পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পর্তুগীজ t es ) পর্তুগীজ --- --

  • wxartfotrsl wwwwwta (Count of Santa Cruz )

এ সময়ে জলদসু্যর উৎপাত আরও বৃদ্ধি হইয়াছিল। ठाशरमब्र फे९*ाrङ खे°कूलवागैौब मूएमब्र कथ, ८कान जत्राख পর্তুগীজ নিরাপদে সমুদ্রপথে চলিতে পারিতেন না। ডম্ব ফ্রান্সিস্কো এই দম্যদিগকেই সম্পূর্ণরূপে দমন করিবার চেষ্টা করেন। তৎকালে কালিকটরাজের অধীন ছোট কোলত্তর নামক স্থানে বহু জলদসু্যর আবাস ছিল । ফ্রান্সিস্কে ফার্ণ লিজ ১৮ খানি যুদ্ধজাহাজ লইয়া কোলত্তর আক্রমণ ও দম্বা দিগকে সমুলে ধ্বংস করেন। তৎপরে পর্তুগীজগণ কালিকট ও কল্পনূরের মধ্যবর্তী সমুদয় স্থানে বিষম উৎপাত আরম্ভ করিল। মহারাষ্ট্রগণ যেরূপ চৌষ আদায় করিত, পর্তুগীজেরাও সেইরূপে নগর গ্রাম পোড়াইয়া শত শত ব্যক্তির প্রাণনাশ করিয়া ৰলপূর্বক কর আদায় করিতে লাগিল । দমন নগরে এই সময় পর্তুগীজদিগের মধ্যে এক সঙ্গাৰ উপস্থিত হয়। তথাকার দুর্গাধ্যক্ষ মাটিম্-আফন্সে ডি মেলে৷ তাহার অধীনস্থ এক পর্তুগীজ সৈন্তকে বন্দী করেন । তাঁহাতে অপর সকল সৈন্ত উত্তেজিত হইয়া ডি-মেলোর কার্য্য পরিত্যাগ *করে । এমন কি, সেই সময় যদি সরকোটা দ্বীপের রামরাজ বিরুদ্ধাচরণ না করিতেন, তাহ হইলে সেই সৈনিকের দলপতির প্রাণনাশ করিয়া মোগলদিগের সহিত মিলিত হইত । রামরাজ পৰ্ত্ত গীজদিগের বন্ধু ছিলেন, মুসলমানের দমন অবরোধ করিলে, তিনি সমস্ত পর্তুগীজ রমণীদিগকে আপনার রাজ্যে আনিয়া আশ্রয় দেন ; কিন্তু তাহীদের বহুমূল্য অলঙ্কারের উপর রামরাজের লোভ পড়ে। পর্তুগীজ রমণীগণ ফিরিয়া আসিবার সময় রাজার নিকট হইতে সেই সমস্ত অলঙ্কার তার ফিরিয়া পায় নাই, সেই জন্ত পর্তুগীজগণ ক্রুদ্ধ হইয়া সরকোট দ্বীপ আক্রমণ করিল। এই সময় পরস্পরের সাহায্য প্রয়োজন হওয়ায় পর্তুগীজসৈন্তগণও ঔদ্ধত্যপরিত্যাগপূৰ্ব্বক শক্রনাশের জন্ত পরম্পরে মিলিত হইল। এইরূপে ঐ গোলযোগ থামিয়া যায় ; কিন্তু ইহার পর ১৫৮২ খৃষ্টাঙ্গে দমনের পর্তুগীজসৈন্তগণ আর একবার গোলযোগ উপস্থিত করে। পর্তুগীজ পোতাধ্যক্ষ ফাৰ্ণাও-ডি-মিরান্দা স্বরাত হইতে ফিরিবার সময় একখানি বৃহৎ জাহাজ দখল করেন . তাহার লুটের অংশ লইয়া সৈন্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হয়। ফাৰ্ণাও কাহাকেও প্রথমে অংশ দেন নাই। তাহাতে গৈল্পগণ বিদ্রোহী হইয়া দমন নগর আক্রমণ করে। এই অতর্কিত আক্রমুণে নগরবাসী সকলেই মহাবিপদগ্ৰস্ত হইয়াছিল। সেই অবাধ্য সৈন্তগণ শত শত

