छांडू [ ৩২৮ ] ভাতৃ ভাণ্ডেশ্বর, বাঙ্গালার হাজারিবাগ জেলান্তর্গত একটা ক্ষুদ্র পৰ্ব্বত ; উচ্চতা ১৭৫৯ ফিট । এই পাহাড় দুরারোহ ও বাসের অযোগ্য। ইহার চতুস্পার্থে অনেক গুলি ক্ষুদ্র পাহাড় আছে। তাত ( ) ভা দ্বীপ্তে)-ক। ১ প্রভাত । ( শব্দমা ) ভা ভাবে-ক্ত । ২ দীপ্তি। ( ত্ৰি ) ৩ দীপ্তিযুক্ত। ভাতগাও, নেপাল রাজ্যান্তর্গত একটা প্রাচীন সহয়। অক্ষা২৭°৩৭' উঃ এবং দ্রাঘি• ৮৫°২২′ পূ: ইহার প্রাচীন সংস্কৃত নাম ভক্তপুরী। পুৰ্ব্বে এই নগর নেপালবাসী ব্রাহ্মণদিগের প্রিয়তর বাসভূমি ছিল । নেবার জাতির অভু্যদয় হইতে এখানে হিন্দু নেবারগণের অধিক বসবাস হইয়াছে। গোর্থীদিগের আক্রমণের পূর্কে এখানে মল্লবংশীয় রাজগণ আধিপত্য করিতেন । ১৭৬৮ খৃষ্টাব্দে তাছায়। গোর্থীগণ কর্তৃক পরাজিত হইয়াছিলেন। এখানে নেপালরাজ্যের একটী সেনানিবেশ আছে । এই নগর ৮ মাইল দীর্ঘ একখানি কাঠসেতু দ্বার রাজধানী কাটমাগুর সহিত সংযোজিত। ভাতগাওর স্তবানী মঙ্গির ইতিহাসে সমধিক বিখ্যাত । স্থানীয় ব্যবহারোপযোগী পিত্তল ও তাক্সের বাসন এই স্থানে প্রস্তুত হয়। [ নেপাল দেখ। ] ভাতগাও, মধ্যপ্রদেশের বিলাসপুর জেলাস্থ একটা জমিদারী। অগণ• ২১:৩৯৩•র্ণ উঃ এবং দ্রাঘি• ৮২*৫১% পুঃ । ভূপরিমাণ ৬২ বর্গ মাইল। বীজ জাতীয় সামন্তগণ এখানকার অধিকারী । ২ উক্ত সম্পত্তির প্রধান গ্রাম ও শিবনারায়ণ তহশী .েলের সদর । ভাতগাও, বাঙ্গালার পুণিয়। জেলাস্থ একটা সহর। ভতি (স্ত্রী ) তা-ক্তিন । শোভা । “যত্তদু বপুঙাতি বিভূষণায়ুধৈর্যক্তচিদব্যক্রমধারয়ন্ধরিঃ। বভূব তেনৈব স বামনে বটু: সংপশুতোদিব্যগতির্যথা নট: ॥” ( ভাগ • ৮৷১৮১২ ) ভাতায় ( দেশজ ) ভৰ্ত্তা। স্ত্রীলোকের স্বামী । ভাতু (পুং ) ভাভীতি ভ৷ (কমিমণি-জনিগাভায়াহিভাশ্চ। উ4, ১।৭৩) ইতি তু। ১ স্থৰ্য্য। ২ দীপ্ত । ( উজ্জ্বল ) ভাতু, নিকৃষ্ট জাতি বিশেষ। উত্তরপশ্চিমপ্রদেশে ও দাক্ষিশাতে ইহুদিগের বাস । উত্তরপশ্চিম প্রদেশে ইহাঙ্গ৷ নারায়ণ ও বাশের পূজা করিয়া থাকে। কিন্তু দাক্ষিণাত্যে ইছারা কোন রূপ মূৰ্ত্তির পূজা করে না। ইহার ব্যায়াম, কুদ্দন ও ঐন্দ্রজালিক ক্রীড়া দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিয়া থাকে। ইছারা সংগীয়, বেরীয়, হাবুর কোলাহাটী, চুম্বং, ছুঘেরবর প্রভৃত্তি নামে ভিন্ন ভিন্ন স্থানে অভিহিত হুইম্বা থাকে। ভাতুড়িয়া, একটা প্রাচীন গওগ্রাম। ভাতুড়িয়জেলার প্রধান নগর। ইহার পশ্চিমে মহানদী ও পুনর্ভব, দক্ষিণে গঙ্গা, পূৰ্ব্বে করতোয় ও উত্তরে দিনাজপুর ও ঘোড়াঘাট। মুসলমানঅধিকারে মালদহের পুৰ্ব্বাংশ ভাতুড়িয়া নামে খ্যাত ছিল। ভাতুড়িয়া.