পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতৰধ [ ৩৭২ ] ভারতবর্ষ ग्रांकरिब्र लकब्रांछ । যে সময় মথুরায় কুবনবংশীয় বাস্থদেব ও পশ্চিম ভারতে মহাক্ষত্রপ রুদ্রসিংহ শকরাজ্য শাসন করিতেছিলেন, তৎকালে কিদার নামে মহাকুষনবংশীয় এক দলপতি পরোপনিষস গিরি পার হইয়া কুঘনদিগের হস্ত হইতে গান্ধার জয় করেন। অতি অল্পকাল মধ্যেই সমস্ত কাবুল-উপত্যকা ও পঞ্জাবের কতকাংশ তাছার অধিকারভুক্ত হইয়াছিল। এই কিদারবংশ ৪২৮ খৃষ্টা পৰ্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন। এই বর্ষে পারস্যপতি ৫ম বয়হুয়ান কিদারবংশীয়দিগকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। কিদারেরা পারস্তাধীন হইয়াছিলেন। তৎপরে ৪৭৫ খৃষ্টাব্দে হণের প্রবল হইয়। গান্ধাররাজ্য অধিকার করিল। ছুণদিগের বাসভূমি হুঙ্গেরিয়া। তাহারা পুৰ্ব্বকালে অক্লাস্তারে বাস করিত। তাহারাও আদিশকবংশসস্তুত । ভারতে শকাধিকার বিস্তৃত হইলে, তাহাদের মধ্যে ও কেহ কেহ ভারতে আসিয়া উপস্থিত হইয়াছিল, সন্দেহ নাহ। কিন্তু পরাক্রান্ত কুষন ও খহরাতবংশের অধিকার কালে তাহার কেহই মস্তকোত্তলন করিতে পারে নাই। ৩৮৮ খৃষ্টাব্দে দক্ষিণপশ্চিম ভারত হইতে শকাধিপত্য বিলুপ্ত হয় । তৎকালে মধ্য-এপিয়াবাসী হুণের নিশ্চিন্ত ছিল না । তাহারা আপনাদের সৌভাগ্যপথ উন্মুক্ত করিবার জন্ত পারন্তের শাসনবংশীয় রাজগণের সহিত পুনঃ পুনঃ যুদ্ধ করিতেছিল। যজুদেগাদের সময় প্রায় ৪৪• খৃষ্টাব্দে শাসনসৈন্তদিগকে পরাস্ত করিয়ু হণের ভারতের সীমান্ত প্রদেশ অধি কার করিল। এই সময়ে তাহার। ভারতাধিকারেরও চেষ্টা করিতেছিল । গুপ্তসম্রাট স্কন্দগুপ্তের শিলালিপিপাঠে জান। যায় যে, তিনি নান। যুদ্ধে ছুশদিগকে পরাজয় করিয়াছিলেন ( ४८२ श्प्ङ 8४० ५: अ: ) । প্রত্নতত্ববিৎ কনিংহাম্ ও রাপসৰু প্রভৃতি অনেকের মতে, হণদিগের দলপতি কিম্বারকুষনদিগের নিকট হইতে গান্ধাররাজ্য অধিকারপূৰ্ব্বক ৪৬৫ হইতে ৪৭• খৃষ্টাদের মধ্যে শাকলে রাজধানী স্থাপন করেন । চীন-ইতিহাসে তিনি ‘লএ-লহু’ এবং প্রাচীন মুদ্রায় ‘রাজ লখন উন্নয়াদিত্য’ নামে খ্যাত । লখনের পুত্র মহাবীর তোরমাণ কাশ্মীর হইতে রাজপুতান পৰ্য্যন্ত হুণাধিকার বিস্তার করিয়াছিলেন (৪৯০-৪১৫ খৃঃ অ: ) । তংপুত্র সুপ্রসিদ্ধ মিহিরকুল । এই মিহিরকুলের প্রতাপে কাশ্মীর হইতে ৰিন্ধ্যাদ্রি পর্য্যস্ত সমস্ত আৰ্য্যাবৰ্ত্ত প্রকম্পিত ও গুপ্তসাম্রাজ্য অধঃপতিত হইয়াছিল । অবশেষে যশোৰণ, মালবপতি ৰিষ্ণুৰন্ধন এবং