পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কণী [ १७ ] कारी LSCLLLCS LLLCLLS ५थम cनई नऊझ्रह छैझ ठॉब्लमग्न गिज ८कॉर्थांद्र ? नां८ङ्ग বার শতবর্ষ পূৰ্ব্বে চীন-পরিত্রাজক যে শতছন্ত উচ্চ তাম্রময় লিঙ্গ দর্শন করিয়াছিলেন, এখন তাহার নিদর্শন নাই অথবা তৎপরবর্তী কোন প্রাচীন গ্রন্থে তাহার উল্লেখমাত্র নাই। বোধ হয়, শাহাবুদ্দীন ঘোরি যে সময়ে বারাণসী লুণ্ঠন করিতে আসেন, সেই সময় সেই পবিত্র তাম্রলিঙ্গ ম্লেচ্ছ কর্তৃক বিচূর্ণিত বা বিধ্বস্ত হইয়া থাকিবে । বোধ হয়, তৎপয়ে হিন্দুরাজগণের সময়ে পুনরায় যে লিঙ্গ প্রতিঠিত হইয়াছিল, তাহাই আমরা দেখিতে পাই । বিশ্বেশ্বরের মন্দির । এখন যে বিশ্বেশ্বরের স্বর্ণকলস ও স্বর্ণচূড়াবিলম্বিত মুন্দর মন্দির ময়নগোচর হয়, তাহ শতাধিক বর্ষ পূৰ্ব্বে নিৰ্ম্মিত হইয়াছে। এখন বিশ্বেশ্বরের অনতিদূরে যে ক্ষয়ঙ্গজিবের মসজিদ দৃষ্ট হয়, পূৰ্ব্বে সেইখানেই বিশ্বেশ্বরের স্বাহৎ यमिग्न श्नि । शियूबिरईौ श्रद्रक्रब्रिब cनहे भकिद्र नटे করিয়া মুসলমান মসজিদ নির্বাপ করাইয়াছেন। জঙ্গকে | বলেন, সেই মন্দিরই এখন মসজিদরূপে পরিণত হইয়াছে, মসজিদের পশ্চিমভাগে এখনও প্রাচীন হিপূদেবালয়ের যথেষ্ট পরিচয় পাওয়া যায়, এখনও এই মসজিদের নিমন্তলে বৌদ্ধগঠনের বিহারগুহ সৃষ্ট হয় । কেহ কেহ অনুমান করেন, হিন্দুগণ প্রবল হইলে বৌদ্ধকীৰ্ত্তি বিলুপ্ত করিবার জন্য প্রাচীন বিহারের উপরেই দেবালয় নিৰ্ম্মাণ করিয়াছিলেন । আবার কেহ বলেন, আরঙ্গজিব-মসজিদের অনতিদূরে যে "আদি-বিশ্বেশ্বরের মন্দির রহিয়াছে, পুৰ্ব্বে সেইখানেই বিশ্বেশ্বল্প লিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, এই মন্দিরের পাশ্বেই মুসলমান মসজিদ নিৰ্ম্মিত হওয়াম লিঙ্গ স্থানান্তরিত হয় । এই আদিবিশ্বেখর মন্দিরের পাশ্বেও মসজিদ আছে, কিন্তু এই মসজিদ সম্পূর্ণ হয় মাই ! এই মসজিদটিও আদিবিশ্বেশ্বরের মন্দিরের একাংশ বলিয়া বোধ হয়। পূৰ্ব্বে যে, মন্দির ছিল, তাহাই ভাঙ্গিয় তাহারই পাথরে ও তাহারই পোস্তার উপর এই মসজিদ নিৰ্ম্মিত হইয়াছে ; ইহার কোন কোন অংশ দেখিলে অতি প্রাচীন বলিয়া বোধ হয় । কাহারও মতে ইহা প্রাচীন বৌদ্ধদিগের সময়ে নিৰ্ম্মিত। বর্তমান বিশ্বেশ্বরের মন্দির সমচতুরস্র প্রাঙ্গণের উপর অবস্থিত। উহা চুড়াসমেত ৩৪ হাত উচ্চ। এই মন্দির কোন মৰাত্ম কর্তৃক নিৰ্ম্মিত হয়, তাহ। ঠিক জানা যায় না। মহারাজ রণজিৎসিংহ মন্দিরের খিলান, চুড়া ও সমুদায় কলস তামার উপর সোণা দিয়া মুড়িয়া দেন। স্বৰ্য্যালোকে দূর হইতে দর্শন করিলে ইহার অপূৰ্বশোভায় নয়ন ঝলসিয়া যায়। স্বর্ণোজ্জল চুড়ার উপর ত্রিশূল ও তাহার পাখে পতাকা উড়িত্তেছে! বিশ্বেশ্বরের মন্দিরের খিলানের নীচে ৯ট বৃহৎ ঘণ্টা ঝুলিতেছে, তন্মধ্যে সৰ্ব্বাপেক্ষ বৃহৎ ঘণ্টাটি নেপালরাজকর্তৃক প্রদত্ত। মন্দিরের উত্তরে বিশ্বেশ্বরের সভা, এখানে অসংখ্য দেবমূৰ্ত্তি বিরাজ করিতেছেন। এই পবিত্র দেবালয়ে প্রবেশ করিলে মনে অদ্ভুতরসের আবির্ভাব হয়, দেখিতে পাইবে ভারতবর্ষের সকল স্থানের সর্ব্বজাতীয় হিন্দু ভক্তিভাবে বিশ্বেশ্বরের পবিত্র লিঙ্গ দর্শনে উপস্থিত । ভক্তগণের মুখ নিঃস্থত হর হর বোম বোম বিশ্বেশ্বর রয়ে মন্দির প্রতিধ্বনিত হইছেছে। কেন্তু যোড়হন্তে দেবাদিদেব মহাদেবের পূজা করিতেছে, কেহ বা উদাত্তানিস্করে বেদপাঠ করিতেছে, কেন্থ ৰ জুমুধুর স্বরে শিবস্তোত্ৰগান করিয়া ভক্তের शक्तछ विषक भांनन्द eधनंब कब्रिप्छइ ! थांश1 सांद्रङ এমন খি আর কোথাও দেখা স্থার না। ভক্ত বিলুর