পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকম্প ভুকিস্থান, ইরাক ও খোরাসানও কম্পিত হইয়াছিল। এই সকল ভূমিকম্প কোন কোন বার ইজিপ্ট পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছে। তবে পারতের মত ইজিপ্টে তেমন অনিষ্টকর ভূকম্প ঘটে নাই। আবার নিকটবৰ্ত্তী দেশসমূহে ভূকম্প ঘটিলেও ১৩শ হইতে১৭শ শতাব্দ মধ্যে সিরীয় ও জুড়িয়ায় আদৌ ভূমিকম্প হয় নাই। আফগানিস্থানে প্রায়ই ভূমিকম্পের কথা শুনা যায়। কাবুলে প্রতিবর্ষে ১•১২ বার ভূমিকম্প হইয় থাকে। ১৮৪১ খৃষ্টাব্দে যখন ইংরাজের জলালাবাদ আক্রমণ করেন, সে সময়ে ভূমিকম্পে জলালাবাদের প্রত্যেক প্রাচীর ঘন ঘন কম্পিত হইয়াছিল । নিমবঙ্গে বিশেষতঃ মুন্দর বনে অনেকবার ভূমিকম্প হইয়৷ গিয়াছে; তাহাতে সুন্দরবনের অনেকাংশ সমুদ্রপৃষ্ঠ श्रेड निश्च বসিয়া গিয়াছে,তাহাতে পাচীন লোকালয়ের চিহ্ন পৰ্য্যস্ত বিলুপ্ত হইয়াছে। এমন কি,বঙ্গোপসাগরের পূৰ্ব্বতীরবর্তী নিগ্রেস্ অস্তরাপ হইতে আকায়াব পৰ্য্যন্ত সমুদায় স্থান ধসিয়া বহু নিয়ে বসিয়া গিয়াছে। আবার আরাকানের উপকূলবর্তী ক্ষুদ্র দ্বীপ ও শৈলমালা রখাঙ্গের সঙ্গে সমতল হইতে অনেকটা উঠিয়া পড়িয়াছে। মারাকানের নিকটস্থ দ্বীপসমূহের ভূতলমধ্যে যে আভ্যন্তরিক অগ্নি বিরাজমান, ভূতত্ত্ববিদগণ তাছাও নির্ণয় করিয়াছেন। জাপানীদিগের মধ্যে এক জন অদ্বিতীয় ভূকম্পতত্ত্বজ্ঞের কথা শুনা যায়। তিনি পুরাবৃত্ত আলোচনা দ্বারা দেখাইয়াছেন, ২৮৫ খৃষ্টাব্দে নিফোনদ্বীপে এক অসাধারণ ভূকম্প হইয়াছিল, তাহাতে এক রাত্রিতে ৭২॥• মাইল দীর্ঘ ও ১২॥• মাইল বিস্তৃত এক হ্রদের উৎপত্তি ঘটে। ৮৯৩ খৃষ্টাব্দে ভারতে এক ভূকম্প হয়, তাহাতে প্রায় দুই লক্ষ প্রাণী অকস্মাৎ কালগ্রাসে পতিত হইয়াছিল। এইরূপে ১৯৪০ ও ১১৩৯ খৃষ্টাব্দের ভূকম্পে যথাক্রমে পারস্তের তাত্ৰিজনগরে পঞ্চাশ হাজার ও গোঁসানায় দশ হাজার লোকের মৃত্যু হয়। ১৫০৪ খৃষ্টান্ধের ভূকম্পে কাবুল প্রায় ধ্বংসমুখে পতিত হইয়াছিল। ১৫৯৬ খৃষ্টাব্দে জাপানে যে ভূমিকম্প হয়, তাহাতেও অনেক সহরের অস্তিত্ব বিলুপ্ত হইয়াছিল। কিন্তু ১৭০৩ খৃষ্টাব্দে জাপানে যে ভীম ভূকম্প হহুয়াছিল, তাহাতে এক জেড়ো সহরেই দুই লক্ষ লোকের প্রাণনাশের কথা শুনা যায়। ১৭৩১ খৃষ্টাব্দেও জাপানে ভূকম্প হয়, কিন্তু তাহাতে জাপানের বিশেষ ক্ষতি হয় নাই, তৎকালে চীনের প্রসিদ্ধ রাজধানী পেকিন সহরে লক্ষাধিপ লোক মৃত্যুমুখে পতিত হইয়াছিল। ১৭৩৭ খৃষ্টাব্দে ১১ই ও ১২ই অকৃটোবর রাত্রিকালে মহাকটকার সহিত প্রচও ভূমিকম্পে