পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য এই সময়ে ওরোদ ও র্তাহার ভ্রাতার মধ্যে যুদ্ধ চলিতেছিল । ক্রেসাস্ ওরোদের ভ্রাতার সহিত মিলিত না হইয়া মেসোপটমিয়ায় কতকগুলি রোমক সৈন্ত রাখিয়া ফিরিয়া আইসেন। পার্থিব বেনাস রোমকসৈন্যদিগকে অবরুদ্ধ করায় ক্রেশাস র্তাহাদিগের সাহায্যাৰ্থ অগ্রসর হন, কিন্তু কারি নামক স্থানে যুদ্ধে তিনি পরাজিত হইয়া পৃষ্ঠপ্রদর্শন করেন। প্রত্যাগমন কালে পার্থিবদিগের আক্রমণে র্তাহার অধিকাংশ সৈন্ত বিনষ্ট হয় ও নিজে শক্রহস্তে পতিত ও নিহত হন । পার্থিবের এই জয়লাভের পর ৫২ খৃঃ পুঃ অধোঁ পুনরায় রোমকদিগকে আক্রমণপুৰ্ব্বক সিরীয়া লুণ্ঠন করিতে আরম্ভ করেন । কিন্তু প্রত্যাগমনকালে রোমকসেনাপতি পার্থিবদিগের পথ অবরোধ করিয়া অস্তিগোনিয়া নামক স্থানে সম্পূর্ণরূপে পরাজিত করেন । এই সময়ে মেসোপটমিয়ার শাসনকর্তা রাজপুত্রের নামে বিদ্রোহ উপস্থিত করায় ওরোদ স্বীয় পুত্রকে রাজধানীতে আহবান করেন । রোমকদিগের মধ্যে এই সময়ে অস্তবিদ্রোহ উপস্থিত হয়। পাৰ্থিবের এই সুযোগেও কিছু করিতে পারেন নাই। পম্পি সিজারের বিপক্ষে পার্থিবদিগের সাহায্যপ্রার্থনা করেন, কিন্তু তিগ্নি পার্থিবদিগকে সিরীয় প্রদান করিতে অস্বীকার করায় পার্থিবের সাহায্যদানে অসম্মত হয়। ইহাতে পার্থিবদিগের সহিত রোমকদিগের যুদ্ধ উপস্থিত হয় । কএকটী ক্ষুদ্র যুদ্ধের পর গিন্দারাসের নিকট যুদ্ধে পাৰ্থিবেরা সম্যক্রুপে পরাজিত ও ওরোদের পুত্র পাকোরা নিহত হন। বৃদ্ধ ওরোদ পুত্ৰশোকে অত্যন্ত কাতর হইয়। দ্বিতীয়পুত্র ফ্রবতিকে যৌবরাজ্যে অভিষিক্ত করেন। ফ্রবতি একে একে সকল ভ্রাতাকে বিনাশ করিয়া অবশেষে ৩৭ খৃঃ পূঃ পিতৃহত্যাসাধনপূর্বক সিংহাসনে আরোহণ করেন। e« £f& ( Phraates IV ) , ওরোদের সময় পার্থিবরাজ্য উন্নতির চরমীমায় উপনীত হয় । তাহার মৃত্যুর পর পার্থিবরাজ্যের অবনতি হইতে থাকে। ফ্রবতি রাজা হইয়া সমুদয় ক্ষমতাপন্ন লোক এবং অপেন প্রাপ্তবয়স্ক পুত্রকে নিহত করেন। অনেকে পলায়নপুৰ্ব্বক রোমকসেনাপতি অtণ্টনির আশ্রয় লাইলেন। আণ্টনি র্তাহীদের উত্তেজনায় সাহসী হইয়া পার্থিবরাজ্য আক্রমণ করিতে অগ্রসর হন। পাকোরার মৃত্যুর পর আৰ্ম্মেণিয়গণ রোমকদিগের সহিত বন্ধুতাসুত্রে আবদ্ধ হইয়াছিল। আণ্টনি সন্ধিপ্রস্তাবে পার্থিবদিগকে ব্যাপৃত রাখিয়া সৈন্ত সংগ্ৰহ করিতে আরম্ভ করেন এবং ৩৬ খৃঃ পূঃ ৬•••• পদাতিক ও ৪•••• অশ্বারোহী ও অন্যান্য রাজনবর্গের সহিত ফ্রবতি নগর 1 بوان * ] পারস্ত অবরোধ করেন। মিদীয়ার রাজা অতর্বাস্দেশ ও ফ্রবতি একত্র মিলিত হইয়া যুদ্ধে প্রবৃত্ত হন। আণ্টনি পরাজিত হইয়া পলায়নকালে সৈন্তদিগের ব্যবহারোপযোগী সমুদয় দ্রব্য হারাইয়া অতি বিপন্নাবস্থায় আৰ্ম্মেশিয়ার প্রাস্তুভাগে উপনীত হন । আৰ্ম্মেণিয়ার রাজা এই সময়ে সাহায্য না করিলে বোধ হয় রোমকসৈন্য এককালে ধ্বংসপ্রাপ্ত হইত। জয়লাভের পর ফ্রবতি ও অর্তবাসদেসের মধ্যে লুষ্ঠিত দ্রব্যের ভাগ লইয়া বিবাদ উপস্থিত হয় । মিদীয়ার অধিপতি অtণ্টনির নিকট সন্ধির প্রস্তাব করেন। রোমকেরা তাহার সাহায্যাৰ্থ সৈন্য প্রেরণ করেন, কিন্তু আকতিয়াস নামক স্থানে যুদ্ধের পর রোমকসৈন্যেরা স্বদেশে প্রত্যাগমন করিতে বাধ্য হয়। ইহার অল্পকাল পরেই আৰ্ম্মেণিয়া এবং মিদীয়। পার্থিবদিগের হস্তগত হয়। এইরূপ উপযুপিরি জয়লাভে ফ্রবতি অত্যন্ত গৰ্ব্বিত ও যথেচ্ছাচারী হইয় উঠেন। র্তাহার আচরণে প্রজাবুর্গ অত্যন্ত রুষ্ট ও অবশেষে প্রকাগুভাবে বিদ্রোহী হইয়। তিরিদাতের ( Taridates ) উপর সৈন্যপরিচালনের ভার অর্পণ করিল। কিন্তু তিনি ৩০ খৃঃ পূঃ অবে পরাজিত হইয়। রোমকসেনাপতি অক্টেবিয়াসের শরণাপন্ন হন। তিনি আরবদিগের সাহায্যে দ্বিতীয়বার সিংহাসনলাভের চেষ্টা করেন। ফ্রবতি সহসা আক্রাস্ত হইয়া পলায়ন করিতে বাধ্য হন এবং তিরিদাত র্তাহার সিংহাসন গ্রহণ করেন (২৭ খৃঃ পূঃ) । ফ্রবতি কিছুকাল নানাস্থানে ভ্রমণপূর্বক অবশেষে শকদিগের সাহায্য প্রার্থনা করেন। শকদিগের বিস্তৃত বাহিনীর গতিরোধের কোন প্রকার চেষ্টা না করিয়া তিরিদাত পলায়ন করিতে আরম্ভ করেন এবং অবশেষে ২৬ খৃঃ পূঃ রোমকসম্রাটু অগাষ্টাসের আশ্রয় লইতে যান। কিন্তু অগাষ্টাস র্তাহাকে সাহায্য করিতে পরায়ুখ হন। ২০ খৃঃ পূঃ, রোমকদিগের সহিত ফ্রবতি সন্ধিস্থাপন করেন। আপনার মৃত্যুর পর ভ্রাতৃগণের মধ্যে কোন প্রকার বিরোধ উপস্থিত না হয়, এই জন্য কনিষ্ঠপুত্রকে নিকটে রাখিয়া অদ্যান্য পরিবারবর্গকে রোমনগরে পাঠাইয়া দেন। তাহার কনিষ্ঠপুত্র ৫ম ফ্রবতি বৃদ্ধ পিতাকে হত্যা করিয়া পিতৃস্নেহের উপযুক্ত প্রতিশোধ প্রদান করিয়াছিলেন । en grāfs ( Phraates V ) , ফ্রবতি সিংহাসনে অধিষ্ঠিত হইয়। আৰ্ম্মেণিয়া গ্রহণে অভিলামী হন । কিন্তু যুদ্ধে পরাজিত হইয়া রোমনগরে আশ্রয়গ্ৰহণ করেন । অগtষ্টাসের রাজ্যবিস্তারের ইচ্ছা ছিল না। ফ্রবতি আৰ্ম্মেণিয়া অধিকারের অার চেষ্টা করিবেন না স্বীকার করায়, অগাষ্টাস র্তাহাকে মুক্তি প্রদান করেন। ফ্রবতি স্বদেশে