পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুষ্ঠরোগ করিয়া একপল পৰ্য্যস্ত বৃদ্ধি করিবে। ঔষধ জীর্ণ হইলে ক্ষিপ্ত অথচ লঘু দ্রব্য জাহার করা বিধেয় । সোমরাঙ্গী ও পল, | শিলাজতু ৫ পল, গুগগুলু ১• পল, স্বর্ণমাক্ষিক ৩ পল, এবং লৌহ ও মুণ্ঠী ২ পল, ত্রিফল, করঞ্জ, তেজপত্র, খদিয়, গুলঞ্চ, ८ठ$र्फौ, मखैौ, नूथ, बिफ़ज, रुब्रिज, कूछैज, मांझल्लिनि, नित्र, চিত এবং শোনা ইহাদের প্রত্যেকের পরিমাণ ২৫ পল । এই সকল দ্রব্য দ্বারা মধু সহযোগে বটিকা করিয়া প্রাতঃকালে গোমূত্রের সহিত গিলিয়া ভক্ষণ করিলে কুণ্ঠ নষ্ট হয়। हेश वार्डौठ 4कविश्लङिक-खश्र७लू, अभूङ-उझाङक श्रदcशाइ, भशलझांडक, गभूमछिछैानि कथ, भशाभछिल्लेॉनि कांथ, বৃহষ্মৱিষ্ঠাদি কাথ, লঘুমরিচাৈিতল, মহামরিচাদ্যতৈল, তালকেশ্বরস ও গলিতকুষ্ঠারিরস এই সকল ঔষধ সেবন कद्रिtण दूछेदब्रां* महे इग्न । কুড়, মূলার বীজ, প্রিয়ঙ্গু, সর্ষপ, হরিদ্র ও নাগকেশর এই সকল সমভাগে চূর্ণ করিয়া সেবন করিলে বহুকালের লিখুনামক কুষ্ঠ আরোগ্য হয় । মুলার বীজ আপাঙ্গের রসের সহিত পেষণ করিয়া প্রলেপ অথবা কদলীর ক্ষারের সহিত হরিদ্রা পেষণ করিয়া প্রলেপ দিলেও লিখ নষ্ট হয়। দারুহরিদ্র, মুলার বীজ, হরিতাল, দেবদারু ও তালপত্র ইহার প্রত্যেক ২ তোলা এবং শঙ্খ চূৰ্ণ অৰ্দ্ধতোলা, এই সকল একত্র জলদ্বারা পেষণ করিয়া প্রলেপ দিলে লিখা ভাল হয় । কিঞ্চিৎ জলের আমপেশী (আমচুর ) জলের সহিত তাম্রপাত্রে পেষণ করিয়া প্রলেপ দিলে চৰ্ম্মদল ভাল হয় । শুষ্ক আমলকী জলের সঞ্ছিত হস্তদ্বার ঘর্ষণ করিলে চৰ্ম্মদল রোগাক্রাস্ত ব্যক্তির প্রতীকার হয় । জীরা ৮ তোলা ও সিঙ্গুর ৪ তোলা দিয়া অৰ্দ্ধ সের তৈল পাক করিয়া প্রয়োগ করিলে পামা নষ্ট হয় । মঞ্জিষ্ঠ, ত্রিফল, লাক্ষা, বিষলাঙ্গল, হরিদ্র ও গন্ধক ইহাদের চুর্ণ দ্বারা রেীত্রের উত্তাপে তৈল পাক করিয়া সেবন করিলেও পাম। নষ্ট হয় । সৈন্ধব, চক্রমর্দ, সর্ষপ ও পিপ্পলী কাজি দ্বারা পেষণ করিয়া প্রয়োগ করিলে পামকিঙু বিনষ্ট হয়। गर्षभ ४डन za cनद्र, कदार्ष इब्रिज /* cनग्न, श्रांकम পত্রের রস (৬ সের, এই তৈল পাক করিয়া সেবন করিলে পাম, কছু ও বিচর্চিকারোগ প্রশমিত হয়। সোদালপত্র, ডছয়ঙ্করঞ্জার পাতা, গুমা, পলাশ, সর্ষপ, শ্বেতসর্ষপ, হরিয়া, कूप्लेज, बाँडैमधू, मूथt, उै, ब्रङ5मान, बांयणरी, बदामैौ ७ cबदबांझ uहे नकन