পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূৰ্য্যক্ষ মোড়ক ও হুকার কোমল নল তৈয়ার হইয়া থাকে। ভারতের প্রায় সৰ্ব্বত্রই ভূৰ্জপত্রের ব্যবহার আছে। তবে কাশ্মীর ও হিমালয় প্রদেশেই কিছু বেশী। এখনও কাশ্মীরের বাজারে প্রত্যহ ১৫১৬ নেকি। বোঝাই ভূৰ্জপত্র আসিয়া থাকে। বড় বড় পাতায় ছাতা প্রস্তুত হয়। আকবর বাদশাহের যন্ত্ৰে সৰ্ব্বত্র কাগজ প্রচলিত হয় । তদবধি ভূৰ্জপত্রের পূৰ্ব্বাদর ও বহু ব্যবহার অনেকটা কমিয়। গিয়াছে। . ভূৰ্জপত্র অতি পবিত্র ভাবিয়া হিমালয়বাসী হিন্দুগণ শবদহিকালে এই পত্র শবাগ্নিতে নিক্ষেপ করেন । কাশ্মীরের মমরনাথ তীর্থদর্শনে যে সকল যাত্রী যায়, তাহাদের মধ্যে অনেকেই পূৰ্ব্ববন্ত্র পরিত্যাগ করিয়া পবিত্রভাবে এই ভূৰ্জপত্রে সৰ্ব্বাঙ্গ ঢাকিয় দেবদর্শনে গিয়া থাকে । ইহার কঁাচা বন্ধল বেশ সদগন্ধযুক্ত ও পচননিবারক। বিষক্ষতে ইহার নির্য্যাস বড় উপকারী। পাতার কাথ বাতন্ত্র ও হিষ্টিরিয়ারোগে ফলদায়ক। গাছের পাতা গবাদি গৃহপালিত পশুর খাস্তু। ভূর্ক্সকণ্টক (পুং ) বর্ণসঙ্কর জাতিবিশেষ। “এত্যিান্তু জায়তে বিগ্রাৎ পাপাত্মা ভূজ্জ কণ্টক "মেমু১-২১) ব্রাত্যব্রাহ্মণকর্তৃক ব্রাহ্মণীর গর্ভে যে জাতির উৎপত্ত্বি হয়, তাহার। ভূৰ্জকন্টক নামে খ্যাত। এই জাতি দেশ ! বিশেষে আবস্ত্য, বাটধান, পুষ্পধ এবং শৈখ এই চারিট আখ্যা প্রাপ্ত হইয়া থাকে। এই জাতি অতিশয় পাপকারী। ভূৰ্জ্জগ্রন্থি (পুং) তুর্জস্ত গ্রন্থিঃ ৬৩ং । ১ তখৃক্ষগ্ৰন্থি । ২ প্রদাহ বিশেষ। ভগ্নস্থানে ভূজ্জ গ্ৰন্থি বাধিতে হয়। চরক স্বত্র ৩ অ•) ভূৰ্জপত্র (পুং ভুবি উর্জস্বলেভ্য: উপদেবঞ্জাতিভ্য: পত্রাণ্যস্ত। ১ ভূঞ্জবৃক্ষ । ২ ভূৰ্জবৃক্ষের ত্বচ । ভূৰ্জপত্রক (পুং ) শাখোট বৃক্ষ, চলিত শেওড়া গাছ। ( রাজনি• ) ভূজ্জ পত্র স্বার্থে কন্‌। ২ ভূৰ্জপত্রশবার্থ। ভূণি (স্ত্রা) বিভত্তি সৰ্ব্বমিতি ভূ-ত্বণি পৃশ্নি পাঞ্চি চুণি ভূধি. উণ, ৪৫২) ইতি নি, নিপাতনাদুৰঞ্চ। ১ পৃথিবী । ২ মরুভূমি। ( উজ্জল) ০ জগতের ভৰ্ত্ত। “পগুৰ্ণভূশিধবসে স ভবান” ঋক্ ৭৮৭২) ভূগির্জগতে ভৰ্ত্তা’ ( সারণ) ङ्ङ्द ( পুং ) ১ ব্যাহৃতিভেদ । ২ ব্রহ্মার মানস পুত্রভেদ। ভূভু বকর (পুং ) কুকুর। ভুভুবতীর্থ (ক্লা) তীর্থভেদ। (স্বলপু ত্রমালমাহাত্ম্য) ভূভু বেখরতীর্থ (ল্পী) ভৃগুকচ্ছের অন্তর্গত তীর্থবিশেষ। (শিবপুরাণ) ভূৰ্য্যক্ষ (ত্রি) ১ প্রভূত চক্ষুবিশিষ্ট। (স্বর্য্য) ২ অতি তেজস্বী। “মদন্ধাসো দিপ সন্তে ভূর্ধ্যক্ষাঃ” (গুৰু ২২৭৩) তুর্য্যক্ষাঃ [ :૨૧ ] छूदांद् স্থরণি বহুনাতীতি চক্ষুৰি ৰেবাং তে তথোক্তা, বছতেজলো বা, বহুব্রীহে সক্খাঙ্কোরিতি যচ, সমালান্ত এবৰুতে। আদিত্যঃ’ ( সাক্ষ্মণ ) ভূর্য্যোজস্ (ত্রি ) বছৰল, অতিশয় বলযুক্ত। “বাৰুধানঃ *दन। फू८१)ांखाः” (शकू २l०२०२) ‘फूरपTाज अङिबणः’ (गाम्र") ভূলোক (পুং) ভূঃ সংজ্ঞকে লোক, শাকপাথিৰাবিং সমাসঃ । অন্তরীক্ষ হতে অধোলোক, মর্ত্যলোক । “পাদগমঞ্চ যৎকিঞ্চিৎ বস্বস্তি পৃথিবীময়ম্। স ভূলোকঃ সমাধ্যাতে বিস্তারোহন্ত ময়োদিত; v” ( বিষ্ণুপু• ২৫ অe ) যতদূর পর্য্যস্ত পাদগম্য অর্থাৎ পদসঞ্চারের যোগ্য পাখিব বস্তু থাকে, ততদুর পর্য্যন্তই ভূলোক। চঞ্জ ও সুৰ্য্যের কিরণে যতদূর জালোকিত হয় এবং সমুদ্র, নদী ও পৰতসমৰেত স্থানই ভূলোক নামে খ্যাত। ভূলোক ও ভুবলোকের বিস্তার ও পরিমণ্ডল একই প্রকার। পৃথিবী, ভূগোল ও ভুবনকোব দেখ ] ভুলগ্ন (স্ত্রী) ভূবি লয়। শম্বপুষ্পী। (রাজমি.) ভুলতা (স্ত্রী ) ছবি লতা ইব। কিছুণুক, চলিত কেঁচে। (হেম) ভূলিঙ্গ (রা) শাষের জনপভেদ। (মহাভারত) ভূলিঙ্গশকুনি (পুং) তুলিঙ্গ: শকুনি । ৰিলশান্ধি পক্ষিভেদ। “অথ চৈধা নতে বুদ্ধি: প্রকৃতিং যাতি ভারত। ময়ৈব কথিতং পুৰ্ব্বং ভূলিঙ্গশকুনিৰ্যথা ॥” ( ভারত সভাপ০ ৪১ অ• ) ভূলোক (পুং ) পৃথিবীলোক, ভূলোক । ভূলোকমল্ল, জনৈক রাজ। ভূল্লেখিন (ত্ৰি) ভু-উৎলিখণিনি। যে সকল পক্ষ যুণ্ডিকা আঁচড়াইয়। ভক্ষদ্রব্য অম্বেষণ করে । ভূবদর (স্ত্রী) ভূগয়া বদর, শাকপার্থিবাদিত্বাং সমাসঃ। ক্ষুদ্রকোলী। হিন্দী ঝড়বের। পর্য্যায় ক্ষিতিবদরা, বল্লীবদর, বদরবল্লী, বহুফলিক, লঘুবদর, বদরফলী, সুক্ষবদরী । ইহার গু৭—মধুরাম, কফ ও বাতবিকারহারক, পথ্য, দীপন, পাচন, কিঞ্চিৎ পিত্তাম্রকারক এবং রুচিকর । ( রাজনিত ) ভূবলদেব, জনৈক হিন্দুরাজা। ইনি খৃষ্টীয় ১৮শ শতাদের মধ্যভাগে বারাণসীর অন্তর্গত বলদী নামক স্থানে রাজত্ব করিতেন । ভূবলয় (ক্লা) ভূবলয়মিব। ভূমিপরিধি। ভুবল্লভ ( পুং) রাজা, ভূপতি। ভূবশঙ্কর, সহাড্রিবর্ণিত জনৈক রাজা। (সহা- ৩৪২৫) ভুবাক, এক গৃহকারিকাগ্রণেতা। বিশাখ ভট্টের পুত্র।