পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবানলাল ইন্দ্ৰঞ্জী [ ২২৯ ] ভগবানলাল ইন্দ্র জী বাদে অবস্থিতি কালে তাহার মস্তিষ্ক-চাঞ্চল্য উপস্থিত হয়, তখন আত্মনাশের জন্ত তিনি নিজ দেহে অস্ত্ৰকাত করেন। তৎপরে আরোগ্যলাভ করিলে তাহার পরিবারবর্গের ভরণ-পোষণের জন্ত সম্রাট (৩২শ বর্ষে ) বিহারে জায়গীর প্রদান করেন এবং মানসিংহ তথাকার রাজপ্রতিনিধিরূপে অবস্থিত হন। ৯৯৮ ছিঃ রাজা টোডরমল্পের মৃত্যুর অব্যবহিত পরেই লাহোর নগরে তাহার মৃত্যু ঘটে। প্রবাদ টোডরমল্পের অস্ত্যেষ্টি সমাপনপূৰ্ব্বক গৃছে প্রত্যাগত হইয়াই তিনি মূত্ৰকৃচ্ছ, রোগে আক্রান্ত হন এবং তাহার ৫ দিন পরে ১৫৮৯ খ্ৰীষ্টাঙ্গে ১৫ই নবেম্বর তাহার জীবলীলা শেষ ছয় । তাহার মৃত্যু সময়ে সম্রাট, কাবুলে ছিলেন, তিনি সেখান হইতেই বঙ্গবিহারের অধিপতি কুমার মানসিংহের উপর রাজা উপাধি ও ৫ হাজারী সেনানায়কের পদ অৰ্পণ করেন। রাজা ভগবান দাস জীবিতকালে লাহোর নগরের জামি-মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ভগবান মিত্র বঙ্গের প্রথম ও প্রধান কানুনগো । কাটোয়ার নিকটবৰ্ত্তী খাজুরডিহির মিত্রবংশে এবং উত্তররাটীয় কায়স্থ কুলে তাহার জন্ম হয় । ভগবানের পর তদীয় কনিষ্ঠ ভ্রাতা বঙ্গবিনোদ বহুকাল কামুনগো পদে প্রতিষ্ঠিত হন। বঙ্গবিনোদ উদার-প্রকৃতির লোক ছিলেন । আত্মীয়-স্বজন-প্রতিপালন তাহার জীবনের মহা ব্রত ছিল । তাহারই নামগুপে এই মিত্রবংশ ‘বঙ্গাধিকারী’ আখ্যা প্রাপ্ত হয় । তাহার স্বনামচিহ্নিত বিনোদনগর ও অরঙ্গাবাদ পরগণাই বঙ্গাধিকারী বংশের প্রাচীন ভূসম্পত্তি । ভগবানলাল ইন্দ্রজী স্বনামখ্যাত জনৈক প্রত্নতত্ত্ববিৎ। ইনি স্বীয় বিস্কাপরাকাষ্ঠার জন্য • পণ্ডিত ও ডাক্তার উপাধি লাভ করেন । শিলালিপিসমূহের পাঠোদ্ধার দ্বারা তিনি অনেক ঐতিহাসিক গবেষণার পরিচয় দিয়াছেন । পণ্ডিত ভগবানলাল জুনাগড়ের কোন সন্ত্রান্তবংশীয় ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। তাছার পুৰ্ব্বপুরুষগণ সোৱাটের ( সৌরাষ্ট্র ? ) নবাবসরকারে কার্য্য করিয়া অথবা দেশীয় রাজন্তবর্গের সাহায্য লাভ করিয়া বিশেষ প্রতিষ্ঠাশালী হইয়াছিলেন। উক্ত ব্ৰাহ্মণবংশের চিরন্তম প্রথানুসারে অতি শৈশবাবস্থা হইতেই বালক ভগবাকে সংস্কৃত ভাষা শিক্ষা করিতে হয়। এতদ্ভিন্ন তাহাকে বিদ্যালয়ের নির্দিষ্ট পাঠ্য७णि७ खनि ত হইত। স্বীয় ধীশক্তি প্রভাবে এবং অসাধারণ অধ্যৰসারে তিনি স্ট্রক্সই সাহিত্য, কাব্য, দর্শন ७ *ाबष्णरु गश्कृठ aइििश् चाब्रड कब्रिइ cकणिप्गन । জ্ঞানবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার ঐতিহাসিক-জমুশীলনী-শক্তিও XIII sty দিন দিন উন্মুখীন হইতে ছিল। স্বদেশস্থ গির্ণর পর্বত বক্ষে লুকাইত প্রাচীনতম গৌরবষ্কীৰ্ত্তিসমূহের ঐতিহাসিক শ্রীতি অবলম্বনে তিনি প্রত্নতত্ত্ববিষয়িণী বহল অমুসন্ধিৎসার পরিচয় निघ्न भिंग्राटझ्न । অতি বাল্যকালেই তাহার হৃদয়ক্ষেত্রে এই অমুসন্ধিৎস। প্রবৃত্তি প্রবল হইয়া উঠে । বাল্যকালের আস্তরিক শ্রদ্ধা ও ভক্তিনিবন্ধন তিনি গির্ণর-পৰ্ব্বতে আরোহণপূর্বক প্রায়ই ইতস্তত পৰ্য্যবেক্ষণে ভ্ৰমণসময় অতিবাহিত করিতেন । ঐ সময়ে পৰ্ব্বতোপরি সম্রাট অশোকের প্রশস্তি এবং রুদ্রদাম ও স্কন্দ্রগুপ্তের সাময়িক শিলালিপি খোদিত দেখিয়া তাছার হৃদয়ে মহান কৌতুহল উদ্দীপিত হয়। প্রস্তরগাত্রে খোদিত এই বিচিত্র লেখমালার সমাবেশ দেখিয়া প্রথমে তিনি টাংকৃত হন। উহার পাঠোদ্ধার হইলে সম্ভবতঃ উহা হইতে কোন অলৌকিক তত্ত্ব আবিষ্কৃত হইতে পারে, এই চিন্ত৷ তাহার সুকুমার হৃদয়ে নিরস্তর জাগন্ধক ছিল। ক্রমে তিনি প্রিন্সেপ সাহেবষ্কৃত একখানি ‘ভারতীয়-অক্ষরতালিকা? সংগ্ৰহ করিয়া তাহারই সাহায্যে উহার পাঠোদ্ধারপুৰ্ব্বক সাধারণের বোধগম্য করিতে সমর্থ হন। বালকের এই অযুত erfgs afwyd, Effi sitter (Mr. Kinloch Forbes) vofবানকে পণ্ডিতকার্য্যে নিযুক্ত করিবার জন্ত ডাঃ ভাউদাঙ্গীকে বিশেষ অমুরোধ করেন ; তদনুসারে তিনি ১৮৬১ খৃষ্টাব্দে ভাউদাঙ্গী পণ্ডিতের অধীনে কৰ্ম্মে এর্তী হইয়। প্রত্নতত্বামুসন্ধিৎসার প্রশস্তক্ষেত্রে অগ্রসর হন । যে ১২ বর্ষাধিককাল তিনি ঐ পণ্ডিতবরের আশ্রয়ে ছিলেন, সেই সময় তাহার জীবনের শিক্ষানবিশ ও ভ্রমণকাল বলিতে হুইবে । ডাঃ ভাউদাজী ও পণ্ডিত গোপালপাণ্ডুরঙ্গ পঢ়্যে একযোগে যে সকল শিলা লিপি ও তাম্রশাসনাদির প্রতিলিপি পাঠ করিতেন, তাহার ভ্রমনিরাকরণের জন্ত ভগবানলাল মুলফলকের পাঠ মিলাইতে যাইতেন । এই উদ্দেণ্ডে প্রথমে সমগ্র বোম্বাই প্রেসিডেন্সী হইতে আরম্ভ করিয়া পণ্ডিত ভগবানলাল গুজরাত, কাঠিয়াবাড়, উজ্জয়িনী, বিদিশ, জালাহাবাদ, ভিতরী, সারনাথ ও নেপাল পর্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন । তিনি যে কেবল ঐ কয়ট স্থানে গিয়া ক্ষাস্ত ছিলেন, তাহা নহে , কাৰ্য্য ৰ্যপদেশে তিনি পুৰ্ব্ব ও পশ্চিম রাজপুতলা, জয়শালীর পৰ্য্যস্ত সমগ্র মরুভূমি, মধ্যভারত, মালব, ভোপাল, সিঙ্গে S DDDH C BBBGCD DBBBBB BBBD HBBBBBDD LLLS Bom. Br R. A. S. Vol vii. p118 • Vol VIII, IX, XI. उtन अरे य३ कथात्र छात्र५ गो७च्न थाल्न ।