পর্তুগীজ নগর লুট করিয়া অধিবাসীদিগকে ৰন্দী করিয়া আনিত । তাছাদের অত্যাচারে পূর্ববঙ্গ ও নিমবঙ্গ উৎসল্প যাইতে বসিয়াছিল। ইহাদের সঙ্গে আরাকানী বা মগের অসিয়া লুটপাট কল্পিত, সেই জন্তই নিম্নবঙ্গের বহুস্থান মগের উৎপাতে লোকশূন্ত হইয়াছে এবং মগ কর্তৃক জনশূঙ্ক বলিয়া আজও পরিচিত । মগরাজ ঐ সকল বৃত্ত পর্তুগীজদিগের আশ্রয়দাতা ছিলেন বলিয়া, বঙ্গের মোগল সুবাদার সায়েস্ত খ মগরাজকে দমন করিবার আয়োজন করেন ; কিন্তু তিনি জানিতেন যে, মগরাজকে দমন করিতে হইলে, পর্তুগীজদিগের সাহায্য প্রয়োজন। সেই জন্ত তিনি চট্টগ্রামবাসী পর্তুগীজ দস্থ্যদিগকে বলিয়া পাঠাইলেন, সুবাদার শীঘ্রই চট্টগ্রাম আক্রমণ করিবেন, এখন তিনি তাহাদিগকে র্তাহার কার্ষ্যে নিযুক্ত করিতে ইচ্ছা করেন । যে র্তাহার সহিত মিলিত হইবে, তিনি তাহার বসবাসের জন্য বাঙ্গালায় বিশেষ সুবিধা করিয়া দিবেন ; কিন্তু যে র্তাহার কথায় অসম্মত হইবে, তিনি তাহাদিগকে বিশেষ শাস্তি দিবেন। পর্তুগীজেরাও ভাবিল, প্রবল মোগগসৈন্যের বিরুদ্ধে তাহারা আর কতক্ষণ যুঝিবে এবং এখন সুবাদারের আশ্রয় লইলে বাঙ্গালীয় তাহীদের 'অনেক সুবিধা হইতে পারবে। ক্রমে পৰ্ব্ব গ্রীজের আসিয়৷ সায়েস্ত৷ খfর সহিত মিলিত হইল । তাহীদের সাহায্যে মোগল-সেনাপতি আরাকানীদিগকে পরাজয় করিয়া শণদ্বীপ অধিকার করিলেন। মগের নিতাস্ত ভীত হইয়া চট্টগ্রামে পলাইয় গেল'; সায়েস্ত৷ খ পর্তুগীজদিগের বাসের জন্ত ঢাকার নিকটবৰ্ত্তী খানিকটা জমি প্রদান করিলেন। সেই স্থান এখন "ফিরিঙ্গীবাজার’ নামে খ্যাত । [ চট্টগ্রাম, নোয়াখালি প্রভৃতি শব্দে পর্ব গীজদিগের বাঙ্গালার নিকটবর্তী স্থানে দস্থ্যতার পরিচয় বিবৃত হইয়াছে। তত্ত্ব শব্দ দ্রষ্টব্য । ] শিবাজির অভু্যদয়ে যেমন মোগলের বিচলিত হইয়াছিলেন, পর্তুগীজেরাও সেইরূপ ভীত হন। ১৬৭০ খৃষ্টাব্যে দমন নগরে সর্বপ্রথম মরাঠা ও পর্তুগীজদিগের মধ্যে নৌযুদ্ধ ঘটে। মরাঠারা কতকগুলি পর্তুগীজ জাহাজ অধিকার করে । তাহার প্রতিশোধ লইবার জন্য পর্তুগীজেরাও শিবাজির ১২ খানি জাহাজ লুট করিয়া বসাই নামক স্থানে পলাই আসে। ইহাতে শিবাজি পর্তুগীজদিগকে ভারত হইতে বিদূরিত করিবার সঙ্কল্প করিয়াছিলেন। ১৬৭২ খৃষ্টাব্দে মোগলদিগের নিকট হইতে কোঙ্কণ অধিকারের পর শিবাজি পর্তুগীজদিগের নিকট হইতে চেথ ও সরদেশমুখী আদায় করিবার জন্য সৈন্য প্রেরণ করেন । পর্তুগীজের কর দিতে বাধ্য হন। [ 88 J পর্তুগীজ পৰ্ত্ত গীজ-গবর্মেন্টের অবস্থা দিন দিন