t $38 J কালিয়াবয় বৈষ্ণরগণ অধিকাংশই হাড়িমুচি প্রভৃত্তি নীচজাতীয়। ইহার ভেক লর, ডোর কেীপীন ধারণ করে জথচ গৃহেও থাকে। বিবাহ আদি স্বজাতির মধ্যেই হয়। এই সম্প্রদায় হাড়ি মুচি প্রভৃতি নীচজাতীয় লোকের দীক্ষাগুরু, ইহার শব দাহ না করিয়া মৃত্তিকার প্রোথিত করিয়া থাকে। নয় দিবস অশোঁচ গ্রহণ করিয়া দশম দিবসে শ্ৰাদ্ধ করিয়া শুদ্ধ হয়। ইহাদের পৃথক পৃথৰু মঠ আছে। পৃথক্ মঠে পৃথক মহাস্তের পৃথক পৃথক্ শিষ্যদল থাকে। কালিন্দী-বঙ্গদেশের অন্তর্গত খুলম জেলার মধ্যে যে নদী যমুনা নামে প্রবাহিত, ইহা তাহার একটা শাখা নদী। বসন্তপুরের নিকট যমুনা হইতে স্বতন্ত্র হইয়া সুন্দরবনে রায়মঙ্গল নামক স্থানে পতিত হইয়াছে । বসন্তপুরের ৩ ক্রোশ দক্ষিণে কালিনীর খাড়ি কালিগাছি ও আঠারবাক নদীর সহিত মিলিত হইয়া বিদ্যাধরী নামক নদীতে পড়িয়াছে । কালিন্দী সুগভীর । কলিকাতা হইতে বড় বড় নৌকা এই নদীপথে পূৰ্ব্বাভিমুখে গমন করে । কালিন্দী কর্ষণ (পুং ) কালিন্দীং কর্ষতি, কালিন্দী কৃষ-কর্তরি লু। যদ্ব কর্ষতীতি কর্ষণঃ, কালিল্যাঃ কর্ষণঃ, ৬তং । বলদেব । বলদেবের কালিনীকর্ষণকথা হরিবংশে এইরূপ লিখিত আছে, “কোন সময়ে বলদেব স্নান করিবার জন্ত যমুনানদীকে জাহান করেন, কিন্তু যমুনা স্ত্রীস্বভাব সুলভ ভীরতাবশতঃ তাহার সমীপে উপস্থিত হইল না। বলদেব যমুনার এইরূপ ব্যবহারে নিতান্ত ক্রুদ্ধ হইয়া, স্বীয় অস্ত্র লাঙ্গলদ্বারা যমুনাকে আকর্ষণ করিয়া বৃন্দাবনে আনয়ন করিয়াছিলেন ।” (হরিবংশ ১০২ অ’ । ) কালিন্দীভেদন (পুং ) কালিন্দীং ভিনত্তি, কালিনী-ভিদ কর্তরি-লু, কালিন্দ্যা ভেদনো বা । বলরাম । (সঙ্কর্ষণ: লীরপাণিঃ কালিন্দীভেদনে বল । অমর । ) কালিদাস (স্ত্রী) কালিশী না হতে, কালিল হৰূিপ। যমুনার মাতা, সূৰ্য্যপত্নী সংজ্ঞা। কালিন্দীসোদর (পুং ) কালিল্যাং যমুনায়াঃ সোদর সহোদরঃ, ৬তৎ। ধম ৷ যম ও যমুনা স্বৰ্য্যপী সংজ্ঞার গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন । ( যমরাজঃ শ্ৰাদ্ধদেবঃ শমনে মহিষধ্বজঃ । কালিমীগোরক্ষাপি মোর্ণ ভস্ত বল্লভ। হেম ২৯৯।) কালিমা নে (পুং কালন্ত ভাব,কালইমনিছ। ১ মলিনতা। ༤ སྒ་སུ་ཝ་༈ ། (*दानमांनबङिकाणिभांशबा |” भांच १ नर्भ ।) কালিদাস্য ( স্ত্রী) আত্মানং কালীং মস্ততে, কালী-মন-খামুন হ্রশ্বশ । যে স্ত্রী