কর্ণ { ২০ও } कथf TF- o - ওয়ালিস পুনৰ্ব্বার সে বিষয়ে বিবেচনা করিয়া স্থির করিলেন বে, সীমাস্ত প্রদেশের সৈষ্ঠের খরচের জন্য উজীরকে প্রতি বৎসর ৭৪ লক্ষের পরিবর্তে ৫০ লক্ষ টাকা দিতে হইবে । এতদ্ভিন্ন অন্য যে সকল বাবতে র্তাহার নিকট হইতে টাকা আদায় হইত, সে সমস্ত বন্ধ করিয়া দেন। উল্পীর তীtহার নিজ রাজ্যে স্বাধীন ভাবে শাসনকার্য্য কল্লিভে ক্ষমতা পাইলেন । ইতিপূৰ্ব্বে হায়দরাবাদরাজ্যে নিজামের সস্থিত এই চুক্তি হইয়াছিল যে, গণ্ট র সরকার ইংরাজের অধীনস্থ হইবে । কিন্তু অদ্যাপি তাহাভে অধিকার না দেওয়ায়, ১৭৮৮ সালে লর্ড কর্ণওয়ালিস কাপ্তেন কনওরেকে দূতস্বরূপ পাঠাইয়৷ দিলেন, কিন্তু নিজাম তাহার কথায় কর্ণপাত করিলেন না । লর্ড কর্ণওয়ালিস শেষে যুদ্ধের ভর দেখাইর সৈন্য প্রেরণ করিলেন । নিজাম তখন শাস্তভাবে বগুত। স্বীকার করিলেন এবং টিপু সুলতানের গ্রাস হইতে নিজের কতকগুলি রাজ্য উদ্ধার করিয়া লইবার জন্য ইংরাজের সাহায্য চাহিলেন । তৎপরে নিজাম টিপুকেও তয় দেখাইবার জন্য একখানি কোরাগ পাঠাইরা বলিয়া পাঠাইলেন যে, প্রভূতবিক্রম ইংরাজের সহিত বিবাদে আবখ্যক নাই, বখন আমর। উভরে এক ধৰ্ম্মাবলম্বী, তখন আমাদের পরস্পরের বিবাদ মিটাইবার জন্য অপরের মধ্যস্থত স্বীকার করিবার অাবগু কতা নাই । টিপু উত্তরে বলিলেন বে, বদি নিজামকন্যার সহিত র্তাহার fববাহ হর, তাহা হইলে তিনি নিজামের অনুরোধ রক্ষা করিম্ভে পারেন। নিজাম তাহাতে মহাতুদ্ধ হইয়া উঠিলেন এবং উভয়ের যুদ্ধ অনিবাৰ্য্য হইয় পড়িল। মছলীপত্তনের সন্ধির নিয়মানুসারে ইংরাজ নিজামের পক্ষে টিপুর সহিত যুদ্ধে বোগদান করিভে স্বীকৃত হইলেন। টিপুর সহিভ বিবাদের আরও একটি কারণ ছিল ৷ মাঙ্গালোর সন্ধিপত্রীকুসারে ত্রিবাঙ্কুড় ইংরাজের রক্ষিভ রাজ্য বলিয়া নির্দিষ্ট হর । এই ত্রিবাঙ্কুড়ের রাজ ওলন্দাজদিগের নিকট হইভে কয়ঙ্গানোর ও আয়কোটা নামক দুইটি নগর ক্রয় করেন। টিপু এই ক্রয় অস্বীকার করির কোচিনরাজের পক্ষাবলম্বনপূর্বক নগর দুইটি অধিকার করিবার জন্ত ত্রিবাঙ্কুড় আক্রমণ করেন। লর্ড কর্ণওরালিস ফ্রিধাফুড়ের সাহায্যাৰ্থ বদ্ধপরিকর হইলেন । যুদ্ধ বাধিল । ১৭৮৯ খৃষ্টাকে জেনারেল আবার একটি উপকূলস্থ কাননের প্রদেশ অধিকার করিলেন । প্রথম মহিল্পরযুদ্ধ ইহাতেই শেষ হয়। দ্বিতীরবারে ( ১৭৯১ খৃঃ ) লর্ড কর্ণওয়ালিস নিজে সেনাপতি হইরা যুদ্ধযাত্র করেন । এ যুদ্ধে টিপুর হার হয়। কিন্তু লর্ড কর্ণওয়ালিস খাদ্য অভাধে সম্পূর্ণ জয়লাভ না করিয়া সসৈন্তে ফিরিতে বাধ্য