মগধাধিপ নরসিংহগুপ্ত বালাদিত্যের অধিনায়কতায় সমস্ত হিন্দু রাজন্তবর্গ একত্র হইয়া ৫৪৪ খৃষ্টাব্দে মিহিরকুলকে নিপাতিত করিয়াছিলেন । এই সঙ্গে হুণজাতির প্রবল প্রতাপ অস্তমিত হইয়াছিল । অল্পকাল পরে গান্ধারের কিদারকুঘনবংশীয় শাহিরাজ হুণদিগকে সম্পূর্ণরূপে পরাজয় করিয়া নঃরাজ্য পুনরুদ্ধার করিয়াছিলেন • । এই সময় হইতে খৃষ্টীয় ১০ম শতাব্দ পর্য্যস্ত গান্ধাররাজ্য কুষনবংশের অধিকারে ছিল। স্বপ্রসিদ্ধ মুসলমান ঐতিহাসিক ও জ্যোতির্বিদ আলবেরুণি গান্ধারের কিদারবংশীয় রাজগণকে কনিক ( কনিষ্ক )-রাজের বংশধর বলিয়। বর্ণনা করিয়া গিয়াছেন + ! আবার তিনিও রাজতরঙ্গিণীকার কহলনের মত এই কিদারৰংশকে তুরুস্ক বংশোদ্ভব অথচ কাবুলের হিন্দুরাজা বলিয়া বর্ণনা করিয়া গিয়াছেন। এদিকে ৯৫৬ খৃষ্টাব্দে প্রসিদ্ধ মুসলমান ভোগালিক মমুদী কান্দাহারকে ( গান্ধারকে ) রাজপুতের রাজ্য বলিয়। বর্ণনা করিয়াছেন : । আমরা পুৰ্ব্বেই লিথিয়াছি, কনিষ্ক, বাসুদেব প্রভৃতি কোন কোন শকাধিপ ‘দেবপুত্র’ উপাধি ব্যবহার করিতেন। সেই ‘দেবপুত্র’ কালে ‘রাজপুত্র হহয়৷ পড়ে। তাহ হইতেই ‘রাজপুত’ শব্দের উৎপত্তি। পুৰ্ব্বে অনেকস্থলে বলিয়াছি যে, শকরাজগণের থরোষ্ট্র অক্ষরে উৎকীর্ণ মুদ্রায় ‘’ কার পরিত্যক্ত হইয়াছে। অনেকস্থলেই সংস্কৃত'রাজপুত্র’স্থানে খরোষ্ট্রী অক্ষরে ‘রজপুত’ শব্দের প্রয়োগ দেখা যায়। এখনও রাজপুতানার অধিবাসিগণ আপনাদিগকে ‘রক্তপুত’ বলিয়াই পরিচয় দিয়া থাকেন। রাজপুতানার প্রসিদ্ধ ইতিহাসলেখক টড সাহেবও লিখিয়াছেন,—রাজপুতানায় আসিবার পুর্কে রাজপুতেরা জাবুলিস্থান ও গান্ধারে রাজত্ব করিতেছিলেন $। তাহারা শকবংশসস্তৃত হইলেও সকলেই হিন্দু ক্ষত্রিয় বলিয়াই পরিচিত। টড়সাহেব খৃষ্টীয় ৫ম শতাদের একখানি শিলালিপি প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে, শকরাজপুতগণ যাদবকঙ্কার পাণিগ্রহণ করিয়াছেন ও ক্ষত্রিয় বলিয়। পরিচিত হইয়াছেন ৭ । বহু জৈনপ্রবন্ধে হুণেরাও ক্ষত্রিয় বলিয়া পরিগণিত । ছত্রিশট ক্ষত্রিম্নকুলের মধ্যে হুণ জাতিও স্থান পাইয়াছে | ।

  • Rapson.s Coins of India, p, 29–30. + Alberuni's India, translated by E. C. Sachau, Vol. II. p, 18.
Elliot's Muhammadan Historians, Vol, II. p. 22. YgtD DDBB BBBB BBBBB BBBS BBB DD DDS DD DDBB শক্ষীিগের বাসভূমি জাবুলিস্থান নামে খ্যাত ছয় ।
  • Tod's Rajasthan. Wol, I. p. 796.

| Epigraphia Indica, Vol I. p. 225.