মিথিল। [ १8 ० } মিথিল।
_ T
তাহারা মস্থায় বামনের সিদ্ধাশ্রমে আগমন করিয়াছিলেন । এই আশ্রমেচ বিশ্বামিত্র অবস্থান করিতেন । তিনি আশ্রমে আসিয়াই যজ্ঞারম্ভ করেন । রাম ও লক্ষ্মণ ৬ রাত্রি জাগিয়৷ রাক্ষসের উপদ্রব হইতে যজ্ঞরক্ষা করিয়াছিলেন । যজ্ঞসমাপনাস্তে বিশ্বামিত্র তাহাদিগকে সঙ্গে লইয়া তথা হইতে জনকরাজার অনুষ্ঠিত ধৰ্ম্মযাগ সন্দর্শনার্থ উত্তরদিকে মিথিলাপুরীতে গমন করেন। পথ অতিক্রম করিতে করিতে তাহার। প্রথমে মগধ-( গিরিত্রজ ) রাজ্যের অস্তগত শোণনদীতীরে আসিয়া সমুপস্থিত হন । এখানে রাত্রিযাপন করিয়া র্তাস্থার পুনরায় পরদিন প্রাতে পথ হঁটিতে আরম্ভ করেন। বেল দ্বি প্রহরের সময় তাহারা গঙ্গাতীরে আইসেন। আহারাদি সমাপম কল্পিয় তাহারা নাবিক সাহায্যে গঙ্গার উত্তরতীরে অবতীর্ণ হইলেন । এইখানেই বিশাল নামক মহাপুরী। তাহারা বিশালাধিপতি সুমতির আতিথ্যে প্রীত হইয়। সেই রাত্রি তথায় অতিবাহিত করেন । পরদিন প্রাতঃকালে তাহারা মিথিলায় গেীভমাপ্রমে পাষাণময়ী অহল্যাকে উদ্ধার করিয়া পূৰ্ব্বোত্তর-কোণাভিমুখে জনকের যজ্ঞক্ষেত্রে উপস্থিত হইলেন। রামায়ণের বর্ণনায় স্পষ্টরূপে প্রমাণীকৃত না হইলেও বিশালার উত্তর-পূৰ্ব্বকোণে মিথিলার অবস্থিতি জানিতে পারা যায় । বিশালার উত্তরেই মিথিলারাজ্য । চীন-পরিব্রাজক হিউ এন্ মিয়াংএর সময়ে গঙ্গার উত্তরস্থ সমুদায় প্রদেশ বৃজ্জি নামে খ্যাত ছিল । এই বুজি তিনটা ক্ষুদ্র প্রদেশে বিভক্ত ছিল ;–১ বৈশালী বা বিশালা, ২ তীরভুক্তি এবং ৩ বৃজ্জি বা পোরাণিক তত্ত্বায়ুসারে নিমির পুত্র মিথি হহতেই মিথিলার জ্য স্থাপিত হয় । সুতরাং মিথিল। যে বৰ্ত্তমান ত্ৰিভূতের ( তারভুক্তির ) কোন অংশ ছিল, সন্দেহ নাই। পুরাণ-প্রসঙ্গে জানা যায়, বৈবস্বত মনুর পুত্ৰ ইক্ষাকু হয’ৰশয় প্রথম রাজ। তাহার শত পুত্র মধ্যে বিকুগি, 1নাম ও দণ্ড নামে তিন পুত্ৰ সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন । বিকুক্ষি হইতেই রামচন্দ্রাদি স্থা্যবংশীয় নরপতিগণ জন্মগ্রহণ করেন। নিfম মিথিলাধিপতি জনক বংশের আদিপুরুষ। ভবিষাপুরাণে লিখিত আছে,— “নিমে; পুপ্রস্তু তত্রৈব মিথির্নাম মহান স্বত: । প্রথমং ভুঞ্জবলৈযেন তৈরহুতস্ত পাশ্বত: | নিৰ্ম্মিতং স্বীয় নামা চ মিথিলাপুরমুত্তমম্। পুরাজননসামর্থ্যজনক: স চ কীৰ্ত্তিতঃ ॥” নিমির পুত্ৰ মিথি, এই মিথি তীরস্থতের এক দেশে স্বনামে মিথিলাপুর-নগরী নিৰ্ম্মাণ করেন । পুরীজননের সামর্থ্য } নথ{fর । তাহাতে - --- হেতু তিনি জনক নামে কথিত হন। মিথিল, বৈদেহ ও জনক এই তিনটাই তাহার নামান্তর। বিষ্ণুপুরাণে লিখিত আছে যে, মৃতদেহ হইতে জন্ম হয় বলিয়, তাহার নাম জনক । র্তাহার পিতা বিদেহ (দেহরহিত ) হন বলিয় তাহার নাম বৈদেহ এবং মন্থন দ্বারা তাহার জন্ম হয় বলিয়া তিনি মিথি নামে প্রসিদ্ধ হন । শ্ৰীমদ্ভাগবতেও এই বাক্য সমর্থিত হইয়াছে।* বাল্মীকি-রামায়ণে নিমির পুত্র মিথি, মিথির পুত্র জনক এইরূপ উক্ত হুইয়াছে,—
- নিমিঃ পরমধম্মাত্ম সৰ্ব্বতত্ত্ববতাং বরঃ । তস্ত পুত্রে মিথির্নাম জমকে। মিথিপুত্রক: ॥” জনকের নামাকুমারে তৎপরবর্তী মিথিলাধিপতিগণ বংশপরম্পরায় জনক আখ্যা লাভ করিয়াছেন অযোধ্যাধিপতি দশরথ-তনয় রামচন্দ্ৰ যে জনকদুহিতার পাণিগ্রহণ করেন, সেই জনকনন্দিনী সীতাদেবী রাজা হ্রস্বরোমার জ্যেষ্ঠ পুত্র রাজৰ্ষি সীরধবজের যজ্ঞভূমি হইতে উদ্ভুত হইয়াছিলেন, সেই হেতু ঐ যজ্ঞচত্বর সীতামাড়া নামে প্রসিদ্ধ হইয়াছে। রাজ। হুম্বরোমার কনিষ্ঠ পুত্র সাম্বাশুনগরাধিপ কুশধ্বজের তনয়৷ মাণ্ডবীকে ভরত এবং শ্ৰুতকীৰ্ত্তিকে শত্রুঘ্ন পরিণয় করেন । সীরধবজের অন্যতম দুহিতা উম্মিল লক্ষ্মণের সহধৰ্ম্মিণ্য
হইয়াছিলেন । - রামায়ণ হইতে চন্দ্রবংশান্তর্গত জনকবংশের এইরূপ একটা তালিকা পাওয়! যায়,—১ নিমি, ২ মিথি, ৩ জনক, ৪ উদাবসু, ৫ নন্দিবৰ্দ্ধন, ৬ মুকেতু, ৭ দেবরাত, ৮ বৃহদ্ৰথ, ৯ মহাবাৰ্য্য, ১• সুবৃতি, ১১ খৃষ্টকেতু, ১২ হৰ্য্যশ্ব, ১৩ মর, ১৪ প্রসিদ্ধক, ১ঃ কৃষ্ণেরথ, ১৬ দেবমাঢ়, ১৭ বিবুধ, ১৮ অন্ধক, ১৯ কৃতিরাথ, ২• কৃতিরোম, ২১ ক্ষণরোমী, ২২ হ্রস্বরোম,২৩ জনক ও কুশধ্বজ । কিন্তু বিষ্ণুপুরাণের চতুৰ্থ অংশের ৫অধ্যায়ে ডক্ত বংশের একটা বিস্তুত তালিক প্রদত্ত হুহয়াছে,যথ।—১নিমি (বিদেহ), ২ জনক ( বৈদেহ, মিথি ), ৩ উদাবম, ৪ নন্দিবদ্ধন, ৫ মুকেতু ( কেতু ), ৬ দেবরাত, ৭ বৃহদ্ৰথ ( বৃহস্থকৃথ ), ৮ মহাবাৰ্য্য, ৯ স্বধৃতি, ১৩ খৃষ্টকেতু, ১১ হধ্যখ, ১২ মরু, ১৩ প্রতিবন্ধক, _
- শ্রীমদ্ভগবতের নবমস্কন্ধে লিখিত আছে,-- cঅরাজকন্তয়ং ঘূণাং মস্তমান। মহর্ষঃ। দেহং মমত্ব : মিমে; কুমার: সমজাত । জন্মমা জনৰং সোঁহতুদ্ধিদেহন্ত বিদেহজঃ ॥ DBBB BBBBB DBB BB DBBtS BBBBB BBBBBSAAAAAA S + উর্দুভাবা লিখিত আইন-তীরন্থত গ্রন্থে লিখিত আছে যে, এঙ্গাপালনে পিতৃনাশ ছিলেন বলির এই রাজবংশ জনক নামে উক্ত হইয়াছে।