মহারাষ্ট্র [ 8&రి ) si A:ss भशांब्रांप्ले সৈন্তের সহিত ইংরাজের যুদ্ধ হইল । বেরারে আড়গাও নামক স্থানে ওয়েলিংটন উভয় সৈন্তের পরাভব সাধন করেন। ইংরাজের হোলকরের সন্মুখীন হন। হোলকরকেও কয়েকটা যুদ্ধে ইংরাজের নিকট পরাভব স্বীকার করিতে হয়। ফলে এই কয়েকজন সর্দারই ইংরাজের সাৰ্ব্বভৌমত্ব স্বীকার করেন। ( ১৮০৫ খৃঃাবা ) { বিস্তৃত বিবরণ শিনো ও হোলকর শবে দ্রষ্টব্য ] এই সাৰ্ব্বভৌমত্ব-স্বীকার তাহদের মাস্তরিক নহে। বাজীরাওয়েরও ইংরাজের প্রতি প্রীতি ছিল না। তিনি শিনে, হোলকর ও ভোস্লেকে ইংরাজের বিরুদ্ধে যুদ্ধাভিযান করিবার জন্ত গোপনে উৎসাহিত করিতে লাগিলেন। নিজেও সমরায়োজন করিলেন। ইংরাজেরা এই সকল বিষয়ের ংবাদ পুৰ্ব্বাহ্লে সংগ্ৰহ করিয়া মরাঠা সর্দারদিগের সন্মিলন ঘটিবার পূৰ্ব্বেই স্বতস্থ ভাবে সকলকে আক্রমণ করিবার ব্যবস্থ৷ করিয়াছিলেন। এই যুদ্ধকেই তৃতীয় মহারাষ্ট্র-যুদ্ধ বলে। স্বয়ং বাঙ্গীরাও এই যুদ্ধের প্রারম্ভ করেন। ১৮১৭ খৃষ্টাব্দে তিনি খড়কী ( Kirkee ) নামক স্থানে ইংরাজ রেসিডেন্টের যে ছাওনা ছিল, তাহা আক্রমণ করেন। তাহাতে র্তাহারই পরাজয় ঘটে । ইহা ধু পর পেশব র্তাহার সেনাপতি বাপু গে। গলের সহিত কয়েক স্থানে ইংরাজ দিগের যুদ্ধ ও জয়লা ভ হয়। বেরারে বাঙ্গীরা ও ধৃত হন এবং | স্বেচ্ছায় ইংরাজকে রাজ্যদান করিবার ইচ্ছা প্রকাশ করেন। । ইংরাঞ্জেরা তাহকে বার্ষিক আট লক্ষ মুদ্রা বৃত্তি দান করিতে | প্রতিশ্রুত হন। সীতারার ছত্রপতি প্রতাপসিংহ বাজারাওয়ের । ইংরাজেয় তাহাকে বার্ষিক ১৪ লক্ষ টাকা । সঙ্গেই ছিলেন। বৃত্তি দান করিয়া সীতারার সিংহাসনে সাঙ্গিগোপালস্বরূপ স্থাপন করেন । কোম্পানীর যে যুদ্ধ হয়, তাহার বিবরণ পেন্ধারী শব্দে দেখুন। মরাঠা সর্দারের পেন্ধারাদিগের পৃষ্ঠপোষক ছিলেন। ১৬৪৬ খৃষ্টাব্দে মহাত্মা শিবাজী যে স্বরাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন, ১৮১৮ খৃষ্টাব্দে নরাধম বাজীরা ও তাছা ইংরাজদিগের হস্তে সমর্পণ করিয়া পরমার্থসাধনের জন্ত বার্ষিক আট লক্ষ টাক বৃত্তি লহয়৷ ব্ৰক্ষাবৰ্ত্তে গমন করিলেন । তাহার পরমার্থ কত দূর সিদ্ধ হইয়াছিল, অন্তর্যামাই তাছা বলিতে পারেন । ফলতঃ পরমার্থসাধন সম্বন্ধে রামদাস স্বামীর উপদেশ হইতে বিচুত হইয়াই মহারাষ্ট্রীয়গণ অবনতির সোপানে পদপণ করিয়াছিলেন। পবিত্র মহারাষ্ট্রধর্মের পালনে পরাম্মুখ হওয়ায় তাঙ্কাদিগের অধঃপতনের আরম্ভ হয় । সদাচার, XIV পলায়নপর হইলেও । এই সময়ে পেন্ধারাদিগের সহিত ইংরাজ- | l ) i | | | | | | | | l I | | | | | I |
