মহিমুর ইংরাজ-প্রতিনিধি হইতে অধস্তন সকল রাজকৰ্ম্মচারীকেই রাজসন্মান-প্রদর্শনার্থ রাজসিংহাসনের সম্মুখে আসিয়ু । মস্তক নত করিতে হয়। রাজা ও প্রতিনমস্কারস্বরূপ ঈষৎ মস্তক নত এবং দক্ষিণ হস্তের অঙ্গুলি দ্বারা চিবুক স্পর্শ করিয়া সন্মান গ্রহণ করেন । অতঃপর হস্তী প্রভৃতির নানারূপ ক্রীড়া আরম্ভ হয়। তৎপরে মহারাজ স্বয়ং সমরবেশে সেনা-পরিবেষ্টিত হইয় এক নিদিষ্ট স্থানে যাইয়। একট'শমীবৃক্ষে শরত্যাগ করিলে তোপধ্বনি হয়, তদনন্তর সকলে বিজয়োল্লাসে মত্ত হইয়। রাজভবনে প্রত্যাবৃত্ত হন । প্রথানুসারে পাণ ও সুপারি তিরণের পর সভা ভঙ্গ হইলে মহারাজ উক্ত সিংহাসন প্রদক্ষিণ, পূজা এবং প্রণাম করণান্তর অন্তঃপুরে গমন করেন। ইছাই মহারাজের নবরাত্রব্রত । নগরের দক্ষিণভাগে এথানকার দুর্গ অবস্থিত। ১৫২৪ খৃষ্টাব্দে উদৈয়ার রাজাদিগের যন্ত্রে ঐ দুর্গ নিৰ্ম্মিত হয়। ছর্গের অদূরে দল বাই-কৃত বিস্তীর্ণ দীর্ঘিক। ১৮০০ খৃষ্টাৰে মহারাজের যত্নে এবং যুরোপীয় কারিগরদিগের শিল্পকৌশলে দুর্গ ও তদভ্যস্তরস্থ রাজ প্রাসাদের অঙ্গসৌষ্ঠব বদ্ধিত হয়। প্রাসাদের সম্মুখে সেজে’ বা দশের উৎসবের বৈঠকগৃহ । ইহা শিল্পনৈপুণ্যযুক্ত কাষ্ঠস্তম্ভে সুসজ্জিত । এখান [ 81-సి ] কার হস্তিদন্তনিৰ্ম্মিত সিংহাসন দেখিবার জিনিস। শুনা যায়,– ' সম্রাটু অরঙ্গজেব রাজা চিক্ক দেবরাজের শৌর্য্যে প্রীত হইয় ১৬৯৯ খৃষ্টাব্দে তাহাকে এই সিংহাসন দান করেন। এক্ষণে ঐ সিংহাসন স্বর্ণ ও রৌপ্যপত্রে বিভূষিত হইয়াছে। রাজপ্রাসাদের মধ্যে ‘অস্বাবিলাস’ নামক দরবারগৃহ এবং চিত্রশালা’ সমধিক উল্লেখযোগ্য। এই চিত্রশালা প্রাচীন রাজপ্রাসাদ বলিয়। বিদিত ছিল। টিপু সুলতান ইহার মুৎপ্রাচারাদি ভাঙ্গিয় দেন। এখন এই প্রাসাদের একরূপ সৰ্ব্বাঙ্গ সংস্কার ऊच्छाङ्ग क्लङ्ग्नttझ् । দুর্গের পশ্চিমম্বারের অপর পার্শ্বে জগন্মোহন-মহল নামক স্ববৃহৎ অট্টালিকা। যুরোপীয় রাজকৰ্ম্মচারাদিগের অভ্যর্থনার জন্য ভূতপূৰ্ব্ব মহারাজ এই প্রাসাদ নিৰ্ম্মাণ করেন । ইহা তাহার বিশ্রামভৰন বলিয়াও গণ্য ছিল । প্রাসাদের অভ্যগুরস্থ গৃহগুলিতে অত্যুৎকৃষ্ট ঐতিহাসিক ঘটনাসম্বলিত উত্তম চিত্র সমুদায় সাজান মাছে। এতদ্ভিন্ন রাজ-উপভোগ-যোগ্য নানা আসবাবও সজ্জিত দেখা যায়। ইহার পার্শ্বস্থ উদ্ধান ও কুঞ্জবন সকল বিশেষ মনোহারী। নগরের পুর্ণভাগে প্রাচীন রেসিডেন্সী অট্টালিকা। উছাতে এক্ষণে সেসনকোট হইয়াছে। উহার দক্ষিণপূৰ্ব্বে সর জেমস গর্ডন নিৰ্ম্মিত বর্তমান রেলিভেলী প্রাসাদ। উচ্চ ভূমির উপস্থ স্থাপিত হওয়ায় এই প্রাগাদ XIᎳ 酸 3 ఇచి अही হইতে সমগ্র