রাজ কংস এখানকার শাসনকৰ্ত্ত ছিলেন। পরে ব্রাহ্মণবংশীয় জমিদার রামকৃষ্ণের পত্নী শৰ্ব্বাণী দেবী এই সম্পত্তি ভোগদখল করেন। তাহার মৃত্যুর পর এই স্থান নাটোর-রাজবংশের পুৰ্ব্বপুরুষ রঘুনন্দনের হস্তগত হয় । ২ বৰ্দ্ধমান জেলার একটা গও গ্রাম। অক্ষা • ২৩-২৬ উঃ :په كه د موت R* gtR۰ی ভাতুড়িয়া (দেশজ) পরের ভাতে যাহা জীবিকা নিৰ্বাহ করে । ভাতুয়া (দেশজ ) ভাতুড়িয়া, যাহার ধনিগৃহে থাকিয়া কেবল অম্লধ্বংস করে। ভাতোড়ি, বোম্বাই প্রেসিডেন্সীর আহ্মদনগর জেলার অন্ত গত একটা গও গ্রাম । আহ্মদনগর হইতে ৫ ক্রোশ উত্তর পুৰ্ব্বে মেহকারী নদীতীরে অবস্থিত। এখানে ৪র্থ নিজামদাহীब्रांण भूéछ निजांभ *ारश्ञ ( २५७५-२५cv ९:) cषांन মন্ত্রী সালাৰং থার নিৰ্ম্মিত একট সুবৃহৎ হ্রদ আছে। উহাতে প্রায় ৪৪বর্গ মাইল ভূমির জল পতিত হয় । ১৮৭৭ খৃষ্টাব্দে ইংরাজ গবমেণ্ট কর্তৃক উহ। সংস্কৃত হইয়াছিল। ইছার জলে সন্নিকটবর্তী স্থানের চাসবাদের বিশেষ হুবিধা হইয়া থাকে। এখানকার নরসিংহ-মন্দির শিল্পনৈপুণ্যে পূর্ণ। ভাদর, বোম্বাই প্রদেশের আহ্মদাবাদ জেলায় প্রবাহিত একটা নদী । রণপুরের সন্নিকটে ভাদর-গোমাসঙ্গমে আজম খাঁ। নামক গুজরাতের জনৈক স্ববাদারের প্রতিষ্ঠিত (১৬৩৮ খৃ: স: ) একটী ভগ্নদুর্গ বিদ্যমান আছে । ২ ভাদ্র মাস । ভাদালিয়ামুথ। ( দেশজ ) ভদ্রমুস্তক। ভাদু, বাকুড়া ও মানভূম জেলাবাসী বাউর জাতির অস্তুষ্ঠিত উৎসববিশেষ। ভাদ্র মাসের সংক্রাস্তি ও তৎপুৰ্ব্ব দিনে ইছার অনুষ্ঠান হয় বলিয়া ইহা ভাঙ্গু নামে খ্যাত। প্রায় প্রত্যেক বাউল্পী গৃহে, ভাদ্রমাসের প্রথম হইতে রমণীগণ পদ্মোপরি অথবা চতুরস্র একখানি তক্তে একটা কুমারী মূত্তি স্থাপন করিয়া তাহাকে দেবীমূৰ্ত্তিজ্ঞানে নানালঙ্কারে মুসজ্জিত করে। ঐ মাসের প্রতি সন্ধ্যায় বয়োজ্যে রমণী ও বালিকাগণ সেই দেবীপ্রতিমার চতুর্দকে একত্র হইয়া নৃত্যগীতাদি করিয়া থাকে। মাসের শেষ দুই দিন দিবারাত্র তাহারা নৃত্যগীত ও মাদল বাজাইয়া মহাধুমধামের সহিত তাছাদের ভাচ্ত্রত সমাপন করে। * ‘
পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।