*6.#ीछ இ. ২৯ ] - श्रब्राजिउ शत्र । #३ नमब्र कब्रनूबन्न अदिब्रांप्छन्न उएख्छनांब्र মলবারের সমপ্ত রাজা পৰ্তুগীজদিগের বিক্ষন্ধে অস্ত্ৰধারণ করেন, শেষে চারিদিক হইতে বহুসংখ্যক যুদ্ধজাহাজ আসিয়া মলখারাদিগকে পরাজয় করিলে পর্তুগীজদিগের প্রতিপত্তি রক্ষা हईब्रांछ्णि । v%o se ७० थुटैटिक cशोब्रांब्र जर्वि७धथम शकछम आईदि*श्रृं আসিলেন । সেই সঙ্গে য়িহদীদিগকে দমন ও খৃষ্টান অনাচারীদিগকে শাসন করিবার জন্ত একজন দণ্ডবিধান্ত (Inquisitor) উপস্থিত হইলেন। ইহাদের আগমনে গোয়ার গোড় খৃষ্টান ভিন্ন আর সকল সম্প্রদায়ের কপাল পুড়িল। তাহাদের অত্যাচারের কথা পরে বলিব । উক্ত খৃষ্টাব্দে পর্তুগীজের সিংহলের জাফনাপত্তন অধিকার করিয়া সিংহলরাজের প্রধান উপান্ত বুদ্ধদেবেন্ধ দস্ত লুটিয়৷ জানেন । এই পবিত্র দত্ত পাইবার জন্তু ব্ৰহ্মদেশের রাজ। পর্তুগীজ প্লাজনিধিকে প্রায় ত্রিশলক্ষ মুদ্র দিতে প্রস্তুত ছিলেন, প্রতিনিধিও তাছার মন্ত্রিবর্গ আরও কিছু পাইবার আশায় ছিলেন । শেষে সকল ধৰ্ম্মযাজকদিগের পরামর্শে সেই পবিত্র দত্ত জাতীয় পেষণ করিয়া পোড়াইয়া ভস্ম করা হইল। ১৫৬১ খষ্টাব্দে স্বরাতসহরে পর্তুগীজদিগের সহিত চেঙ্গিস খার ঘোরতর যুদ্ধ হয়, তাহাতে চেঙ্গিস খ৷ ২••• সৈন্যসহ পরাস্ত হইয়াছিলেন । ডম্ কন্ষ্টানটিনোর কার্য্যে মুগ্ধ হইয় পৰ্ত্ত গালরাজ তাঁহাকে অঞ্জীবন রাজপ্রতিনিধি রাখিবার ইচ্ছ। প্রকাশ করিয়াছিলেন । তিনি নিজেই এই উচ্চপদ পরিত্যাগ করিলেন। তাহার স্থানে ডম্ ফ্রান্সিস্কো কুটিনহো ১৬৬১ খৃষ্টাঙ্গে সেপ্টেম্বর মাসে রাজপ্রতিনিধি হইয়া আসিলেন। ডম্ব ফ্রান্সিস্কে ফুটিল্ছে। όχι কুটিনুহে আসিয়াই দেশে কেবল বাণিজ্য দ্রব্য রপ্তানী ও ৰাহীতে রাজার আয় বৃদ্ধি হয়, তাহারই চেষ্টা করিতে লাগিলেন। তাহার সময়ে কল্পনুরে বিবাদ মিটে নাই, তখনও মধ্যে মধ্যে যুদ্ধ চলিতেছিল । ১৫৬৯ খৃষ্টাব্দে ১৯এ ফেব্রুয়ারী, অকস্মাৎ তাহার মৃত্যু | হয় । তাহার পর মলাক্কার দুর্গাধ্যক্ষ জোরাও-ডি-মেন্দেীশা গবর্ণর হইলেন। তৎকুলে কল্পনুরে বিবাদ কিছু গুরুতর হইয়। উঠিয়াছিল। এই সময় এক সন্ত্রাপ্ত ব্যক্তি পর্তুগীজ-সেনাপতির করে নিহত হয়, তাহার বিধবা রমণী পতিশোকে অধীর হইয় জাৰ্ত্তনাদে কয়লুর সংর যেন শোকময় করিয়া তুলিয়াছিল ; তাছাতে সহৃদয় ব্যক্তি মাত্রেই উত্তেজিত হইয়া পর্ব ইজদিগকে আক্রমণ করিয়াছিল। ইহাই মলবার যুদ্ধের স্বত্রপাত । ΧΙ পর্তুগীজ জোয়াe-ডি-সেন্দোশ ৬ মাস গবর্ণর ছিলেন। তৎপরে ডম জান্টোনিও-ডি-নোরমূহ পর্তুগাল হইতে রাজপ্রতিনিধি হইয়া আসিলেন । di Q ডম্ব জান্টোলিও-ডি-লোরোহা । নূতন রাজপ্রতিনিধি আলিয়াই কন্নৰূরন্থ পর্তুগীজদিগকে রক্ষা করিবার জন্য অনেক গুলি যুদ্ধজাহাজ পাঠাইলেন। আটমাসকাল যুদ্ধের পর কল্পনুররাজ নিরস্ত হন। ১৫৬৮ খৃষ্টাব্দে ফ্রান্সিস্কান যাজকগণের চেষ্টায় সাল্সেট দ্বীপের বহুসংখ্যক লোক খৃষ্টানধৰ্ম্ম গ্রহণ করিতে থাখে? এই शयन्न हिेश्चन धभ्रष्न श्र्न् िउांश्tब्र eडिदि५t:नद्म csद्दे। করিয়াছিলেন, তাহাতে ক্রুদ্ধ"হইরা পর্তুগীজেরা এখানকার সমস্ত দেবালয় ধ্বংস করে। সালসেটের পাহাড়ে যে অপূৰ্ব্ব সুড়ঙ্গ পথ অাছে, যাহা অনেকের বিশ্বাস কাম্বে সহর পর্য্যস্ত গিয়াছে, সেই সুড়ঙ্গ পার হইবার জষ্ঠ পাস্ত্রী আন্টোনিও দেপোর্টে কএকজন সঙ্গী লইয়া যাত্রা করিয়াছিলেন; কিন্তু ৭ দিন পৰ্য্যন্ত ৭০।৭৫ ক্রোশ গিয়া রসদ অভাব হওয়ায় ফিরিয়া আসেন। প্রাচীন পর্তুগীজ ঐতিহাসিকগণ এই অপুৰ্ব্ব সুড়ঙ্গ সম্বন্ধে অনেক কথা লিখিয়া গিয়াছেন । 净 ডম্ আন্টোনিও ৪ বর্ষ শাসনকার্য নির্বাহ করিয়া লিসবন যাত্রা করেন, পথিমধ্যে ১৫৬৯ খৃষ্টাব্দে ২রা ফেব্রুয়ারী, কালগ্রাসে পতিত হইলেন। ইনি একজন সম্বিবেচক লোক ছিলেন। র্তাহার নিকট কোন অন্তায় দলীল সহি কয়াইতে লইয়া গেলে তিনি বলিয়াছিলেন, “যে হন্তে এরূপ বিষয় স্বাক্ষর করা যায়, সেই হস্ত দ্বিখণ্ড করা উচিত।” gą stæ-fg-wittstg (Dom Luiz-de-Atayde.) ১৫৬৮ খৃষ্টাবো অক্টোবর মাসে, ডম্ লুইছ ( conde-deAtougius ) রাজপ্রতিনিধি হইয়। অসিলেন । ১৫৬৯ খৃষ্টাম্বো নবেম্বর, তাহার সহিত হনবরের রাজা ও গাৰ্শোপার রাণীর যুদ্ধ বাধে। পর্তুগীজদিগের অন্যায় অত্যচারই এই যুদ্ধের কারণ। পর্তুগীজদিগের ক্রোধে হনবর হইতে গার্শোপা পৰ্য্যস্ত বহুসংখ্যক গ্রাম ভস্মীভূত হইল। ক্রমেই পর্তুগীজদিগের আচরণ তারতবাসীর অসহ হইয়া উঠিল। নিজাম উল-মুল্ক, আদিল শাহ ও সামীরাজ পর্তুগীজ উচ্ছেদের জঙ্ক একত্র হইলেন। নিজামূ-উল-মুত্ত্ব, চেউল, বসাই ও দমনজয়ের, আদিল শাহ গোয়, ছনবর ও বার্শেলৈার জয়ের এবং সাগরীরাজ কন্নুর, মঙ্গলুর, কোচিন ও কালিঞ্চম জীব্রুমণের ভার লইলেন । পর্তুগীজরাজপ্রতিনিধি চরমুখে এই সংবাদ পাইলেন। তিনি প্রথমেই গোয় রক্ষার বন্দোবস্ত করিতে লাগিলেন। অনতি
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।