আপনাকে কৃষ্ণৰণ ৰলিয়া বিবেচনা করে। কালিয় (পুং ) কে জলে অালীয়তে, ক-আলী-ক। ১ সপবিশেষ ; গরুড়ের ভক্ষ্য বস্তু হরণ করার জন্তু ইহার সহিত গরুড়ের যুদ্ধ হয়, কালিয় তাহাতে পরাজিত হইয়া গরুড়তয়ে যমুনাহ্রদস্থিত জল মধ্যে লুকাইয়া রছে ; এইজন্স তাহার নাম কালিয় হইয়াছে । কালিয়ক (ক্লী) দারুহরিদ্র । [ কালীয়ক দেখ। ] কালিয়দমন (পুং ) কালিয়ং দময়তি কালিয়-দম-শিচ্ সু । ১ খ্ৰীকৃষ্ণ । ভাগবতে কালিয়দমনকথা এইরূপ ৰর্ণিত আছে—কালিয় সৰ্প যমুনানদীর যে হ্রদ মধ্যে বাস কল্পিত, সেই হ্রদের জল নিতান্তু বিষাক্ত হইয়াছিল। কোন দিন শ্ৰীকৃষ্ণ রাখালগণ সহ সেই হ্রদের নিকট গোচারণ করিতে ছিলেন ; রাখালগণ ও গাভীকুল তৃষ্ণাতুর হইয়। সেই জলপান করায় সকলেরই জীবন বিনষ্ট হইল। কৃষ্ণ তদর্শনে তীরস্থ কদম্ববৃক্ষে আরোহণ করিয়া তাহ হইতে হ্রদ মধ্যে বাপ দিয়া পতিত হইলেন, তথায় কালিয়ের সহিত ঘোরতর যুদ্ধ করিয়া তাহার ফণা ভঙ্গ করিয়া দিলেন এবং জীবন মাত্র অবশিষ্ট রাখিয়া তাহাকে সমুদ্রে বাস করিবার জন্য তথা হইতে নিৰ্ব্বাসিত করিলেন । তৎপরে হ্রদমধ্য হইতে উত্থিত হইয়া রাখাল ও গোসমুদায়কে পুনজীবিত করিলেন।” ( ভাগবত ১০ । ১৬ ) । ২ (ক্লা ) কালিয়ন্ত দমনম্ ৬তং । কালিয়সপের দৌরাত্ম্য নিবারণ। ৩ শ্ৰীকৃষ্ণলীলার অভিনয় বিশেষ । [ কবি দেখ । ] কালিয়হদ (পুং ) কালিয়েন অধিষ্ঠিত হ্ৰদ; মধ্যলো । যে যমুনাহ্রদে কালিয় সৰ্প বাস করিত তাহার নাম কালিয়হুদ । কালিয়া-বঙ্গদেশে যশোহর জেলার কালিয়া পরগণার অন্তর্গত গ্রাম। এখানে অনেকগুলি কায়স্থ ও বৈদ্যের বাস। পূজার সময় এখানে বাচের বড় ধূম হয়। এখান হইতে নদীপথে উত্তরে নড়াইল ও দক্ষিণে খুলনা যাইবার বেশ সুবিধা আছে। - কালিয়াচক্ৰ-বঙ্গদেশে মালদহ জেলায় একটা গও গ্রাম, গঙ্গাতীরে অবস্থিত। এখানে পুলিসের থানা জাছে। অক্ষা পুং মধ্যে অবস্থিত। كد كويمبابوا ffa و دية ك ج د لاe • هج এখানে পূৰ্ব্বে একটা বড় রকম নীলকুঠি ছিল। এক্ষণে कूटैं★ बाणैौ'श्वणि अंtिश्, किड़ कांग्रंथांब्र भ३ । * * কালিয়াবর-আসাম অঞ্চলে নওগাঁ জেলার পূর্বদিকে ব্ৰহ্মপুত্রনদের উপর এক গ্রাম। ব্ৰহ্মপুত্রে ষে সকল স্টীমার গমনাগমন করে, সেগুলি এখানে খাকৈ ওখী গ্ৰহণ করে।
পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।