গঙ্গাসাগর হইতে সমস্ত গাঙ্গেয় বীপ প্রায় ৯০ ফ্রেঞ্চ স্থান আলোড়িত হইয়াছিল। সেই ভূমি [ q > 0 } ভূমিকম্প কম্পে এক কলিকাতাতেই প্রায় ২০ ০০ ০ জাহাজ ও নীেক উড়িয়া গিয়াছিল। তাছাতে গঙ্গার জল প্রায় ৪০ ফিট উচ্চহইয়া প্রায় তিন লক্ষ প্রাণীকে গ্রাস করিয়াছিল। চেম্বুবা দ্বীপে ১০০ হইতে ২• • হাত উচ্চ ছুইটী কদমের আগ্নেয়গিরি আছে। এই গিরিপ্রভাবে ভূকম্পনিবন্ধন দ্বীপের স্থান বিশেষে পুৰ্ব্বসমতল হইতে কোথাও ১২ ফিট, কোথাও কোথাও ১৬াফট,মাবার কোথাও ১২ ফিট জাগিয়া উঠিয়াছে। ১৭৫• বা ১৭৬ খৃঃালে কম্পের সঙ্গে এইরূপ উৎসংস্থান আরম্ভ হয়। সেই প্রচও ভূকম্পনে ব্রহ্মের রাজধানী আধানগর পর্য্যস্ত প্রকম্পিত হইয়াছিল। ১৭৫৪ খৃষ্টাব্দে ১লা নবেম্বর পর্তুগালের রাজধানী লিসবন সহরে যে ভূমিকম্প হইয়া গিয়াছে,য়ুরোপের ইতিহাসে ক্ষণকাল মধ্যে সেরূপ লোকগীয়কর ব্যাপারের কথা আর কখন গুন। যায় নাই। এই ভূকম্প ৬মিনিট পৰ্য্যন্ত ছিল। তাহাতে লিসবন সহর বিধ্বস্ত ও ষাট হাজার লোক অকস্মাৎ মৃত্যুমুখে পতিত হছয়াছিল। ভূকম্পনের অবগুস্তাধা পরিণাম সাগরের গুলোচ্ছাসেও গৃহসমূহের ভিত্তি পৰ্য্যন্ত বিধৌত হইয়াছিল, যাহার। যাহারা প্রাণরক্ষার জন্তু লোকালয় পরিত্যাগ করিয়া প্রাস্তরে আসিয়া আশ্রয় লইয়াছিল, তাহারাও সেই ভীম তরঙ্গাঘাতে প্রাণ হারাইল। এরূপ ভূকম্প আর কখন য়ুরোপে দেখা বায়ু নাই । পুর্কেই বলিয়াছি, এসিয়ার পুৰ্ব্বাংশে ভূমিকম্পের অসুগ্ৰং বেশ । শুনা যায়, ১৬৮৬ খৃষ্ঠাবো জাপানে এক ভয়াবহ ভূমিকম্প হঙ্গাছিল, তাহাতে সমস্ত জাপানের আমূল কাপিয়াছিল। জাপানের অন্তর্গত শাকজ প্রদেশ হইতে মিয়াকে পর্য্যস্ত সমুদায় ভূভাগ ৪০ দিন পর্য্যস্ত ক্ৰমাগত কম্পিত হইয়াছিল। তাহাতে অনেক স্থান অগ্নিসংযোগে ধ্বংস,আবার কোন কোন স্থান সাগরের গর্ডশায়া হইয়াছিল । ১৭১০ খৃষ্টান্ধ হইভে ১৮৭২ খৃষ্টাব্দ পর্য্যস্ত ফিলিপাইন দ্বীপে অনেকবার ভূকম্প হইয়া গিয়াছে, তন্মধ্যে ১৮৭২ খৃষ্টাকে ২০এ জুলাই বেলা ৪টার সময় ৪০ সেকেওব্যাপী কম্পনে মহানথ ঘটিয়াছিল। দ্বীপের মধ্যে যেখানে যেখানে আগ্নেয়গিরি ছিল, সৰ্ব্বত্রই অগ্নি উদগম হইতেছিল, অনেক স্থান হইতে পৃথিবী বিদীর্ণ হইয়া উষ্ণ জল ও বালুকারাশি বাহির হইয়াছিল, আবার কোন কোন স্থানে কামান-গৰ্জ্জনবহু ভয়ামক শব त्न। ब्रिझ्डिा । ১৭৬২ খৃষ্টাব্দে ২রা এপ্রেল চট্টগ্রামে ভয়ানক ভূকম্প হইয়। তাহাতে অনেক জমি ফাটিয়া জল ও গন্ধকের গন্ধযুক্ত কাদা বাহির হইয়াছিল । তাহাতে বৰ্দ্ধবান নামে একটা বড় নদী এক