বালারাও [ 8 বালাডুমুর ( দেশজ বৃক্ষবিশেষ । বালাগু, ২৪ পরগণার অন্তর্গত একটা পরগণা। কলিকাতার পূৰ্ব্বে ও সুন্দরবনের উত্তরে অবস্থিত। হারুয়া, গোসাইপুর, হাদিপুর, নায়াবাদ, মজিয়ান্টি, বেদারী, খাটুরা জনাৰ্দ্দনপুর, চাদপুর, হরিপুর, গোপালপুর প্রভৃতি গ্রাম এখানকার প্রধান বাণিজ্যস্থান । হাক্লয়া-গ্রামে পীর গোরাচাদের প্রসিদ্ধ সমাধিमभिग्न विशrभांन उमों८छ् । বালাদিত্য (পুং ) ১ নবেদিত স্বৰ্য্য। ২ কাশ্মীরের একজন शा छ । (ब्रोर्बुङग्न” ७18११ ) [ भ%५ 8 यो¥ीग्न cमर्थ । ] বালাপুর, ১ বেয়ার প্রদেশের অকোল জেলার অন্তর্গত একটা তালুক । ভূপরিমাণ ৫৭ • বর্গমাইল। ২ উক্ত জেলার একটা নগর । গ্রেটু ইণ্ডিয়ান পেনিনসুলার রেলওয়ের পারস ষ্টেসনের ৩ ক্রোশ দক্ষিণে অবস্থিত। অক্ষা” ২০° ৪৪' উঃ এবং দ্রাঘি” ৭৬ ৫৯ ১৫' পূঃ । মূলানদী ইহার উপকণ্ঠে প্রবাহিত । মোগলরাঙ্কগণের অধিকারে ইলিচপুরের পর এখানে সেনাবাস স্থাপিত হইয়াছিল। বালা নামক দেবীমন্দির-সন্মুখে এখানে পুৰ্ব্বে একটী মহামেলা হইত। বালদেবীর মনির এখানে অবস্থিত বলিয়াই এই নগরের বাঙ্গাপুর নাম হইয়াছে। আইন-ই-আকবরী-গ্রন্থে এই পরগণার সমুদ্ধির কথা উল্লিখিত হইয়াছে। সম্রাট আরঙ্গজেবের পুত্র আজমশাহ এখানে বাস করিতেন। ১৭২১ খৃষ্টাব্দে নিজাম উল-মুলক এই নগরের সন্নিকটে মোগললৈষ্ঠকে পরাভূত করিয়াছিলেন। মেলঘাটের পাৰ্শ্বতাচুর্গ ব্যতীত বালাপুরের দুর্গই বেরারের মধ্যে সৰ্ব্বাপেক্ষা বৃহৎ । শিলালিপি হইতে জানা যায় যে, ইলিচপুরের নবাব ইসমাইল গ্ৰী কর্তৃক ১৭৫৭ খৃষ্টাকে এই দুর্গ নিৰ্ম্মিত হয়। ১৯৩২ কিঞ্জিরায় নিৰ্ম্মিত এখানকার জুম মসজিদ ভগ্নাবস্থায় পতিত আছে । নগরের দক্ষিণদিকৃস্থ নদীতীরে ছত্রি’ নামক ছত্রাকৃতি অট্টালিক। এই নগরের প্রধান শোভা। প্রবাদ, সম্রাট আলমগীরের অনুচর রাজা সবাই জয়সিংহ কর্তৃক এই ছত্রি’ নিৰ্ম্মিত হয় । এথানকার বাজারে একপ্রকার স্থানীয় বস্ত্র বিক্রীত হয় । বালাম ( দেশজ ) সিন্ধতণ্ডুলবিশেষ । বরিশাল প্রভৃতি স্থানে ইহার ধান্ত প্রচুর পরিমাণে জন্মে। বালাময় (পুং ) বালন্ত আময়: বালয়োগ । [ বালয়োগ দেখ ] বালয়নি ( পুং ) বালার অপত্যং তিক্তাত্বিাৎ কিও, ( পা ৪।১।১৫৪ । ) বালার অপত্য । * বালীরাও, বিখ্যাত মানাসাহেবের ভ্রাতা, অযোধ্যাপ্রদেশের সিপাহিবিদ্রোহের জনৈক নেতা। তুলসীপুরের পর্বতমূলে র্তাহার 1 বালাহিসীর - == —: যুদ্ধে পরাজিত ইয়া তিনি নিজ ভ্রাতা নানার স্থায় জঙ্গলমধ্যে পলায়ন করেন। র্তাহার পলায়নে অযোধ্যাপ্রদেশে বিদ্রোহ শাস্তি হইয়াছিল এবং প্রায় ১॥