ভীম [ 88२ ] ভাম রূপ অবলোকন করিয়া অনঙ্গবশবৰ্ত্তিনা হয় । হিড়িম্বার বিলম্ব দেখিয়া অতিশয় ক্রোধে ভীমকে আক্রমণ করে, পরে ভীমের সহিত ঘোরতর যুদ্ধ হয়। যুদ্ধে ভীম তাহাকে বধ করিয়া ঐ বনের ভীতি নিরাকরণ করেন। কুন্তী ও যুধিষ্ঠিরের আজ্ঞাম হিড়িম্বার সহিত ভীমের বিবাহ হয়। হিড়িম্ব যুধিষ্ঠিরের আজ্ঞায় দিবা ভাগে ভামের সহিত যথেচ্ছ এদিকে হিড়িম্ব বিহার করিয়৷ প্রত্যহ রজনীতে র্তাহাকে মানিয়া দিত। ইহার গর্ভে ঘটোৎকচ নামে ভীমের এক পুত্র হয়। এই পুত্র কুরুপা গুবসমরে অসাধারণ বীরত্ব প্রদর্শন করিয়৷ শেষে কর্ণের ইস্তে নিহত হয়। ভীম মাতা ও ভ্রাতৃগণের সহিত এক- } চক্রানগরে গমন করেন, এবং তথায় ভাম কর্তৃক বক রাক্ষস নিহত হইলে এই নগর উপদ্রবণুম্ভ হয়। অৰ্জুন পাঞ্চালরাজ-নন্দিনী দ্রৌপদীকে লক্ষ্যভেদ করিয়া লাভ করিলে, মাতার আজ্ঞায় পঞ্চভ্রাত। তাহাকে বিবাহ করেন। পরে যুধিষ্ঠির ইন্দ্র প্রন্থে রাজ হইলে, রাজস্বয়যজ্ঞের জন্তু তিনি প্রথমে অর্জুন ও কৃষ্ণের সহিত মগধে গমন করেন। তথায় জরাসন্ধকে বধ করিয়া সকল রাজগণকে কারামুক্ত করেন । [ জরাসন্ধ দেখ। ] যজ্ঞ উপলক্ষে ভীম দিগ্বিজয়াথ পুৰ্ব্বদিকে বহির্গত হইয়া বঙ্গদেশ পৰ্য্যন্ত জয় করেন। তাহার বীরত্বে পাঞ্চাল, বিদেহ, দশাণ, রোচমান, পুলিন, কুমার, কোশল, উত্তর-কোশল, মল্লভূমি, ভল্লাটদেশ, কাশী, মৎস্ত, মলদ, বৎস, ভর্গ, ভোগধান, শৰ্ম্মক, বম্মক, শক, বৰ্ব্বর, কিরাত, মগধ, মোদাগিরি, পুও, কৌশিকীক, তাম্রলিপ্ত, কর্কটক, বঙ্গ ও স্বন্ধদেশ পাগুবদিগের শাসনাধীন হয় । রাজ। দুৰ্য্যোধন রাজস্বয়যজ্ঞে মহারাজ যুধিষ্ঠিরের সৌভাগ্যাতিশয় দর্শনে ঈর্ষান্বিত হইয়। কপট দুতি ক্রীড়ায় যুধিষ্ঠিরকে পরাভব এবং দ্রৌপদীকে জয় করিয়া দ্রৌপদীর অপমান করেন । { দ্রৌপদী দেখ। ] তদর্শনে ভীম প্রতিজ্ঞ করিয়াছিলেন, সম্মুখসমরে দুর্য্যোধনের সমক্ষে তাছার অপরাপর ভ্রাতৃদিগকে বিনাশ করিয়৷ দুঃশাসনের বঙ্গেরক্ত পান এবং অবশেষে গদাযুদ্ধে দুৰ্য্যোধনের উৎদেশ ভঙ্গ করিবেন । অনস্তর পুনর্দু তিক্রীড়ায় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী বনগমন করেন । ভীম দ্বাদশবর্ষ বনবাসকালে কিৰ্ম্মীর ও জটাসুরকে বিনাশ এবং যক্ষদিগের সহিত যুদ্ধ করিয়া মণিমানকে নিহত ও কুবেরামুচরগণকে বিধ্বস্ত করিয়৷ তাছাকে শাপমুক্ত করেন। একদ। তিনি বনপ্রদেশে ভ্রমণ কল্পিতে করিতে অজগররূপী নহুষ কস্তৃক আক্রান্ত হইয়াছিলেন । [ নহৰ ও মণিমুন দেখ ] cथारुषाझाणभएब्र भकक्तिभत्र झुप्णा९ञारिक झ्द्रलेँ"कब्रिप्ण, তিনি যুধিষ্ঠিরের