সহযোগী কারারুদ্ধ ও নিষ্ঠ রূপে যন্ত্রণাপ্রাপ্ত হইয়াছিল। ১৪৭১ খৃষ্টাব্দে পলের মৃত্যু হয় । পল, ৩য়, ইহার আসল নাম আলেকসান্দর ফার্লিজ। ১৫৩৪ খৃষ্টাব্দে ক্লেমেণ্টের পর ইনি পোপলিংহাসনে অধিষ্ঠিত হন। ইনি ধৰ্ম্মরাজ্যের রশ্মি আকর্ষণ করিলে ট্রেন্টের সভা আহুত হয়। ইনি দণ্ডবিধাতৃদল স্থাপন, জেসুইট সম্প্রদায়ের প্রতিষ্ঠ, ৫ম চার্লসের ধৰ্ম্মবরোধ উন্মোচন ও ইংলণ্ডরাজ ৮ম হেনরির বিরুদ্ধচারী হইয়া বিশেষ দক্ষত দেখাইয়া ছিলেন। পল, ৪র্থ (জন পিটার কারাফ) ১৫৫৫ খৃষ্টাৰে অশীতি বর্ষবয়সে পোপপদে আসীন হইয়া ইনি রাণী এলিজাবেথের ইংলও সিংহাসন প্রাপ্তি অস্বীকার করেন এবং বলেন, অবৈধ কল্প। বলিয়া এলিজাবেথ সিংহাসনে অধিকারিণী হইতে পারেন না, কারণ ইংলণ্ড পোপের জায়গীর মাত্র । ১৫৫৯ খৃষ্টাব্দে তিনি বিধৰ্ম্মীদিগের বিরুদ্ধে অনুজ্ঞা প্রচার করেন। উক্ত বৎসরে ईशब्र शृङ्क श्ञ । পল, ৫ম, (কামিলে বর্বিজ) ১৬০৬ খৃষ্টাব্দে একাদশ লিওর মৃত্যু হইলে তিনি পোপপদ প্রাপ্ত হন। ভিনিসের সেনেট সভার সহিত বিবাদ করিয়া তিনি উক্ত সভাকে ধৰ্ম্মাধিকার চু্যত বলিয়া ঘোষণা করেন। অতঃপর প্রজাতন্ত্রের বিরোধী হইয়া 'उिनि সৈন্তসংগ্ৰহ করিলে ১৬০৭ খৃষ্টাব্দে সম্রাট ও অন্তান্ত রাজগণের মধ্যস্থতায় যুরোপেও শাস্তি স্থাপিত হয়। তাহারই উদ্যোগে রোমনগর নানাপ্রকার ভাস্কর কার্য খোদিত পুত্তলিকা, চিত্ৰপট ও জলপ্রণালী সুশোভিত হইয়াছিল। তাহ হইতেই ইতালির ধনবান বাৰ্বিজবংশের প্রতিষ্ঠা হয়। ১৬২১ খৃষ্টাব্দে তাহার মৃত্যু ঘটে। পল, ১ম, রুষ সম্রাট, ৩য় পিটারের পুত্র ও রাণী কাথারিণের গর্ভজাত। ১৭৭৪ খৃষ্টাব্দে তিনি হেসি-ডারম্প্লডের ভূম্যধিপতির কন্ত। উইলহেলমিনাকে বিবাহ করেন । ১৭৭৬ খৃষ্টাব্দে উইলহেলমিনার মৃত্যু হইলে, পল পুনরায় প্রসিয়ারাজপরিবারভুক্ত উটেশ্বাৰ্গ রাজপুত্রীকে বিবাহ করেন। ১৭৯৬ খৃষ্টাব্দে মাতা ২য় কাথারিণের মৃত্যু হইলে তিনি সম্রাটুপদে অভিষিক্ত হম। রাজপদ পাইয় প্রথম তিনি কস্কিউস্কে, নিম্স্বিগ্ প্রভৃতিকে কারামুক্তি দেন। ১৭৯৯ খৃষ্টাব্দে তিনি অষ্টিয়ারাজের সহিত মিলিত হইয় ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধযাত্র করেন। পরে ইতালী আক্রমণের জন্ত সৈন্ত পাঠাইয়া পুনরায় তাহাদিগকে ফিরাইয়া আনেন। অতঃপর স্বরাজ্যবাসী ইংরাজদিগের যথাসৰ্ব্বস্ব কড়িয়া লইলেন। ক্রমে তিনি আপন প্রজাগণের উপর অত্যাচর আরান্ত করিলেন। লর্ড নেলসন কর্তৃক দিনেমার দল কোপেনহেগেনে পরাস্ত হইলে, রাজকৰ্ম্মচারিগণ সম্রাটের [ ৬৬ ] পলখেরা -- ---- আরচণে চটিয়া উঠিলেন। তাহারা জানিতেন সম্রাটু