তু তাহার পুত্রের সাহাধ্যাৰ্থ পম্পি আগমন করার তীয়গ্রেনিস রোমকদিগের হস্তে আত্মসমৰ্পণ করিতে বtধ্য হন। পশিপ র্তাহার প্রতি সন্মান প্রদর্শনপূর্বক উtহtকে পুনরায় রাজপদে প্রতিষ্ঠিত ও র্তাহীর পুত্রকে শৃঙ্খলাবদ্ধ করেন। ফ্রবতির নিকট হইতে সাহায্যের আর কোন অবিশুক না থাকায় রেমিকের তাহার রাজ্যে প্রবেশ করেন । রেমিকদিগের এই কাৰ্য্যে আপত্তি করিয়া ফ্রবতি পম্পিয় নিকট দূত প্রেরণ করেন, কিন্তু তাহাতে কোন ফল হয় নাই । ৬৪ খৃঃ পুঃ, সিরীয় প্রদেশে পাৰ্ণিবের তীয়গ্রেনিসকে আক্রমণ পুৰ্ব্বক পরাজিত করে । পম্পি পুনরায় যুদ্ধে প্রবৃত্ত না হক্টর। একজন লোককে প্রেরণ করেন। তিনি মধ্যবর্তী হইয়া উভয়ের বিবাদ মীমাংসা করিয়া দেন। ফ্রবতি ৫৭ খৃঃ পূঃ অকো দুষ্ট পুত্রকর্তৃক নিহত হন। পার্থিব রাজবংশের অধঃপতন হইবার এই প্রথম স্বত্রপাত । xx{ scafq ( Orodes I ) I ফ্রবতি নিহত হইলে পিতৃঘাতী ১ম ওরোদ সিংহাসনে আরোহণ করেন এবং তাছার ভ্রাত মিীয়ার শাসনভার প্রাপ্ত হন। কিন্তু শেষোক্ত রাজপুত্র অত্যাচার করায় তিনি রোমকদিগের সাহায্য প্রার্থনা করেন । রোমকের মিসরে গিয়া ওরোদের বিপক্ষে দগুtয়মান হন এবং যুদ্ধে ওরোদকে পরাভূত করেন । ওরোদ হবেন নামক কোন উচ্চবংশীয় পার্থিবের সাহায্যে পুনরায় রাজ্যলাভ ও যুদ্ধে অপেন ভ্রাতাকে পরাজিত করিলে তাহীর ভ্রাত আত্মসমর্পণ করেন। তিনি অবশেষে ৫৪ খৃঃ পূঃ অবো নিহত হন। ইতিমধ্যে রোমকসেনাপতি ক্রেসাস ( Crassus ) আল্লায়াসে যুদ্ধে জয়ী হইতে পরিবেন এই আশায় মেসোপটমিয় আক্রমণপুৰ্ব্বক আল্পসংখ্যক পার্থিব সৈন্যকে পরাভূত করেন।
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।