মহারাষ্ট্র [ 8&S J भशंद्रांछे পাওয়া যায় নাই। এই কারণে তিনি পলায়নপূৰ্ব্বক আত্মরক্ষা করিয়াছেন, অনেকের এইরূপ বিশ্বাস জন্সিয়াছিল । এই কথা অৱগত হইয়া বাজী গোবিন্দ নামক এক ব্যক্তি সহসা ভাউসাহেব বলিয়। পরিচয়প্রদানপূৰ্ব্বক মহারাষ্ট্র-সিংহাসন অধিকার করিবার চেষ্টা করিতে লাগিল । বল বাহুল্য, ইংরাজের তাহার সহায়তায় প্রবৃত্ত হইলেন। কিন্তু স্বল্পদিনের মধ্যেই সেই প্রবঞ্চক স্থত হই । পুণার দরবার তাহার বিচারের জন্য পঞ্চায়েৎ বা কমিশন নিযুক্ত করিলেন । তাহাদিগের বিচারে বাজী গোবিন্দ প্রবঞ্চক ( pretender ) প্রতিপন্ন হইল। ভাউসাহেবের স্ত্রী তাছাকে দেখিয়া সৰ্ব্বজনসমক্ষে প্রবঞ্চক বলিয়া নির্দেশ করিলেন । তখন তাহার প্রাণদও হইল। এই ঘটনার অবসান হইতে না হইতে কোহলাপুরপতি পেশবার রাজ্যে উপদ্রব আরস্তু কল্পিলেন । যাহা হউক, এইরূপ দুঃসময়েও মহারাষ্ট্র-রাজমন্ত্রী নানাফড়নবাসের মন্ত্রণকৌশলে ও মহারাষ্ট্রীয়গণের অধ্যৰসায়গুণে কয়েকবার ইংরাজদিগের পরাভব হইল। তাহারা দুইবার ক্ষমা চাহিলেন। মহারাষ্ট্ৰীয়ের দুইবার সন্ধি করিলেন । তথাপি ইংরাজকোম্পানীর অবাধ্যতা কমিল না। তাহারা বিলাতের ও কলিকাতার কর্তৃপক্ষের অসন্মতির উল্লেখ করিয়া আবার সন্ধুিভঙ্গ করিলেন ! সুতরাং আবার যুদ্ধারম্ভ হইল। এ দিকে হায়দার আলি ও দাক্ষিণাত্যের অপর সামস্তগণ মহারাষ্ট্রদেশ লুণ্ঠন করিতে আরম্ভ করিলেন। দুর্ভাগ্যক্রমে হোলকরও এই সময়ে বিদ্রোহী হইয়। ইংরাজ রক্ষিত রঘুনাথের পক্ষ অবলম্বন করিলেন। মহারাষ্ট্রদেশের এরূপ দুরদৃষ্ট অরঙ্গজেবের মৃত্যুর পর আর কখনও হয় নাই। কিন্তু নানাফড়নবাসের নীতিকৌশলে শীঘ্রই এ দুদিন ঘুচিল। ইংরাজগণ মহারাষ্ট্রীয়গণের সহিত যুদ্ধে নিতান্ত জর্জরিত হইয়া পরাভব স্বীকার করিলেন। তাহাদিগের দর্প চুর্ণ হইল। রঘুনাথরাও ও আনন্দীৰাঈ বন্দিভাবে কালযাপন করিতে লাগিলেন । নারায়ণ রাওয়ের অল্পবয়স্ক পুত্র সবাই মাধব রাওকে (মাধবরাও নারায়ণকে ) রাজা করিয়া নানাফড়নবাস মহারাষ্ট্রবাসীকে স্বশাসনে স্বৰী করিলেন। নিজাম ও টিপুস্বলতান মহারাষ্ট্রীয়দিগের প্রাধান্তস্বীকারে বাধ্য হইলেন। মাধোজী শিন্দে উত্তরভারতে গমনপুৰ্ব্বক গোলাম কাদেরের નિનાર્કર অত্যাচার হইতে দিল্লীশ্বর ও তাছার পুরমহিলাদিগকে রক্ষা করিয়া ঐ অঞ্চলের বিদ্রোহী মুসলমানদিগকে बामलाएश्द्र श्रशैनष्ठांपैंौकांटम्र बांदा कब्रिटणन । यानलाइ उँीशप्क ( २१v> धुंः अः) *आणिबा यांशश्ब्र” छे”ाशि नश् टैiझाब्र ब्रां८जा cशांश्ङT-निवांद्रप्*ब