}} 8 নিস্পৃহতা, কর্তৃব্যনিষ্ঠ ও উপচিকীর্ষ প্রভৃতি সাত্বিক নীতি ৰে জ্ঞানেশ্বর ও রামদাস প্রবৰ্ত্তিত মহারাষ্ট্রধৰ্ম্মের ভিত্তিস্বরূপ ছিল, এ কথা সাম্রাজ্যবৃদ্ধির সহিত মহারাষ্ট্রসমাজের স্মৃতিপথ হইতে অস্তহিত হইতে লাগিল । তাহাদিগের প্রবর্তিত ধৰ্ম্ম হিন্দুসাম{জ্যস্থাপনের পক্ষপাতী হইয়াও পরমাথমার্গের অস্তুরায়স্বরূপ ছিল না । সেই কারণেই গীতোক্ত কৰ্ম্মযোগের লুtয় উচ্ছ। অতীব কষ্টসাধ্য ছিল । কোনও সমাজই বহুদিন এরূপ কঠোর ধৰ্ম্মের পালনে সমর্থ হন রাই। মহারাষ্ট্রীয়গণও কিছুদিন পsে ঐ ধৰ্ম্ম হইতে দুরবর্তী হইয়া পড়িয়াছিলেন। নিষ্কাম কর্তব)নিষ্ঠার হ্রাস হওয়ায় “মহারাষ্ট্ৰী ধৰ্ম্ম” ( মহান রাষ্ট্রের উপযোগী স্বত্ত্বগুণ প্রধান হিন্দুধৰ্ম্মও মহারাষ্ট্রীয়দিগের পালনীয় ধৰ্ম্ম ) এই গৌরবকর পবিত্র সংজ্ঞাটীও পরবর্তী মহারাষ্ট্র সাহিত্য হইতে বিলুপ্ত হইল এবং কৰ্ম্মকাণ্ডৰহুল রাজস হিন্দুধৰ্ম্ম তাহার স্থান অধিকার করিল। চিত্তশুদ্ধি অপেক্ষ সোপচার পুজাচ্চন। সমধিক পুণ্যজনক বলিয়। বিবেচিত হইতে লাগিল। এরূপ অবস্থায় সমাজে ঈর্ষা, বিদ্বেষ, কপটতা ও স্বার্থসাধনেচ । বলবর্তী হওয়া অস্বাভাবিক নহে। নিষ্কাম ধৰ্ম্মের নিগড় শিথিল হওয়ায় মহারাষ্ট্রসমাজেও এই সকল দোষ স্কে প্রবেশ হইয়াছিল। মহলাররাও হোলকরের অবৈধ স্বাথপরতায় পাণপথে মহারাষ্ট্রগণের ভাগ্য বিপৰ্য্যস্ত হয় । রোহিলাদিগের দমনে হোলকরই মহারাষ্ট্ৰীয়গণের প্রধান অস্তরায় হইয়াছিলেন । ইংরাজদিগের সহিত যুদ্ধকালেও তিনি স্বাথামুরোধে পাপিষ্ট রঘুনাথের ও ইংরাজ কোম্পানীর সহায়তা করিয়াছিলেন । নাগপুরের ভোঁসলেদিগের দুর্ব্যবহারেও মহারাষ্ট্র সমাজের অল্প ক্ষতি হয় নাই। নারায়ণ রাওয়ের হত্যার জন্য আ মা বাঙ্গর অপেক্ষ নাগপুরের ভোস্লেগণ কোনও অংশে অল্প দায়ী ছিলেন না। তাহাদিগের স্বার্থপরতা ও করতার জন্য সমগ্র भशब्रॉड़े-मृभाङ दि”द्र श्हेग्राछिण । पtण ॐiशद्रारं भशप्राप्लेনাম ঘুণিত করিয়া তুলিবার প্রধান কারণ। প্রথম মহারাষ্ট্রযুদ্ধে ইষ্টার ইংরাজদিগের নিকট উৎকোচ গ্রহণ করিয়া স্বদেশের অনিষ্ট সাধনে বিরত হন নাই । শিন্ধে ( সিন্ধিয়া )পরিবার বহুদিন পর্য্যন্ত বিশ্বস্তভাবে কাৰ্য্য করিয়াছিলেন । পরিশেষে তাহারা ও কিয়ৎপরিমাণে স্বার্থের অসুব ধী হওয়ায় দেশের অনিষ্ট ঘটিয়াছিল । স্বয়ং পেশবাগণ ও সৰ্ব্বত্র নিষ্কাম কৰ্ত্তব্যনিষ্ঠার পরিচয় দিতে পারেন নাই । ফলতঃ সাত্ত্বিক মহারাষ্ট্রধৰ্ম্ম উপেক্ষিত ও মহারাষ্ট্র-সমাজ অন্তঃসারশূন্ত হইতেছিল। তথাপি হিন্দুসাম্রাজ্য সংস্থাপনপুৰ্ব্বক ছিন্দুধৰ্ম্মকে নিষ্কণ্টক করিবার পবিত্র বাসনাৰশতঃ উকা বহুদিন সমৃদ্ধ অবস্থায় স্থিল । फांब्ररठ मांब्र ८कांन७ यांछिब्र झष८ब cगदें वश्नौग्न बांगमांब्र