পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুন্নাগ উত্তর-দোয়াববাসী পুর্নীয়গণ বর গুজর, চৌহান, গহলোৎ, কাঠিয়, তোমর, ছোকর এবং ভটি রাজপুতের ধরে কস্তাদান করে। পক্ষাস্তুয়ে তাহার। উপরি উক্ত সপ্তম্বর ব্যতীত বৈজবংশীয় রাজপুতগৃহের কন্যা গ্রহণ করিয়া থাকে। উত্তরপশ্চিম প্রদেশে প্রায় ৫৬ হাজার পুর্নীর রাজপুতেয় ৰাস আছে, ७ग्रtषा थांद्र २१ होछांग्न हेन्गाम शtईब्र श्राथश &श्१ করিয়াছে। পুন্তী, পঞ্জাব প্রদেশের কর্ণাল জেলার অন্তর্গত একটা নগর। 多 পুণ্ডক তলts নামক বিস্তীর্ণ পুষ্করিণীতীরে অবস্থিত। অক্ষা” ২৯° ৪e ৩০% উঃ এবং দ্রাঘি” ৭৬° ৩৮' ১৫' পূঃ । ইহার চতুর্দিকে মুক্তিকাপ্রাচীর ও চারিট প্রবেশদ্বার বিদ্যমান আছে। মিউনিসিপালটার অধীনে থাকায় নগরট পরিষ্কার পরিচ্ছন্ন। কএকটা সুবৃহৎ অট্টালিকা ও সরাই নগরের শোভা বৰ্দ্ধন করিতেছে । পুঃ গাম, বিশাখপত্তন জেলার নবরঙ্গপুর তালুকের অন্তর্গত একটি নগর। জয়পুর হইতে ৯ মাইল উত্তরে অবস্থিত। গঙ্গবংশীয় রাজগণের নিৰ্ম্মিত একটা প্রাচীন মন্দির ও প্রস্তরে বাধান পুষ্করিণী বিদ্যমান আছে। পুন্নাগ (পুং) পুমান নাগইব শ্রেষ্ঠত্বাং ! স্বনামখ্যাত বৃহৎ পুষ্প 3*fic") I ( Calophyllun inophyllum or Alexandrian Laurel) bfoo oat; “its, otorso I foolমুলতালচম্পক । মহারাষ্ট্র—পুল্লাগ । কলিঙ্গ—স্বল্পহোরের ভেড় । তৈলঙ্গ—মুরপোল্লচেট, । তামিল—পিন্নয় । উৎকল—পুনাং । বম্বে—উদি। সংস্কৃত পৰ্য্যায়—পুরুষ, তুঙ্গ, কেশর, দেববল্লভ, কুম্ভীক, রক্তকেশর, পুল্লামন, পাটলক্রম, রক্তপুষ্প, রক্তরেণু, অরুণ। ইহার পুষ্পগুণ—মধুর, শীতল, সুগন্ধি, পিত্তনাশক, অতিশয় দ্রাবক ও দেবতাপ্রসাদন । ( রাজব”) কষায়, কফ ও রক্তনাশক । ইহার গাত্রে ছালের উপর আঘাত করিলে ধুনার স্থায় এক প্রকার কাল আট নির্গত হয়। কোথাও ८कांशा७ ७हे निर्युiांन नेरु९ छद्रनाङ ७ क5ट । हेशट्ठ একরূপ সুন্দর গন্ধ পাওয়া যায় । পরিষ্কৃত মুরাসারে দ্রব হয় । FK fettS IfEtto SfortzfEtzt fo (Tacamahaca gnm of commerce) নামে খ্যাত। বোর্বে দ্বীপে ইহার শিকড় হইতেও গদ বাহির করা হয় । हेहांद्र प्लेोप्लेक बैौछ श्हेरठ tठण गाँ७ब्र शाग्न । ॐशग्न বর্ণ কখন হরিতাভ জরদ, কখনও বা গাঢ় হরিদ্বর্ণ হইতে দেখা যায়। বীজের তারতম্যানুসারে তৈলের এই বর্ণবিপর্যায় খটিয়া থাকে। তৈল-লাভার্থ বৎসরে ভাদ্র ও মাঘমাসে দুইবার বীজসংগৃহীত হইয় থাকে। প্রায় শতকরা ৬° মৃণ তৈল [ ¢o8 ] পুন্নাথ


جابجایی جمجمواجه =

