পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

است. به دهم কুমারসম্ভব [ २8० j কুমারসেন তখন তোমাদের তুর্দশার শেষ হইবে । তদনুসারে দেবতার উদ্যোগী হইয়া হরগেীরীর পরিণয় সম্পাদন করিলে কার্কিকেরের জন্ম হয় । অন স্তর তিনি দেবসৈন্ত-সমভিব্যাহারে সমরে অবতীর্ণ হইয়া বৃত্তি তারকাসুরের প্রাণ সংহার করেন । কুমারসন্তবে এই বৃত্তান্ত সবিস্তর বর্ণিত হইয়াছে । কুমারসম্ভব সপ্তদশসর্গে বিভক্ত। তন্মধ্যে প্রথম সাতসর্গেরই এই দেশে অনুশীলন আছে, ( দাক্ষিণাত্যে অষ্টমসর্গযুক্ত পুথি পাওয়া গিয়াছে, ) অবশিষ্ট দশসর্গ একবারে 'ম প্রচলিত । এই দশসর্গ কালিদাসের অলৌকিককবিত্বশক্তিব সম্পূর্ণ লক্ষণা ক্রা স্থ হইয়া ও যে এইরূপ তা প্ৰ. চলিত আছে, তাহার কারণ এই বোধ হয়, অষ্টমসর্গে চব গেীরীর বিহার বর্ণনা আছে, তাহাও অত্যস্ত অশ্লীল, সীমান্স-নায়ক নায়িকার স্যায় বর্ণিত হইয়াছে । নবমে হরগেীরীর কৈলাশ গমন ও দশমে কাষ্টিকেয়ের জন্মবৃত্তাস্তু বর্ণিত আছে। এই চুই সর্গেও হরগৌরী ঘটিত অনেক অশ্লীল বর্ণনা দেখিতে পাওয়া যায়। ভারতবর্ষীয় লোকেরা হরগৌরীকে, জগৎপিতা ও জগন্মাতা মনে করেন, জগৎপিতা ও জগন্মাত সংক্রাস্ত অশ্লীল বর্ণনা পাঠ করা একান্ত অনুচিত মনে কfরয় কুমারসম্ভবের শেষ দশ সর্গের অনুশীলন রহিত হইয়াছে । আলঙ্কারিকেরাও হরগেীরীর বিহার বর্ণনাকে অত্যন্ত অসুচিত বলিয়া নির্দেশ করিয়াছেন । একাদশ অবধি সপ্তদশ পর্য্যন্ত সাতসর্গে কাৰ্ত্তিকেয়ের বাল্যলীলা, । সৈনাপত্য গ্রহণ, তারকাসুরের সহিত সংগ্রাম ও তার কা স্বরের নিপাত এই সমস্ত বৃত্তাস্ত বর্ণিত হইয়াছে। এই সাত সর্গে অশ্লীল বর্ণনার লেশমাত্র ৪ নাই । কিন্তু অষ্টম-নবম ও দশম এই তিন সর্গের দোষেই বোধ হয় অপ্রচলিত হইয়াছে । কিংবদন্তী আছে, এক কুম্ভকার কালিদাসের পরম মিত্র ছিলেন। কালিদাস, কুমারসম্ভব রচনা করিয়া ঐ কুম্ভকার মিত্রকে দেখাইতে লইয়া যান। কুম্ভকার পাঠ করিয়া সন্মুখবর্তী কাচা সরার উপরে রাখিয়া দেন । তাহাতে কালিদাস মনে করিলেন, এই গ্রন্থ কাঁচা হইয়াছে, তিনি তৎক্ষণাৎ ঐ পুস্তক হস্তে করিয়া খণ্ড খণ্ড করিয়া ছিড়িয়া ফেলিলেন । কুস্তকায় দেখিয়া সাতিশয় সঙ্কুচিত হইলেন এবং অনেক চেষ্টা করিয়া সাতসৰ্গ মাত্র সঙ্কলন করিতে পারূিলেন । জধশিষ্ট দশসর্গ বিলুপ্ত