गयडtcर्भ ठू4 कब्रिड्रा गर्दगरेफण नश्যোগে মালিশ করিলে পামায়োগে বিশেষ উপক্ষায় হয়। ৩৭২ ] बूर्छन কুড়, বিড়ঙ্গ, চক্রমর্দ, হরিদ্র, সৈন্ধব ও সর্ষপ এই সকল দ্রব্য কাজির সহিত পেষণ করিয়া প্রলেপ এবং দূৰ্ব্ব, মধী, সৈন্ধব, চক্রমর্দ ও নদীবৃক্ষ এই সকল দ্রব্য সমভাগে কাজি ও তক্রের সহিত পেষণ করিয়া প্রলেপ দিলে অল্পকাল মধ্যেই দক্ররোগ ভাল হয় । গণ্ডিলক তৃণ, শ্বেত সর্ষপ ও স্বইপত্র এই তিনটা সমভাগ সমস্ত দ্রব্যের দ্বিগুণ চক্রমর্দ পত্র অষ্টগুণ গব্যস্থতে ডুবাইর রাখিবে । তিন দিবস পরে ঐ সমস্ত একত্র পেষণ করিবে। পরে বম্ভোপল ( বনখুটিয়া) দ্বারা দক্ৰ স্থান ঘর্ষণ করিয়া উহা লেপন করিবে । ইহা স্বারা সাতদিন মধ্যে দক্ররোগ নিশ্চয়ই নষ্ট হইবে । ( ভাবপ্রকাশ, মধ্য ৪ ভাগ ) । যুরোপীয় চিকিৎসকদিগের মতে, কুষ্ঠরোগ সৰ্ব্বাঙ্গব্যাপী । তাহীদের কাহারও মতে এই রোগ সংক্রামক, আবার অনেকের মতে সংক্রামক নয় বটে, কিন্তু পুরুষাঙ্গু ক্রমিক । র্তাহার শ্লীপদ প্রভৃতি রোগকেও এই কুণ্ঠরোগের অন্তর্নিবিষ্ট করিয়াছেন । [ শ্লীপদ দেখ। ] আরব চিকিৎসকের কুষ্ঠরোগে পারদ ব্যবহার করেন। এদেশীয় বৈদ্যগণের মতে, পারদ ব্যবহার প্রশস্ত নহে। কোন কোন য়ুরোপীয় ডাক্তার এই রোগে চালমুগরাতৈল ও গর্জন তৈল প্রয়োগ করেন । অতি পূৰ্ব্বকাল হইতে মিসর ও ভারতবর্ষের লোকের কোন কোন কুষ্ঠরোগ বিশেষ সংক্রমিক ও পুরুষানুক্রমিক ভাবিয়া কুষ্ঠরোগীকে অতি ঘৃণার চক্ষে দেখিতেন । প্রাচীন ঐতিহাসিক মনেথো লিখিয়াছেন—‘রমেশেসের পুত্র মিসর, রাজ মেনেফৰ্থা রাজ্যের সকল কুণ্ঠরোগীকে একত্র করিয়া মারবের মরুভূমির নিকট নিয়মিসরে প্রেরণ করেন এবং জনমানববিহীন অবরীশ নগরে বাস করিবার আদেশ দেন । পরে তাহারা পালেষ্টাইন-বাসীদিগের সহিত মিলিত হইয়। ধৰ্ম্মযুদ্ধ ঘোষণা করে । তাহাতে মিসররাজ মেনেফৰ্থ ইথিওপিয়ায় পলায়ন করেন ।” বাঙ্গালার স্থায় চীনরাজ্যেও কুণ্ঠরোগীর সংখ্যা অধিক । চীনদেশে তাহারা দড়িবিক্রয় ভিন্ন আর কোন কাজ করিতে পায় না । ভারতের নানাস্থানে কুণ্ঠরোগীরা রোগমুক্ত হইবার জষ্ঠ সময়ে নাগরাজের পূজা করে। ভারতবর্ষে কুষ্ঠরোগীর সংখ্যা ১৩১৯৬৮, তন্মধ্যে বাঙ্গালা दिछांtर्भ ९७,९२७ ।। कूर्च्छल (झैौ) कू९निऊ५ इण१, कूणष्ठिनः, अच#ानिषां९ शजः ( পা ৮,৩৯৭ ) ১ কুৎসিত স্থান, অপবিত্র স্থান। কোঃ পৃথিৰ্য স্থলং । ২ পৃথিবীর উপরিভাগ ।