পল্লব-রাজবংশ [ b"> ] পল্লব-রাজবংশ এই সময়ে পল্লবের দাক্ষিণাত্যের পশ্চিম-উপকূলে প্রবল হইয়া উঠিতেছিল । মহাবংশ হইতে জানা যায় যে, ( ১৫৭ श्रृंडे एक’) পল্লবরাজ কর্তৃক বহুসংখ্যক বৌদ্ধভিক্ষু সিংহলে প্রেরিত হইয়াছিলেন । কোন সময়ে পল্লবগণ অমরাবতী, বাদামী বা কাঞ্চীপুরের আধিপত্য লাভ করেন, তাহ জানা যায় নাই । পল্লবরাজগণের সময়ে যতগুলি শিলালিপি ও তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, তন্মধ্যে ডাক্তার বুর্ণেল সাহেবের মতে বিজয়স্কন্দবৰ্ম্মার রাজত্বকালে তাহার পুত্রবধূ বিজয়বুদ্ধবৰ্ম্মার পত্নীপ্রদত্ত তাম্রশাসনই সৰ্ব্বপ্রাচীন, প্রায় খৃষ্টীয় চতুর্থশতাব্দীতে এই শাসন উৎকীর্ণ হয় ৭ কিন্তু আমাদের বিশ্বাস, বেল্লারী জেলার আবিষ্কৃত প্রাকৃত ভাষায় লিখিত শিবস্কনবিল্বার তাম্রশাসন তদপেক্ষ প্রাচীন । এই তাম্রশাসনের লিপি দেখিলে খৃষ্টীয় ৩য় শতাব্দীর লিপি বলিয়া বোধ হয় ॥৮ শিবস্কন্দবৰ্ম্ম কাঞ্চীপুরে রাজত্ব করিতেন । ইনি অগ্নিষ্টোম, বাজপেয় ও অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন ও মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন। শেষোক্ত দুইখানি তাম্রশাসনের প্রাকৃতভাষ দৃষ্টে বোধ হয়, কেবল বৌদ্ধদিগের প্রভাবে প্রাকৃতভাষা আদৃত হয় নাই। পূৰ্ব্বকালে ব্রাহ্মণদিগের মধ্যে ংস্কৃতভাষার প্রচলন থাকিলেও হিন্দুরাজগণের সভায় প্রাকৃতভাষা ব্যবহৃত হইত। উক্ত শিবস্কন্দবৰ্ম্মার সহিত অপরাপর পল্লবরাজগণের কি সম্পর্ক, তাহ জানা যায় নাই। গন্টর হইতে আবিষ্কৃত তাম্রশাসনে এক পল্লবরাজবংশের এই বংশাবলী পাওয়া যায়। ১ম স্কন্দবৰ্ম্ম৷ বীরবন্ম ২য় ਵੇ। | ১ম দিহা বিষ্ণুগোবর্ণ ৩য় স্বনাবস্ম। २झे ੋਵੇ। ਜਿ। প্রসিদ্ধ সম্রাটু সমুদ্রগুপ্তের শিলাস্তম্ভ লিপি হইতে জানা যায়, তিনি ‘কাঞ্চেয়ক’ বিষ্ণুগোপবৰ্ম্মাকে পরাজয় করিয়াছিলেনশ এরূপস্থলে কাঞ্চীপতি বিষ্ণুগোপ খৃষ্টীয় ৪র্থ শতাব্দীর লোক হইতেছেন। গুপ্তরাজবংশ দেখ ] সুতরাং বিষ্ণুগোপের প্রপিতামহ স্কন্দবৰ্ম্ম৷ খৃষ্টীয় ৩য় শতাব্দীর প্রথমভাগের লোক হইতেছেন। বিষ্ণুগোপ বৰ্ম্ম মহাবীর ছিলেন, ইনি অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন।১০ তৎপুত্র সিংহবৰ্ম্মাও নানাদেশ জয় করিয়া প্রভূত থ্যাতি অর্জন করেন। ৩য় স্কন্দবৰ্ম্মার পুত্ৰ নন্দিৰী নান যাগযজ্ঞকৃৎ ও ব্রাহ্মণাদি গুরুভক্ত ছিলেন বলিয়। পল্লবদিগের মধ্যে ‘ধৰ্ম্মমহারাজ’ নামে খ্যাত ছিলেন ॥১১ মামল্লপুরের গণেশমন্দিরে উৎকীর্ণ লিপিতে পল্লবরাজ (অত্যন্তকাম) নরসিংহের এবং শালুবন্ধুপ্লমের অতিরণচণ্ডেশ্বরের মন্দিরে উৎকীর্ণ শিলালিপিতে পল্লবরাজ অতিরণচণ্ডের নাম খোদিত আছে। তদ্ব্যতীত কাঞ্চিপুরের কৈলাসনাথস্বামীর মন্দিরের শিলালিপিসমূহ হইতে এইরূপ একটী রাজবংশের उiर्छिाकृi श्रीt७ग्रi गांग्र--- রাজা উগ্ৰদণ্ড বা লোকাদিত্য । (ইনি চালুক্যরাজ রণরসিক ( রণরাগকে ) যুদ্ধে পরাস্ত করেন। | রাজসিংহ বা সিংহবিষ্ণু* নরসিংহবিষ্ণু ও নরসিংহ পোতবৰ্ম্মণ ( ইনি अथाबाएर বিবাহ করেন । ) + মহেন্দ্ৰ বৰ্ম্মী-১ম নন্দীবৰ্ম্মার উৎকীর্ণ লিপি হইতে আমরা আরও একটা সম্পূর্ণ বংশাবলী দেখিতে পাই। উক্ত লিপিতে সিংহবিষ্ণুর পর রাজা মহেন্দ্ৰবৰ্ম্ম ১ম, পল্লব সিংহাসনু অধিকার করেন। + মহেন্দ্ৰ বৰ্ম্ম-১ম, নরসিংহ বৰ্ম্ম-১ম, ( ইনি চালুক্যরাজ পুলোকেশীকে পরাস্ত করিয়া বাতাপি নগর ধ্বংস করেন । ) | মহেন্দ্ৰবৰ্ম্ম-২য়, | পরমেশ্বরবর্ম-১ম, (ইনি চালুক্যরাজ বিক্রমাদিত্য ১মকে পরাজিত করেন ) নরসিংহবৰ্ম্ম-২য়, পরমেশ্বর বর্ম-২য়, | নন্দীবৰ্ম্ম পল্লবমল্ল নন্দীবৰ্ম্ম কৈলাসনাথ মন্দিরের চারিদিকে নিত্যবিনীতেশ্বর, রাজ . (4) Dr. Burnell's South Indian Palaiography. (v) Epigraphica Indica Vol. I. plates I-III. (») Dr. Fleet's Inscriptionum ludicarum Vol. III. P. T. XI - Հ ծ (x-) Indian Antiquary, Vol. V. p. 50. (SS) Mr. Foulkes' Salem District manuel, Vol. 1. p. 3.
- দক্ষিণ অtঙ্কট জেলার বিলুপুরম তালুকের অন্তর্গত পলমলই পৰ্ব্বণ্ডের গুহ্যমন্দিরের উৎকীর্ণ শিলালিপিতে উtহার বিরুদ রণজয় লিখিত লttছ ।
"রাজসিংহে স্নণজয়ঃ শ্ৰীভয়শ্চিত্রকাশ্ম কং | একীয়শ্চিরম্পতু শিবচূড়ামণিমহীম "