ভগবানলাল ইন্দ্রজী [ ২৩০ ] ভগাধান রাজ্য, মধ্যপ্রদেশ, আগ্রা, মথুরা ও বারাণসী প্রভৃতি স্থান বঙ্গ, বিহার ও উড়িষ্যা এবং উত্তরভারতের স্বফজৈ জেলার শাহুৰাজগড় হইতে পুৰ্ব্বে নেপাল পর্য্যস্ত হিমালয় প্রদেশ পরিভ্রমণ করিয়া নানাস্থানের শিলাফলক ও মুদ্রাদির প্রতিলিপি পাঠ এবং পুথি ও মুদ্র সংগ্ৰহ করিয়াছিলেন। এতদ্ভিন্ন তাহার ভ্রমণ সময়ে প্রাপ্ত বিভিন্ন জাতি, ধৰ্ম্মসম্প্রদায় ও ধ্বংসপ্রায় মুপ্রিাচীন কীৰ্ত্তিসমূহের আমূল বৃত্তাস্ত তিনি স্বীয় পুস্তক মধ্যে লিপিবদ্ধ করিয়া যান। ১৮৭৫-৭৬ খৃষ্টাব্দে তিনি ইংরাজী ও প্রাকৃতভাষা শিক্ষণ করেন। ইংরাজি ভাষায় বিশেষ অভিজ্ঞ না হইলে ও তিনি বৈজ্ঞানিক গ্রন্থসমুহ অনায়াসে আয়ত্ত করিতে পারিতেন। এইরূপ প্রত্নতত্ত্বামুসন্ধানে ব্যাপৃত থাকিয় তিনি শিলালিপি পাঠবিষয়ে বিশেষ দক্ষত লাভ করিয়াছিলেন। তিনি নেপালের কার্য্য সমাধা করিয়া প্রত্যাবৃত্ত হইতেছেন, এমন সময়ে ১৮৭৪ খৃষ্টাম্বে ২৯শে মে ডাঃ ভাউদাজার মৃত্যু হওয়ায় এবং তদ্বংশধরগণ র্তাহাকে অথসাহায্য করিতে অস্বাকৃত হওয়ায় তিনি স্বতন্ত্রভাবে ও পাণ্ডিত্য-সহকারে ঐতিহাসিক তত্বসমূহের আলোচনার অবসর পাইয়াছিলেন। ১৮৭৭ খৃষ্টাব্দ হইতে ‘ইণ্ডিয়াম এণ্টিকোয়ারি’ এবং ‘বোম্বে ব্রাঞ্চ অব রয়েল এসিয়াটিক সোসাইটর পত্রিকায় তাহার লিখিত প্রবন্ধসমূহ প্রকাশিত হইতে থাকে। তিনি ঐ পত্রিকাদ্বয়ে যে ২৮টা প্রবন্ধ লিখেন, তাছাতে অনেক মূল্যবান ঐতিহাসিক সত্য আবিষ্কৃত হইয়াছে। এতদ্ভিয় ডা: ক্যানিংহামের আর্কিওলজিকাল সাভে রিপোর্ট’ ও ‘বোম্বাই গেজেটিয়ার’ নামক পুস্তকে ও তাছার কএকটা মহামূল্য প্রবন্ধ প্রকাশিত হয়। তাছার সুপার-স্ত,প আবিষ্কার প্রবন্ধ তাছাকে চিরদিন প্রত্নতত্ত্ব সম্প্রদায়ের সুদক্ষ ও সৌভাগ্য-স্বৰ্য্য বলিয়া ঘোষণা করিবে। ১৮৮৩ খৃষ্টাব্দে তিনি লিডেন ইউনিভার্সিট হইতে Doctor of Philosophy আখ্যা প্রাপ্ত হন। ইহার কিছুদিন পরে তিনি Koninklijk Institut vor de Taal Landen Volken Kunde van Nederlandsch Indie s Royal Asiatic Society of Great Britain and Ireland afuzo Hsiদ্বন্ধের অবৈতনিক সভ্য মনোনীত হইয়াছিলেন। ডাঃ বাগেশ, ডাঃ কাম্বেল,ডা: সেনাট,ডা: কোড্রিংটন,ডাঃ বুলার ও প্রোফেসার কার্ণ প্রভূতি মহামনী যুরোপীয় পণ্ডিতবর্গের সহিত তিনি সৰ্ব্বদাই পত্রযোগে প্রত্নতত্ত্বসম্বন্ধে মতামত নিৰ্দ্ধারণ করিয়া দিতেন। বোম্বাই নগরস্থ তাছার বালকেশ্বর প্রাসাদে সংস্কৃতজ্ঞ যুরোপীয় অতিথির সমাগমে তিনি পরম প্রীত হইতেন এবং তাহাদের সন্দেহপূর্ণ প্রত্নতত্বাস্থসন্ধানফলের প্রকৃত উত্তরদানে তাহাদিগকে বিশেষ উপকৃত ও তুষ্ট করিতেন। দুঃখের বিষয়, এরূপ উদ্যমশীল ভারতসন্তান, ভারতেতিহাসের গভীর গবেষণায় নিযুক্ত থাকিয় ষে বৃক্ষ রোপণ করিয়া যান, সে বৃক্ষের মধুর ফল তাহাকে আর অধিক দিন ভোগ করিতে হয় নাই। ১৮৮৮ খৃষ্টাব্দে ১৬ মে ৪৯ বর্ষ বয়সে তিনি ভবলীলা শেষ করিয়া স্বৰ্গধামে গমন করেন।*. আtঞ্জীবন পরিশ্রম করিয়াও তিনি কখনও সাংসারিক সুখস্বচ্ছন্দলাড করিতে পারেন নাই। র্তাহার অবস্থা ততদূর স্বচ্ছল ছিল না। ঐতিহাসিক গবেষণায় তাহার মস্তিষ্ক আলোড়িত হইলেও তাছাকে উদরপূৰ্ত্তির জন্ত ব্যতিব্যস্ত হইতে হইত। বুলার সাহেব (G. Buhler) বলেন, তাহার সহিত ভগবানলালের পরিচয় কালে ভগবানলাল কোন দেশীয় বণিকের অাপিসে কৰ্ম্ম করিতেন অথবা তিনি ঐ বণিকের অংশীদার ছিলেন। জীবনের শেষ পর্য্যস্ত ঐ কার্য্যে লিপ্ত থাকিয়া তিনি স্বীয় সাংসারিক ব্যয় সংগ্ৰহ করিতেন । স্ব ভাবতঃ স্বাধীন প্রকৃতির পক্ষপাতী হওয়ায় তিনি কখনও গবর্মেন্টের অধীনে কৰ্ম্ম স্বীকার করেন নাই। কএকবার মাত্র তিনি বার্গেশ ও কাম্বেলের অনুরোধে বোম্বাই-গেজেটয়ার পত্রিকার সংগ্ৰহকার্য্যে লিপ্ত হন মাত্র। এতদ্ভিন্ন কাঠিয়াবাড় প্রভৃতি দেশীয় রাজন্তাগণের বদান্ততায় তাহাকে বিশেষ কষ্ট ভোগ করিতে হয় নাই। মৃত্যুর পূৰ্ব্বে তিনি তাহার সংগৃহীত প্রাচীন মুদ্রাদি বৃটিশ মিউজিয়মে দান করিয়া যান। ভগবান সিংহ, নাভাবংশের জনৈক রাজা । [ নাভা দেখ ] ভগবেদন (ত্রি ) ঐশ্বৰ্য্য জ্ঞাপক । ভগশাস্ত্র ( ক্লী ) ভগব্যাপারবোধকং শাস্ত্ৰং মধ্যপদলোপি কৰ্ম্মধাe । কামশাস্ত্র । * ভ্যাস ( ক্লী ) ভগ। “ভর্গে মে বোচো ভগো মে বোচো যশো মে বৈাচঃ !" ( আশ্ব • গৃহ ১।২৩১৫ ) { ভগ দেখ ] ভগহস্ (পুং ) ভগং ঐশ্বৰ্য্যং সংহারকালে হস্তি হন-ক্ষিপ । বিষ্ণু । ( ভারত ১৩১৪৯৭৩) ভগহারিন (ত্ৰি ) শিব। ভগাক্ষিহন (ত্রি) শিব। ভগাঙ্কুর (পুং ) ভগে গুহম্বনে অঙ্কুর ইব। অশোরোগ। ভগাধান ( ক্লী ) ভগন্ত আধানং। ১ মাহাত্ম্যাধান। ২ সৌভাগ্য।
- স্বত্যুর ৪ মাস পূর্বে ২৭শে জানুয়ারী ভিঞ্জি বুলার সাহেবকে নিজের দৈন্য ও শারীরিক জল্পস্থত। জ্ঞাপন করিয়া একপত্র লিখেন, তাহাতে তিনি জুনাগড়ের দেওয়ানের নিকট হইতে মাসহরা পাইবার প্রত্যাশায় অনুরোধের জাকাঙ্গা করিয়াছিলেন ।