আদেশে অর্জুনের সহিত গন্ধৰ্ব্বরাজ চিত্রসেনকে পরাস্ত করিয়া দুর্য্যোধনাদিকে উদ্ধার করেন। যে সময় জয়দ্ৰথ দ্রৌপদীকে হরণ করিবার চেষ্টা করিয়াছিলেন,সেই সময় তিনি অর্জুনের সহিত মিলিত হইয় তাহাকে যথোচিত শাস্তি প্রদান করেন। অজ্ঞাতবাসসময়ে তিনি বল্লব নামে স্বপকাররূপে বিরাটগৃহে বাস করিয়াছিলেন। এই সময় মহামল্প জীমূতকে তিনি বিনাশ করেন। পরে কীচক দ্রৌপদীর সতীত্বনাশের চেষ্টা করিলে তিনি রাত্রিকালে কীচক ও উপ কীচকগণের বিনাশসাধন করিয়াছিলেন। ভীম স্বীয় ভুজবলে ত্ৰিগৰ্ত্তপতি স্বশৰ্ম্মার নিকট হইতে বিরাটরাজ্য উদ্ধার করেন। কুরুক্ষেত্রসমরে বিশেষ বীরত্ব প্রকাশ করিয়৷ ভীম স্বীয় প্রতিজ্ঞা পালন করেন । দুৰ্য্যোধনাদি শত ভ্রাতাই তাহার হস্তে নিহত হয়। যুদ্ধাবসানে মহারাজ যুধিষ্ঠিরের সহিত তিনি রাজ্য সুখভোগ করিয়া মহাপ্রস্থান করেন । মহাপ্রস্থানের সময় তিনি যুধিষ্ঠিরের সহিত উপবাসনিরত ও যোগপরায়ণ হইয়। ক্রমাগত উত্তরদিকে হিমালয় পৰ্ব্বত্তে গমন করিলেন। পরে সুমের পৰ্ব্বত অতিক্রম করিলে দ্রৌপদী, সহদেব, নকুল ও অর্জুন ক্রমে কালও সে পতিত হইলেন। পরে ভীম আর কিয়দুর গমন করিয়া ভূমিতে । তিনি ভূতলে পতিত হইয়। উচ্চৈঃস্বরে ধৰ্ম্মরাজকে সম্বোধনপুৰ্ব্বক কহিলেন, ‘মহারাজ ! আমি আপনার নিতান্ত প্রিয়পাত্র ; আজ কোন পাপে আমার ধরাতলে পতন হইল।” তখন ধৰ্ম্মরাজ তাহাকে সম্বোধনপুৰ্ব্বক কহিলেন —“তুমি অন্তকে ভক্ষ্যবস্তু প্রদান না করিয়া স্বয়ং অপরিমিত ভোজন ও আপনাকে অদ্বিতীয় বলশালী বলিয়া অহঙ্কার করিতে, এই পাপে তুমি ভূতলে পতিত হইলে ’ (মহাভারত) ৪ বিদভধিপতি। মহাভারতে ইহার বিবরণ এইরূপ লিখিত আছে —ভীম নামে বিদর্ভদেশে এক ভীমপরাক্রম নরপতি ছিলেন। বহুদিন পর্য্যস্ত তাছার সন্তান হয় নাই, এই ক্লেশে সৰ্ব্বদাই তিনি দুঃখিত থাকিতেন। একদা দমন নামে এক মছধি র্তাহার নিকট আগমন করেন । ধৰ্ম্মজ্ঞ ভাম মহিষীর সহিত অপত্যকাম হইয়। মহৰ্ষিকে সৎকার দ্বারা সন্তুষ্ট করিয়া:ছলেন। মহৰ্ষির বরে ভীমের দম, দান্ত ও দমননামে তিন পুত্র এবং দময়ন্তী নামে এক কল্প হয়। [ নল ও দময়ী দেখ । ] (ভারত ৩৪১ অ. ) a মহৰি বিশ্বামিত্রের পুৰ্ব্বপুরুষ, অমাবস্থর পুত্র, পুন্ধরবার পৌত্র। (ব্রহ্মবৈ•খু• ) ও কুম্ভকর্ণের পুত্র, রাবণের জনৈক রাক্ষস সেনাপতি। (রামাe) ৭ গন্ধৰ্ব্ববিশেষ। (ভারত ১৬৫৪৩) ৮ পুরুবংশীয় ঈলির পুত্র। (ভারত ১৯৪১৮) ৯ মহাদেৰ ।
পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৪৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।