উক্ত কার্ধ্যে লিপ্ত ছিলেন। তাহারা ষড়যন্ত্র করিয়া নিশীথ সময়ে সম্রাটের গৃহমধ্যে প্রবেশ করিয়া তাহাকে সিংহাসন পরিত্যাগের জম্ভ পত্রে স্বাক্ষর করিতে বলেন । সম্রাট তাহদের প্রস্তাবে অস্বীকৃত হইলে পরস্পরে হাতাহাতি চলিতে লাগিল, অবশেষে রাজ। হীনবল হইয়া আসিলে তাহার রাজার গল টিপিয়া মারিয়া ফেলিলেন। তাহার মৃত্যুতে নগরবাসিগণ বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছিল। জন্ম ১৭৫৪, মৃত্যু ১৮০১ । পল সেন্ট ( মহাত্মা), জেণ্টাইলবাদী খৃষ্ট-প্রেরিত একজন মহাপুরুষ । ইহার পুৰ্ব্ব নাম ছিল সল। ইনি য়িহুদী পিতামাতার গর্ভজাত, গমলিএলের শিষ্য। ফরাসিস্দিগের বিদ্যালয়ে ইনি শিক্ষালাভ করেন। বিশেষ আগ্রহে খৃষ্টধৰ্ম্মের অমুসরণ করিয়া ছিলেন। ৩৪ খৃষ্টাব্দে যখন খৃষ্টধৰ্ম্মের জন্য ষ্টিফেন আত্মোৎসর্গ করেন, তখন পল তথায় উপস্থিত ছিলেন। সানুহেড্রিম কর্তৃক খৃষ্টান নিগ্রহে ডামাস্কাস নগরে প্রেরিত হইলে পথিমধ্যে পল খৃষ্টানদিগের ত্রাণকৰ্ত্তার সাক্ষাৎ পান। তাছার প্রেমে বিহবল হইয়া পল তাহার শিষ্যরূপে ডামাস্কাস নগরে প্রবেশ করেন । এখানকার ধৰ্ম্মমন্দিরে ইনি মহাত্মা পল নামে গৃহীত হইলেন। ইহার অব্যবহিত পরেই পল খৃষ্টধৰ্ম্ম প্রচারে আত্মজীবন উৎসর্গ করিয়া 'এপসল (খৃষ্টভক্ত) আখ্যা লাভ করিলেন। ইহার উন্মাদকর বক্ততায় ফেলিক্স কম্পিত হইয়াছিল, আথেন্সবাদী দিওনিস ইহার মত গ্রহণ করিয়াছিলেন । ৬৬ খৃষ্টাব্দে রোমনগরে সেণ্ট পলের মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন হইয়াছিল । ২ দক্ষিণ আমেরিকার ব্ৰেজিল প্রদেশের অন্তর্গত একটা নগর । সমুদ্রতীর হইতে ১৮ ক্রোশ এবং রাইও জেনিরো হইতে ১৫ ক্রোশ দূরে অবস্থিত। এখানে বাণিজ্যের বিশেষ উন্নতি দেখা যায়। গৃহাদি সমস্তই যুক্তিকানিৰ্ম্মিত । পলক (পুং ) পল স্বার্থে কন । পল শব্দার্থ ( দেশজ ) ২ চক্ষের পাতা । ৩ চক্ষের পাতা যে সময়ে পড়ে, তৎপরিমিতকাল । পলক্য (স্ত্রী ) পলকং মাংসং তদ্ভুদ্ধয়ে হিতং পলক-যৎ, স্ক্রিয়াং টাপ্ত। পালঙ্কাশাক, চলিত পালম্শাক । ( রাজনি” ) পলক্ষ (পুং ) বলক্ষ, পুষোদরাদিত্বাং সাধু। ১ শ্বেতবর্ণ। (ত্রি ) ২ শ্বেতবর্ণযুক্ত । ( শুক্লযজু ২৪৪ ) * পলক্ষার (পুং ) পলস্য মাংসস্ত ক্ষার ইব উৎপাদকত্বাৎ । শোণিত, রক্ত। মাংস ভক্ষণ করিলে উহা পরিপাক হইয়। রক্ত হয়, এই জন্য পলক্ষার শব্দে রক্ত বুঝায়। (ত্রিকা” ) পলখের, মধ্যপ্রদেশের কান্দারা জেলার অন্তর্গত একটা জমিদারী সম্পত্তি। ভূমির পরিমাণ ৩৯ বর্গ মাইল। এখানে
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।