পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবানীপাঠক করিলে, মহারাজ রণজিৎসিংহ তাছাকে দেওয়ানি-পদে নিযুক্ত করেন। রাজস্ব-সংক্রাস্তু কার্য্যে তাহার বিলক্ষণ পারদর্শিত। ছিল। মহারাঞ্জের রাজস্ব ও সেন-বিভাগের আয়ব্যয় সংস্কার করিয়া তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়াছিলেন । ১৮০৯ খৃ: মকে সেনাদল লইয়া তিনি জঘুবিজয়ে গমন করেন। একমাস মবরোধের পর জম্বু-অধিকার করিয়া তিনি তথাকার বিদ্রোহিসদার দেকে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দেন। ১৮১৩ খৃঃ অব্দে হরিপুরের পাৰ্ব্বত্য প্রদেশ অধিকার করিয়া তিনি [ ৩০৩ ] রণজিৎসিংহ কর্তৃক বিশেষ সন্ধানিত হইয়াছিলেন। পরে ' তিনি মুলতান, পেশবার ও য়ুসুফজৈ-অভিধানে জয়া হইয়া ! ছিলেন। কোষাধ্যক্ষ মিশ্র বেলিরাম কতৃক তিনি তহবিল

  • 雙 ভঙ্গ অপরাধে অভিযুক্ত ছষ্টলে, রণজিৎ সিংহ তাহার আচরণে

বিরক্ত হইয় তাহাকে সভ৷ মধ্যে কোষবদ্ধ তরবারি স্বারা । আঘাত করেন ও একলক্ষ টাকা অথদণ্ড করিয়াছিলেন । তংপরে রণজিৎ তাহকে পাৰ্ব্বত্য প্রদেশে একটী চাকরী দিয়া নিৰ্ব্বাসিত করেন, কিন্তু রাজকাৰ্য্যে তাহার পারদর্শিতা ও কৰ্ম্মদক্ষতার জন্ত রণজিৎ পুনরায় তাহাকে লাহোরে আনয়ন করতে বাধ্য হন । ১৮৩৪ খু: অধো ভবানীদাসের জীবলীল। শেষ হয় । ভবানীদাস (পুং ) গড়াদেশের জনৈক অধিপতি । ভবানীদাস চক্রবর্তী, জ্যোতিষাঙ্কুর প্রণেতা। ভবানীপতি (পুং ) ভবান্তা: পতি; ভূতং । মহাদেব। কাব্যদিতে ভবানীপতি এইপদ প্রয়োগ করিলে বিরুদ্ধ দোষ চষ্টয়া থাকে। কারণ ভবন্ত পত্নী”এই বাক্যে ভবানী শঙ্ক নিম্পন্ন কষ্টয়াছে, আবার ‘ভবানা: পতিঃ' এইরূপ বাক্যে ভবানীপতি হয়, ইহাতে ভবানীর পত্যস্তরাশঙ্কা হইয় থাকে । অতএব ভবানীপতি প্রয়োগ সাধু নচে । “ভূতয়েইস্ক ভবানাশ: আ ত্ৰ ভবানীশশব্দে। ভবাস্তাঃ পত্যস্তুর প্রতাতি-কারি স্থাৎ বিরুদ্ধমবগমগতি” ( সাহিত্যঙ্গ - ৭ পরি০ ) ভবানী পাটনা, মধ্য প্রদেশের সম্বলপুর জেলার অধীন কালাহাওঁী সামন্তরাজ্যের প্রধান নগর । ভবানীপাঠক, বারেঙ্গ ভূমিবাসী জনৈক ব্রাহ্মণ সন্তান। দস্থ্যসর্দার বলিয়। সাধারণে পরিচিত। বাল্যকালে রীতিমত শাস্ত্রচর্চা করিয়া তিনি জন্মভূমির দুঃখে কাতর হন। মুসলমানরাজের যকৃচ্ছশাসন হইতে স্বদেশীয় দীনদুঃখী প্রজাবর্গের ক্লেশাপনোদন জন্ত তিনি ছদ্মবেশী সন্ন্যাসিসেনা-সাহায্যে মুসলমানের রাজস্ব অপহরণ করিতেন এবং সেই প্রজারত্ত্ব প্রজার ঈদয়ে ঢালিয়া দিতেন। ইংরাজ-শাসনের প্রারস্তে ভবানী ও দেবী রঙ্গপুর অঞ্চলে যে প্রভুত্ব বিস্তার করিয়াছিলেন, তাহ ভবানীপুর ইতিহাসে প্রকটিত আছে। উহা হতিহাসে ১৭৭৩ খৃঃ অtঞ্জর সন্ন্যাসী-বিদ্রোহ নামে খ্যাত। . প্রায় ৫ সহস্ৰ সন্ন্যাসী মল্লচরে পরিবৃত পাঠক খরবেগ ত্রিস্রোতার সলিলরাশি ও তারভূমি আলোড়িত করিয়৷ ইংরাঞ্জ-হৃদয়ে আতঙ্ক উপস্থিত করিয়াছিলেন । পাঠকের অপর একজন বন্ধুর নাম মজকুশাহ । শাস্ত্রকুশলী পাঠকের দূরদর্শী পরামর্শ দেবী ও মজদুর করাল-কুপাশের সহযোগিতা পাহ স্নাছিল । একে এই সময়ে দেশ ফুর্ভিক্ষে প্রপাড়িত, তাছাতে হেষ্টিংস বাহাদুরের অমানুষিক অত্যাচার। অনাহারে প্রজাবগ হাহাকার করিতেছে, কিন্তু কঠোরতাপুৰ্ব্বক প্রজার রক্তশোষণে তিল মাত্র বিরাম মাহ । এই সমস্ত দেখিয়া নির.ে শাস্ত্ৰাধ্যায়ী এাহ্মণের শোণিত উত্তপ্ত হয়ে উঠে। তিনি অগ্নবস্ত্রহীন দুঃখী প্রঞ্জাদিগকে ‘রাজার দোষে প্রজার কষ্ট’ দেথাহয়। উত্তেজিত করিলেন, ক্রমে তাহার। দলপুষ্ট হহয়। বিদ্রোtছদলে পরিণত হয় লে। কিন্তু হাংরাজের কামান গুলির সম্মুখে তরবারি, তার ও সড়কী গহয়। বাঙ্গালালৈষ্ঠ কতক্ষণ স্থির থাকিতে পারে। যে সময়ে তিনি ইংরাজের বল অধিক দেখিতেন, তখন নিবিড় অরণ্যে লুকায়িত হইয়। আত্মরক্ষা করিতেন । শুভাবসর পাইলেই, তিনি ইংরাঞ্জকে শাস্তি দিতে বিরত ছহতেন না। এই রূপে সেনানী টমাস প্রভৃতি সসৈন্তে বিদ্রোহীর হস্তে জীবনদান করেন। তিন জলের উপদ্রবে অস্থির হইয়া, রঙ্গপুরের তৎকালীন কালেকটার গুডল্যাণ্ড সাহেব লেপ্টন্ট ব্ৰেৱানকে একদল সিপাহার সহিত তাহাদের বিরুদ্ধে প্রেরণ করেন। বাহারবদেহ ভবানাপাঠকের সহিত এেনানের যুদ্ধ হয় । এই যুদ্ধে সন্ন্যাসিগণ পরাজিত ন হইলে ও পরিণামদর্শী ভবানীপাঠক ইংরাজের বিরুদ্ধাচরণে ভাবা অমঙ্গলের আশঙ্কা করিয়৷ আত্মসমপণ করেন ৫ । | ভবানীপুর, কলিকাতার দক্ষিণাংশৰ স্ত্রী একটা সঙ্কর । আদি গঙ্গ-তারে অবস্থিত। অক্ষা- ১১° ৩২' উঃ এবং দ্রাঘি• ৭৮২৩ পুঃ । এখন এহস্থান কলিকাতা রাজধানীর অন্তভুক্ত। হার সুন্নিকটে আলাপুরের পশুশালা ও ছোট লাটের প্রাসাদ অবস্থিত। এখানে সু দরিকাষ্ঠের বিস্তৃত কারবার আছে । ২ বারেন্দ্রভূমে নাটোরের তিন যোজন উত্তরে অবস্থিত একটা প্রাচীন গ্রাম। এখানে সতী দেবীর অঙ্গুলিপীঠ আছে । ( দেশাবলী ) SSSS BBB BBS BBBBBBB BB BBBBB BBS DBB BD DD BBB BS SCDBB BBB BBBBD g DDDD BBDD DBBDD SBBBSLLLS নিহত, আটজন আহত এবং ৪২ জন বন্দী হয় ।