বীজ হইতে বাহির করা হয় । তৈলের গন্ধ নিতান্ত মন্দ নহে । বাঙ্গাল, বোম্বাই, ভিনোবলী, ত্রিবাস্কোড় ও মাত্রাজের স্থানে স্থানে এই তৈলে লোকে প্রদীপ জালিয়া থাকে। পূৰ্ব্বে এই তৈল ও বীজ সিংহল ও সিঙ্গাপুর প্রভৃতি দ্বীপে রপ্তানি হইত। কলিকাতায় এরওতৈলের প্রতিযোগিতা না করিলেও ব্রহ্মদেশে এই তৈল এরও অপেক্ষ চারিগুণ দামে বিক্রয় হইয়৷ থাকে । দক্ষিণভারতে ইহা অতি সস্তাদরে বিক্রীত হয়, কারণ রেড়ীর মত ইহাকে বিশেষ যত্নসহকারে পরিষ্কৃত করা হয় না। কুকসাহেব লিখিয়াছেন, জাহাজের মরিচা-নিবারণ জঙ্ক এই তৈল বিশেষ উপকারী, এতদ্ব্যতীত গেটে বাতাশ্রিত স্থানে মৰ্দ্দনেও বিশেষ ফল পাওয়া যায়। কিছুদিন একট পাত্রে তৈল রাখিয়া দিলে তলায় চব্বির ভায় দৃঢ় পদার্থ জমে। নারিকেল তৈলের ছায় অল্প ঠাও। (e •• ) পাইলেই উহা জমিয়া যায়। য়ুরোপে এই তৈল দোম্বা নামে প্রচলিত। ভারতের স্থানবিশেষেও উহা দোম্বা, পুনু বা পিয়ে নামে খ্যাত । তৈলপ্রস্তুতপ্রণালী ঠিক রেড়ীর মত। তৈল যেমন বাতরোগে উপকারী, বহুদিনস্থায়ী নালী খায়ে গদও সেইরূপ আশুফলপ্রদ। বৃক্ষগাত্রে আঘাতমাত্রেই অশ্রুবিন্দুর স্থায় যে তরল নিৰ্য্যাল নির্গত হয়, তাহ এবং ফল বমনকারক ও বিরেচক । গাছের আটায় পত্র ও ডাল মিলাইয়া জলে ডুবাইয়া দিলে যে তৈল ভাসিয়া উঠে, তাহ চক্ষুপ্রদাছে শাস্তিদায়ক । যবদ্বীপবাসিগণ ইহা মূত্ৰবৰ্দ্ধক ঔযধরূপে ব্যবহার করিয়া থাকে। পত্র জলে ভিজাইয়া চক্ষে দিলে জালা প্রশমিত হয় । গেটেবত ব্যতীত তৈলে খোস পাচড়া আরোগ্য হইতে দেখা যায় । ছাল ধারকতাগুণবিশিষ্ট, ইহা অভ্যন্তরিক রক্তস্রাবে ও ক্ষতরোগে উপকারী । কাচ। ছালের রস বিরেচক ও সেবনে অতিরিক্ত ভেদ হইয়া থাকে। কাঠের বর্ণ সিন্দূরে লাল । জাহাজের মস্তিল, রেললাইনের শ্লিপার কাঠ, গৃহব্যবহার্য্য দ্রব্যাদি এবং জাহাজ, নৌকা প্রভৃতি নিৰ্ম্মাণে ইহা ব্যবহৃত হয় । ভারতের সমুদ্রোপকূলবর্তী স্থানে ইহার চাষ হয় । শুদ্ধ তৈলের জন্ত নহে, ইছার ফুলে ও বেশ বাহার অাছে । উড়িষ্যা, দক্ষিণভারত, সিংহল, ব্রহ্ম, আন্দামান প্রভৃতি স্থানে আপনি জন্মিতে দেখা যায় । মালয়, অষ্ট্রেলিয়া, পোলিনেসিয়া ও পূর্ব আফ্রিকার লইয়। ইহার চাষ করা হইয়াছে। সমুদ্রোপকূলবর্তী বালুকাময় বেলাভূমে যেখানে কোনরূপ উদ্ভিদের চাষ অসম্ভব, সেইখানে পুল্লাগই ফল পুষ্পफूबिऊ इहल्ला दिब्रांछ कब्रिप्ठरछ । ২ সিতোৎপল। ৩ জাতিফল। ৪ পাণ্ডুনাগ । ৫ নয়শ্রেষ্ঠ, পুরুষশ্রেষ্ঠ, নগশক্ষা পুরুষের শ্রেষ্ঠার্থবাচক । ( মেদিনী )