পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভামাগগ্নি [ 889 | ভীমাশঙ্কর ভীমসেন, (পুং) মধ্যম পাওব, ভীম। ( ভীম দেখ] ২ গন্ধৰ্ব্বভেদ। ( ভারত ১১২৩৫৩ ) ৩ কপূরভেদ। চলিত ভীমসেনীকপুর। ইহা বাত-পিত্ত-নাশক, রস ও পাকে মধুর ও শীতল, বৃংছল, বলকর । (ভাবপ্রকাশ ) ৪ জনমেজয়ের ভ্রাতৃভেদ । (ভারত ১৩ অ• ) ৫ পৌরবপ্রাচীন জনমেজয়ের পুত্রভেদ । (ভারত ১৯৪ অ•) ভীমসেন কবি, দন্তসংগ্রহ নামক গ্রন্থপ্রণেতা। ভীমগেন ঠল্প, নেপালের জনৈক রাজা। ভীমসেনের গদা, আলাহাবাদে ৪ খানি শিলালিপিযুক্ত যে সুপ্রাচীন প্রস্তর ‘লাট’ বিদ্যমান আছে, তাহা স্থানীয় লোকমুখে “ভীমসেন-কা-গদা” নামে কীৰ্ত্তিত হইয়া থাকে । ভামস্বামিন জনৈক স্থবিজ্ঞ ব্রাহ্মণ। রাজা বলবৰ্ম্মদেব ইহার প্রতিপালক ছিলেন । ভীমহাল, (ক্লী) ভীমে গ্রীষ্মাদে হাসঃ প্রকাশ; যন্ত। ইক্সতুল। চলিত বুড়ির স্থত । ( শস্বরত্নাe ) ইহার পাঠাস্তর,— " গ্রীষ্মহাস । ভীমা, ( স্ত্রী) তা-মক, স্ক্রিয়াং টাপ, । ১ রোচনাথ্য গন্ধ দ্রব্য । ( শস্বচs ) ২ কশা । ( শঝমাe ) ৩ নদীবিশেষ । “কাবেরী বীরকাস্তা চ ভীম চৈব পয়োঞ্চিকা ।” (হারীত প্রথমস্থাe ৭• অ• ) ও দুর্গাদেবী। চণ্ডীতে লিখিত আছে,-ভগবতী দুর্গ হিমাচলে ভয়ানক রূপ ধারণ করিয়া মুনিদিগের ত্রাণের জন্য রাক্ষলদিগকে ক্ষয় করেন বলিয়া তাহার নাম ‘ভীমাদেৰী’ হয় । “পুনশ্চাহং ষদ ভীমং রূপং কৃত্ব হিমাচলে । রক্ষাংসি ক্ষয়ট্ৰিষ্যামি মুনীনাং ত্রাণকারণাৎ ॥ ৯ তদ। মাং মুনয়: সৰ্ব্বে স্তোষ্যন্ত্যানম্নমূৰ্ত্তিয়: । ভীমাদেবীতি বিখ্যাতং জন্মে নাম ভবিষ্যতি ॥” ( মার্কণ্ডেয়পু দেবীমাe ) ভীমা, বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত একটা নদী, সহাঞিপৰ্ব্বতের অক্ষা • ১৯ং ৪/৩৯%উঃ এবং দ্রাঘি• ৭৩° ৩৪ ৩•* পূৰ্ব্বে উমাশঙ্কর গ্রামের সন্নিকটে উদ্ভূত হইয়া পুণ, আন্ধাদনগর, শোলাপুর ও কালাগী জেলার মধ্য দিয়া দক্ষিণপূৰ্ব্বাভিমুখে কৃষ্ণানদীতে আসিয়া মিলিত হইয়াছে। ভামাকর (পুং ) কাশ্মীরের একজন স্লাজা, ইহায় পুত্রের নাম ইঞ্জাকর । “পুত্রে ভীমাকরতেজাফরস্টাত্রাস্তরে সমম্। BBBBBB BB DD BBB BBDDD SDDDDS HHtJDS উীমাগগ্নি, মাজাজ প্রেসিডেন্সির অন্তর্গত একটা গিরিসঙ্কট। বেশ্নর জেল হইতে সঙ্গুর প্রদেশে বাইতে হইলে, এই পথ | দিয়া যাইতে হয়। অক্ষা- ১৫°৭' উঃ এবং দ্রাঘি ৭৬° ৩ পূঃ । এই গিরিপথে যেট্ৰিনহাট্ট নামক গ্রাম অবস্থিত । ভীমাদি (পুং) ভীম আদি করিয়া পাণিমুক্তি শব্দগণ । যথা—ভাম, ভীষ্ম, ভয়ানক, বাহু, চরু, প্রস্কমান, প্রপাত, সমুদ্র, ক্রব, ক্রক, দৃষ্টি, রক্ষঃ, শঙ্কু, স্বক, মুখ, খলতি। (পাণিনি) ভীমাদেব (পুং) কাশ্মীরের একজন রাজা । (রাজতর• ৮২১) ভীমার, রাজপুতানার যোধপুর রাজ্যের অন্তর্গত একটা গওগ্রাম। অক্ষা ২৬ ১৯ উঃ এবং দ্রাঘি ৭১' ৩৩' পূঃ । এখানে চৌহান রাজপুতগণের বাস। পোকৰ্ণ হইতে বালমের যাইবার পথে অবস্থিত থাকায় এখানকার বাণিজ্যের উন্নতি হইয়াছে। ভীমাবরম, মাক্সাজ-প্রেসিডেন্সীর গোদবরা জেলার অন্তর্গত একটা তালুক। ভূপরিমাণ ৩২১ বর্গ মাইল। উন্নী, ৰেলপুর, ছিন্নকাপড়ম্, গোষ্ঠ নদী ও অকবীড় প্রভৃতি কতকগুলি খাল ও প্রণালী ইহার মধ্যে বিস্তৃত থাকায়, এখানকার চাসবাসের বিশেষ সুবিধা হইয়াছে। বীরবাসরম্ নগর এখানকার প্রধান স্থান। এতদ্ভিন্ন ভীমাবরম, উদ্দী, অকুৰীড়ু ও গুণুপুড়া প্রভৃতি নগরে চাউলের বিস্তৃত কারবার আছে। ভীমাবরম, মাঙ্গাজ-প্রেসিডেন্সীর নেয়ূর জেলার অন্তর্গত একটা গওগ্রাম । শৃঙ্গার-আয়ুকোওীর পবিত্র দেবতীর্থের ব্যয়ভার বহনের জন্য এই গ্রাম প্রদত্ত হইয়াছে। নিকটবৰ্ত্তী গওশৈলের উপর অগস্ত্যমুনির প্রতিষ্ঠিত একটা বিষ্ণুমন্দির এবং অপর একটা গুহা বিদ্যমান আছে । এই গুহার সন্মুখদেশে একটা ভীষণাকার প্রস্তর-প্রতিমূৰ্ত্তি দণ্ডায়মান আছে। প্রতিবৎসর বৈশাখ মাসে এখানে নারলিংছস্বামীর (বিষ্ণুমূৰ্ত্তি) উদ্দেশে একটা মেলা হইয় থাকে। ভীমাশঙ্কর, বোম্বাই প্রেসিডেন্সীর গুণাজেলার অন্তর্গত একটা শিবমন্দির। পশ্চিমঘাটশৈলের চুড়াদেশে ভীমা নদীতীরে অবস্থিত। দাক্ষিণাত্যের ইহা একটা প্রাচীম তীর্থ বলিয়া গণ্য। এখানকার প্রাচীন ভগ্নমন্দিরের পরিবর্তে নানাফড়নবিশ মহাদেবের উদ্দেশে নুতন মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন। তাহার বিধৰ পত্নীও এই মন্দিরের চুড়াদেশ শোভিত করিয়া যান। এখানে হুইট কুণ্ড আছে। তন্মধ্যে একটা তাম নদীর উৎপত্তিস্থান বলিয়া কীৰ্ত্তিত হইয়া থাকে। এই তীর্থক্ষেত্রের উৎপত্তিসম্বন্ধে এখানে এইরূপ একটী পৌরাণিকী কিংবদন্তী শুনা যায়g--অযোধ্যাধিপতি সুৰ্য্যবংশীয় ब्रांछ ऊँौभक घुश्रब्र-कोष्ण न छांनिङ्गl झग्निशक्रनै झझे क्षशिरक নিহত করেন। রাজা এই পাপের প্রায়শ্চিভের জন্ত মহাদেবের তপস্তায় প্রবৃত্ত হন। দেৰাদিদের তাহার তপশ্চর্য্যায় মুগ্ধ হইয়। তাছাকে স্বর প্রার্থনা করিতে জাদেশ করেন ।