০ লক্ষ সশস্ত্র বিদ্রোহীসেন। ইংরাজের বখ্যতা স্বীকার করিয়াছিল । বালারুণু (পুং ) বালস্বৰ্য্য, বালার্ক। বালীক (পুং ) বালঃ নবোদিতোহক । প্রাতঃকালীন স্বৰ্য্য। “রক্তবস্ত্রপরাধানাং বালার্কসদৃশীংতনুং।” (জগদ্ধাত্রীধ্যান ) ২ কন্যারাশিস্থিত সুৰ্য্য। এই সুৰ্য্যতাপ শরীরে লাগাইলে শরীরের অনিষ্ট হয় । 象 “শুষ্কমাংসং স্ট্রিয়ো বুদ্ধ বালার্কস্তরীণং দধি । প্রভাতে মৈথুনং নিদ্রা সন্ত: প্রাণহরাণি ষটু ॥” ( চাণক্য) বালাসিনোর, ( বাদাসিনোর ) গুজরাত প্রদেশের রেবাকাস্থার অন্তর্গত একটী সামন্তরাজ্য। অক্ষা” ২২° ৫৩' হইতে ২৩° ১৭% উঃ এবং দ্রাঘি” ৭৩° ১৭’ হইতে ৭৩ ৪০" পূঃ । ভূ-পরিমাণ ১৮৯ বর্গমাইল। এখানে মহী নামক নদী প্রবাহিত । চাষবাসের জষ্ঠ কূপ খনন করিয়া জল লইতে হয়। এখানকার সর্দারগণ মুসলমান । ইহাদের উপাধি বাবি’ বা দ্বাররক্ষক । ইংরাজরাজ-নির্দিষ্ট রাজনৈতিক কৰ্ম্মচারীর অনুমতি লইয়া ইহার হত্যাপরাধীর দও দিয়া থাকেন। ইংরাজ গবর্মেন্ট ও গাইকবাড়রাজকে ইহার কর দিয়া থাকেন। সৈন্তসংখ্যা ২০৩ জন । ইহারা ইংরাজের নিকট ৯টা সম্মানসূচক তোপ পাইয়া থাকেন । সলাবৎ খার পঞ্চম পুরুষ অধস্তন সেরথা ববি ১৬৬৪ খৃষ্টাব্দে দিল্লী দরবার হইতে বালাসিনোর ও বীরপুরের শাসনভার প্রাপ্ত হন। পরে জুনাগড় রাজ্যও তাহার অধিকারভুক্ত হয়। তাহার মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র এখানে ও কনিষ্ঠ জুনাগড়ে অধিষ্ঠিত হয়েন। গুজরাতে মহারাষ্ট্রপ্রভাব প্রতিষ্ঠিত হইলে ( ১৭৬৮ খৃষ্টাব্দে ) এখানকার সদ্ধারগণ পেশী ও গাইকবাড়রাজের অধীনতা স্বীকার করেন। ১৮১৮ খৃষ্টাব্দে পেশবার অধিকৃত এই স্থান ইংরাজরাজের পলিটিকাল-এজেণ্টের শাসনভুক্ত হয় । ২ উক্ত রাজ্যের রাজধানী। শেরিনদীতীরে অবস্থিত। অক্ষা” ২৩° উঃ এবং দ্রাঘি” ৭৩, ২৪ পুং । বালাহিসার, কাবুলের সীমান্তদেশবর্তী একটা নগর। ইহাকে কাবুল-প্রবেশের দ্বার বলিলেও চলে । ১৮৪১ খৃষ্টাব্দে এখানে ইংরাজসৈন্তু আশ্রয়লাভ করিয়াছিল। এখানে শাহসুজার রাজপ্রাসাদ ও তোরণস্তম্ভ আছে । ইংরাজগণ এখানে সেনাবাস স্থাপন করিতে চাছিলে স্বজা প্রথমে আপত্তি করেন ; কিন্তু भद्रश्वत्थ अन्छडिवांटम दांथा झन । সছিত ইংরাক্তের । ১৮৫৮, ২৩শে ডিসেম্বর ) ঘোর যুদ্ধ ঘটে। ৷ (४) cषांनन ब्रांबनद्रषांtइ ७३ दशtनइ जानिनूकब बाब्रङ्गकौब्र कां६ कब्रिङ । -
পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।