নগরভাগ পৰ্য্যবেক্ষণ করা যায়। কর্ণেল ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন) আপন ৰালের জন্ত যে ভবন নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাছা এক্ষণে দেওয়ানী বিচারালয়ে পরিণত হইয়াছে । মহী । মহে বা মাহি ), মাম্রাজ-প্রেসিডেন্সীর মলবার জেলাস্থ ফরাসীদিগের একমাত্র উপনিবেশ । তেল্লীচেরী হইতে ৪ মাইল দক্ষিণে অবস্থিত। অক্ষণ • ১১°৪১-৫০% উঃ এবং দ্রাঘি• ৭৫৩৪২৫' পূঃ । এই স্থান বাণিজ্যের বিশেষ উপযোগী দেথিয়া, ফরাসী বণিকূসম্প্রদায় মরিচের বাণিজ্য পরিচালনের अछ ८कामखनाrङ्गद्र ब्राजांद्र निकै श्रड २१२२ भूटेोटक यहे স্থানে একটা কুঠী স্থাপনের অনুমতি প্রাপ্ত হন। এ সময়ে কালিকটে সামীরাজের নিকট হইতেও তাহারা পণ্যদ্রব্য রক্ষার্থ প্রায় ২১ বিঘ ভূমি লাভ করেন। এখনও ঐ ভূমি ফরাপীদিগের অধিকারে রহিয়াছে । পুর্কে এই স্থান বাণিজ্য সমুদ্ধিতে পুর্ণ ছিল, এখন তাহ সম্পূর্ণরূপ হ্রাস হইয়াছে। ১৭৫২ খৃষ্টাব্দে ফরাসী বণিক্সম্প্রদায় চিরাক্কলের অধিপতির নিকট হইতে রামাতুৰ্ছি, কধাই, নীলেশ্বরম ও ম ৩ল। বন্দর এবং ১৭৫৪ খৃঃ অঃ ডিগ্নি পৰ্ব্বত ক্রয় করেন। এক সময়ে এই সকল স্থান মইর এলাকাভুক্ত ছিল । ১৭৬১ খৃষ্টাবে মহা ইংরাজহস্তে সমপিত হয় । সেই সঙ্গে ঐ সকল স্থান ও ইংরাঞ্জের করায়ত্ত হইয়াছিল । ইংরাজরাজ ডিগ্নিগিরিদুর্গ ব্যতীত অপর সকলস্থানের দুর্গাদি ভূতলশায়ী করিয়াছেন। ডিল্লীদুর্গে তৎকালে একজন ইংরাজ সেনানী থাকিত । ১৭৬৫ খৃষ্টাব্দে মহী ফরাসী-করে প্রত্যপিত হয়, কিন্তু ফরাসীগণের ঔদ্ধত্যে ক্রুদ্ধ হইয়া ইংরাজগণ পুনরায় ১৭৭৯ খৃষ্টাব্দে মহী ও তদন্তৰ্গত স্থানসমূহ অধিকার করেন। সন্ধিস্বত্রে বাধ্য হইয় পুনরায় ইংরাজগণ ১৭৮৫ খৃষ্টাব্দে উহ। ফরাসীদিগকে ফিরাইয়া দিতে বাধ্য হন। ১৭৯৩ খৃষ্টাব্দে মই তৃতীয়বার ইংরাজের হস্তগত হয় । ইংরাজরাজ ১৮১৬ খৃষ্টাকে কালিকটের বাণিজ্যকুঠী সহ মহানগর ফরাসীহস্তে পুন: সমর্পণ করেন । পুৰ্ব্বে মহার বাণিজ্যের সমধিক উন্নতি ছিল। ইংরাজের সহিত তিনবার যুদ্ধে হস্তান্তরিত হওয়ায় এবং তfন্ন বন্ধন রাজ্যমধ্যে বিপ্লবহেতু এখানকার বাণিজ্য প্রভাবের বিশেষ লাম্ববতা ঘটে। ১৭৮২ খৃষ্টাব্দে ইংরাজগণ যে কেবলমাত্র এখানকার দুর্গ, পরিথ ও বন্দরাদি নষ্ট করিয়াই গণপ্ত ছিলেন, তাহী নহে ; ঠাহার। বিশেষ আক্রোশের সহিত এষ্ট উপনিবেশটাকে অগ্নি দ্বারা ভস্মীভূত করিয়া বৈরুনিৰ্য্যাতনপ্রতিহিংস চরিতার্থ করিয়াছিলেন । भईो मजब्र ॐछहे इह८ण७ 4९न 3 ननौठौcन्न ठाइब्रि
পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।