পিলিভিও - পিলা ( দেশজ ) প্লীছ । পিল্পিল । দেশজ ) দলে দলে, সান্ধি দিয়; যথা পিপীলিকা পিলপিল করিয়া মালিতেছে। পিলস্থজ (দেশজ ) দীপাধার, পিলুজ । ििलम्झद९ज्र (श्रृं६) श्रृंोकाबू कच्च थियाएछन । পিলিপ্পিল (ত্রি) চিঙ্কণ। “জৰিয়াসীৎ পিলিপ্পিল রাত্রিয়াসীৎ” ( শুক্লযজুঃ ২৩১২ ) "পিলিপ্পিল। চিঙ্কণ। ভৰতি" ( বেদদীপ ) পিলিভিৎ, উত্তরপশ্চিমপ্রদেশের ছোটলাটের অধীন রোহিলথওবিভাগের অন্তর্গত একটী জেলা। অক্ষা” ২৮° হইতে ২৮° ৫' ৩- উঃ এবং দ্রাঘি” ৭৯° ৪১ হইতে ৮৯°৩' পূঃ । ভূপরিমাণ ১৩৭১-৬ বর্গমাইল । ইহার উত্তরে তরাই প্রদেশ, পূৰ্ব্বে নেপালরাজ্য ও শাহজাহানপুর, দক্ষিণে শাহজাহানপুর ও পশ্চিমে বয়েলী জেলা । তরাই প্রদেশের কতকাংশ এখানে আসিয়াছে। জেলায় সৰ্ব্বত্র প্রায়ই সমতল, ইহার মধ্য निम्न अन१था *ांडिौघ्र छजावांउ 2याश्ऊि cनश्व वांग्न । ¢छलांग्न नभि१ॉ१* बनाँदौ4, हाँ८म हाँtन भांश्धकांमन ७ নান। ফল বৃক্ষ দৃষ্টিগোচর ছয়। এখানে সর্দ ( সারদা) ও দেওহা (দেববহ ) নামে হুইট প্রধান নদী আছে। কুমাউনभिंग्निशाब्गांद्र भषा निग्न • d • माईल श्रृंथं अडिक्लग कब्रिग्न বৰ্ম্মদেও নামক সমতল ক্ষেত্রে পড়িয়াছে ; এখান হইতে প্রায় ४० मां हैठ *थं भाँहेब्रl बनयांदणग्न «धां5ौन झरकाँग्न निकछे छूहेüी শাখায় বিভক্ত হইয় পুনরায় ১৪ মাইল গিয়া পয়ে পরস্পরে মিলিত হইয়াছে । এই মধ্যবর্তী স্থানটী চাদনীচেীক নামে অভিহিত, অতঃপর খেরী জেলায় কোরিয়ালা নদীতে পড়িয়া সরযু বা ঘর্ঘর নামে প্রবাহিত হইয়া ছাপরায় গঙ্গার সহিত মিলিত হইয়াছে। দেববছা বা নন্দ কুমাউন্ প্রদেশের ভাবর নামক স্থান হইতে নির্গত হইয়াছে। এই নদীর উপরে পিলিভিৎ নগর অবস্থিত । এই জেলা অতিক্রম করিয়া দেববহু হর্দোই জেলায় রামগঙ্গার সহিত মিলিত হইয় গড় নাম ধারণ করিয়াছে। কৈলাস, অবসর, লোহিয় ও খফ্র নামে এই জেলায় ইহার কয়ট শাখা আছে । দেওহা নদীতটে বৃষ্টির পয় পৰ্ব্বত ধুইয়া চুণের পলি পড়ে। উছা পিলিভিং, বরেণী ও শাহজাহানপুরে প্রচুর পরিমাণে বিক্রীত হয়। পিলিভিতের পূর্বতন ইতিহাস সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। রোহিলা-আফগানদিগের আধিপত্যের পূৰ্ব্বে এখানে আহীর, বঞ্জরা এবং বাহুল ও কাঠেরির রাজপুতগণ ক্ৰমান্বয়ে नte:ङ्. कग्निम्नां भिंप्रां८छ्न । ऽङfझाँरणन्न झांछपश्शृभ८ब्र cरु, जकडा কীৰ্ত্তি স্থাপিত হইয়াছিল, তন্মধ্যে একটী স্মৃত্তিকার্গের ধ্বংসাবশেষ, বৃহৎ বৃহৎ পুষ্করিণী ও খাল অদ্যপি বর্তমান ক্লিয়াছে।