  • সৰোট্ৰীপ দমন নগরের • ক্রোশ উত্তরে অবস্থিত।

নগরবাসীর প্রাণসংহায় ও তাহানের যথাসৰ্ব্বস্ব দুটা লইল এবং পর্ত গীজজয়-পতাকা ভুলিয়া ফেলিয়। তাছার স্থানে এক কৃষ্ণপতাকা উড়াইয় দিল। এ সময় রিাঙ্গ স্থলে नॉमिळबाझे यां* इब्रांशेरठन । जरुष्टभट्व ठिनि अॉब्र ब्रमांब्र উপায় নাই দেখিয় সৈন্তদিগকে লুটের জংশ সমভাগে ৰিভাগ করিয়া দিতে সন্মত হইলেন । তাহাতে তাহারী *ांढ झहेछ । কাণাড়। উপকূলে ৰাশিলোর বনায়। বহপূর্বকাল হইতে এই স্থান বাণিজ্যের জগু বিখ্যাত ছিল । এখানে অনেক সন্ত্রান্ত মুসলমান বণিক বাস করিতেন । ফ্রান্সিস্কো-ডিমেলো-সাম্পয়ে মামে এখানে একজন ফুর্গাধ্যক্ষ ছিলেন"। তিনি কেবল অর্থশোষণ ও আমোদ প্রমোণে ধন, দিয়াছিলেন। একদিন মুসলমান-পৰ্ব্বোপলক্ষে সুবিধা পাইয়া মুসলমানের। তাহাকে আক্রমণ করিলেন। পর্তুগীজ অধ্যক্ষ চরমুখে সংবাদ পাইয়া পূৰ্ব্ব হইতে প্রস্তুত ছিলেন, বিদ্রোহের পূৰ্ব্বেই তুিলি বিদ্রোহি-নায়ককে বিনাশ করেন, তাহাতে মুসলমানের নিকটবর্তী তুলুবরাজের আশ্রয় লইল । তুলুবরাজের সাহায্যে ৫• • • লোক মিলিত হইয়া বার্শিলোর জাত্রমণ করিল ও অগ্নি দিয়া নগরের প্রধান প্রধান স্থান পুড়াইয়া দিল। পর্তুগীজপ্রতিনিধি বহুসংখ্যক সৈন্ত পাঠাইয়। তাছাদিগকে পরাস্ত করিলেন । এবার পর্তুগীজদিগের ভীষণ অত্যাচারে কাণtড়-উপকূল প্রায় জনশূন্ত হইয়াছিল । ১৫৮৩ খৃষ্টাব্দে জেসুইট খৃষ্ঠানের পর্তুগীজ-প্রতিনিধির আশ্রয়ে সালসেট দ্বীপে খৃষ্টানধৰ্ম্ম প্রচার করিতে যায়। এবারও ধৰ্ম্মপ্রচার করিতে গিয়া দ্বীপবাসীদিগের সহিত বিবাদ উপস্থিত হয় । অনেক স্বধৰ্ম্ম-অমুরাগী এই বিবাদে প্রাণ বিসর্জন কল্পিল । জেসুইটের বহুসংখ্যক মুণিয়ে ধূলিসাৎ করিয়া সেই স্থানে অনেক গির্জা তুলিয়া দেন । মালু আদিল শাহ পুত্র পরিবারের সহিত গোয়ায় বন্দী ছিলেন। এখানেই পর্তুগীজদিগের হুর্ব্যবহারে তিনি প্রাণত্যাগ করেন। তাহার পুত্র কাফু খ এতদিন গোয়াতে পৰ্ব্ব গীজদিগের তত্ত্বাবধানে ছিলেন। ইব্রাহিম আদিল শার অত্যাচারে বিরক্ত ছইয়া বিজাপুরের প্রজাগণ কাফু খাকে রাজা দিবার চেষ্টা করেন । এই সময় আদিল শাহের এক সেনাপতি লড়বা স্ব। পর্তুগীজ অধ্যক্ষ দিওগো-লোপেজ-বয়াকে উৎকোচে ৰণীভূত করিয়া কাফু থাকে মুক্ত করিয়া আনেন । কাফু ধ। মনে স্থির করিয়াছিলেন যে, তিন্ট্রি রাজ হইবেন, কিন্তু বিশ্বাসঘাতক BBB BS BBB BBB BDDD DD DDD BBB DD DDS ছয় উৎপাটন করিয়া ফেলিলেন। পর্ব গীজ-রাজপ্রতিনিধি