হন। শেষে - o --- মার্হাট্টাদিগের সাহায্যে আবার যুদ্ধ বাধে। এবার টিপু সন্ধি कब्रिtउ दांश्वा इन । মহিম্বরে কৃতকাৰ্য্য হইয়া লর্ড কর্ণওরালিস শাসনবিধি ংস্কারে মনে যোগী হইলেন। এ সময়ে কর আদায়ের বঙ্গোবত্ত বড় বিশৃঙ্খল ছিল । অকৃবর জরীপ করিয়া বে জমীর বেরূপ कङ्ग १iरीT कब्रिग्ना शिग्रांझिtशन ७फांश १{छ ८गहे काऐ , চলিয়া আসিতেছিল। যtহার কর আদায় করিত, তাঞ্ছার বংশানুক্রমে সেই কার্য্য করিয়া নানাপ্রকায় অত্যাচারী হুইয়া উঠিয়াছিল। লর্ড কর্ণওয়ালিস এই সকল বিষয়ের অনুসন্ধান করিতে লাগিলেন। অবশেষে তালুকদারদিগের সছিত একটি বন্দোবস্তের নিরম করিলেন । এই নিয়মটি দশসালা বন্দোবস্ত নামে খ্যাত । অবশেবে এই নিরমে জমীদারগণের অসুবিধা দেখিয় লর্ড কর্ণওয়ালিস জমাদারদিগকে চিরদিনের জন্ত ভূস্বামিত্ব দিয়া ইংরাজ গভর্ণমেণ্টেয় সহিভ একটা করের বন্দোবস্ত করিয়া ধিলেন । ইহাই চিরস্থায়ী যন্দোবস্ত নামে খ্যাত, ১৭৯৩ সালের ২২এ মার্চ তারিখে এই বন্দোবস্ত হয় । পূৰ্ব্বে যিনি বিচারক, তিনিই তহলীলদার বা কালেক্টর ছিলেন। লর্ড কর্ণওয়ালিস এই দুই কাৰ্য্যে দুইটি স্বতন্ত্র লোকের ব্যবস্থা করেন । জেলায় জেলার দেওয়ানী আদালত ইহারই স্থষ্টি । এই সকল আদালতের আপীল শুনিবার জন্ত চারিটি আপীল আদালভ স্থাপিভ করেন এবং এই আপীল আদালতের বিচারগুলির মীমাংসা কয়িবার ভার কলিকাতার সদর দেওয়ানী আদালতের উপর অর্পিভ হয়। এই সময়ে নিজামভ আদালতের নিয়মাদি অনেক পরিবৰ্ত্তিত হর । ১৭৯৩ খৃষ্টাব্দের অক্টোবর মাসে লর্ড কর্ণওয়ালিস স্বদেশ যাত্রা করেন। সার জন সোর (যিনি দশসালা ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রথা স্থির কয়েন ) ইহার পর ভারতের শাসন ऊांद्र óट्°) एcब्रन । দেশে গিয়। লর্ড কর্ণওয়ালিস মহাসন্মানলাভ করেন এবং মার্ক ইস উপাধি প্রাপ্ত হন। ১৭৯৮ খৃষ্টাবে ইনি আয়লণ্ডের শাসনকর্তা নিযুক্ত হন । সেখানেও শাস্তভাবে বিদ্রোহাদি দমনপূর্বক লোক-প্রিয় হইয়াছিলেন । ১৮০১ সালে ফ্রান্সে ब्रांछपूठ इहेब्रा १भन दरब्रन ५द१ ईशाब्रहे भदTइङाग्न uनिण সন্ধি স্থাপিত হয়। - ১৮•৫ খৃঃ অঃ, লর্ড কর্ণওরালিস আবার তারতের প্রতিনিধি হইয় আসেন। এখানে আগষ্ট মাসে পৌছিয়াই একদল সৈন্সের অধিনায়ক হইয়া উত্তরপশ্চিম প্রদেশে গমন করেন এবং অক্টোবর মাসে গাজীপুরে পৌঁছিয়া পীড়িত হন ও ৫ই তারিখে । उँाशब्र शृङ्गा रङ्ग। थाबोश्रृङ्ग अषन७३राङ्ग क्षत्र भारश्।
পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।