- . **
[ 848 | পিলিস্টিং নর শত বৎসরের প্রাচীন একখানি শিলালিপি আজিও ঐ গৌরবকীৰ্ত্তি রক্ষা করিতেছে। এখানকার পূর্বতন স্নাজগণ পুনঃ १लः श्रूणष्णमांम-षांक्य८१ डिबिाद्ध इ्रश्नं निच निख शिश्tशन মুসলমানকয়ে জর্পণ কয়িতে বাধ্য হন। খৃষ্টীয় ১৮শ শতাদে ( ১৭৪০ খৃঃ অব্দের নিকটবর্তী কোন সময়ে ) রোহিলা-সর্গার शक्छि ब्रश्म९ थांम् निणिछि९ अधिकांब्र कब्रन ५ष९ ॐांशंज्ञ जमद्र श्रेष्ठद्दे ५३ माग्न cगोषमांगोग्र विङ्कबिउ श्हेब्र जर्संज विश्वाॉड झहेण । ১৭৫৪ খৃঃ জন্মে, রহমং খার পূর্ণাধিপত্য সময়ে পিলিভিৎ নগর রোহিলখণ্ডেয় রাজধানী বলিয়া প্রসিদ্ধি লাভ করে। হাফিজ খাঁ এই নগর প্রথমে মুক্তিক ও পরে ইষ্টকপ্রাচীর দ্বার সুরক্ষিত করেন। আজিও উত্তরপূৰ্ব্বাংশে প্রাচীন পরিখার ধ্বংসাবশেষ লক্ষিত হয় । এতদ্ব্যতীত দিল্লীর জমা भन्जटमङ्ग अश्कब्रप्ण उिनि छमा भन्जिल ७ हाभ्रे नाप्ग একটা সাধারণ স্নানাগার স্থাপন করিয়া যান, এখনও এই ছুইটী কীৰ্ত্তি রক্ষিত আছে এবং তদর্শন মানসে এখনও বহুলোক আলিয়া থাকে । ५११8 भुइ श्रः, अरगशाब्रि मयांय-डेछौज श्छाडेरकोशांन সহিত রোহিলাদিগের মিরণকা-কাটুয়ার যুদ্ধে হাফিজ রহমতের মৃত্যু ঘটে। এই সময় হইতেই উক্ত প্রদেশ নবাবের অধিকারভূক্ত হয়, অতঃপর হাফিজের পুত্র হুরমৎ খ ২৭ হাজার লোক লইয়া বিদ্রোহী হন। রাজা গুরুদাস সসৈন্তে যাইয়া র্তাহীকে পরাস্ত করেন । ১৮০১ খৃষ্টাব্দে নবাব উপটৌকন স্বরূপ উক্ত প্রদেশ ইংরাজ করে সমর্পণ করেন। ১৮৩৩ খৃষ্টাব্দে এই নগর উক্ত তহসালের সদর ও উত্তর বয়েলী বিভাগের প্রধান নগর বলিয়। বিঘোষিত হয় । ১৮৪২ খৃঃ অবো পুনরায় পিলিভিৎ নগর বরেলী জেলার মহকুমা-রূপে গণ্য হইল। ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিক্রোহের সময় এখানকার মুসলমান ও নিম্নশ্রেণীর লোকের উত্তেজিত হইয়া তহলীল লুট করে। এই কারণে তথাকার মাজিষ্ট্রেট কাৰ্মাইকেল সাহেব ভদ্র অধিৰাসিবৃন্দের প্রতি দোষারোপ করায়, তাহারাও বিবাদী হইয়া উঠে, ক্রমেই নগর মধ্যে রক্তপাত ও অনাচায় প্রভৃতি বীভৎস ব্যাপার সংঘটিত হইতে থাকে। কাৰ্মাইকেল সাহেব উপায়ান্তর না দেখিয় নৈনিতালে পলায়ন করিলেন । ১৮৫৮ খৃঃ অব্দে বিদ্রোহ-শাস্তি ও ইংরাজাধিকার পুনঃ স্থাপনের পূৰ্ব্বে পিলিভিৎ উপবিভাগ পরস্পরবিরোধী জমিদারগণের ক্রীড়াস্থল হইয়াছিল। অষণ কল্পসংগ্রহ ও লুণ্ঠন তাছাদের একমাত্র কৰ্ম্ম ছিল। এই লম্বন্ধে বিষম খোলযোগ দেখিয়া নগরবাসিগণ হাফিজ রহমতের