गनन्छ «वंघांन कब्रि८णन ! x- - রাজপুতানাতেও মহারাষ্ট্রীয়দিগের আধিপত্য নিষ্কণ্টক হইল । কাশী, প্রয়াগ ও অযোধ্যার উদ্ধারসাধন-চেষ্ট। এ সময়েও একबाब्र श्हेब्रश्णि। किरु ठाश गश्ण श्ञ नाश्। एन शाह হউক, মহারাষ্ট্ররাজ্যের এরূপ বৈভবোল্পতি ইতঃপূৰ্ব্বে কখনও হয় নাই । সাম্রাজ্যের সর্বত্র এরূপ শাস্তি বোধ হয় বালাষ্ট্র বাঙ্গীরাওয়ের সময়েও স্থাপিত হয় নাই। পেশব মাধবরাও অল্পবয়স্ক হইলেও সমগ্র মহারাষ্ট্রীয় সর্দারমওলা তাহার আদেশপালনে প্রস্তুত থাকিতেন । উত্তরে শতক্র হইতে দক্ষিণে তুঙ্গভদ্রা পৰ্য্যস্ত বিস্তৃত মহারাষ্ট্র-সাম্রাজ্য অস্তঃশক্রবিহীন হইয়াছিল। প্রাতঃস্মরণীয়া অহল্যাবাঈর স্বশাসনে মালবের প্রজায় যেরূপ মুণী হইয়াছিল, বেরার, নাগপুর, গুজরাত, মহারাষ্ট্র, কোঙ্কণ প্রভূতি প্রদেশেও প্রজার মুখস্বাচ্ছন্দ্য তদপেক্ষ। অল্প ছিল না । অধঃপতন । দুর্ভাগ্যক্রমে এরূপ অবস্থা দীর্ঘকালস্থায়ী হইল না । নিয়তিচক্রের পরিবর্তনে নানা প্রতিকুল ঘটনার সমাবেশে মহারাষ্ট্রীয়গণের সৌভাগ্যস্বৰ্য্য ক্রমশঃ অস্তাচলপথের পথিক হইতে চলিল। ১৭৯৪ খৃষ্টাব্দ হইতে ১৮০০ অব্দের মধ্যে মাধোঞ্জা শিনে প্রভৃতি প্রধান প্রধান সেনানীগণ ও নানাফড়নবাস প্রভৃতি রাজনীতিজ্ঞ ব্যক্তিগণ একে একে লোকান্তরিত হইলেন । পেশব সবাই মাধবরাও-ও একবিংশবর্ষ বয়ঃক্রমকালে ( ১৭৯৫ খৃ: ) ইহলোক পরিত্যাগ করিলেন । এইরূপ দুর্ঘটনাপরম্পরায় অল্পদিনের মধ্যে রাজকাৰ্য্যধুরন্ধর বিচক্ষণ ব্যক্তিগণের ও সমরকুশল সেনাপতিদিগের অভাবে মহারাষ্ট্রসমাজ শক্তিহীন হইল । অনেক স্থানেই
- অবলা যত্র প্রবল বালে রাজা নিরক্ষরে মন্ত্ৰী” হইয়া উঠিল। কাজেই স্বকর্ণধারের অভাবে মহারাষ্ট্রীয়দিগের রাষ্ট্রপোত কালসাগরে বিপন্ন হইল ।
এই সময়ে গণ্ডোপরি বিস্ফোটকসদৃশ তরুণবয়স্ক বাজীরাও মহারাষ্ট্রসিংহাসনে অধিবেশন করিলেন। ইনি রঘুনাথब्राख ७ अानमो बान्नेद्र श्रृङ्ख्य । अनक-अननैौग्न नभक्त ८मा५श् র্তাহাতে মূৰ্ত্তিধারণ করিয়া অবতীর্ণ হইয়াছিল। তাছার গুণে কপটাচার ও কুৰ্বত্ততা, বারুণী ও বায়াঙ্গণ রাজসভায় প্ৰবেশলাভ করিল। শৌৰ্য, সাধুতা ও স্বদেশপ্রীতি ক্রমশ: বিলীন হইতে লাগিল । সামরিক ব্যয়ের হাস করিয়া তিনি বিলাসব্যসনে রাজশ্বের অধিকাংশ ব্যঞ্জিত করিতে লাগিলেন । অমূলক সন্দেহের বশবর্তী হইয়া তিনি রাজভক্ত কৰ্ম্মচারীদিগের হত্যার ও নিগ্রন্থে এৰং প্রজাদিগের লুণ্ঠনেও পশ্চাৎপদ হন माँझे । ॐांशग्न छtग्न अबjबहिङछिंड कॉभूद्भव भशब्रtई-जमtरश्न