শোচনীয় হইয় পড়িতে ছিল। কিরূপে যে পর্তুগীজগণ আবার লুপ্তগৌরব উদ্ধার করিবেন, পর্তুগীজগবর্ণর তজ্জগু চেষ্টায় ক্রট করেন নাই, কিন্তু রাজকোষে তেমন অর্থ নাই, তেমন লোক বল নাই, অথচ যত বিলাসী অর্থপিশাচ পর্তুগীজ গবর্মেন্টকে ঘেরিয়া রহিয়াছে, এ অবস্থায় কি হইতে পারে । কিন্তু যেমন নিৰ্ব্বাণোন্মুখ দীপ একবার প্রভাবিষ্কার করিয়৷ একবারে নিৰ্ব্বাপিত হয়, পর্তুগীজদিগের ভাগ্যে সেই দিন আসিল। ১৬৭৮ খৃষ্টাব্দে ১৫ই ডিসেম্বর কানাড়ায় রাজার সহিত পর্তুগীজদিগের সন্ধি স্থাপিত হয়। এই রাজার অর্থাছকুলে পর্তুগীজের মঙ্গলুরে কুঠী নিৰ্ম্মাণ করিলেন এবং মিরাজ, চান্দোল, ভাটুকল ও কল্যাণে কাথলিক গির্জা নিৰ্ম্মাণের অধিকার পাইলেন । ইহার পর ১৬৮২ খৃষ্টাব্দে পর্তুগীজের অঙ্গদ্বীপ অধিকার করিয়া লইলেন। ইহার পরই শিবাজির পুত্ৰ শস্তাজি চেউল আক্রমণ করিলেন । মহারাষ্ট্রদিগের অত্যাচার প্রসিদ্ধ হইলেও এই সময়ে পর্তুগীজের শত শত ব্ৰহ্মহত্যা ও মন্দির ধ্বংস করিয়া যেরূপ পৈশাচিক কাও করিয়াছিল, সভ্যঞ্জাতির ইতিহাসে তাহার উপমা নাই। চেউলে সুবিধা হইল না দেখিয়া শম্ভাজি বসাই ও দমনের মধ্যবর্তী সমুদায় স্থান আক্রমণ ও ধ্বংস করিলেন । এই সময় পর্তুগীজ-রাজপ্রতিনিধি সন্ধির প্রস্তাব করিলেন, কিন্তু শস্তাজি পাচ কোটি পাগোড় চাহিয়া বসিলেন । ১৭১২ খৃষ্টাব্দে কানাড়ার রাজা সন্ধিভঙ্গ করেন। তাহাতে ভাস্কে ফর্ণান্দিজ গিয়া বার্শিলোর, কল্যাণপুর, মঙ্গলুর, কোমত, গোকর্ণ ও মিরাজ আক্রমণ করিয়াছিলেন । ১৭১৭ খৃষ্টাব্দে ৫ • ০ মহারাষ্ট্র-অশ্বারোহী শালসেট দ্বীপে গিয়া পর্তুগীজদিগের যথাসৰ্ব্বস্ব লুটিয়া আনে। ইহার পর বর্ষে দম্পতি অঙ্গিয়ার সহিত অঞ্চদ্বীপের নিকট বিবাদ উপস্থিত হয় । এই সময়ে আসিরগড় ও রামনগরের রাজা দমন আক্রমণ করিয়া বহুসংখ্যক গো ও কৃষকদিগকে বন্দী করিয়া লইয়া যান । পর্তুগীজ-মরাঠাদিগের বিবাদ ক্রমেই গুরুতর হইয়া উঠিল। কদলের সরদেশাই পৰ্তুগীজদিগের বহু বাণিজ্যপোত লুট ও অধিকার করিলেন। পণ্ডার হর্গ তাহার অধিকারভুক্ত হইয়াছিল। শেষে পণ্ডারাজ পর্তুগীজদিগের সহিত মিলিত হইয়া দুর্গ উদ্ধার করেন । २१२४ शृष्ठेदिक cश्रृं*था कमीकिँक श्रांक्लभ५ करग्रन । ५हे সঙ্গে পর্তুগীজদিগের সহিত কএকট ক্ষুত্র যুদ্ধ হইয়াছিল । ১৭৩০ খৃষ্টাব্দে মরাঠা-সৈন্ত বসাই অধিকার করিল । বসাইযুদ্ধে বহুসংখ্যক পর্তুগীজ নিহত বা বন্দী হইয়াছিল। ইহারই
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।