হইল। এই কিংবদন্তী অমূলক । কুমারসম্ভবের শেষভাগ, এই দেশে পাওয়া যায় না । বtঙ্গালাদেশে কুমারসম্ভবের অন্যবিধ শেষভাগ আছে, তাহা 'प्लिप्ग यीड़ि श्ब्र ८६, उँइ कालिब्रारणङ्ग ब्रज्रि भएश्, एकॉन जांधूमिक कवि ब्रक्रमा कब्रिब्रां८इन । কুমারসম্ভবে যে বৃত্তান্ত বর্ণিত হইয়াছে, শিবপুরাণেও তাহা দেখিতে পাওয়া যায় । এই চুই গ্রন্থের ইতিবৃত্ত্বের যেরূপ ঐক্য আছে, অনেক শ্লোকেরও সেইরূপ ঐক্য আছে ( শিবমহাপুরাণ জ্ঞানসংহিতা ১৯—১৯ অধ্যায় এবং শিবউপপুরাণ উত্তরখণ্ড দ্রষ্টব্য । ) যোগবশিষ্ঠের কোন কোন শ্লোকের সহিত ও ঐক্য দেথা যায়— “* * অাকাশভবা সরস্বতী । শফরাং হ্ৰদশো যবিহব লাং প্রথমাবৃষ্টিরিবাম্বকল্পয়ং ” কুমার ৪৩৯, যোগবাশিষ্ঠ ৫।৩১ । কুমারসম্ভবের প্রথম সপ্ত অধ্যায়ের অনেকগুলি টীকা আছে, তন্মধ্যে এই কয়থানি প্রধান— ১ শ্ৰীকৃষ্ণপতিশৰ্ম্ম বিরচিত “অস্বয়লাপিকা,” (এই টীকায় পুৰ্ব্ববর্তী জগদ্ধর ও দিবাকরের টাকায় উদ্ধৃত হইয়াছে। ২, গোপালনন্দকৃত সারাবলী । ৩, গোবিন্দ রামকৃত ধীর-রঞ্জনিক । ৪, চরিত্র বন্ধনরচিত শিশু-হিতৈর্ষিণী । ৫, জিনভদ্রস্থরিকৃত বাল-বোধিনী । ৬, ভরতমল্লিক রচিত সুবোধ । ৭, ভীষ্মমিশ্র-মৈথিল-রচিত সরলা । ৮. মল্লিনাথবিরচিত সঞ্জীবনী । ৯. মুনি মণিরত্নকৃত অবছুরি । ১•, রঘুপতিকৃত ব্যাখ্যাসুধী । ১১, বিন্ধেশ্বরী-প্রসাদকৃত কথস্কৃতিক । ১২, ব্যাসবংসকৃত শিশু হিতৈষিণী । ১৩, হরিচরণদাসকৃত দেবসেন । এতদ্ভিন্ন নরহরি, নারায়ণ, প্রভাকর, বৃহস্পতি, বল্লভদেব প্রভৃতি বিরচিত কুমারসম্ভবের টীকা পাওয়া যায় । কুমারসম্ভবের অমুকরণে জৈনচাৰ্য্য জয়শেখর হুরি ‘কুমারসম্ভব’ নামে একখানি কাব্য রচনা করেন, তাহাতে প্রথম জৈন-তীর্থঙ্কর ঋষভদেবের লীলা বর্ণিত আছে, এই কাব্যথানির বর্ণনা-ঠিক কালিদাসের কুমারসম্ভবের ন্যায়। চোকগ্নকবি তঞ্জোররাজ শরভোজীর পরিতুষ্টর জন্ত কুমারসম্ভবচস্প' নামে একখানি চম্পূকাব্য রচনা করেন । কুমারস্ (পুং) কুমারং হতে, কুমার হুপি কাৰ্ত্তিকেয়ের পিতা, অগ্নি। ( স্ত্রী ) ২ কাৰ্ত্তিকেয়ের মাতা, দুর্গ । ৩ গঙ্গল । কুমারসেন (পুং) উত্তরভারতের শতক্ৰ-নদীর পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য । ইহায় উত্তর-পশ্চিমে শতক্ৰ, পূৰ্ব্বে বসাহিয়, ও দক্ষিণপশ্চিমে ভিরজী । ইহার প্রধান নগর