পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাল্পনিকী কালোপযুক্ত (ত্রি) কালে যখাকালে উপযুক্ত, পতং । যখাসময়ে যাহার অাবশুক হয় । কালোপাধি (পুং ) নিমেষ, মুহূর্ত প্রভৃতি খণ্ডকালের নাম কালোপাধি ! কাল দেখ । ] কালোপ্ত (ত্রি ) কালে যথাকালে উপ্ত:, ৭তৎ । উপযুক্ত সময়ে যে বীজ বপন করা হয়। কালোয়াং (হিনি কলাবৎ শব্দের অপভ্রংশ) সঙ্গীতবিদ্যায় | পারদর্শী, উচ্চারের গায়ক । কালোল, বোম্বাই প্রেসিডেন্সির সীমান্বিত পাঁচমহল জেলার মধ্যে একটা বিভাগ। ইহার উত্তরে গেধরা, পূৰ্ব্বে বাড়িয়া, দক্ষিণ ও পশ্চিমে বরদা । এই বিভাগের উত্তরে মেসার, মধ্যে গোমা ও দক্ষিণে কয়দ নামক নদী প্রবাহিত । হালোল নামক অার একটী বিভাগ ইহার সহিত একত্র অবস্থিত। দুই বিভাগের জন্ত ৪টা ফৌজদারী আদালত, ও ২ট পুলিসের থানা আছে । রবণিয়া নামক একজাতীয় কৰ্ম্মচারী খাজনা আদায় করে এবং পুলিসের কার্য্য করে। ২ উপরোক্ত কালোল বিভাগের প্রধান নগর। অক্ষা ২২° ৩৭ উ:, দ্রাঘি ৭৩, ৩১ পূঃ এস্থানের অধিবাসিগণ অধিকাংশ কুণবীজাতীয়। লোকসংখ্যা ৩৯৯৩ । ৩ বোম্বাই প্রেসিডেন্সির সীমাস্থ বরদারাজ্যের অন্তর্গত একটা উপবিভাগ । লোকসংখ্যা ৮৯০৭৯ । “রাজপুতানামালওয়া” রেলপথ ইহার ভিতর দিয়া গিয়াছে। ৪ বরদারাজ্যের অন্তর্গত কালোল-বিভাগের প্রধান নগর। অক্ষ ২৩:১৫৩৫ উঃ ও দ্রাখি ৭২ ৩৩ পূঃ মধ্যে অবস্থিত। লোকসংখ্যা ৪৮৫৯ । এখানে একটা ডাকবাঙ্গলা, একটা স্কুল ও একটা ডাকঘর আছে। “রাজপুতানামালওয়া” রেলের একটী ষ্টেসনও এখানে হইয়াছে। কাল্প (পুং ) কল্পে বিধে ভবঃ, কল্প-অণু (তত্র ভবঃ। পা ৪। ৩। ৫৩। ) হরিদ্রাবিশেষ, কাচাহলুদ। ইহার সংস্কৃত পৰ্য্যায়— কর্কর, দ্রাবিড়ক ও দ্রাবিড়ভূতিক। কাল্পক (পুং ) কাল্প-সংজ্ঞায়াং স্বার্থে বা কন। কাচাহলুদ । কাল্পনিক (ত্রি) কল্পনায় আগত, কল্পনা ঠঞ। কল্পনা হইতে উদ্ভূত। ১ কল্পনাজাত, যাহা চিন্তা দ্বারা আবিষ্কার कब्र इग्न । २ रुग्निङ, ¢कांन दछुटङ छाछदञ्चग्न जांद्वद्रांश्रृं করাকে কল্পনা কহে ; সেইরূপ আয়োপিত বস্তুর নামই কাল্পনিক বা কল্পিত । कांब्रनिरुङ (जैौ) कांब्रनेिकश छांद:, कांब्रनिक उन्-छैोभं । ४ कझनांख्रांठरु । २ कब्रिडफ् । ५ २: কাল্পনিকী (স্ত্রী) কাল্পনিক-ভীৰু। ১ কল্পনাজাত । ২ ক্ষরিত । কাল্পসূত্র (ত্রি) ক্ষয়শ্বরং বেত্তি অধীতে ৰা, ফয়স্বত্র (বিদ্যা লক্ষণকল্পস্থশাস্তাদকল্পাদেরিক্ষকৰ্ম্মতঃ । পী ৪ ৷ ২ ৷ ৬• । বা ৩ ) ইত্যলেন ইকক্ নিষেধে অণু। ১ কল্পসূত্রবেত্ত । ২ কল্পস্থত্রঅধ্যয়নকারী । কাল্পি, উত্তরপশ্চিমপ্রদেশে জলোনজেলার অন্তর্গত কারি ভহসালের প্রধান নগর । অক্ষা ২৬°৭৪৯′ উঃ ও দ্রাঘি ৭৯'৪৭২২% পুং, জলেীন নগরের ১৩ ক্রোশ পূৰ্ব্বে অবস্থিত। পুরাতনকারি যেখানে ছিল, নুতন কল্পি তাছার অগ্নিকোণে নিৰ্ম্মিত হইয়াছে। নগরট যমুনা নদীর দক্ষিণধারে পাহাড়ের মধ্যে অবস্থিত। ঐতিহাসিক ফেরিস্তার মতে খৃষ্টীয় ৩৩০৪০০ শতাব্দীর মধ্যে কনৌজরাজ বাসুদেব কাল্লি স্থাপন করেন। কিন্তু স্থানীয় লোকের মুখে শুনা যায় যে কালিয়দেৰ নামক রাজা ইহার স্থাপয়িত । ১১৯৬ খৃষ্টাব্দে মুহম্মদ ঘোরির প্রতিনিধি কুতবুদিন ইহা জয় করেন। ১৪০০ খৃষ্টাব্দে এই স্থান মুহম্মদ খাকে দেওয়া হয় । জৌনপুরের সরকিবংশীয় মুসলমান রাজগণের মধ্যে ইব্রাহিম নামক একজন নৃপতি কাল্লি দখল করিবার জন্ত অতিমাত্র উৎসুক হইয়া পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে দুইবার কাল্লি নগর আক্রমণ করেন । কিন্তু দুই বারই ব্যর্থমনোরথ হইয়া প্রত্যাগত হন। ১৪৩৫ খৃষ্টাব্দে মালবরাজ হোসঙ্গ কাল্লি আক্রমণ করিয়া দখল করিয়া লন। ১৪৪২ খৃষ্টাব্দে সরকিবংশীয় মাঙ্গদ রাজা হোসঙ্গকে বলিয়া পাঠাইলেন যে কাল্লিতে তিনি যে প্রতিনিধি রাখিয়া গিয়াছেন, তিনি মুসলমান ধৰ্ম্মের নিষিদ্ধ আচরণ করিতেছেন। মাক্ষ ঐ প্রতিনিধিকে শাস্তি দিবার জন্ত হোসঙ্গের অনুমতি লইলেন। তদনুসারে মাহ্মদ শাস্তি দিতে গিয়া স্থানটী নিজে অধিকার করিয়া বসিলেন। সরকিবংশীয় শেষ রাজা সুলতান হসনের সহিত ১৪৭৭ খৃষ্টাব্দে কাল্লির নিকট একটি যুদ্ধ হয়, তাহাতে হসন পরাজিত হইলে কারিনগর সরকিবংশের হস্তচু্যত হইয়া দিল্লির সম্রাটের অধিকারভুক্ত হয়। তাহার পর সম্রাট ইব্রাহিমের সময় ১৫১৮ খৃষ্টাব্দে জলাল খাঁ জৌনপুরের শাসনকৰ্ত্ত হইয় আসেন ও কিছুদিন পরে কাল্লিতে নিজে স্বাধীন রাজা হইয়া সসৈন্তে আগ্রায় গিয়া সম্রাটকে আক্রমণ করেন, কিন্তু শেষ পরাজিত হইয়া পলাইয়া জাসেন। কিন্তু গোওজাতীয় রাজা, তাহাকে ধরিয়া ইব্রাহিমের হস্তে অর্পণ করেন। তাহার পর মোগল সম্রাষ্ট্রগণের জামলে কান্নিতে অনেক ঘটনা ঘটে। অকৃবরশাহের ট্রাকশাল এই স্থানেই हिंण । कथांब्र प्ठांबभूझ &वड़छ इदेष्ठ । भशांब्रांप्लेशं६: अथांएन জ্ঞাপনাদিগের জাড়া স্থাপন করেন। ১৮৬৩ খৃষ্টাঙ্কে, নানা